নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

সালমান মাহফুজ

সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।

সালমান মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

শূন্যতায় বাঁচি

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৩৯

পায়ের তলে গোলাপগুলো চূর্ণ করে
তোমার যেদিকে ইচ্ছে চলে যেতে পারো
শুনশান নীরবতা— তালা নেই ঘরে
চাইলেই হয়ে যেতে পারো অন্য কারো
সব প্রেম সব স্মৃতি সব ছেড়েছুঁড়ে
মড়মড়ে পাতার মত উড়ে যেতে পারো
কিংবা বজ্রাঘাতে দূর থেকে আরো দূরে
পুড়ে পুড়ে ধ্বসে ধ্বসে খসে যেতে পারো !

আমি তো লটকে আছি লটকেই থাকি
কাঁটাতারে ঘৃণাবিদ্ধ লাশটার মত
দেহটা ঝরে পড়ার খানিকটা বাকি
আকাশে পা তোলা মাটিতে মস্তক নত
প্রেম আর ঘৃণা নাকি থাকে কাছাকাছি—
প্রেম নয়, ঘৃণা নয়— শূন্যতায় বাঁচি ।

©️ সালমান মাহফুজ

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২১

রাজীব নুর বলেছেন: কবিতা ছাড়া অন্য কিছু লিখতে পারেন?

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনিন্দ্য প্রকাশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.