নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

সালমান মাহফুজ

সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।

সালমান মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

মশাদের কনসার্ট

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১০:৫৭


(১)
স্যাঁতসেঁতে জ্যোৎস্নারাতের ক্যানভাস
আমার তন্দ্রাকাঁপা চোখে দুলে উঠতেই
আমি একটা উজ্জ্বল স্বপ্নের শরীর হাতড়ে বেড়াই
থোকায় থোকায় ঝুলন্ত তারাদের ভিড় থেকে
দু-একটা আধমরা তারা মাটিতে খসে পড়তেই
আমি একটা মূমুর্ষু নদীকে কালেমা পড়াই !

(২)
শিরশিরে হাওয়ার মাদকতায়
জোনাকির ঝাঁক নেচে নেচে
ঝিমুনি ধরিয়ে দিক শিরায় শিরায়
হাতের মুঠোয় বিদ্রোহ জমে
নষ্ট চাঁদটাকে আস্ত গিলে খাব
প্রচণ্ড জান্তব ক্ষুধায় !

(৩)
মধ্যরাতে ব্যথিত পাখির চিৎকারে
ভেঙে পড়ে ডিপ্রেশনে ভোগা বৃক্ষের ডাল
ছিঁড়েবিড়ে উড়তে থাকে আমার লবণাক্ত শার্ট
গুম খুন নারীধর্ষণের প্রতিবাদে
ঈশ্বরের পৃথিবীতে ক্রমাগত বজ্রাঘাত বাজে
আর আমি কান পেতে শুনি মশাদের কনসার্ট !

©️ সালমান মাহফুজ

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:০৮

বিজন রয় বলেছেন: আমরা কি ডুবে যাচ্ছি প্রতিবাদহীন সমাজের গহ্বরে!!

কবিতার মাদকতা দারুন স্পর্শ করল।
শেষ তিন লাইন সমসাময়িক।
++++

০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

সালমান মাহফুজ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:


সমাজের অকেজোরা চেয়ারে বসে ঘুমাচ্ছে!

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৮

সালমান মাহফুজ বলেছেন: হুম ।
মতামতের জন্য অশেষ ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.