নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু দেশের জন্য

জীবন অতি সংক্ষিপ্ত

গ. ম. ছাকলাইন

আমি একজন সাধারন খেটে খাওয়া মানুষ

গ. ম. ছাকলাইন › বিস্তারিত পোস্টঃ

আজ লিজেন্ডরা কে কি বললেন বাংলাদেশকে নিয়ে আর সমালোচকরা আগে কি বলতেন

০৯ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৪





বাংলাদেশ জয়ী হয়েছে আজ। ১৭ কোটি বাঙ্গালীর আজ আনন্দের সীমা নেই। আরো ভাল লাগে যখন ক্রিকেট বিশেষজ্ঞরা বাংলাদেশকে নিয়ে মন্তব্য করেন। কে কি বললেন তারা আজ!







সাবেক অস্ট্রেলিয়ান ঘূর্ণি-জাদুকর শেন ওয়ার্নও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশকে। তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত সকলকে অভিনন্দন। কী দারুণ এক খেলা আজ উপহার দিয়েছে তারা অ্যাডিলেডে! বিশ্বকাপ ব্যাপারটাই এমন—গর্ব এবং আবেগের!’







পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার টুইটে তিনি অভিনন্দন জানান মাশরাফিদের, ‘বাংলাদেশ! কী দারুণ খেলা! কী দারুণ সব পারফরম্যান্স!’ এর আগের এক টুইট বার্তায় মজা করে লেখেন, ‘কিন্তু আমাদের তো ইংল্যান্ডের সঙ্গে ফাইনাল খেলা দরকার ছিল। বিরানব্বই বিশ্বকাপের পুনরাবৃত্তি করা সহজ হতো।’ আরেক টুইটে তিনি বাংলাদেশ-পাকিস্তানের সেমিফাইনাল খেলার সম্ভাবনার কথাও জানিয়ে দেন। এশিয়ার চারটি প্রধান ক্রিকেট খেলুড়ে দলকে কোয়ার্টার ফাইনালে দেখেও উচ্ছ্বসিত শোয়েব।



ব্রায়াল লারা একটু তীর্যকভাবে উপহাস করেছেন ইংলিশদের। বাংলাদেশ দলকে উদ্দেশ্য করে টুইটারে তিনি লিখেছেন, 'দয়া করে ইংলিশদের একটু রয়ে সয়ে বিদায় দাও।' সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন, ‘বাংলাদেশব্রিলিয়ান্স’।



বাংলাদেশকে অভিনন্দন দেয়ার পাশাপাশি ইংলিশদের কড়া সমালোচনা ঝরেছে ইংলিশ গ্রেট বোথামের বাক্যবাণে। ইংল্যান্ড নির্বাচকদের এক কথায় ‘ধুয়ে’ দিয়েছেন। তাঁর টুইট, ‘সাবাশ বাংলাদেশ! মর্মান্তিক ইংল্যান্ড! আমরা কখন দলের জন্য এমন নির্বাচক নিতে পারব যারা ওয়ানডের জন্য যোগ্য একটা দল নির্বাচন করতে পারবে? বদলের সময় এসে গেছে!!’





সমালোচনাকারীরা এখন কি বলবেন? যারা বাংলাদেশকে নিয়ে নিয়মিত সমালোচন করতেন এভাবে, ‘ ২০০০ সালে টেস্ট খেলার সময় যেমন ছিল, বাংলাদেশ দল তার চেয়ে ভালো করছে না। বরং খারাপই করছে আমার মনে হয়’-গত বছর মার্চে এমন মন্তব্য করেছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে ইংলিশদের নাকউঁচু ভাবটা নতুন কিছু নয়। এর আগেও বক্রোক্তিতে বাংলাদেশকে আঘাত করার চেষ্টা করেছেন অনেক ইংলিশ ক্রিকেটার। একসময় বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস নিয়েও প্রশ্ন তুলেছিলেন জিওফ বয়কট, মাইক আথারটনের মতো সাবেক ইংলিশ তারকারা।



