নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেগে যেহেতু আছি , ভাবনা গুলো রেখে যাই...

একটা গাড়ী খুজছি , ব্যাক টু দ্য ফিউচারে যাওয়ার গাড়ীটা খুজছি / তথ্যের অংক , যুক্তির জ্যামিতি

দাসত্ব

১৯৭৬ প্রেসিডেন্ট জিয়া এ দেশটার জনসংখ্যা বিস্ফোরন নিয়ে যেভাবে ভেবেছেন বাকি এতগুলো বছর ধরে সেভাবে আর ভাবা হয়নি.......এখনো ভাবছেনা কেউ........ ডুবন্ত টাইটানিকের দশা হচ্ছে........ ডিসক্লেইমার : এই ব্লগের কোন প্রকার লেখালেখিতে কেউ

দাসত্ব › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ পরিস্থিতি : বিএনপির টাইমিং মিস হচ্ছে

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১





শাহবাগের কন্ট্রোল রুমে ছাত্রলীগ এখন বেশ ব্যস্ত।

আওয়ামী লীগের নেতারা নিয়মিতই শাহবাগে এসে উইন্কিং করে যান ছাত্রলীগকে।

পুরো ব্যাপারটা একটা সেটপিসের মত বিএনপির রাজনীতির জন্য।

এবং এই সেট পিসের সাথে টাইমিং করতে ভুল করছে বিএনপি।



সেটা কিভাবে ?



আওয়ামী লীগের রাজনীতি কখনোই জনসেবা , নীতিসেবার রাজনীতি না।

আওয়ামী লীগের রাজনীতি হলো মাঠ দখলে রাখার রাজনীতি।



শাহবাগে ছাত্রলীগকে রাখা হয়েছে "মাঠ দখল" না হলেও "মাঠের সর্দারি"র নিয়তে।



সে কারনে তারা দিনরাত প্রচার করে যাচ্ছে - শাহবাগে জড় হওয়া অরাজনৈতিক আবেগ পূর্ণ তরুনদের নেতৃত্ব দিচ্ছে তারা।

যুদ্ধাপরাধ বিচার প্রক্রিয়া এবং আন্দোলনে তারা খাদেম।

খেদমত করছে।



কুকুর লীগ - চাপাতিলীগ- খুনি লীগ নানা ধরনের ভীতিকর জননিন্দিত ব্র্যান্ডিং এর পর তারা চাইছে "শাহবাগের খেদমতগার খাদেম" ব্র্যান্ডটি।

ভালো , আই অ্যাপ্রিশিয়েট।



কিন্তু ছাত্রলীগ যত বেশী সময় শাহবাগের অরাজনৈতিক আবেগী ছেলেগুলোর নেতৃত্বে বসে থাকবে ততক্ষনই সময়টা বিএনপির জন্য অস্বস্তিকর।



শাহবাগ আন্দোলনে ছাত্রলীগকে কন্ট্রোল রুমে সেট করে শেখ হাসিনা বিএনপিকে একটি স্নায়ু যুদ্ধে না হলেও স্নায়ু দ্বন্দে / কোল্ড কনটেনশনে ফেলে দিয়েছে।

আবার একই সংগে এখানেই সুযোগ।



বিএনপির এখনই রাজপথে নামতে হবে সর্বাত্নক শক্তি নিয়ে।

মিছিল এবং মিটিং ডেকে রাস্তা - মাঠ- গাছ কানায় কানায় ভর্তি করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে।



ঠিক যেমনটা করা হয়েছিলো ২০১১ আর ২০১২ 'র রোডমার্চের সময়।



তাতে কি হতে পারে ?



এখানেই রাজনীতির সেট পিস।



তাতে যেটা হতে পারে -



[১]



ছাত্রলীগকে শাহবাগ ছেড়ে বেরিয়ে আসতে হবে।

কারন বিরোধী দলের হাতে রাজপথ দখলে গেছে দেখলে হাসিনা আঁতকে উঠবে।



সে তার প্রথামত পোষা সেনাবাহিনী ছাত্রলীগকে বলবে শাহবাগ ক্যান্টনমেন্ট ছেড়ে রাজপথে মুভ করতে।



কারন রোডমার্চের যে বিপুল জনস্রোত ছিলো সেটা দেখে বহু জায়গায় পুলিশ হাল ছেড়ে দিয়েছিলো।

এটা কোনভাবেই পুলিশের পক্ষে সম্ভব না সামাল দেয়া।

আর শিবিরের হাতে মারধোর খাওয়ার পর স্থানীয় বা মেট্রোপলিটন পর্যায়ে পুলিশের ভেতরে যে কমবেশী কিছুটা ক্রাউড ফোবিয়া তৈরী হয়েছে সেটাও মিথ্যা নয়।



এরফলে ছাত্রলীগ তাদের "খেদমতগারী" মুখোশ খুলে আগের সেই বিশ্বজিৎ কিলিং ইন্সটিংক্টের খুনী চেহারা নিয়ে বেরিয়ে আসবে।



