নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

সালমান মাহফুজ

সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।

সালমান মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

কেউ ভালোবাসে নি

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৭

এক দীর্ঘ স্বেচ্ছাচারী ভ্রমণ শেষে

তোর কোলে শুয়ে পড়েছে ক্লান্ত দুপুর ।

চৈতী হাওয়ায় কেঁপে কেঁপে উঠা কচি পাতাগুলো

আদুরে সুরে এখন আর তোকে কাছে ডাকে না;

বিষণ্ণ রোদের স্পর্শে ঘেমে উঠা গোলাপগুলো

নিঃশ্বাসে নিঃশ্বাসে ছড়িয়ে দিচ্ছে তোর দিকে

বিনষ্ট সৌরভ—

দু’চোখে আক্ষেপের নীল আগুন মেখে

তুই চিৎকার করে উঠিস

উন্মত্তের মত চিৎকার করে উঠিস—

তোকে ওরা কেউ ভালোবাসে নি, কেউ ভালোবাসে নি !



গোধূলি-বেলার বিধ্বস্ত বর্ণিল আকাশ থেকে

এক এক করে খসে পড়া মেঘের পালক

বিস্তীর্ণ প্রান্তরময়;

মৃত্তিকার নরম শরীর ফেটে বেরিয়ে আসা

সবুজ ঘাসের শীষে লেগে থাকা শিশির-ফোটা—

তোর বুকের ভিতরটাকে বিষিয়ে তোলে ব্যাপক ;

তুই চিৎকার করে উঠিস

উন্মত্তের মত চিৎকার করে উঠিস—

তোকে ওরা কেউ ভালোবাসে নি, কেউ ভালোবাসে নি !





মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৪

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৫

সালমান মাহফুজ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাইজান ।

২| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৯

শেষ শব্দ বলেছেন: দারুণ লিখেছেন।

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৫

সালমান মাহফুজ বলেছেন: ধন্যবাদ শেষ শব্দ ।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৮

নাজিয়া ফেরদৌস বলেছেন: ভালো লেগেছে তবে, শিরোনামটা কি ? ভালোবাসি নি না ভালোবাসে নি

১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২৮

সালমান মাহফুজ বলেছেন: ধন্যবাদ । ঠিক করে নিলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.