নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://web.facebook.com/salauddin.shahria

সালাউদ্দিন শাহরিয়া

আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া

সালাউদ্দিন শাহরিয়া › বিস্তারিত পোস্টঃ

ইমাম মাহদী আগমন

১৯ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৫

সালাউদ্দিন শাহরিয়া

ইমাম মাহদী আসবে বুঝি
পাবেন সৌদি রাজত্ব,
মরছে জাহিল প্রিন্স যুবরাজ
বিশ্বে এমন আওয়াজ-তো।

রাসূল (সা.) বলেছিলেন সেদিন
আমি পরে খেলাফত,
তারপরে রাজত্ব তারপরে কী?
তারপর হবে একনায়কতন্ত্র।

ঠিক সেই সময় আগমন
ইমাম মাহদী করবেন,
মিলে যাচ্ছে তিলে তিলে
মনে হয় আসবেন।

জেরুজালেম দখল করার চেষ্টা
নারীর হাতে দেশ,
পুরুষ থেকে নারী বেশী
থাকবে এমন রেশ।

অনেক কিছু তথ্য দিচ্ছেন
মুফতি কাজী ইব্রাহীম,
তার গবেষণা কোরআন হাদিস
করেন খেদমত দ্বীন।

আগমন হচ্ছে বুঝি এখন
ইমাম মাহদী এর,
অপেক্ষায় জালিমের তালা ভাঙ্গতে
এই মাস রমজানের।

আমি বড় বড় শাইখদের গবেষণার কথা থেকে লিখেছি। আমি বলছিনা যে তিনি এখন বা এই বছরি আসছেন, আমি বলছি আসার সম্ভাবনা তথাকথিত সমাজ দেখে।

আল্লাহ সহায়।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: সালমান কি তাহলে সত্যি মারা গেছে?? ২১ এপ্রিলের অভ্যুত্থানে!!

এখনো সব ধৌঁয়াশা! গুজব ! সউদ গংওতো চুপ! প্রতিবাদও করছে না। বিবৃতিও দিচ্ছে না!

২| ১৯ শে মে, ২০১৮ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:


আলসের মাথা, শয়তানের বাসা

৩| ১৯ শে মে, ২০১৮ রাত ১০:২৪

আবু আফিয়া বলেছেন: সুন্দর কবিতা। লেখককে ধন্যবাদ,
আমরা শুধু ইমাম মাহদীর জন্য অপেক্ষাই করতে থাকি। বড় বড় কত আলেমের কাছেই না শুনেছি ইমাম মাহদী আসার সময় হয়েগেছে, যেমন-
আলহাজ মাওলানা একেএম ফজলুর রহমান মুন্সি রচিত ‘পবিত্র কোরআন ও হাদিসের আলোকে হজরত ইমাম মাহদি (র.), যা ১৯৮৪ সালে দ্য তাজ পাবলিশিং হাউস, ৭/বি, প্যারীদাস রোড, ঢাকা-১ কর্তৃক প্রকাশিত হয়। এর একাংশে ইমাম মাহদির আবির্ভাবের সময় সম্পর্কে উল্লেখ করেন ‘এই উপমহাদেশের বিখ্যাত অলি হজরত শাহ নেয়ামত উল্লাহ কাশ্মিরী (র.) তাহার ভবিষ্যদ্বাণীতে উল্লেখ করেছেন, ১৩৮০ হিজরি সালে ইমাম মাহদি জন্মগ্রহণ করবেন এবং চল্লিশ বছর বয়সে আত্মপ্রকাশ করবেন। এই হিসাব অনুসারে ইমাম মাহদি ১৪২০ হিজরি সালে আত্মপ্রকাশ করবেন। সুতরাং তার প্রকাশ পাওয়ার মাত্র বিশ বছর বাকি রয়েছে’ (পৃষ্ঠা. ১৬-১৭)। এ অনুযায়ী ইমাম মাহদির আবির্ভাব হওয়ার কথা ২০০৪ সালে। কারণ ১৯৮৪ সালে তিনি ঘোষণা দিয়েছেন, আর মাত্র বিশ বছর বাকি আছে ইমাম মাহদির আগমনের সময়। তাহলে বর্তমান কত সাল চলছে?

মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেস থেকে প্রকাশিত (হিজরি ১৩০৫) হজরত আল্লামা আবদুল ওহাব শা’রানি প্রণীত কিতাব ‘আল ইওয়াকিত ওয়াল জাওয়াহির’ গ্রন্থের প্রথম সংস্করণের ১৬০ পৃষ্ঠায় তিনি এ মত প্রকাশ করেছেন, মাহদি (আ.) ১২৫৫ হিজরিতে জন্মগ্রহণ করবেন।

দ্বাদশ হিজরির মুজাদ্দিদ হজরত শাহ ওলীউল্লাহ মুহাদ্দিস দেহলবী (রহ.) তার মূল্যবান কিতাব ‘তাফহিমাতে ইলাহিয়াত’ প্রকাশকাল ১৩৫৫ হিজরি। ওই গ্রন্থের ১৪৩ পৃষ্ঠায় তিনি লিখেছেন, ‘মহাপ্রতাপশালী আমার প্রভু আমাকে জানিয়েছেন যে, কেয়ামত অতি নিকটবর্তী এবং হজরত মাহদি (আ.) প্রকাশ হওয়ার জন্য প্রস্তুত।’

মৌলভি নবাব সিদ্দীক হাসান খান ভূপালী সাহেবের প্রসিদ্ধ গ্রন্থ ‘হেজাজুল কেরামাহ ফি আসারে কাদীমা’ গ্রন্থে তিনি ইমাম মাহদির আবির্ভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এবং বহু গণ্যমান্য আলেমের উদ্ধৃতি দিয়ে নিজ মন্তব্য এভাবে বর্ণনা করেছেন ‘আমি বড় মজবুত সূত্রগুলো মিলিয়ে দেখছি যে, নিশ্চয় তিনি (ইমাম মাহদি) হিজরি চতুর্দশ শতাব্দীর প্রারম্ভে আবির্ভূত হবেন’ (পৃষ্ঠা-৩৯৫)।

পাক ভারতের খ্যতনামা আলেম সৈয়দ আবদুল হাই (রহ.) তার লিখিত পুস্তক ‘হাদিসুল গাসিয়া’ গ্রন্থে লিখেছেন ‘চতুর্দশ শতাব্দীর প্রারম্ভে হজরত ইমাম মাহদি (আ.)-এর আবির্ভাব অনেকটা সুনিশ্চিত। যেহেতু মাহদি (আ.) সম্পর্কিত সব নিদর্শনাবলি প্রকাশ হয়ে গেছে।’

খাজা হাসান নিজামি পাক ভারতের বিখ্যাত সুফি ও সাহিত্যিক এবং বিশিষ্ট সাংবাদিক তিনি ইমাম মাহদির আগমন সম্পর্কে ‘কিতাবুল আমর ইয়ানি মাহদির আনসার ও ফরায়েজ’ নামে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন। ওই গ্রন্থে তিনি উল্লেখ করেন ‘মাহদি (আ.)-এর যুগ হিজরি চতুর্দশ শতাব্দী।’ তা ছাড়া তিনি একবার আরব দেশ ভ্রমণ করে লিখেছেন ‘আরবের মশায়েখ ও উলামায়ে কেরাম সবাই হজরত ইমাম মাহদি (আ.)-এর অপেক্ষা করছেন। এমনকি শেখ সানসির এক খলিফা এত দূর বলে ফেললেন যে, হিজরি ১৩৩০-এ মাহদি (আ.) জাহির হয়ে পড়বেন’ (পত্রিকা ‘আহলে হাদীস’, ২৬ জানুয়ারি, ১৯১২)।

আমরা তাঁর অপেক্ষায় দিনগুনছি।

৪| ২০ শে মে, ২০১৮ ভোর ৪:২১

নূর আলম হিরণ বলেছেন: ইমাম মাহাদি আসার পর কি হবে?

৫| ২০ শে মে, ২০১৮ সকাল ১০:৩৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৬| ২১ শে মে, ২০১৮ রাত ১২:০৮

টোনাল্ড ড্রাম্প বলেছেন: ইমাম মেহেদী কথাটা ভুল আসলে ইমাম শব্দটা শিয়া রা ব্যবহার করে আর আমরা উচ্চারণের দিক দিয়ে মাহ্দী কে বানিয়েছি মেহেদী কিন্তু তা তো হবার নয় মাহ্দী শব্দের এরাবিক মিনিং বাংলা করলে দাঁড়ায় হেদায়েত প্রাপ্ত বস্তুত এটা হবে মাহ্দী রাহিমাহুল্লাহ

২৭ শে মে, ২০১৮ রাত ১১:২২

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: আমি আসলে জানি। কিন্তু লিখার সময় খেয়াল করিনি। আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল।

৭| ২১ শে মে, ২০১৮ রাত ১২:৩৬

নতুন বলেছেন: ইমাম মাহাদী হইলো waiting for Goddot এর মতন গডো চরিত্র....

আশা... এটা নিয়ে মানুষ ভালো থাকে..

কিন্তু গডো কখনোই আসেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.