ছাত্রলীগের শাহবাগ মিশন অ্যাবোর্টেড।

তাতে শাহবাগ আন্দোলন এর কন্ট্রোলরুম অ-আওয়ামী , অ-বিএনপি দের হাতে যাবে।

নতুনদেরকে নির্দলীয় বলা না গেলেও তারা আন্দোলনটাকে ভেজালমুক্ত রাখতে পারবে তাদের দলীয় কোন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না থাকার কারনে।



এর ফলে শাহবাগ পরিস্থিতি এক্সিলারেটেড হবে।

এবং সেটা আওয়ামী লীগের বিপক্ষে।



এখন শাহবাগে আওয়ামী রাজাকারদের নাম নেয়া যায়না।

কারন ছাত্রলীগ আছে।



তখন

ম- তে ম খা আলমগীর , তুই রাজাকার , তুই রাজাকার

আ-তে আশিকুর রহমান , তুই রাজাকার , তুই রাজাকার

ন - তে নুরুল ইসলাম , তুই রাজাকার , তুই রাজাকার

ক-তে কামরুল টাকলু , তুই রাজাকার , তুই রাজাকারের ভাই

ম-তে মোসলেহউদ্দিন , তুই রাজাকার , তুই রাজাকার

ব-তে বেয়াই মোশাররফ , তুই রাজাকার , তুই রাজাকার

শ- তে মুসা শমসের , তুই রাজাকার তুই রাজাকার



- এই শোর গুলো তোলা যাবে।



দুঃখজনক সত্যটা হলো শেখ সেলিমের বেয়াই মুসা শমসের বা নুলা মুসা ১৯৭১ এ ফেরোসিটির স্কেলে ফরিদপুর এলাকায় বাচ্চু রাজাকারের চেয়ে কোন অংশে কম ছিলোনা।



তখন আওয়ামী লীগ ঠান্ডা পানি আর বিরিয়ানী খাওয়ায় কিনা সেটা সাধারন তরুনরা নিজ চোখেই দেখবে।

পুলিশের আদুরে আচরনও থাকে কিনা সেটাও তারা দেখবে।



অন্যদিকে ছাত্রলীগ বিরোধী দল ঠেকাতে আবার তাদের চাপাতি লীগ ব্র্যান্ডেই ফিরে যাবে।



লেট দা হোল সিনারিও বি ডিসপ্লেইড অন মিডিয়া।

গনমাধ্যমে পুরো দৃশ্যটা প্রদর্শিত হোক।



তখনই মানুষের মেমোরীতে হলমার্ক- ডেস্টিনি-পদ্মাসেতু-শেয়ার বাজার- বিশ্বজিৎ - সাগর রুনী- ইলিয়াস আলী-ফেলানি-টিপাইমুখ-তিস্তা-বর্ডারকিলিং সব কিছু ফিরে আসবে।





[২]



২য় সম্ভাব্যতা হচ্ছে ছাত্রলীগ শাহবাগেই থাকবে।

ছাত্রলীগ শাহবাগে থাকলে মাঠ খালি।



রাজপথ দখলে নিন তত্ত্বাবধায়কের দাবীতে।

ছাত্রলীগ যত বেশী সময় শাহবাগে থাকবে তত বেশী ইনিয়ে বিনিয়ে আন্দোলনকে ডাইলেটোরী করবে , ফলাফল লিংগার করাবে।



বিএনপি ফুল থ্রোটলে রাজপথে নামলে তারা শাহবাগের মাইক দিয়ে সরাসরি রাজনৈতিক বক্তৃতা শুরু করবে এখন যেটা অনেক কষ্টে দমিয়ে রাখছে।



যেইসব সাধারন তরুনরা শাহবাগে জড় হয়েছে তারা দেখবে , বুঝবে - তাদের কেবলা বংগবন্ধু এভিনিউ এর দিকে ঘুরিয়ে দেয়া হচ্ছে স্বস্বীকৃত ছাত্রলীগারা শাহবাগের কন্ট্রোলরুমে ঢুকে।



তারা এটা মানবেনা , ক্ষেপে যাবে।

সাথে সাথে ঠান্ডা পানি - বিরিয়ানি আর আদুরে মামা পুলিশের ভোলটাও পাল্টে যাবে।



লেট দ্যাম শাউট-

শ - তে শেখ হাসিনা, তুই ভন্ড , তুই ভন্ড।



[৩]



৩য় সম্ভাব্যতা হচ্ছে ছাত্রলীগ শাহবাগে এবং দেশের অন্য সব জায়গার আন্দোলন চত্ত্বর গুলোতে থাকবে।

আর যুবলীগ , স্বেচ্ছাসেবক লীগ এরা মাঠে থাকবে।



কিন্তু বাস্তবতা হচ্ছে - ছাত্রলীগ / যুবলীগ/ স্বেচ্ছাসেবক লীগ এরা সবাই কুমিরের এক বাচ্চাই বার বার দেখায়।



একই পোলাপাইন , একই ক্রাউড - কোন দিন ছাত্রলীগের ব্যানারে মিছিল করে , কোন দিন যুবলীগের ব্যানারে মিছিল করে , কোনদিন স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে মিছিল করে।



