নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু দেশের জন্য

জীবন অতি সংক্ষিপ্ত

গ. ম. ছাকলাইন

আমি একজন সাধারন খেটে খাওয়া মানুষ

গ. ম. ছাকলাইন › বিস্তারিত পোস্টঃ

পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান বড়দলের মত!

০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫৬

দেশের জন্য ভাল কিছু কারনা ভাল লাগে। আজ এরকম একটি ভাল লাগার দিন। পয়েন্ট টেবিল দেখে খুব ভাল লাগছে।



পুল-এ




পুল-বি



বাংলাদেশের রাজনীতি অস্থির। প্রতিদিন হচ্ছে লোকক্ষয়। রাজনীতির টালমাটাল পরিবেশে প্রাণপাত দেশের মানুষের। নানা ধরনের শঙ্কা আর ভীতি জীবনের অংশ হয়ে আছে সবার। এমন একটি গুমোট পরিস্থিতিতে নিউজিল্যান্ডের নেলসন থেকে দারুণ স্বস্তির একটা খবর শোনাল বাংলাদেশের ক্রিকেটাররা। নিজেদের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করেই স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় জয়টা তুলে নিল মুশফিক-সাকিব-মাহমুদুল্লাহ-তামিমরা।

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ভাল লাগল ধন্যবাদ , দেশের টিম জিতলে ভাল লাগে ওদের দাম্ভিকতাও তখন সহ্য হয় ।

০৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

গ. ম. ছাকলাইন বলেছেন: এরকমই আমরা চাই। ধন্যবাদ বাবন ভাই।

২| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেখতে ভালই লাগে :)

০৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

গ. ম. ছাকলাইন বলেছেন: নিজের দেশ বলে কথা। ভাল হলেও আমার খারাপ হলেও আমার। ধন্যবাদ ভা্ই বিদ্রোহী ভৃগু

৩| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৪

নীল আকাশ ২০১৪ বলেছেন: অস্ট্রেলিয়ার সাথে পয়েন্ট ভাগাভাগি, যারা কিনা আফগানিস্তানকে হারিয়েছে ২৭৫ রানে। আর তার পাশাপাশি জয় আছে স্কটল্যান্ড ও আফগানিস্তানের সাথে - যারা বছরে দুটি ওয়ানডে খেলার সুযোগ পায় কিনা সন্দেহ!

মরা মেরে উল্লাস করলে তাকে তো বীরত্ব বলা যায়না।

০৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

গ. ম. ছাকলাইন বলেছেন: ভাই হতাশ হবেন না। সব সময় মনে আশা রাখবেন। ভাল কিছু হবেই ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই নীল আকাশ ২০১৪

৪| ০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: আমি আশাবাদী । দুটি ম্যাচ জিতে যাবো ইনশাল্লা । দেখিনা কি হয় ! চর্ট তো বলছে আমার সেরা আটে আছি । :)

০৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

গ. ম. ছাকলাইন বলেছেন: একই আশা আমারও। ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার

৫| ০৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

অভিনন্দন টাইগার্স।

বাংলাদেশকে আর মাত্র একটা ম্যাচ জিততে হবে। তাহলেই কোয়ার্টার।আশা করি জিতবে।

০৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

গ. ম. ছাকলাইন বলেছেন: ভাই একটা না অর্ধেকটা ম্যাচ জিতলেও আমরা কোয়াটারে যাব। ধন্যবাদ ভাই বঙ্গভূমির রঙ্গমেলায়

৬| ০৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

জুলহাস খান বলেছেন: এ বিশ্বকাপে বাংলাদেশ বড় দলই।

০৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

গ. ম. ছাকলাইন বলেছেন: কোন সন্দেহ নেই । পুরোটা্ই একমত। ধন্যবাদ ভা্ই জুলহাস খান

৭| ০৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:


ফলাফল ভালোই

০৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৯

গ. ম. ছাকলাইন বলেছেন: বাংলাদেশ নিয়মিত এরকম খেলুক তাই চাই। ধন্যবাদ চাঁদগাজী ভাই

৮| ০৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

নিস্পাপ একজন বলেছেন: খায়া দে মাম্মা-

০৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪০

গ. ম. ছাকলাইন বলেছেন: কি খাইতে চান.......

৯| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৬

সুমন কর বলেছেন: বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

অভিনন্দন টাইগার্স।

বাংলাদেশকে আর মাত্র একটা ম্যাচ জিততে হবে। তাহলেই কোয়ার্টার।আশা করি জিতবে।

সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.