নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://web.facebook.com/salauddin.shahria

সালাউদ্দিন শাহরিয়া

আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া

সালাউদ্দিন শাহরিয়া › বিস্তারিত পোস্টঃ

মধ্যবিত্ত

১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২১

সালাউদ্দিন শাহরিয়া

পুকুরে থাকলে স্রোত বুঝা যায়না। নদীতে থাকলে টেউয়ের প্রবল গতি বুঝা যায়না। আর সমুদ্রে থাকলে পুকুরের নিরবতা বুঝা যায়না।
ঠিক তেমনি নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত ফ্যামিলির মানুষের চলাফেরা আচার আচরণও এমন। নদীতে বৈশাখের সময় ঢেউয়ের আবির্ভাব ঘটে শীতকালে আবার পুকুরের মতো নিরব হয়ে যায়। মধ্যবিত্ত ফ্যামিলির মানুষগুলো এমনি। স্বাদ তিনটিই উপভোগ করে। অভাবে পুকুর, স্বাভাবিকে নদী আর কখনো সমুদ্রে পরিণত হয়। দুঃখ-কষ্ট আর আনন্দ উল্লাসেই জীবন চলে। এজন্য আমি মনে করি সিনেমা জগতের উদ্ভব এই মধ্যবিত্ত ফ্যামিলির জন্য। কেননা প্রত্যক্টি ক্যারেক্টার এ মধ্যবিত্তের অংশ থাকে।
আমিও মধ্যবিত্ত ফ্যামিলির লোক। এতো ধনীও না আবার গরিবও না। আর আমি আসলেই গর্বিত মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্ম হওয়ায়। সব অনুভূতি পাইতো তাই। আমার ১৯শের বই মেলাতে "মধ্যবিত্তের ঘরে" নামেও একটি কবিতা আছে। আমার মতে, একবার ফকির, একবার স্বাভাবিক আর একবার ধনী রূপ ধারণের নামই মধ্যবিত্ত।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৫

ওমেরা বলেছেন: আল্লাহ যখন যে অবস্থায় রাখেন সে অবস্থায় শুকরিয়া করা উচিত ।

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৫

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: তা অবশ্যই ঠিক।

২| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৬

আরোগ্য বলেছেন: বাকি কথাতো ঠিক আাছে, শেষ বাক্যটায় সায় দিতে পারছি না।

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৬

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: ধন্যবাদ। তবে যে যেটা মনে করে।

৩| ১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

খায়রুল আহসান বলেছেন: মধ্যবিত্তরা সমাজে সংখ্যাধিক। এ কারণে সাহিত্য, শিল্প, সংস্কৃতিতে মধ্যবিত্তের জীবন প্রতিফলিত হলে সেটা জনপ্রিয় হয়।

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৬

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: হ্যাঁ।

৪| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: আল্লাহ যাদের বেশি ভালোবাসেন তাদের সংখ্যা সব সময় বেশি হয়।

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৮

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: আল্লাহ যাদের বেশি ভালোবাসেন তাদের সংখ্যা সব সময় বেশি হয়। কথাটি মানতে পারলামনা। তবে আল্লাহ যাকে ভালোবাসেন সেই দুনিয়া ও আখিরাতের কামিয়াবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.