কোন দিন ৬০০ জন কে ২০০-২০০-২০০ তে ভাগ করে ৩ ব্যানারেই মিছিল করে।



এবং ১০০ % ম্যাস নিয়েও ছাত্রলীগ মাঠে টিকতে পারবেনা যদি রোড মার্চের মত জনস্রোত তৈরী করা যায়।



কথায় বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা।

কিন্তু তখন কাঁটা হাতে ধরতে হবেনা।

কাঁটা নিজেই এসে অন্য কাঁটাকে তুলবে।



সোজা অর্থে অ্যালিয়েন ভার্সাস প্রিডেটরের মত শিবির - ছাত্রলীগ তাদের সব ফিয়ার্স ইন্সটিংক্ট নিয়ে একে অন্যকে পেটাবে।



ফলাফল যেটা হবে - ছাত্রলীগ মার খাবে রাজপথে , মাইকে চেঁচাবে শাহবাগে।

অরাজনৈতিক আবেগ নিয়ে জড় হওয়া তরুনদের কাছে এদের রাজনৈতিক চেহারা লুকাতে পারবেনা।

শাহবাগের কন্ট্রোল রুম নির্দলীয়দের হাতে দেয়ার দাবী শক্ত হবে।



নির্বাচনের সময় এগিয়ে আসছে।

বিএনপি সলিড বোন নিয়ে আক্রমনাত্নক হতে পারলে পুলিশ অনেক জায়গাতেই ছাড় দেবে।

কেবল কিশোরগন্জ্ঞী আর গোপালগন্জ্ঞী ব্যাটালিয়ন ছাড়া।





লক্ষ্যনীয়:



[১]

শাহবাগের সাধারন তরুনদের বিপক্ষে একটা টু শব্দও বলা যাবেনা।

বরন্চ্ঞ তাদের কে বলতে হবে "তোমরা ছাত্রলীগারদের হাত থেকে নিজেদের আন্দোলনের নেতৃত্ব নিজেদের হাতে নাও "



[২]

মিছিল - মহাসমাবেশ এমনভাবে অ্যারেন্জ্ঞ করতে হবে যাতে শাহবাগ এবং দেশের অন্য জায়গায় যেখানে যেভাবে মন্চ্ঞ / চত্ত্বর হইতেসে সেগুলো পারটার্বড না হয়।



[৩]

প্রতিটা মিছিলে ক্যামেরা রাখতে হবে। সম্ভব হলে একাধিক।

এদেশের মিডিয়ায় জন্ডিস রোগী ঢুকে গেছে প্রচুর।

এরা আসল ঘটনার ছবি তুলবে , কিন্তু ছাপাবেনা , সরকারের দালালী করবে।



মিছিল বের করার আগে যে কোন একজনকে পুরো ডেমোনেস্ট্রেশন গোপনে ভিডিও রেকর্ড করতে হবে।



দরকার হলে তাকে মিছিল থেকে একটু দুরে রাখতে হবে।

ভালো মানের ক্যামেরা ব্যবহার করতে হবে যাতে দুর থেকে জুম ইন করা যায়।



সব ধরনের ছাত্রলীগিয় গুন্ডামী - পুলিশী গুন্ডামীর মোশন এবং স্টিল ইমেজ ফেসবুকে ছেড়ে দিতে হবে।

এগুলো আন্তর্জাতিক ভাবে নোটিফাই করতে হবে।



[৪]

সম্প্রতি ট্রাইব্যুনাল বিরোধী প্রচারনা বন্ধ করার নামে এরা সরকারের বিরুদ্ধে তাদের কেলেংকারীগুলো প্রচার করছে এই রকম একটা প্রো বিএনপি ফেসবুক পেজকে বাংলাদেশ থেকে নন ভিজিবল করে দিয়েছে ফেসবুকে রিপোর্ট করে।

পেজটার একজন এডমিন আমাকে ইনবক্সে জানিয়েছেন এটা।



পেজটার নাম ভয়েস অফ ন্যাশনালিস্ট।

ইংরেজীতে লিখে টাইপ করলে যারা দেশের বাইরে আছেন তারা পাবেন।



এখনই এগুলোর বিরুদ্ধে না দাড়ালে সামনে এরা সরকারবিরোধী সবকিছুকে ট্রাইব্যুনাল বিরোধী অজুহাত দেখিয়ে বাকশালীপনার চুড়ান্ত করে ছাড়বে।



বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে অফিসিয়াল প্যাডে কিংবা অফিসিয়াল ইমেইল থেকে ফেসবুককে নোটিফাই করতে হবে যে বিটিআরসি বাংলাদেশ সরকারের হয়ে ইরান / চীন সরকারের মতই রাষ্ট্রীয় মাস্তানী করছে অনলাইন গনমাধ্যমের উপর।



