নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

সালমান মাহফুজ

সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।

সালমান মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

কথা আছে

০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৯


ছবি - ইন্টারনেট থেকে


কথা আছে চুপে চুপে—
এইখানটায় বসো, ঠিক এইখানটায়
কম্পমান হৃৎপিণ্ডের মধ্যখানে ।

ওদিকে চেও না,
চোখের তারায় রাখো চোখ—
কাজল-মাখানো ভ্রুর চারপাশে
লেগে থাকা বিন্দু বিন্দু ঘামে
মিশিয়ে দাও
সব লজ্জা;
কাছে আসো, আরো কাছে—
কথা আছে চুপে চুপে ।

শিমুল ফুলের পাপড়ির মত দুই ঠোঁটে
জমাট বাঁধা গোপন আদর
এবার মেলে ধরো
উড়িয়ে দাও হাওয়ায় হাওয়ায় ;
ভয়ের দেয়াল চূর্ণ করে
কাছে আসো, আরো কাছে—
কথা আছে চুপে চুপে ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৮

সুমন কর বলেছেন: আহা...মিষ্টি কবিতা।

০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৫

সালমান মাহফুজ বলেছেন: ধন্যবাদ ।

২| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৭

ধ্রুবক আলো বলেছেন: মিষ্টি কবিতা ভালো লাগলো।

০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৬

সালমান মাহফুজ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.