নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

সালমান মাহফুজ

সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।

সালমান মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

ভুল নয়, ফুল

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৩:৪৯

আমি শেষ বিকেলের বারান্দায় দাঁড়িয়ে
সেদিন রোদের ক্ষত মুছতে মুছতে
শুধু তোমার বাড়ি ফেরা দেখেছি–
আমি কখনো দেখে নি তোমার নিঃশব্দে
বাড়ি ছেড়ে চলে যাওয়া, শুধু শুনেছি
কানে কানে বলছে সে কথা পুবের হাওয়া!

আমি জানি না, তোমাকে ভালোবাসি কিনা
শুধু জানি, তোমাকে দেখলে আমার মরতে ইচ্ছে হয় না
শুধু জানি, তুমি চলে গেলে বাতাসে ছড়িয়ে পড়ে
বিষাদের বাষ্প, শরতের নীলাকাশ
ঢেকে যায় কালো মেঘে; সন্ধ্যা হলে
একটা জোনাকি উঠোনজুড়ে উড়ে উড়ে
শুধু তোমাকে খুঁজে বেড়ায়–
আমার রাতগুলো নির্ঘুমে নির্ঘুমে ভোর হয়ে যায়!

আমরা একই বাগানের একই গাছের একই ডালের
ভিন্ন দুটি প্রাণ; তুমি ফুল হয়ে ফুটবার মুহূর্তে
কেন যে আমি শুকনো পাতার মতন ঝরে গেলাম!
তারপর স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায়
কত লোক যে পদতলে মাড়িয়ে গেল;
একদিন শুনলাম, ভালোবাসার ছদ্মবেশে
ওরা তোমাকে তুলে নিলো...

তুমি ভুল নও, নও কারুর খেলার পুতুল
তুমি কি জানো, তোমার নাম থেকে
একটা বর্ণ মুছে দিলে তুমি হয়ে যাও 'ফুল';
তুমি আমার ফুরিয়ে যাওয়া ডায়েরির শেষ পাতা;
সিগারেটের বিষাক্ত নিকোটিনে
ক্ষয়ে ফেলা সোনার জীবন–
তুমি টিউশনে পড়ার টেবিলে বসা বিস্মৃত সন্ধ্যা
তুমি হাসিনা ফুফুর বাগানে ঝরে পড়া শেষ রজনীগন্ধা!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:০০

খায়রুল আহসান বলেছেন: ভুল আর ফুল- উচ্চারণে দুটোই কাছাকাছি হলেও একটা কাঙ্খিত, অপরটা নয়।

২| ২৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:০৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনবদ্য লেখা। আমার কাছে ভালো লেগেছে কবি। মন খুলে আরো লিখুন

৩| ২৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৫০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.