শুধু ইংলিশরাই নয়, অস্ট্রেলীয়রাও খোঁচা মারতে ছাড়েনি বাংলাদেশকে। ‘অস্ট্রেলিয়া টেস্টে বাংলাদেশকে দুই দিনের মধ্যে হারাবে’-২০০৪ সালে বাংলাদেশের প্রথম অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ সম্পর্কে এমন অবজ্ঞাসূচক উক্তি করেছিলেন অস্ট্রেলিয়ার প্রয়াত ক্রিকেটার ডেভিড হুকস। আজ সকালেও স্টার স্পোর্টসের বিশ্লেষণী আলোচনায় খোঁচা দিলেন টম মুডি। শ্রীলঙ্কার সাবেক এই অস্ট্রেলীয় কোচকে প্রশ্ন করা হলো, কোয়ার্টার ফাইনালে কাকে চাইবে ভারত? বেশ ‘মুড’ দেখিয়ে মুডি বললেন, ‘ভারত বাংলাদেশকেই চাইবে। কারণ, ইংল্যান্ড ভারতীয়দের জন্য কঠিন প্রতিপক্ষই হবে। ’ এরপর তাচ্ছিল্যের সঙ্গে বললেন, ‘আসলে বাংলাদেশ এখনো শ্রীলঙ্কা হয়ে উঠতে পারেনি। ’



নানা সময়ে প্রতিবেশী ভারত-পাকিস্তানের অনেক বিশ্লেষকও বাঁকা মন্তব্য করেছেন বাংলাদেশের ক্রিকেট নিয়ে। বাংলাদেশকে নিয়ে সমালোচনা করা তো পাকিস্তানি ধারাভাষ্যকর রমিজ রাজার কাছে ‘অভ্যাসে’ পরিণত হয়েছে! কেবল বিশ্লেষক? বিশ্বমোড়লদের আমন্ত্রণের তালিকাতেও অনেক পেছনে। আর্থিকভাবে লাভজনক হবে না, এমন অজুহাতে ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে বাংলাদেশকে সিরিজ খেলতে ডাকা হয় না দিনের পর দিন। আইসিসির ভাবনাতেও কি বাংলাদেশ গুরুত্ব পায়? আগামী বিশ্বকাপে ‘ছোট’দের ছেঁটে ফেলার পরিকল্পনাতে কি বাংলাদেশও থাকে না?





মাহমুদুল্লাহ, রুবেল অসাধারন খেলেছেন আজ।



-ধারাবাহিকতার উজ্জল দৃষ্টান্ত মুশফিক গত চার ম্যাচে যার তিনটি হাফ সেঞ্চুরী!





-শফিউল ইসলাম গতবার ইংল্যান্ডকে হারানোর নায়ক





আশাকরি বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন হবে। এই কামনা করি কারন বড় আশা করতে ভয় থাকলেও কোন দোষ নেই।

মন্তব্য ৩৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৩

সৌভিক ঘোষাল বলেছেন: বাংলাদেশের অসামান্য জয় এবং শেষ আটে চলে যাওয়ায় আমরা পশ্চিমবঙ্গের মানুষজনও ভীষণ আনন্দিত। রাস্তা দিয়ে হেঁটে আসার সময় দেখছিলাম লোকজন টিভির সামনে ভীড় করে দাঁড়িয়ে খেলা দেখছেন, বাংলাদেশ জয়ের যত কাছে আসছে ততই আবেগে ভাসছেন। অনেকে দেখলাম ছোট্ট একটা দোকানে রেডিও কানে শনছেন। পাশে আর একজন। হঠাৎ বিরাট উল্লাস। দাঁড়িয়ে বুঝলাম ইংলণ্ডের উইকেট পড়েছে একটা। সত্যি খুব খুব ভালো লেগেছে বাংলাদেশের এই জয়।

০৯ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৩

গ. ম. ছাকলাইন বলেছেন: আপনাদের ভাললাগা আমাদেরকে আরো উৎসাহিত করবে।
ভাল থাকবেন।

২| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১০:১০

সেলিম আনোয়ার বলেছেন: কোয়ার্টার ফাইনালে যেই প্রতিপক্ষ হোক বাংলাদেশ জয়ের টার্গেট নিয়েই নামবে । বাংলাদেশ ভাল খেলবে । চমৎকার শেয়ারে ভাল লাগা ।

০৯ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৪

গ. ম. ছাকলাইন বলেছেন: আমরা এখন প্রতিপক্ষ নিয়ে চিন্তা করছি না। কারন আমাদের সামনে সকল প্রতিপক্ষই সমান। ধন্যবাদ আপনাকে।

৩| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১০:২২

কলমের কালি শেষ বলেছেন: চমতকার একটি জয় উপহার দিল বাংলাদেশ । সাবাস ।

০৯ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৫

গ. ম. ছাকলাইন বলেছেন: সাবাস বাংলাদেশ। এগিয়ে যাক বাংলাদেশ।
ধন্যবাদ আপনাকে।

৪| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১০:২৩

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: জাস্ট একটা পরিসংখ্যান দিই...