এক্ষেত্রে আওয়ামী লীগের অতীত এবং বর্তমান রেকর্ড ২ টাই খারাপ।



তারা ২০১০'র মাঝামাঝিতে ফেসবুক এবং ইউটিউব ২ টাই ব্লক করেছিলো এবং ২য় বারের মত ইউটিউব বন্ধ করার কারনে গুগল এখন ইউটিউব রিওপেন করতে সাহায্য করছেনা এগুলো জানাতে হবে।



প্রয়োজনীয় পেপার ক্লিপিংস (ইংরেজী দৈনিক হলে ভালো হয় ) এবং টিভি নিউজ রিপোর্ট (ইংরেজী হলে ভালো হয়) এবং অন্যান্য আন্তর্জাতিক মিডিয়ায় ফেসবুক-ইউটিউব বন্ধ করার রিপোর্টগুলো অ্যাটাচ করতে হবে মেইলের সাথে।



ফেসবুককে বলতে হবে যে বিটি আর সি ২০১০ সাল থেকেই বিরোধী মত প্রকাশ দমনের জন্য সরকারের ইয়েসম্যান হিসাবে কাজ করছে।



বিটি আর সি'র ভবিষ্যত যেকোন নোটিফিকেশনে / রিপোর্টে ফেসবুক যেন সহজে রেসপন্স না করে।



গুগল যেভাবে এই বাপ বেটির নবাবীর চাকরদেরকে রাস্তা মাপিয়ে দিয়েছে , ফেসবুকও এদের অনলাইন গনমাধ্যমের উপর খবরদারীর এইসব অতীত রেকর্ড জানলে একই ট্রিটমেন্ট দিতে পারে।



সবমিলিয়ে শেখ হাসিনা এখানে একটা কাজই করতে পারেন , সেটা হলো মামলার মহামারী শুরু করা।



সেটা করলে আরো ভালো।

হাসিনার গত ৪ বছরের ডিক্টেটর চেহারা শেষ মুহুর্তে আরো ভালো ভাবে মানুষ দেখবে।

আর মামলা ভয় পেয়ে বসে থাকলে শেষ পর্যন্ত কিছুই হবেনা।

কোন নেতা এরেস্ট করার সাথে সাথে সবাই মিলে থানা ঘেরাও করতে হবে।

সব পুলিশ অফিসারের ছবি তুলে রাখতে হবে পরিচয় নোট করে।



উপরের পুরো অ্যানালাইসিসটাই একটা প্রজেকশন।

টেস্ট কেস হিসাবেও চেষ্টা করে দেখা যেতে পারে।

মন্তব্য ১৭১ টি রেটিং +৪৬/-০

মন্তব্য (১৭১) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২

একাকী বাংলাদেশি বলেছেন: অনেক দিন পরে

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯

দাসত্ব বলেছেন: গত ৪ তারিখেও একটা লিখসিলাম , আপনি লক্ষ্য করেন নাই

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬

আশিকুর রহমান অমিত বলেছেন: সামুতে আপনার পোষ্টের অপেক্ষা করছিলাম। পোষ্ট টা বিএনপির অফিসে হার্ড কপি করে পাঠাতে পারলে মন্দ হয় নাহ !

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

দাসত্ব বলেছেন: হার্ড কপি পাঠাইতে হবে কেন , ইন্টারনেটে এক ক্লিক দিলেই তো পড়া যায় !
থ্যাংকস অমিত

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০

অর্ণব আর্ক বলেছেন: অনেক দিন পর দাসত্ব ইজ ব্যাক। :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

দাসত্ব বলেছেন: গত ৪ তারিখে একটা লিখসি , অনেকের চোখে পড়ে নাই।
থ্যাংকস ভাই

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩

একাকী বাংলাদেশি বলেছেন: ১২.১১ থেকে ১২.২১ পর্যন্ত ৭ টা পোষ্ট । এটা কি স্বাভাবিক?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

দাসত্ব বলেছেন: তার ভেতরে রাজীবকে নিয়া ব্লগ ৪ টা!
জামাতীরা আওয়ামীদের চাইতে কোন কম বিচ্ছু না।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩

প্রকৃত দেশপ্রেমিক বলেছেন: জামাতের লেন্জা ধরে বসে থাকলে বিএনপি এর দ্বারা কিছুই করা সম্ভব না।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

দাসত্ব বলেছেন: হুম , প্রো অ্যাকটিভ হইতে হবে

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: আধা ঘন্টায় জনতার বিপরীতে দাঁড়িয়ে ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ হয়ে যায় অথচ কথিত জাতীয় ঐক্য মঞ্চের সাথে সংহতি থাকার পরেও আইন সংশোধন করতে ১২ দিন লাগে।

এমনি শত-শত ক্লু আছে শাহবাগের আন্দোলনের সাথে সরকারের সংশ্লিষ্টতার।
আমার জন্য ট্যাজেডী হলো, একটি অন্যায়ের বিচার চাইতে গিয়ে আরেকটি অন্যায়কে সমর্থন করতে হচ্ছে। বৃহত্তর স্বার্থে সেটা মেনে নিযেছি। কিন্তু আমাদেরকে এই চিপায় ফেলছে যে সরকার তার বিচার কে করবে?

