নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

সালমান মাহফুজ

সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।

সালমান মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

তোমার চলে যাবার পদধ্বনি

১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২৬


তোমার চলে যাবার পদধ্বনি
আমি আজো শুনতে পাই ।
সেই নিঃশব্দ দুপুর, অশ্রুসিক্ত চোখাচোখি
রক্তে রক্তে তোলে
অবসাদের ঝড়
চেপে ধরে হৃৎপিণ্ড—
মুমূর্ষু মানুষের মতন কাতরাতে থাকি!


আমার দুঃখেরা আজ বড় বেশি পৈশাচিক—
শব্দহীন মধ্যরাতে
সঙ্গম করে অশ্রুর সাথে!.........
জানিনা তোমার দুঃখেরা কেমন আছে ।


তোমার কাজলমাখা আঁখি, চ্যাপ্টা নাক, গোলাপী ঠোঁট—
সবি আমার কাছে অস্পষ্ট হয়ে গেছে!
আজো অস্পষ্ট হয় নি—
তোমার চলে যাবার পদধ্বনি।

©️ সালমান মাহফুজ


মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩১

জুনিয়ার ব্লগার বলেছেন:
প্রিয়জন চলে যাওয়া সত্যিই বড়ই কষ্টের বিষয় ভাইয়া ।

১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩২

সালমান মাহফুজ বলেছেন: হু্ম ।

মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন ।

২| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: আজো অস্পষ্ট হয় নি—
তোমার চলে যাবার পদধ্বনি ।

সুন্দর +

১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০৪

সালমান মাহফুজ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ সেলিম ভাই ।

৩| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫২

কানিজ রিনা বলেছেন: ভাল লাগল জীবনের সাথে মিলে যায়।
শুভ কামনা।

১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০৫

সালমান মাহফুজ বলেছেন: আপনার প্রতিও শুভ কামনা আপু ।

৪| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৩১

মিঃ আতিক বলেছেন: সুন্দর কবিতা

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৫

সালমান মাহফুজ বলেছেন: ধন্যবাদ @মিঃ আতিক

৫| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৪১

সুমণ0127 বলেছেন: অসাধারন ভাই

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৫

সালমান মাহফুজ বলেছেন: ধন্যবাদ

৬| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৯

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন ++

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৬

সালমান মাহফুজ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.