নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

সালমান মাহফুজ

সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।

সালমান মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

আজ আর আমি কোথাও নেই

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৭

একটা অমীমাংসিত প্রেম আমাকে খুব একা করে দিল;
আমাকে বিলুপ্ত করে দিল
অনন্ত রহস্যময় অন্ধকারের অতলে;
আজ আর আমি কোথাও নেই–


মেঘাচ্ছন্ন বিক্ষুব্ধ আকাশের তলে আমি নেই
কিংবা হিমার্ত হৃদয়ে উত্তরের জানলাতে রোদ পোহাতে;
বৃক্ষের ছায়ায়, কৈশোরকালীন কবিতার খাতায়
বিষাদগ্রস্ত শেষ বিকেলের প্রজাপতির পাখায়
জলের তরঙ্গে টলমলরত
ছোট পুকুরটার ধারে, কিংবা
সুনিবিড় আকাঙ্ক্ষা নিয়ে জ্যোৎস্নারাতের কোলে
উড়ন্ত জোনাকিদের স্পন্দনে– কোথাও আমি নেই।


আজ আর আমি নেই কোনো বন্ধনে কিংবা
নিঃসঙ্গতার যাতনায় ঢুকরে ওঠা ক্রন্দনে;
স্লোগানে স্লোগানে বিষ্ফোরিত প্রতিবাদী মিছিলে
বিক্ষোভ সমাবেশে, ঘুম ঘুম লাল চোখে
সাহিত্য আড্ডা কিংবা পাঠচক্রে
এমনকি, ফেসবুকে স্ক্রলিংরত কোনো গ্রুপ ফোটোতে!


সত্যি বলতে আজ আর আমি নেই কারো সাথে;
একটা অমীমাংসিত ভালোবাসা কিংবা বিচ্ছেদ–
আমাকে খুব একা করে দিল, বিলুপ্ত করে দিল…


আজ আর আমি কোথাও নেই–
সত্যিই কি আমি ছিলাম
কোনদিনও–কোথাও–কারো সাথে?

©️ সালমান মাহফুজ

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.