বি.এন.পি. এখনই মাঠে না নামলে ত্বত্তাবধায়ক সরকারের দাবী আদায়ে খুব একটা সময় পাবে না।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

দাসত্ব বলেছেন: খুব একটা সময় পাবেনা , প্লাস আরো অনেক কমপ্লেক্সিটিতে পড়বে

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯

বুনো বলেছেন: মেইন নিকটায় ঝামেলা হয়েছে বলে এটায় আসলাম। শুধু এটাই বলব, দাসত্বের একটা প্রোটো টাইপ বিএনপি'র পার্টি অফিসে থাকলে দলকে এতো সিদ্ধান্তহীনতায় ভুগতে হতো না, এতো সমালোচিতও হতো না।
আমরা না হয় আরও দশ জনকে পড়াতে পারব, কিন্তু এটার সফট বা হার্ড যে কোন একটা কপি উপরের মহলে পাঠাতেই হবে; এবং আমার ধারণা আপনি সেটা পারবেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

দাসত্ব বলেছেন: সময় খুব দ্রুত যাইতেসে।
পুরোপুরিই সিদ্ধান্তহীনতায় চলতেসে

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯

ফজলুলহক কিরন বলেছেন: প্রকৃত দেশপ্রেমিক বলেছেন: জামাতের লেন্জা ধরে বসে থাকলে বিএনপি এর দ্বারা কিছুই করা সম্ভব না।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

দাসত্ব বলেছেন: জামাতের লেজ কেন ধরবে ?
জামাতই তো বিএনপির লেজ ধরে থাকে

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১

আসিফরাশেদ বলেছেন: Click This Link প্লিজ চেক

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

দাসত্ব বলেছেন: লোড হয়না

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

ইকরাম উল্যাহ বলেছেন: আসলেই! পোস্টটা প্রিন্ট করে বিএনপি অফিসেই পাঠানো উচিত। জামায়াতরে ছাড়তে পারলে এগুলা অবশ্যই বিএনপির করা উচিত।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

দাসত্ব বলেছেন: বিএনপি আশা করসে মানুষ ঘর ছেড়ে বের হবে।
মানুষ কিন্তু ঘর ছেড়ে বের হইসে।
যেকারনেই হোক।
এটার সাথে টাইমিং করতে হবে

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩

নেয়ামূল হক বলেছেন: আর সময় নষ্ট করার মানে হয় না।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

দাসত্ব বলেছেন: সময় আছেও খুব কম

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫

আমি বিবেক বলছি বলেছেন: গুল্লি মারো জামায়াতকে, এই পোস্টটি কোনওভাবে দলীয় হাই কমান্ডে পৌছান দরকার। সক্রিয়ভাবে রাজনীতি করিনা বলে আপাতভাবে পারছিনা। তবে সুযোগপেলে অবশ্যই পাঠাব।

সরকার এই শাহবাগের ডামাডোলকে পুজি করে নানান বিতর্কিত চুক্তি করে নিচ্ছে। ভারতের থেকে কি সুদে পদ্মা সেতুর জন্যে টাকা নিচ্ছে তা জনগনের জানা দরকার। তিস্তা চুক্তি ও এর মধ্যে সেরে ফেলার চেষ্টা দেখছি। এগুলোতে সরকার যেন মীরজাফরি করতে না পারে তা নিয়ে সকলকে সজাগ থাকার আহবান করছি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

দাসত্ব বলেছেন: এক্স্যাক্টলী - শাহবাগ আন্দোলনে আওয়ামী লীগ বাম হাত ঢুকাইসে ২ টা কারনে-
১। হেড লাইন তৈরী করে দেশের বাকী অবস্থা থেকে মানুষের মনোযোগ সরায়া নেয়া।
২। ব্লগে যেটা বললাম - অরাজনৈতিক আবেগী ছেলেগুলার লীডিং নিয়ে বিএনপিকে অস্বস্তিতে রাখা , বিএনপির আন্দোলনের মোমেন্টাম ফ্রিজ করে ফেলা।

ওরা সেখানে জনসেবা করতে যায় নাই।

নইলে যেই ইস্যুতে আন্দোলন হইতেসে সেই ইস্যুতে আওয়ামী লীগের ভূমিকা "সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ার মত"

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭

যেড ফ্রম এ বলেছেন: হা হা হা।

ব্যাপক হাসি হাসলাম আপনার পোস্ট দেখে। আলীগরে দখলদার উপাধী দিলেন আবার বিএনপিরে দখল করার জন্য প্রোটোটাইপ এক্সপেরিমেন্টাল কেস শিখাইলেন।

আপনের দলের বাদ বাকি সবার মত শাহাবাগরে রাজনৈতিকভাবে বায়াসড বললেন; বস্তুত ুওরের বাচ্চা হারামখোর বেঈমান মাহমুদুর রহমানের সাথে আপনার কোন পার্থক্য পাইলামনা।

