নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

সালমান মাহফুজ

সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।

সালমান মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

অনর্থক নয়

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১৯

আকাশের কোল থেকে এইমাত্র লুট হয়ে গেছে সূর্য !
আকাশের নীচে এখন সন্ধ্যা—
আবছা আলোর হাত ধরে নীড়ে ফিরছে ক্লান্ত পাখির ঝাঁক
স্তব্ধ দীঘির জলে কাঁপছে লালচে আকাশ;
আমি ও এক নির্বাক ছায়ামূর্তি মুখোমুখি—
পৃথিবীর কোথাও কোনো শব্দ নেই ।


হঠাৎ স্তব্ধতার জাল ছিন্নভিন্ন করে
ধর্ষিতার বিপন্ন চিৎকার !
অতঃপর মুয়াজ্জিনের আযানধ্বনি ।
জ্বলন্ত সিগারেটের সোনালি ফিল্টারে চুমুক দিতেই
আমরা টের পেয়ে যাই, বার বার টের পেয়ে যাই—
জীবনটা বিস্বাদ হলেও অনর্থক নয় ।

©️ সালমান মাহফুজ

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৫০

রানার ব্লগ বলেছেন: বাহ চমৎকার!

১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪২

সালমান মাহফুজ বলেছেন: ধন্যবাদ

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৪

রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪৩

সালমান মাহফুজ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.