নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

সালমান মাহফুজ

সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।

সালমান মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

বুকের খুব কাছে একটা পাখি ডেকে উঠে

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫

সূর্যের সর্বনাশী ছোবলে
গোধূলির আকাশ যখন রক্তাক্ত—
বুকের খুব কাছে একটা পাখি ডেকে উঠে ।


সে সুশ্রীর মাঝে কুশ্রীকে পেতে চায় ।
সে ঘৃণার বুকে ভালোবাসার চুম্বন প্রার্থনা করে;
সন্ধ্যার চোখ হতে সব অশ্রু মুছে ফেলে
অবশেষে রাত্রির কোলে ঘুমিয়ে পড়ে।

©️ সালমান মাহফুজ

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৫৬

সালমান মাহফুজ বলেছেন: ধন্যবাদ @রাজীব নুর ভাই

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.