আর শুনেন আপনের স্বাধীনতার পক্ষের, জনতার দল বিএনপির নেতারা সবাই সাইিদীর মেশিন নিয়া ব্যাস্ত। শাহাবাগ বুঝ আপনাদের কামনা।

আপনি ব্লগে নাকি বিএনপির থিংকট্যাংক! সেইটার অবস্থা এমন হইলে বিএনপির উপরের মাথাগুলায় যে গোবর ভরা এইটা বুঝা কঠিন কিছু না।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

দাসত্ব বলেছেন: আইনস্টাইনের গ্রে ম্যাটার মাথায় নিয়ে যে ব্লগ পড়সেন সেটা বুঝতে পারসি।

হাসতে থাকেন।

১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০

মুহাম্মাদ আলী বলেছেন: হুম্ম
পোস্টটা ভাল লাগলো।
ভালো লাগা দিয়ে গেলাম

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

নিশ্চুপ শরিফ বলেছেন: আপনাকে বিএনপির থিঙ্ক ট্যাঙ্কে জায়গা দেয়া হোক। আবাল ভুদাই সব বসে আছে থিঙ্ক ট্যাঙ্কে। না আছে বুদ্ধি না আছে ঘিলু।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

দাসত্ব বলেছেন: টাইমিং মিস হচ্ছে , খুবই হতাশাজনক

১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

বুমবুম বলেছেন: আফনে এত বড় হিস্টরি লিখছেন কিল্লাই?এক কথায় কাম সারতে পারতেন...সেইটা হইলো...
"রাজাকারগো পশ্চাৎদেশ লেহন বন্ধ করতে বলেন...
আফনেগো বিএনপির কোন অস্তিত্ত্ব নাই...সাঈদী গো মেশিন চাটতে চাটতে গলা শুকায়া দম বন্ধ হইয়া আফনেরা মরবেন।

ম্যাডাম রে বলেন গোআ নিজামির মুক্তি না চাইয়া ফাসি চাইতে, এমনেই পাবলিকরে পাইবেন পাশে...যদিও আফনেগো ম্যাডাম মইরা গেলেও এই কাম করবেন না।কারন টা বড়ই রহস্যজনক...খি খি খি

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

দাসত্ব বলেছেন: মাল্টিটা কার ?

হ , বিএনপি'র অস্তিত্ব আপনারা চান না বৈলাই তো জামায়াতের অস্তিত্ব আপনারা টিকায়া রাখেন ;)

রাম - রাবনের হিরো-ভিলেন খেলা না চালায়া গেলে ম্যাংগো পাবলিকরে মহাভারত শুনায়া ঘুম পাড়াইবেন ক্যামনে ? :P

১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

mrikadey বলেছেন: যেড ফ্রম এ বলেছেন: হা হা হা।

ব্যাপক হাসি হাসলাম আপনার পোস্ট দেখে। আলীগরে দখলদার উপাধী দিলেন আবার বিএনপিরে দখল করার জন্য প্রোটোটাইপ এক্সপেরিমেন্টাল কেস শিখাইলেন।

আপনের দলের বাদ বাকি সবার মত শাহাবাগরে রাজনৈতিকভাবে বায়াসড বললেন; বস্তুত ুওরের বাচ্চা হারামখোর বেঈমান মাহমুদুর রহমানের সাথে আপনার কোন পার্থক্য পাইলামনা।

আর শুনেন আপনের স্বাধীনতার পক্ষের, জনতার দল বিএনপির নেতারা সবাই সাইিদীর মেশিন নিয়া ব্যাস্ত। শাহাবাগ বুঝ আপনাদের কামনা।

আপনি ব্লগে নাকি বিএনপির থিংকট্যাংক! সেইটার অবস্থা এমন হইলে বিএনপির উপরের মাথাগুলায় যে গোবর ভরা এইটা বুঝা কঠিন কিছু না।

একটা স্লোগান দিলাম
''কে বলছে জিয়া নাই
জি্যা মোদের ফালু ভাই''

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

দাসত্ব বলেছেন: এত জ্বলুনী কেন ?
মৃনাল ভাইরে তো কিসু কই নাই !?

১৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

শামিল কায়সার বলেছেন: ব্লু প্রিন্টটা অসাধারণ হয়েছে দাসত্ব ভাই। তবে, এই তত্বাবধায়ক চেয়ে ফুল ফোর্সে আন্দোলনে নামার কাজ যদি জানুয়ারীর শেষে বা ফেব্রুয়ারির শুরুতেই করতো, তাহলে আর শাহবাগের সুযোগ আওয়ামীলীগ নিতে পারতোনা। তখন মাঠ ৫০% জামাতের দখলে ছিল। বি'এন'পি শুধু ঘোষণা দিয়ে মাঠে নেমে গেলেই হতো।
কেন যে হাইকমান্ড এই ডিসিশানগুলা নিতে পারেনা, আমি বুঝিনা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

দাসত্ব বলেছেন: লেটার বেটার দ্যান নেভার

১৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

হাছুইন্যা বলেছেন: চাঁদপুরের গন সংহতি মঞ্চে ছাত্র!!লীগের কর্মীরা কাদের মোল্লার ফাসির দাবিতে স্লোগান দিচ্ছে