অতিরিক্ত রানঃ
ইংল্যান্ড দিয়েছে ১৪
বাই , লেগ বাই , ওয়াইড , নো

আর আমাদের বাংলাদেশ...
মাত্র
যার মধ্যে লেগ বাই টি যেটা ইংলিশরা ব্যাটে লাগাতে গিয়ে পায়ে লাগায় নিছে :P আর নো মাত্র একটি :)

আর এই নো বলটি ছিল একটা বিমার থেকে আসা। আমাদের ছোট্ট তাসকিন (১৯) এতো চাপের ম্যাচে ভুল করেই না হয় একটা বিমার দিয়ে দিয়েছিল। কিন্তু সাথে ২ উইকেট নিয়ে কি সেটা পুষিয়ে দেয়নি??

তোমাদের সাথে আমরা সবাই ছিলাম, আছি, এবং থাকবো... থাকবোই !:#P !:#P !:#P

০৯ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৭

গ. ম. ছাকলাইন বলেছেন: বাংলাদেশ যোগ্যতম দল হিসাবেই জিতেছে। সাবাশ বাংলাদেশ।
ধন্যবাদ আপানকে সুন্দর পরিসংখ্যানের জন্য।

৫| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১০:২৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আশাকরি বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন হবে। !:#P

০৯ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৮

গ. ম. ছাকলাইন বলেছেন: নিশ্চয়। কোন সন্দেহ আছে?

ধন্যবাদ আপনাকে।

৬| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৪

বুবলা বলেছেন: একজন ভারতীয় হিসাবে বলছি বাংলাদেসের এই জয়টা একটা ফ্লুক, কারন আবার ফিরফিরতি খেলা হলে বাংলাদেশ হেরে ভুত হয়ে যাবে। তবে কানে চুপি চুপি একটা গোপন কথা বলি বাংলাদেস আজকে দারুন, অসাধারন খেলেছে, আজকে শুধু বাংলাদেশ জেতেনি জিতেছে ক্রিকেট, বাংলাদেশের ফাইটিং স্পিরিট, এই বিশ্বকাপে একটা ম্যাচের মত ম্যাচ দেখলাম, বাংলাদেশের আজকের প্রদর্শন দেখার পর কষ্ট হলেও বলতে হচ্ছে হ্যাট্স অফ

১০ ই মার্চ, ২০১৫ সকাল ৮:২৯

গ. ম. ছাকলাইন বলেছেন: এখন পর্যন্ত এবারের বিশ্বকাপের (২০১৫) সেরা ম্যাচ এটি ! সামনে আরো ভাল ম্যাচ উপহার দিবে বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে।

৭| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫৫

কালো গুপ্তচর বলেছেন: এরকম পারফরম্যান্সের প্রত্যাশা অনেক দিনের। ষোল কোটি মানুষ প্রতিটি খেলার আগে প্রহর গুনে বসে থাকে কবে সেই অতি আখাঙ্ক্ষিত জয়টা আসবে...??

আজ আমি সত্যিই গর্বিত। তার সাথে প্রত্যাশাও বেড়ে গেলো অনেক। অধরা বিশ্বকাপ জয়ের আশা করাটা কি খুব বেশি কিছু হয়ে যাবে....???

১০ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৩০

গ. ম. ছাকলাইন বলেছেন: অধরা বিশ্বকাপ জয়ের আশা করাটা কি খুব বেশি কিছু হয়ে যাবে....???- মোটেই না। আপনার সাথে আমরা সকলেই আশাবাদী। ধন্যবাদ আপনাকে।

৮| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৫

জামান শেখ বলেছেন: আমরা এবার করে দেখাবো।

১০ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৩২

গ. ম. ছাকলাইন বলেছেন: অবশ্যই করে দেখাবো। ধন্যবাদ আপনাকে।

৯| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪১

ছণ্ণ্ ছাড়া বলেছেন:

১০ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৩৬

গ. ম. ছাকলাইন বলেছেন: আগে জান বাচাই পরে কো: ফা:। -ইংল্যান্ড!!!!!!

