নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

সালমান মাহফুজ

সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।

সালমান মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

আমি আর কবিতা লিখব না

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:১২

আমি আর কোনোদিনও কবিতা লিখব না!
আমার কবিতা আজ আর কেউ পড়ে না
তুমিও না
এমনকি লেখার পর
আমিও না।

এক অদ্ভুত স্বপ্নের ইশারায় সেই লেখা শুরু
কোনো এক উজ্জ্বল জ্যোৎস্নায় আলোকিত সন্ধ্যায়
আজ স্মৃতিভ্রষ্ট মাঝরাতে শেষ হল!

আমার এখন আর কিছু মনে পড়ে না,
মনে পড়ে না, কোথায় কে ধর্ষিত আঁধার গুঁজে দিয়েছিল
শরীরের প্রতিটা লোমে, তিনজন অদ্ভুত মোহনীয়
নারী আমাকে ভালোবেসেছে কিনা, আমার এখন
আর কিছু মনে পড়ে না...

আমার কাছে সব খুব বিষণ্ণ লাগে
বড় বিষণ্ণ লাগে এই রাস্তা-ঘাট-হাটবাজার
আমার বিষণ্ণ লাগে এই স্বার্থান্বেষী মানুষের ভিড়
তবুও কারা যেন নিঃস্বার্থে ভালোবাসতে চেয়েছিল পৃথিবীটাকে
কাস্তে-হাতুড়ি খচিত লাল পতাকা হাতে ; অনুপাতে অনুপাতে তারা
এখন একানব্বই আর নয়; তবু ভালোবাসতে হয়
বাঁচতে হয়,  বাঁচার জন্য লড়তে হয়।
মনে রেখো আমিও তোমাদের সাথে ছিলাম, কমরেড
আমিও ছিলাম– আগুনের মশাল হাতে
সন্ধ্যারাতে অদ্ভুত সব মিছিলের ব্যর্থ হুঙ্কারে
আমিও ছিলাম রুগ্ন শীর্ণকায় পৃথিবীর একজন
হয়ে! পুঁজিবাদ অমরত্ব লাভ করেছে শুনে
আমি অস্বীকার করে আক্রোশে বলেছিলাম,
তার মৃত্যু হয়েছে; তাই ওরা আমাকে সিজোফ্রেনিক
বলেছিল; গারদে ধরে মারল;
আচ্ছা তুমি কি সত্যি কেঁদেছিলে, নীলিমা;
আচ্ছা তুমি কি পড়েছিলে আমার শেষ লেখাটা?
তোমাকে নিয়ে লিখেছিলাম, আমি নিশ্চিত তুমি
পড়েছো লুকিয়ে লুকিয়ে ও-পাড়া থেকে;
আমার কবিতার শেষ বিকেল যেখানে অন্ধকারে হারাল–
তুমি ছাড়া আমার কবিতা আর কেউ তো পড়ে না!

১৫ টা লাইক দিয়ে যুদ্ধের বাজারে একটা সিগারেটও
পাওয়া যায় না, তাই আমি আর কবিতা লিখব না।

তবুও কেউ কেউ পড়েছিল মনে হয়;
কেউ কেউ পড়বে
ঝড়ো সন্ধ্যার আঁধারে বিজলীর আলোয়।
হয়তো। হয়তো না।
আমার কিছু আসে যায় না।
তবে খুব ভালোবেসে গেঁথেছি প্রিয় অক্ষরমালা!
জল আর আগুনের স্রোতে ভাসা প্রিয় অক্ষরমালা!

২৮/০২/২০২৩

©️ সালমান মাহফুজ

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩১

মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতা ভালো হইছে।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১৮

আহমাদ৯০ বলেছেন: ১৫টা লাইকের লাইনটা চোখে আটকালো। আরেকটা জিনিসও ভালো লাগলো, এমনকি আমরা নিজেরাও যে নিজেদের কবিতা পরে আর পড়ি না, এই কথাটা।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২৮

সোনাগাজী বলেছেন:



অভয় পেয়ে ভালো লাগছে!

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কবিতার হাত শক্তিশালী। এ কবিতার বিষয়বস্তু খুবই ভালো।

'স্বপ্নের ইশারায়' শব্দগুচ্ছ পালটালে ভালো হয়, বহুল ব্যবহৃত শব্দ।

'বড় বিষণ্ণ' - এখানে 'খুব বিষণ্ণ'ই ভালো লাগে। 'বড়' যোগ করায় বেশি গতানুগতিক মনে হয়েছে।


শুভেচ্ছা।

৬| ০১ লা মার্চ, ২০২৩ রাত ১:৩৪

নেওয়াজ আলি বলেছেন: বাহ, খুবই সুন্দর উপস্থাপন

৭| ০১ লা মার্চ, ২০২৩ ভোর ৬:০২

কালো যাদুকর বলেছেন: কি বলব বুঝতে পারছি না। কবিতা হিসেবে সুন্দর | বক্তব্যের সাথে একমত না অবশ্য ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.