নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

সালমান মাহফুজ

সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।

সালমান মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

মাটিই ওদের শেষ আশ্রয়

২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩০

ঘর বাঁধার স্বপ্ন নিয়ে যারা ভালোবাসে, তাদের ঘরগুলোই বন্যায় ডোবে, বন্যায় না ডুবলে কান্নায় ডোবে, তবুও কী আশ্চর্য ওদের স্বপ্নগুলো ডোবে না, বন্যার জলে কান্নার জলে স্বপ্নগুলো ভেসে ভেসে একদিন ঠিকই পৌঁছে যায় শুকনো মাটির কাছে !

ওরা নীচুতলার মানুষ, বন্যা আর কান্না পেরিয়ে মাটিই ওদের শেষ আশ্রয় !

©️ সালমান মাহফুজ

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৮

এস ওয়াই গ্লোবাল এলটিডি বলেছেন: পোস্টটি পড়ে অনেক ভাল লাগল । শুভ কামনা রইল নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করার জন্য।

২২ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৬

সালমান মাহফুজ বলেছেন: মতামতের জন্য অশেষ ধন্যবাদ

২| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০২

কানিজ রিনা বলেছেন: তাই তো ভাবছি ওরা রোদে গরমে পড়ে
ওরা বন্যা ঝড় ঝঞ্জায় ডোবে মড়ে।
হাঁড় কাঁপানো শীতেও কাঁপে। আজব
প্রানী ওরাও মানুষ। আমাদের দেশের
মানুষ। ধন্যবাদ।

২২ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৭

সালমান মাহফুজ বলেছেন: মতামতের জন্য অশেষ ধন্যবাদ

৩| ২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

আহমেদ জী এস বলেছেন: সালমান মাহফুজ ,




আসলে মাটিই ওদের শেষ আশ্রয়............... তবুও কারো স্বপ্নগুলো ডোবে না - না বন্যার জলে , না কান্নার জলে ।

২২ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৯

সালমান মাহফুজ বলেছেন: হু্ম । মতামতের জন্য অশেষ ধন্যবাদ ।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৬

আকতার আর হোসাইন বলেছেন: ভাই আপনার লেখাটা হৃদয় ছুঁয়ে দিল।

ওরা মানুষ, ওদের স্বপ্ন আছে। কাঠপোড়া রোদে ওদের স্বপ্ন পুড়ে না, বন্যার জলে ওদের স্বপ্ন ডুবেনা। শেষ পর্যন্ত ওদের স্বপ্ন বেঁচে রয় শুকনো মাটির মধ্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.