১০| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ৭:২৯

কবি আলমগীর গৌরিপুরী বলেছেন: বাংলার ছেলেরা বাঘের মত লড়াই করে জিতেছে।

১০ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৩৭

গ. ম. ছাকলাইন বলেছেন: সত্যিই ওরা ভাল খেলেছে কাল। ধন্যবাদ আপনাকে।

১১| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৩০

কবি আলমগীর গৌরিপুরী বলেছেন: বাংলার ছেলেরা বাঘের মত লড়াই করে জিতেছে।

১২| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ১০:০৭

সুমন কর বলেছেন: অভিনন্দন রইলো !

১০ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২১

গ. ম. ছাকলাইন বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভকামনা বাংলাদেশ দলের জন্য।

১৩| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ১০:২০

মেহেরুন বলেছেন: অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল। কোয়ার্টার ফাইনাল এর জন্য আগাম শুভকামনা।

১০ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২৩

গ. ম. ছাকলাইন বলেছেন: কোয়ার্টার ফাইনালের পরেও আমারা বাংলাদেশের খেলা দেখতে চাই এই বিশ্বকাপে! ধন্যবাদ আপনাকে।

১৪| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৪৪

সবুজ স্বপ্ন বলেছেন: বুবলা আপনার শুভ কামনা জানাতে কষ্ট হচ্ছে কেন ? পয়সা তো লাগবেনা

১০ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৩

গ. ম. ছাকলাইন বলেছেন: সবাই শুভ কামনা জানাতে পারেনা কারন তার জন্য সাহস লাগে।
তবে বুবলা চুপি চুপি হলেও প্রশংসা করতে পেরেছে!
ধন্যবাদ সবুজ স্বপ্ন আপনাকে।

১৫| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন: বুবলা বলেছেন: একজন ভারতীয় হিসাবে বলছি বাংলাদেসের এই জয়টা একটা ফ্লুক, কারন আবার ফিরফিরতি খেলা হলে বাংলাদেশ হেরে ভুত হয়ে যাবে।

ভাইয়া আপনি জ্যোতিষী হলেন কবে। ক্রিকেটের আরেক নাম অনিশ্চয়তা। আর আপনি খেলার আগেই ভূত করে দিলেন। হ্যাটস অব টু ইউ।

বাংলাদেশ অসাধারণ খেলেছে। বড় কথা ইংল্যান্ডের মরগান ছাড়া কেউ ভুল শট খেলে নি খেলতে বাধ্য করা হয়েছে। মরগানের উইকেটটাও ছিল পরিকল্পিত। সো আন্ডারডগ বাংলাদেশ মেইকস দা ফেবারিট ক্রাই। ইন্ডিয়ার মওকা মওকা ছুটাইয়া দেব।

১০ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৮

গ. ম. ছাকলাইন বলেছেন: কোন সন্দেহ নেই ভারতের চিন্তা বাড়াইয়া দিছে বাংলালাদেশের জয়। আমার মনে হয় বাংলাদেশই ভারতের জন্য সবচেয়ে শক্ত প্রতিপক্ষ।

বাংলাদেশ যে ফলাফলই করুক আমরা বাংলাদেশ দলের পাশে থাকব।

কিন্তু ভারত যদি কো: ফা: বাংলাদেশের কাছে পরাজিত হয় তাহলে ভারতের খেলোয়াড়রা সহজে ভারতে ফিরতে পারবে বলে মনে হয় না। অতীত অভিজ্ঞতা তাই বলে।

১৬| ১০ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০০

বেসিক আলী বলেছেন:
তাসকিন (১৯) র দ্বিতীয় উইকেট JC Buttler† কে আউট করাই ছিলো ম্যাচের টার্নিং পয়েন্ট স্টার স্পোর্টসে দেখলাম। সর্বোপরি এটা টিম-রয়েল বেঙ্গল টাইগার্স দের জয়।

১০ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

গ. ম. ছাকলাইন বলেছেন: কাল পুরো খেলাই বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট !!!!!! ধন্যবাদ আপনাকে।

১৭| ১০ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

রেজওয়ান26 বলেছেন:
বাংলাদেশের এমন জয়ে ভারতের কষ্ট কেন?

১১ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪১

গ. ম. ছাকলাইন বলেছেন: কষ্ট না ভয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.