নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু দেশের জন্য

জীবন অতি সংক্ষিপ্ত

গ. ম. ছাকলাইন

আমি একজন সাধারন খেটে খাওয়া মানুষ

গ. ম. ছাকলাইন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ সেনাবাহীনির নিয়োগ বিজ্ঞপ্তি ভারতের সরকারী ওয়েবসাইটে কেন?

২০ শে জুন, ২০১৬ সকাল ৮:৩৯



বাংলাদেশের সেনাবাহীনির নিয়োগ বিজ্ঞপ্তি ভারতের সরকারী ওয়েবসাইটে এটা কিভাবে সম্ভব। একটা স্বাধীন দেশের সেনাবাহীনির চাকুরীর বিজ্ঞপ্তি কি কখনো অন্যদেশের ওয়েব সাইটে কখনো দেওয়া যায়। সকালে ফেসবুকে ঢুকেই ড: তুহিন মালিকের একটি পোষ্ট দেখে একেবারে থ হয়ে গেলাম! এটা কিভাবে সম্ভব।
এছাড়াও বাংলাদেশের হিন্দুদের ভারতের প্রধানমন্ত্রী মোদির কাছে সাহায্য চাওয়ার মত ঘটনা খুবই দু:খজনক। এসব ঘটনা আমাদের জন্য ভয়ের কারন। ঘটনাগুলো দেখে মনে হয় বাংলাদেশের সবকিছু ঠিকঠাক আছেতো?

ড: তুহিন মালিকের পোষ্ট (লিংক) :

আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর কি কিছুই বলার নেই ?
"ভারতের সরকারী চাকরী ওয়েবসাইটে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে।

কর্মসূত্র ( http://www.karmakshetra.org/) নামের ওয়েবসাইটটি মূলত ভারতীয় বিভিন্ন রাজ্যের সরকারী চাকরি বিজ্ঞপ্তি প্রচারের একটি ওয়েবসাইট ।

সেখানে দেখা যাচ্ছে ভারতের অন্যান্য চাকরীর সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরির বিজ্ঞপ্তিও রাখা হয়েছে। http://www.karmakshetra.org/bd-army-sainik-recruitment/ ।

ভারতীয় ওয়েবসাইটে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতিক দেশ প্রেমিক সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি কে বা কারা প্রচার করছে সেটা অনেক বড় প্রশ্ন।
ওয়েবসাইটটিতে বাংলাদেশের আর অন্যকোন নিয়োগ বিজ্ঞপ্তি রাখা হয়নি, সেনাবাহিনীটির ছাড়া ।
সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যোগ্যতা হিসাবে ওয়েবসাইটের কোথাও লেখা নাই যে প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। অনলাইন ও এসএমএসে দরখাস্ত করা যাবে।

অনেকেই এটাকে ভয়াবহ আলামত হিসেবেই দেখছেন।
বাংলাদেশ সেনাবাহিনীতে কোন বিদেশী নিয়োগের সুযোগ নেই। সেক্ষেত্রে ভারতীয়দের মধ্যে প্রচারের দরকারও নেই।

কিছুদিন আগে যমুনা টিভির এক প্রতিবেদনে দেখা যায় নাম, স্থানীয় পরিচয় গোপন করে শত শত পুলিশ নিয়োগ দেয়া হচ্ছে । সেনাবাহিনীতেই কি সেভাবে ভারতীয় নিয়োগ দেয়া হচ্ছে? সুত্রঃ http://www.karmakshetra.org/bd-army-sainik-recruitment/"

বাংলাদেশ সেনাবাহীনিতে কাজ করার জন্য কি দেশপ্রেমিক সৈনিক বাংলাদেশে নেই যেটা অন্য দেশ থেকে আনাতে হবে! অন্য দেশের নাগরিক কি বাংলাদেশে আমাদের চেয়ে বেশী ভাল বাসবে?

বাংলাদেশ দীর্ঘজীবী হোক!

আপডেট-২১/০৬/২০১৬: অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি তুলে নিল ভারতীয় ওয়েবসাইট

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৬ সকাল ৮:৪৫

কলাবাগান১ বলেছেন: গত রাতে ভাল ঘুম হয়েছে কি নাকি ফেনী ভারতের অংশ হয়ে গেল চিন্তায় ঘুমাতে পারেন নাই। এখনও মসজিদে উলু ধ্বনি শুনেন নাই ...??? কবে সেই পোস্ট পাব?

