নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

সালমান মাহফুজ

সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।

সালমান মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

তোকে খুব কাতর লাগছে

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:১৪

সদ্য বৃষ্টি হওয়া পথে যখন পিছলে পড়ল রোদ
স্বর্ণালি সানগ্লাসটা খুলে তোর দিকে দৃষ্টি ফেরালাম—
তোকে খুব কাতর লাগছে, যেন জমাট মেঘে হাত রেখে
আকাশের সমস্ত দুঃখকে তুই নিজের করে নিলি এইমাত্র ।


মোটর বাইকের লুকিং গ্লাসে এবং গাছের পাতায় পাতায়
বৃষ্টিজলে মিশে নৃত্য করছে মাতাল রোদ—
সেদিকে তোর ভ্রুক্ষেপ নেই ।
তোর হাতে এখনো মেঘের গন্ধ লেগে আছে—
তোর চোখে ভয়ানক অনাবৃষ্টি !


এবার তুই দৃষ্টি নিভিয়ে নেশাখুরী ঘুমে ঘুমিয়ে পড়্‌—
নীল নীল স্বপ্নে কেটে যাক তোর সমস্ত কাতরতা।

©️ সালমান মাহফুজ

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়নি।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:০৬

সালমান মাহফুজ বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৯

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যে রাগ করবেন না।
আমি মিথ্যা বলতে পারি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.