নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://web.facebook.com/salauddin.shahria

সালাউদ্দিন শাহরিয়া

আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া

সালাউদ্দিন শাহরিয়া › বিস্তারিত পোস্টঃ

“অস্বাজ”

১৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৪

সালাউদ্দিন শাহরিয়া

আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত করে। আমরা মানি। কিন্তু বির্ধমীরাও মানে কারণ মানুষতো তাদের ধর্মে যদিও না থাকে তবুও যু্ক্তির ক্ষেত্রে। তবে আমি সেই লোক গুলোদের সমাজে চেনাতে চাই যাদেরকে আমার ভাষায় আমি বলি “অস্বাজ”। অস্বাজ জাতিরাই সমাজে আনতে পারে দুর্নীতি, রাহাজানি, খুন-খারাপি ইত্যাদি। অস্বাজ জাতিদের কিছু পরিচয় হলো- পাঁচ ওয়াক্ত নামায পড়া ফরজ। তবে তারা সপ্তাহে একবার জুম্মার নামায পড়ে। অনেকেও তো পড়েই না। আচ্ছা ফরজ অর্থ কি জানেন ? ফরজ অর্থ হলো অবশ্যই পালনীয়। তাহলে আপনি পালন করেন না কেন। গান-বাজনা হারাম, তারা গান বাজনা করে। তারা সবই জানে কিন্তু সবই পালন করে না। তাদের কিছু শর্ত হলো এতো কিছু করে লাভ কি যখন বুড়ো তখন তো এক চিল্লা, দুই চিল্লা দিয়া তাবলীগের আমির হয়ে যাবো। তখন তো সওয়াব করলেই চলে। মসজিদে মসজিদে ঘুরে বেড়াবো। নামাযের সময় নামায পড়ব, খাওয়ার সময় বিআইপি খাবো। আর ইসলামের দাওয়াত দিবো মানে এইতো মসজিদের পাশে যারা আছে তাদেরকে দেখলে একটা ডাক দিয়া ফজিলতের দু’একটা কথা বলবো আর নিজের আমল করব। এত সস্তা নাকি জান্নাত পাওয়া। তাদের আরেক কথা আছে যে, আল্লাহ তো ক্ষমাশীল তখন ক্ষমা চেয়ে নেবো। এখন তো আমি যুবক এখন আমি নাচ, গান, ইসলাম বিরোধী রাজনীতি, কত কিছু করব আর বুড়ো বেলায় আমল করব। এইরকম মানুষ বাংলাদেশে অভাব নাই। আমি আগে বলেছিলাম ফেইসবুকে যে, “আমি জানি মানিনা, আমি বুঝি করিনা।” মানুষ সুধ খায়, জানে সুধ হারা। মানুষ ঘোষ খায়, জানে ঘোষ খাওয়া হারাম। সবই জানে কিন্তু মানে না। যদি কেউ বলে তাহলে তাকে পঁচিয়ে ফেলবে মিথ্যা অপবাদ দিয়ে। অস্বাজ এর পূর্ণরুপ আমি বলছি বুঝে নিবে সম্পূর্ণ পোস্ট পড়ে। আর ;সামা্ন্য পড়ে পোস্টে কমেন্ট করে অস্বাজ জাতির একজন হবেন না। কমেন্ট করবেন সম্পূর্ণ পোস্ট পড়ে কমেন্ট করেন। তো তারা মুসলমান । তাদের ধর্ম পরিচয় দিয়ে থাকেন মুসলিম। কিন্তু মুসলমানের কোন কাজের সাথে মিল থাকেনা। যদিও থাকে তাহলে সম্পূর্ন না কোন একটাতে সমস্যা থাকে। আর সবচেয়ে বড় যে সমস্যা সেটি হলো প্রতিদিন পাঁচওয়াক্ত নামায না পড়া। “অস্বাজ” এই জাতির সামান্য ব্যাখ্যা দিতে গিয়ে উপরের সামান্য লিখলাম। এখন আমি বলতে চাই অস্বাজ মানুষ যদি কোনদেশের প্রধান হয়, বিচারপতি হয়, শিক্ষক হয়, সমাজসেবক হয়, ইত্যাদি পদে নিযুক্ত থাকে তাহলে কিভাবে তারা দেশকে উন্নত করবে। কারণ তাদের ফরজ কাজগুলো তারা করে না। নিষেধ কাজ গুলোর অংশধারী। তাদের পরামর্শে কিভাবে একটা দেশ উন্নত হবে। তারা কিভাবে দেশ পরিচালনা করবে। যদিও দেশ উন্নত হয় তাহলে দেখবে উন্নত ঠিক হইছে দুর্নীতি ঠিকই বাড়ছে। ডিজিটাল ঠিকই হচ্ছে ধর্ষন ঠিকই বাড়ছে। তো যদি মুসলমান না হয়ে যদি বিধর্মী হয় সে তার ধর্ম জ্ঞান না থাকে অথবা ধর্মের জ্ঞান থাকা সত্ত্বেও যথাযথ পালন করে না তারাই বা কিভাবে সমাজে শান্তি আনতে পারবে। আর যারা নাস্তিক তারা তো আল্লাহ মানে না। সৃষ্টিকর্তা কিছুই মানে। শুধূ যুক্তি দিয়ে থাকে। যেমন পূজিবাদ যক্তি সমাজ গড়ার পরিকল্পনা নিয়ে আবার সেটা সংশোধন করা হয়েছিল। ইসলাম ছাড়া অন্য কোন জাতি বা কোন সমাজ গঠন করার পরিকল্পনা করলে সেটা বেশিদিন থাকেনা। দ্বন্দ লেগে যায়। আবারও সংশোধন করা হয়। তাই আগে নেতৃত্ব দিবেন নিজেকে গড়ে তুলেন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৩

ধ্রুবক আলো বলেছেন: কথা গুলো বেশ ভালো লাগলো, এরাই দেশের বিপদ ডেকে আনছে আরকি।

১৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৫

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো।

২| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:০৪

প্রাইমারি স্কুল বলেছেন: সুন্দর লেখা

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২৪

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: ধন্যবাদ প্রাইমারি স্কুল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.