২১ শে জুন, ২০১৬ সকাল ৮:২১

গ. ম. ছাকলাইন বলেছেন: আপনার কাছে লজিক আশা করে ছিলাম, এসব মুখস্তবিদ্যা শোনানোর দরকার নেই!

ধন্যবাদ।

২| ২০ শে জুন, ২০১৬ সকাল ৯:১১

বিজন রয় বলেছেন: কোন একটি কিন্তু আছে।
তুহিন মালিক বলে কথা!!!!

৩| ২০ শে জুন, ২০১৬ সকাল ৯:২৩

বাংলার জামিনদার বলেছেন: তোরা কি কোনোদিন ভালো হবিনা??? শুকুর ই থেকে যাবি????? পারলে তো মোদি পোদির পা চাটিস, তাইলে আবার এত ঢং করিস ক্যান???? কবে থেকেই তো তোদের ভাষায় বাংলাদেশ ভারত হয়ে গেছে। এই সব চিন্তা নিয়ে রাতে কিভাবে ঘুমাস???? অভিসপ্ত জীবন তোদের। আর তুহিন মালিক যার রেফারেন্স, সে তো মহা মিথ্যাবাদি। এই সব ভুল নিউজ দিয়া লাভ নাই রে কদু।

২৭ শে জুন, ২০১৬ সকাল ১১:৩৯

গ. ম. ছাকলাইন বলেছেন: তোর মত একজন শুকুর এর মন্তব্য রেখে দিলাম শুধু অন্যরা দেখার জন্য তা না থাকলে মানুষ কেমনে বুঝবে যে দেশদ্রোহীরা কেমন হয়!

৪| ২০ শে জুন, ২০১৬ সকাল ১০:০০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,

ভাইরে........... ঘাপলা আছে।

এখন আপনিও আপনার ফেসবুক আইডিতে ভারতের সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দেন।
দেখি ওনারা কি বলে।

৫| ২০ শে জুন, ২০১৬ সকাল ১০:২১

সবুজ সাথী বলেছেন: এরকম একটা নিউজ ভারতের দালালেরা ভালই দিফেন্ড করতেছে দেখি। কি আর করা সময় গুনতে থাকেন ভারতের সাথে মিশে গেলেই ভাদাদের মুখ বন্ধ হবে তার আগে নয়। এখন আমি বিশ্বাস করি ৭১ সালে দেশ আসলেই স্বাধীন হইছিল ভারতের সাথে যাওয়ার জন্য। ৪৭ এ যে ভুল (?) আমাদের বাবা শেখ মুজিব করেছিল (উনি পাকিস্থান আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন), তার প্রায়শ্চিত্য আমরা এভাবেই করব।

৬| ২০ শে জুন, ২০১৬ সকাল ১০:২২

সবুজ সাথী বলেছেন: @বাংলার জামিনদার, আপনার নাম পাল্টায়ে ভারতের জামিন্দার রাখেন। আপনাদের ভারত মাতা খুব খুশী হবে।

৭| ২০ শে জুন, ২০১৬ সকাল ১০:২৩

মোস্তফা ভাই বলেছেন: ওরে বাবা এখন কি হবে গো? মসজিদে উলুঃ ধ্বনি শোনা যাচ্ছে, দেশ বিক্রি হয়ে গেলো, মাদ্রাসার ছাত্ররা ধুতি পরে পুজা দিচ্ছে, মেয়েরা বোরখার নিচে শাখা সিদুর পড়ছে, হুজুররা তিলক লাগিয়ে গনেশ পূজা দিচ্ছে........ শিৎকার দিয়ে ভারত আক্রমন করো।

৮| ২০ শে জুন, ২০১৬ সকাল ১০:২৬

সবুজ সাথী বলেছেন: @ভাদাবাগান১, খাড়াও তুমার দাদারা আসতেছে। সবই পাবা। তোমাদের আস্তে আস্তে দিব। নাইলে ব্যথা পাবা যে।
‘বাংলাদেশ চাইলে সন্ত্রাসবাদ দমনে যেকোনো ধরনের সহযোগিতায় প্রস্তুত ভারত’

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.