নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

সালমান মাহফুজ

সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।

সালমান মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

কতটা মানুষ, কতটা যন্ত্র

২৩ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৭

আজ আর কোনো ভালোবাসাবাসি নয়—
ইলেক্ট্রিক চুম্বনে পুড়ে গেছে ঠোঁট
শরীরের বাঁকে বাঁকে অলিতে গলিতে
রমণীয় স্পর্শগুলো আজ শুধু বিতৃষ্ণা জাগায়
ক্লান্তির ঢেউ তোলে...
চুম্বকীয় ইশারায় আমাকে ক্রমশ
টেনে নিয়ে যাচ্ছে দিকহীন অন্ধকার !

চলো, তার চেয়ে বরং
বসে থাকি কোনো মৃত নদীর পাড়ে
কান পেতে শুনি তার যৌবন শুকাতে শুকাতে
একদিন হুট করে মরে যাওয়ার ট্র্যাজিক গল্পটা
কিংবা চাঁদনীরাতের মাঠে
জ্যোৎস্নাভেজা ঘাসে
ঝির ঝির হাওয়ায়
মেলে ধরি হাতের মুঠো
জোনাকির মতন উড়তে থাকুক
আমাদের দুঃখবিদ্ধ স্বপ্নগুলি...

আজ আর কোনো ভালোবাসাবাসি নয়—
চলো, তার চেয়ে বরং
টেনে টুনে খুলে ফেলি সভ্য পোশাকগুলি
নিজের ভিতর হাতড়ে বেড়াই নিজেকে স্পর্শহীন
আয়নায় নিজেকে নগ্ন দেখি নিজে লজ্জাহীন—
কতটা মানুষ আছি আজও
কতটা যন্ত্র ?

©️ সালমান মাহফুজ

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.