নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু দেশের জন্য

জীবন অতি সংক্ষিপ্ত

গ. ম. ছাকলাইন

আমি একজন সাধারন খেটে খাওয়া মানুষ

গ. ম. ছাকলাইন › বিস্তারিত পোস্টঃ

সাবাশ বাংলাদেশ! ওরা বাধ্য হয়েছে বাংলাদেশকে মেনে নিতে!

১৩ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৬



বাংলাদেশ ভাল খেলেছে জিতেছে এটা নিয়ে কারো কোন দ্বিধা নাই। তবে অনেকের ভয় আছে। কারন কয়েকদিন পর বাংলাদেশ ওদেরকে নিয়মিত হারাবে। একটা জিনিস বোধগম্য নয় বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে ভারত-পাকিস্থান অসন্তুষ্ট কেন? তবে সবাইনা কিছু ব্যক্তি।




বৃহস্পতিবার সকালে দেওয়া ওই স্ট্যাটাসে প্রসেনজিৎ লেখেন, ‌'বাঘের কিন্তু জাত আলাদা হয়, বেড়ালকে ভুল করে বাঘ না ভাবাই ভাল!' তার এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ বিতর্ক উঠেছে। ওই স্ট্যাটাসে বাংলাদেশকে বেড়াল বলা হয়েছে ভক্তদের এমন দাবির মুখে শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন তিনি।

রমিজ রাজা,ওয়াসিম আকরাম ও ইয়ান বিশপ চলমান বিশ্বকাপে টাইগারদের খেলা দেখে সত্যিই অবাক হয়েছেন সাকেব এই তিন তারকা ক্রিকেটার।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার বিশপের খুব মনে আছে গত আগস্টে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে খেলতে যাওয়া বাংলাদেশ দলটির কথা। হারতে হারতে ক্লান্ত ও বিধ্বস্ত ওই বাংলাদেশ দলের সঙ্গে বিশ্বকাপের বাংলাদেশ দলটির কোনো মিলই খুঁজে পাচ্ছেন না তিনি। ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচের এক ফাঁকে একটা আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গে বিশপ বললেন, ‘এই বাংলাদেশের খেলোয়াড়দের শরীরী ভাষাই অন্যরকম। গত বছরের মাঝামাঝি সময় ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া দলটির আত্মবিশ্বাসের সঙ্গে এই দলের কোনো কিছুরই মিল নেই।’

বিশপ আরো বলেন, ‘মুশফিকুর রহিমের মতো ব্যাটসম্যানের কাঁধ থেকে ওয়ানডে অধিনায়কত্বের বোঝা নামিয়ে সঠিক কাজই করেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দলটি এই মুহূর্তে অনেক বেশি আত্মবিশ্বাসী।

পাকিস্তানের সাবেক গ্রেট বোলার ওয়াসিম আকরাম বলেন, ‘আমি বাংলাদেশী ক্রিকেটের খুব বড় ফ্যান। এই দেশটিতে ক্রিকেটের প্রতি মানুষের ভালোবাসা আছে, দলটিতেও ভালো ক্রিকেটারের সংখ্যা নেহাতই কম নয়। কিন্তু নিজেদের চেনানোটাই বাকি ছিল তাদের। আমার মনে হয় বিশ্বকাপে সেই কাজটা তারা করেছে।’

কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা মনে করেন, ‘বাংলাদেশ দলের ‘অননুমেয়’ ব্যাপারটাই তাদের বড় শক্তি। ব্যাপারটি কোয়ার্টার ফাইনালে কাজে লাগাতে পারে তারা। কারণ ২০১২ এশিয়া কাপে ভারত-শ্রীলংকাকে হারিয়ে ফাইনালে গিয়েই বাংলাদেশ নিজেদের চেনাতে পেরেছিল। তারা তখনই সবাইকে জানিয়ে দিয়েছিল, নিজেদের দিনে যেকোনো দলকে হারাতে পারে তারা।’

সবাই বাধ্য হয়েছে বাংলাদেশকে ক্রেডিট দিতে। সবচেয়ে ভাল লাগবে ভারতের সাথে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ জিতলে। সেই আশায় রইলাম।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৫

ডিজ৪০৩ বলেছেন: সবাই দোয়া করুণ , যেনও বিশ্বের ক্রিকেট মুরুলেরা পা ধরে মাফ চায় ।

২| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৭

আরণ্যক রাখাল বলেছেন: বুম্বাদার স্যাটাসটা তার অমর সঙ্গি ছবির

৩| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:২৩

আশরাফুল করিম খান বলেছেন: বুমবা দার 'ইয়ে' তে বামবু দিতে হবে.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.