নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

সালমান মাহফুজ

সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।

সালমান মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসাকে বাঁচতে দাও

২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:২৯

আমি কতবার আকাশের ওপারে
মুখ তুলে প্রার্থনা করেছি—
এবার তোমার শুকনো মনের চরে
নূপুরের বাজনা বাজিয়ে
এক পশলা বৃষ্টি নামুক
বৃষ্টি শেষে সুখী শিশুর মতন
একফালি রোদ হাসুক ।

আমি কতবার পাতালের অতল অন্ধকারে
মুখ গুঁজে অভিশাপ দিয়েছি—
এবার তোমার ঠোঁটের আংটায়
একটু মরচে ধরুক
খাঁচাবন্দি পায়রার মত নরম বুক থেকে
কয়েকটা পালক ঝরে পড়ুক ।

প্রার্থনা আর অভিশাপ— দুটোই অলৌকিক হ্যাঙ্গারে ঝুলিয়ে
আমি কতবার তোমাকে মনে মনে বলেছি—
ভালোবাসাকে বাঁচতে দাও— প্রত্যাখানকে রাখো দূরে সরিয়ে।

©️ সালমান মাহফুজ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.