নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু দেশের জন্য

জীবন অতি সংক্ষিপ্ত

গ. ম. ছাকলাইন

আমি একজন সাধারন খেটে খাওয়া মানুষ

গ. ম. ছাকলাইন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ-ভারত খেলার সময় সাবেক বিশ্ব সেরারা টুইটারে যে কথা বলেছিলেন

২১ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৪





সেদিন খেলা চলাকালীন সাবেক বিশ্ব মাতানো ক্রিকেটাররা টুইটারে কি বলেছিলেন তার কিছু উ্ল্লেখযোগ্য স্ক্রীন সট দেখবো আজ।









ক্রিকেট যেন মাথা থেকে সরছেইনা। কোন কাজে মনোযোগ দিতে পারছিনা। কারন বাংলাদেশকে সেদিন যেভাবে হারিয়ে দেয়া হলো তা কোনভাবেই মেনে নিতে পারছিনা।











সময়ের ব্যবধানে এক সময় কষ্ট হয়তো কমে যাবে। কিন্তু ভারত আর আইসিসি সম্পর্কে যে নোংরা ধারনা হলো তা কি আর কোন দিন ভাল হবে?























খেলার চলাকালীন ব্রায়ান চার্লস লারা যা বললেন-



স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকক্ষে বসে রায়নাকে মাশরাফির বলে এলবিডাব্লিউর হাত থেকে বেঁচে যেতে দেখে লারা স্বগতোক্তির মতো বলেন, 'এটা আউট দিল না?' পাশে বসা অস্ট্রেলিয়ার নির্বাচক ও সাবেক ক্রিকেটার মার্ক ওয়াহও বলেন, 'এটা অবিশ্বাস্য সিদ্ধান্ত।' ম্যাচের মধ্যিখানে, নৈশ ভোজের বিরতিতে লারা সাংবাদিকদের বলেন, 'একটা নয়, দুটো সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেছে। এবং এ জন্য বাংলাদেশকে অবশ্যই ভুগতে হলো।'



কোমরের নিচের বলকে নো ডাকতে দেখে অবাক লারা, 'জঘন্য সিদ্ধান্ত...এটা কী করে নো বল হয়।'



জীবন পাওয়া রোহিত ও রায়নার ইনিংসটাই ভারতের স্কোরবোর্ডকে করেছে স্বাস্থ্যবান, তাই ভারতের ব্যাটিং শেষে বাংলাদেশের হারের শঙ্কাই প্রকাশ করেছিলেন এই ক্যারিবিয়ান কিংবদন্তি, 'ওই অবস্থা (২৫ ওভারে ২ উইকেটে ৯৯) থেকে ভারতের ৩০২ রানে পৌঁছানোর ব্যাপারটা একেবারেই অবিশ্বাস্য। মনে হয় না ৩০২ তাড়া করে বাংলাদেশ জিততে পারবে।'





আসলে ক্রিকেট নিয়ে আর কোন পোষ্ট দেবার ইচ্ছা ছিলনা কিন্তু গতকাল আসিসি যেভাবে সবকিছু অস্বীকার করল তাই না লিখে পারলামনা।

মন্তব্য ৯ টি রেটিং +২/-১

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৭

কলাবাগান১ বলেছেন: মেজাজ টাই খারাপ হয়ে গেল এমন বাজে কুরুচিপূর্ন কমেন্টগুলি দেখ. স্বার্থপর ইন্ডিয়ান রা এখন লেগেছে শেখ হাসিনার বিরুদ্ধে- কেন তিনি বললেন যে আম্পায়ারিং এর জন্য বাংলাদেশ হেরেছে
টাইমস অফ ইন্ডিয়ার নিউজের হেডিং দেখুন:
এখানে

২| ২২ শে মার্চ, ২০১৫ রাত ২:১৬

পেন্সিল স্কেচ বলেছেন: আমরা নিরুপায় ..আইসিসি তাদের কেনা !!

২২ শে মার্চ, ২০১৫ সকাল ৮:২২

গ. ম. ছাকলাইন বলেছেন: বাংলাদেশ যেহেতু সবকিছুতেই ভারতকে বড়ভাই মানে, তাই ক্রিকেটেও মানতে হবে!!!!!

৩| ২২ শে মার্চ, ২০১৫ রাত ১০:০৮

অলওয়েজ ড্রিম বলেছেন: আমরা হয়ত কিছুই করতে পারব না কিন্তু নৈতিক প্রতিবাদের জায়গাটা আমাদের ঠিকই আছে। সেখানে অন্তত আমরা ছাড় দেব না। এতে একটা কাজ হবে পৃথিবী জানবে ওদের অন্যায়ের কথা। সাধারণের মধ্যে ওদের প্রতি সমর্থন কমবে।

শুভেচ্ছা।

২২ শে মার্চ, ২০১৫ রাত ১০:১১

গ. ম. ছাকলাইন বলেছেন: সুন্দর প্রতিবাদ। ভাল থাকবেন।

৪| ২৩ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৫৬

এবং অভ্র বলেছেন: কিছুই করার নাই .. :(

২৩ শে মার্চ, ২০১৫ রাত ১১:০১

গ. ম. ছাকলাইন বলেছেন: সহ্য করায় দুর্বলের কাজ.....!

৫| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১১:২৩

ইলি বিডি বলেছেন: আইসিসি তাদের কেনা !! আম্পায়ারিং এর জন্য বাংলাদেশ হেরেছ।

২৪ শে মার্চ, ২০১৫ সকাল ৮:২৫

গ. ম. ছাকলাইন বলেছেন: সে কথা সকল ভারতীয়রাও জানে...... কিন্তু তারা মনেহয় তার জন্য অনুতপ্ত নয়। ঐ একটা ম্যাচের জন্য (বাংলাদেশ বনাম ভারত) ২০১৫ বিশ্ব কাপ কলঙ্কিত হলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.