নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

সালমান মাহফুজ

সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।

সালমান মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

জীবন-মৃত্যু

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২৭



মৃত্যুর বীভৎস মুখে পদাঘাত করে
নিঃসঙ্কোচে বসে পড়ি জীবনের কাছে—
বুকের সব গঞ্জনা চিহ্নহীন হয়ে
জাগে সুখের উচ্ছ্বাস; প্রবল আঘাতে
ছিন্নভিন্ন হতে থাকে শৃঙ্খলার বাঁধ,
উষ্ণ থেকে উষ্ণতর হয়ে উঠে রক্ত !
হাওয়ায় ছড়িয়ে পড়ে নিঃশ্বাসের স্টিম;
চোখে মুখে শুধু এক সুখোষ্ণ মত্ততা !

ডুব দেই জীবনের নিস্তব্ধ গভীরে—
অকস্মাৎ থেমে যায় ভিতরের সব
উচ্ছ্বাসিত সুখ; চারদিকে বেজে উঠে
অজস্র কান্নার শব্দ; কোথায় আমার
সেই রক্তের উষ্ণতা ? আমি চোখ বুজি—
মৃত্যুর চাদরে ঢেকে যায় হিম দেহ ।

©️ সালমান মাহফুজ

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন ++++

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৩

সালমান মাহফুজ বলেছেন: ধন্যবাদ কবীর ভাই ।

২| ২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৫

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা ++

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২৩

সালমান মাহফুজ বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.