নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://web.facebook.com/salauddin.shahria

সালাউদ্দিন শাহরিয়া

আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া

সালাউদ্দিন শাহরিয়া › বিস্তারিত পোস্টঃ

মিস ওয়ার্ল্ড

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

সালাউদ্দিন শাহরিয়া

যুক্ত রাজ্যের যৌনাঙ্গ নেতা এরিক মোর্লে,
তৈরি করলো 'মিস ওয়ার্ল্ড' নামে প্রতিযোগীতাকে।
ফান্দের একটা জালের ঘাটি পাতায় তারা,
'মিস ওয়ার্ল্ড' এর টাকা খাবে দরিদ্র শিশুরা।

বাপকে মেরে ছেলে খুশি যেমন যুক্তি,
নারী দেহ ব্যবসা করে গরিব সুখি তেমন যুক্তি।
নাস্তিক মুরতাদ সম্মান কী? বুঝবে তারা,
মতবাদের ফিতনা সৃষ্টির জনক যারা।

'মিস ওয়ার্ল্ড' এর শর্ত আবার যেমন তেমন না,
স্বামী ছাড়া থাকতে হবে সন্তান দূরের কথা।
এরিক মোর্লের ভগলবাজি একটু বুঝেন তো,
নারীর সম্মান কোথায় নিছে একটু দেখেন তো।

জান্নাতুল নাঈম এভ্রিল নামের বাংলা মেয়েটা,
যোগ দিছে 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' নাম দিয়া।
আমার এখন বেশি চুলকায় বাংলাদেশরে নিয়া,
মহান নেতারা স্বাধীন করছেন কতো রক্ত দিয়া।

০৪/১০/২০১৭ ইং।


মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৭

হাফিজ হুসাইন বলেছেন: পুরাই নারী নিয়া ব্যবসা। আশ্চর্যের কথা হল নারীরাও সে ব্যবসা নিয়া পুরাই খুশি।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৭

হাফিজ হুসাইন বলেছেন: পুরাই নারী নিয়া ব্যবসা। আশ্চর্যের কথা হল নারীরাও সে ব্যবসা নিয়া পুরাই খুশি।

০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫২

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: কিয়ামত ঘটার একটা নির্দশন মাত্র।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১১:২৬

এম আর তালুকদার বলেছেন: নারীরা রানী নয় দাসী হতেই মনে হয় বেশি পছন্দ করে।স্বামীর ঘরে বসে অধিকার খোজে লম্পটের কাছে পতিতা হয়

০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৩

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: তারা বেশি চালাক। বেশি সুখি হতে চায় যার ফলে করুণ অবস্থা হয়। কথা আছে না যে, অতি চালাকের গলায় দড়ি।

০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৩

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: শেষ পর্যন্ত স্বামী ও সন্তান হারা হয়। বুড়ো বয়সে....... হারা হয়।

৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: অথচ এদের এই প্রতিযোগিতা দেখতে সবাই হুমড়ি খেয়ে পড়ে।
শেষ পর্যন্ত কটা মেয় ভাল থাকে। হয়তো মুকুট মাথায় উঠে ।
কিন্তু সম্ভ্রম ধুলায় মিশে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.