নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

সালমান মাহফুজ

সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।

সালমান মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

বন্যা, ২০১৭

২০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৮



বন্যার জল যেহেতু ঈশ্বরকে ছুঁতে পারে না
সুতরাং বন্যা আসুক
ঈশ্বরের প্রিয় পাত্রপাত্রীগণ অর্থাৎ যারা উপরে থাকেন
সকাল-সন্ধ্যা হাওয়ায় ভাসেন, মগজে ডিপ্রেশন হানা দিলে
রেড ওয়াইন হাতে ঝিলমিল নীল অন্ধকারে ডুব মারেন
এই বন্যার জলে যেহেতু এদের একটা বালও ছেঁড়া যাবে না
সুতরাং বন্যা আসুক !

বন্যা আসুক, অভিশপ্ত প্রাণগুলো সব ডুবুক ভাসুক মরুক
বন্যা আসুক, মাটির সঙ্গে জলের অবিরাম সঙ্গমে
উৎপাদিত লাশের সংখ্যা ক্রমশ বাড়তে থাকুক
বাঁধগুলো সব খুলে দাও, বন্যা আসুক
অবিনশ্বর ঈশ্বরের ভোটব্যাংক ভরে উঠুক
নশ্বর মানুষের কঙ্কালে !


মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
বাঁধগুলো সব খুলে দাও, বন্যা আসুক
অবিনশ্বর ঈশ্বরের ভোটব্যাংক ভরে উঠুক
নশ্বর মানুষের কঙ্কালে !

২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:২১

সালমান মাহফুজ বলেছেন: মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ কবি ।

২| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০৬

রাজীব নুর বলেছেন: ঈশ্বর থাকেন ভদ্রপল্লীতে। শরত চন্দ্র অনেক আগেই বলে গেছেন।

২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:২২

সালমান মাহফুজ বলেছেন: মতামতের জন্যে অসংখ্য ধন্যবাদ । শরৎ নাকি মানিক ?

৩| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩০

বারিধারা বলেছেন: ঈশ্বর ভদ্রপল্লীতে বসে কি করেন? আর অভদ্র পল্লীতে গিয়েও বা তিনি কি করে আসতেন? সাহিত্যের নামে এসব কুকথা মানুষকে গেলানো হয় কি উদ্দেশ্য?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.