নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু দেশের জন্য

জীবন অতি সংক্ষিপ্ত

গ. ম. ছাকলাইন

আমি একজন সাধারন খেটে খাওয়া মানুষ

গ. ম. ছাকলাইন › বিস্তারিত পোস্টঃ

ঐতিহাসিক (?) বর্ষবরনের পর আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসিকে চড় মারা হল যেভাবে

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫১

আগে বর্ষবরন বিষয়টায় আসি। এরকম বর্ষবরন পৃথিবীর আর কোন দেশে হয় কিনা আমার জানা নেই। ঐতিহাসিক (?) একটি বর্ষবরন ছিল এবার।





ঘটনা-১: ঢাকা বিশ্ববিদ্যালয়



বাংলা নতুন বছর উপলক্ষে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানুষের প্রচণ্ড ভিড় ছিল। বিকেল সাড়ে পাঁচটার দিকে শাহবাগ থেকে টিএসসি আসার পথে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে ৩০-৩৫ জনের একদল যুবকের বেশ কয়েকজন নারীর ‘শ্লীলতাহানি’ করা দেখা যায়। তারা কারও কারও শাড়ি ধরে টান দিচ্ছিল। কয়েকজনকে তারা প্রায় বিবস্ত্রও করে ফেলে। ওই যুবকেরা ভিড়ের মধ্যে দীর্ঘক্ষণ ধরে এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ সদস্য ও প্রক্টরকে ঘটনা জানালেও তাঁরা কেউ যথাসময়ে আসেননি। প্রক্টরের কার্যালয়ে গিয়ে দেখা যায় তিনি কম্পিউটারে গেমস খেলছেন।’ ঘটনাস্থল থেকে দুজনকে ধরা হলেও পুলিশ পরে তাঁদের ছেড়ে দিয়েছে বলে জানা যায়।



নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী লাঞ্ছিত যেভাবে বর্ননা করলেন ছাত্র ইউনিয়ন নেতা- লিটন নন্দী। - যদিও প্র্রথম আলোর ছাপানো আজকের পত্রিকায় পুরো খবরটি তেমন গুরুত্ব পায়নি, যতটা গুরুত্ব পেয়েছিল অভিজিত আর ওয়াশিকুর এখনও পাচ্ছে। এই হলো আমাদের দেশের সংবাদপত্রের অবস্থা!



(লিটন নন্দীর জবান বন্দী)



ঘটনা-২: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়



পয়লা বৈশাখে আদিবাসী এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।- দৈনিক প্রথম আলো (১৬/০৪/২০১৫)



ঘটনা-৩: রাবি ভিসিকে চড় মারলেন আওয়ামী লীগ নেতা!



খবরটি হয়তো খুব একটা গুরুত্বপূর্ন নয় দেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে কারন এরকম ঘটনা হরহামেশায় ঘটছে আমাদের দেশে।- ক্যাম্পাস



এভাবে কি একটা দেশ কতদিন চলতে পারে? যেদেশে নারীদের চেয়ে নাস্তিকদের গুরুত্ব বেশী। এতগুলো নারী একসাথে শ্লীলতাহানির শিকার হলেও কারো কোন মাথা ব্যাথা নেই। তাহলে আগামী দিনে এরকম উৎসবে নারীদের অংশগ্রহন নিষিদ্ধ?



মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৩

সচেতনহ্যাপী বলেছেন: এ লজ্জা লুকাবো কোথায়?? না কি সার্ট-প্যান্টের মত অঙ্গের শোভা বাড়াবে??

১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৩০

গ. ম. ছাকলাইন বলেছেন: যারা দেশকে এরকম নোংরা পথে ঠেলে দিচ্ছে তাদেরকে ধিক্কার জানাই।ধন্যবাদ আপনাকে।

২| ১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৬

সুমন কর বলেছেন: দেশে এসব কি হচ্ছে !!

১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৫

গ. ম. ছাকলাইন বলেছেন: এসব হচ্ছে নোংরা কাজ। একটি শ্রেনী এসব কাজকে প্রশ্রয় দেচ্ছে! ঢাবির মত এত নিরাপত্তাপূর্ণ জায়গাও আজ আর নিরাপদ নয়।

৩| ১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৮

রঙতুলি বলেছেন: ঠিক বলেছেন
এদেশে জা নিয়ে ব্যাবসা করা জায় সেই ইস্যু বেশী দামি এই সব তথাকথিত নারী নেত্রি মানবাধিকার কর্মি, আর কানা মিজান তো কানাই।
এতগুলি মেয়ের এভাবে শ্লিলতাহানী হল অথচ সবার মুখে কুলুপ।

১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩২

গ. ম. ছাকলাইন বলেছেন: টিকে থাকতে হলে মুখে কুলুপ দেওয়ার বিকল্প নেই !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.