নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://web.facebook.com/salauddin.shahria

সালাউদ্দিন শাহরিয়া

আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া

সালাউদ্দিন শাহরিয়া › বিস্তারিত পোস্টঃ

টাকা দেখতে কেমন

১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৩

লেখক : সালাউদ্দিন শাহরিয়া

বর্তমানে এই পৃথিবীতে মানুষ যাই করে তা টাকা ছাড়া অসম্ভব। কারণ যদি লেখক হতে চায় তাহলে কাগজ কলমের দরকার, আর এই কাগজ কলম কিনতে হলে টাকার দরকার।লেখা-পড়া করতে হলে টাকার প্রয়োজন। কোনকিছু আবিষ্কার করতে হলে টাকার প্রয়োজন। বলাযায় যা কিছু করতে হবে তাতেই টাকার প্রয়োজন।১ টাকা থেকে ১০০০ টাকা নোট পর্যন্ত আমরা পরিচিত।কিন্তু এই টাকার রং কেমন, কতটুকু লম্বা, কেমন তার চেহারা তা আমরা একসময় জানব না। শুধু জানবো যে আগে এরকম টাকা ছিল।বর্তমানে কেমন। তা বলতে পারবে না। “মাঝে মাঝে ভাবতে থাকবে টাকা দেখতে কেমন”। টাকা আমাদের হাতে থাকে, ব্যংকে থাকে ও বিভিন্ন জায়গায় থেকে থাকে।বর্তমানে বিভিন্ন টাকার তুলার জায়গা আছে যেমন: ব্যংক, বিকাশ, ডাচ্ বাংলা ইত্যাদি। তাছাড়া ক্রেডিট কার্ড রয়েছে টাকা তুলার জন্য।বড় বড় মার্কেটে কোন কিছু কিনলে ক্রেডিট কার্ড দিলে বিক্রেতা সে ক্রেডিট কার্ড থেকে তার প্রাপ্ত টাকা কেটে নেয়।যেকোন লেনদেনে ক্রেডিট কার্ড এর গুরুত্ব অপরিসীম। এভাবে একদিন দেখাযাবে যে প্রত্যেক মানুষের থাকবে ক্রেডিট কার্ড। মানুষ যা কিছু কিনবে সঙ্গে টাকা না নিয়ে ক্রেডিট কার্ড দিয়ে কিনবে। এই পরিস্থিতি যখন আসবে মানুষ তখন টাকা দেখবে না। শুধু ক্রেডিট কার্ড দিয়ে টাকা উত্তোলন, টাকা জমা ইত্যাদি সবকিছু করবে। দেখবে যে ক্রেডিট কার্ড এ কত টাকা আছে। তাছাড়া আমরা একটু যদি চিন্তা করি এবং তা সার্চ করি দেখবো যে, ২ অর্দ্ধ-পয়সা বা ৩ পাই = ১ পয়সা,
৪ আনা = ২৫ পয়সা, ৮ আনা = ৫০ পয়সা, ১৬ আনা = ১০০ পয়সা বা ১ টাকা, ১ টাকা = ১০০ পয়সা এই রকম দেখবো। ক্রমান্নয়ে পাল্টে যাছে মুদ্রা। যদি এরকম হয় যে, (এত টাকায় এত মুদ্রা...) তাহলে একসময় আনা, পয়সা, মতো ভুলে গিয়ে সবসময় টাকার হিসাব করব। একসময় মুদ্রার নাম যে টাকা সে টাকা ভুলে গিয়ে নতুন মুদ্রার নাম ব্যবহার করব। এটাই চলতে থাকবে যুগ যুগ ধরে। মানুষ প্রযুক্তি নির্ভর হবে। আর এই প্রযুক্তি নির্ভর হয়ে টাকাকে হাতে ছুতে পারবে না, অনুভব করতে পারবে না। শুধু দেখবে সংখ্যা। এইভাবে পাল্টাবে যুগ যুগ ধরে। -সমাপ্ত-


মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: টাকা দেখতে কেমন ????


শুভ ব্লগিং

১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৭

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: যেমনটাই লিখেছি তেমনটাই

২| ২০ শে জুন, ২০১৭ রাত ৮:২৭

খায়রুল আহসান বলেছেন: মৌলিক চিন্তা, লেখাটা পড়ে ভাল লাগলো।
এখানে প্রকাশিত আপনার প্রথম লেখাটি দিয়েই আপনার ব্লগ পড়া শুরু করলাম। বাংলা ব্লগের এ আসরে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক, ফলপ্রসূ হোক!

২১ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪২

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার ব্লগ পড়ে ভালো লাগার জন্য এবং আমার ব্লগ লেখায় উৎসাহিত করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.