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
শেখ হাসিনা ভয় নাই
রাজপথ ছাড়ি নাই

এই হলো অরাজনৈতিক মঞ্চের স্লোগান। রায়ের পরে প্রথম মাঠে নেমেছিলো সাংস্কৃতিক কর্মীরা। নেতাদের চাপাবাজির চোটে তারাই এখন মাঠে নাই।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

দাসত্ব বলেছেন: হ

২০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

শিরিষ গাছ বলেছেন: সম্প্রতি ট্রাইব্যুনাল বিরোধী প্রচারনা বন্ধ করার নামে এরা সরকারের বিরুদ্ধে তাদের কেলেংকারীগুলো প্রচার করছে এই রকম একটা প্রো বিএনপি ফেসবুক পেজকে বাংলাদেশ থেকে নন ভিজিবল করে দিয়েছে ফেসবুকে রিপোর্ট করে।
পেজটার একজন এডমিন আমাকে ইনবক্সে জানিয়েছেন এটা।

পেজটার নাম ভয়েস অফ ন্যাশনালিস্ট।
ইংরেজীতে লিখে টাইপ করলে যারা দেশের বাইরে আছেন তারা পাবেন।

এখনই এগুলোর বিরুদ্ধে না দাড়ালে সামনে এরা সরকারবিরোধী সবকিছুকে ট্রাইব্যুনাল বিরোধী অজুহাত দেখিয়ে বাকশালীপনার চুড়ান্ত করে ছাড়বে।
- সহমত।

গণভভনের নেয়ামত অলরেডী খাওয়া শুরু করেছে শাহবাগী নেতারা। বাকিটা দেখা যাবে কিছু দিনের ভিতর।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

দাসত্ব বলেছেন: তা আর বলতে

২১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

রিমন রনবীর বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

দাসত্ব বলেছেন: সেই কি হাসি !

২২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

বুনো বলেছেন: আপনি যে সঠিক উপায় বাতলে দিয়েছেন, তা ইতিমধ্যেই প্রমাণিত হওয়া শুরু করেছে। ;)
এই পরিস্থিতিতে কেউই দাসত্বের পোস্ট আশা করেনি, তাই স্বাভাবিক গা জ্বলুনি শুরু হয়ে গিয়েছে। বিএনপি যদি এখন এককভাবে দেশের রাজপথ দখলে নিতে পারে তাহলে যে চাপাতি লীগ খোলস ছেড়ে বেরিয়ে আসবে তা পোষ্টে এসেই বুঝতে পারছি। :D

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

দাসত্ব বলেছেন: এটা কে বলে "নুন এবং জোক সিন্ড্রোম"।
রিঅ্যাকশন দেখেই বোঝা যায় জোকের গায়ে নুন পড়সে না চিনি পড়সে

২৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: @ mrikadey মন্তব্য কপিপেস্ট করলেন!! আপনের মাথায় যদি হলুদ পদার্থের পরিমান এতই বেশি থাকেতো নিজে কষ্ট করে একটা মন্তব্য লিখতেন কপি না করে। আর ফালুকে নিয়ে অহেতুক টানাটানি করলে ছাত্রলীগের মৃনাল দাদার কথাও কিন্তু মনে পড়ে যাবে সুতরাং ফালতু কথা না বলে পোস্টের টপিকেই থাকুন দয়া করে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

দাসত্ব বলেছেন: টপিকেই থাকা উচিত

২৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪

শিরিষ গাছ বলেছেন: পোস্টে এরই মাঝে চাপাতীলীগের খাউজানি শুরু হয়েছে, ১৭ নং কমেন্ট দেখেন। গ্যালারীতে বসলাম। খেলা জমে উঠছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

দাসত্ব বলেছেন: এটা কে বলে "নুন এবং জোক সিন্ড্রোম"।
রিঅ্যাকশন দেখেই বোঝা যায় জোকের গায়ে নুন পড়সে না চিনি পড়সে

২৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬

রাফা বলেছেন: দীর্ঘদিন পর পোস্ট প্রসব করার প্রথম পোস্টটাই হইলো শাহাবাগ প্রজন্ম চত্বরের বিরুদ্ধে।১৪/১৫ দিন আন্দোলন চলার পর আপনার গবেষনালব্দ পোস্টের সার মর্ম হইল জামাত/শিবির অর্ধেক দখল নিছিলো তখন ছাত্রদল বাকিটা দখলে নিতে পারলেই কেল্লাফতে।আন্দোলনের গতি প্রকৃতি ভালোই নির্ণয় করছেন।

অপেক্ষা করেন কিছুদিন পর শ্লোগান হবে।

শিবির/ছাত্রদল ভাই ভাই

এক রশিতে ফাসি চাই।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

দাসত্ব বলেছেন: হ , আপনি বুঝছেন ৩ কাঠি বেশী !

২৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২০

সোডিয়াম ক্লোরাইড বলেছেন: অপেক্ষা করেন কিছুদিন পর শ্লোগান হবে।

শিবির/ছাত্রদল ভাই ভাই

এক রশিতে ফাসি চাই।
শাহবাগে ভন্ডামি না কইরা এই স্লোগানটা এখনই দিলে শাহবাগ দলীয় না নির্দলীয় আর একটু সবাই ক্লিয়ার হইতো।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

দাসত্ব বলেছেন: অনেক কষ্টে দমায়া রাখসে

২৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

টয় বয় বলেছেন: -


কুত্তালীগ কেমনে ঝাপাইয়া পড়ছে এই পোস্টে!!

শেখ হাসিনা তার চামচা ১৯ জন শাহবাগীর বিষেশ নিরাপত্তা দিতে এসএসএফ নিয়োগ করেছে|

মন্চে এসেছে জয় ভাইয়া, ৭০ জন সাংসদ, ইনু-মেনন-তোফায়েল-মুতিয়া-সাজেদা-ছাত্রলীগ-ছাত্র ইউনিয়ন-ছাত্র মৈত্রী-ছাত্র ফ্রন্টের মত আম্লীগের বি-টিম, তারপরও এইটা না-কি সাধারন মানুষের আন্দোলন !!!!!

সে-কি আন্দোলনরে বাবা, সরকারী টাকায় গরম খুচুরি, বিরিয়ানীর প্যাকেট, ওয়াসার পিওর ঠান্ডা পানি, ছাত্রী লীগ আর ছাত্রী ইউনিয়নের রাসালো গান, পুলিশের পাহারা........ বলিহারী আন্দোলন.......!!

সরকারী সাহায্যে, সরকারী এ টিম, বি টিম দিয়ে এই রকম মাঠ দখলের আন্দোলন ইতিহাসে আর কি কেউ দেখেছে...........??

পরকীয়ার বলি একজনকে শহীদ মুক্তিযোদ্বা ঘোষনা কইরা চার তাকবীরের নামাজ তিন তাকবীরে, আর নারী ও পুরুষ মিলে অজু ছাড়া জানাজা........ আওয়ামীলীগের ভন্ডামী দেখলে হাসতে হাসতে শেষ :):):)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

দাসত্ব বলেছেন: মন্চ্ঞে এসেছে জয় ভাইয়া - এটা দেখতে খুব অড লাগসে

২৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯

সুখোই-৩৫ বলেছেন: আসুক বিএনপি মাঠে। আমিও দেখতে চাই বিএনপির নিজের মাজার জোর কতটুকু আর বিএনপিকে গ্রাস করা জামাতের মাজার জোর কতটুকু। তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে ছাত্রদলের মিছিল হয়, নাকি "যুদ্ধাপরাধের স্বচ্ছ বিচার" এর দাবীতে ছাত্রদলের ব্যানারে শিবিরের মিছিল হয়।

যেই বিএনপির মিছিলে "যুদ্ধাপরাধের সঠিক ও স্বচ্ছ বিচার" চাই বলে ডাকটা দেয়া হবে, বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। মির্জা ফকরুলের কাছ থেকে মাইক কেড়ে নেয়ার মত জোর এখন জামাতের নেতারা রাখে। অতএব বিএনপির মিছিল কতটুকু হয় আর বিএনপির ব্যানারে জামাতের মিছিল কতটুকু হয় দেখার খুব ইচ্ছা।

আর ছাত্রলীগ যদি বিএনপিকে প্রতিরোধ করতে শাহবাগ ছাড়ে তাহলে আরও ভাল। দরকার নাই ঠান্ডা পানি আর ট্রাক ভর্তি খাবারের। খাবারের প্রলোভন আর ঠান্ডা পানির আশা করে কেউ শাহবাগে জড়ো হয় নাই। কেউ যদি হয়ে থাকে সে বিদায় নিক। দুধের শিশুকে কোলে নিয়ে যে আন্দোলনে মায়েরা যোগ দিতে পারে, সে আন্দোলনকে ঐসব "দুইশ টাকা মাথাপিছু ভাড়া", "মিছিল শেষে খাবার" এইসব রাজনৈতিক সমীকরণ দিয়ে বিচার করাটা মূর্খামি। এই আওয়ামী লীগ শাহবাগ থেকে সরলে আরও ভাল। তখন সাধারণ মানুষের মনে এখনও যে সন্দেহ আছে, সেটাও চলে যাবে। আন্দোলন তখন আরও বেগবান হবে। খিচুড়ী মানুষের ঘরেই আছে, খিচুড়ী খাবার জন্য এত কষ্ট করে রাস্তায় বসে শ্লোগান দিতে কেউ যায় না। ঠান্ডা পানি বাসা থেকেই সবাই বোতলে করে নিয়ে যেতে পারে।

কি হবে তখন?

সাধারণ মানুষ ঘরের চাল, ডাল এনে নিজেরাই রান্না করবে খিচুড়ী রাস্তার মধ্যে চুলা বানিয়ে।

দেখি বিএনপির কতটুকু শক্তি আছে। সাঈদির পক্ষে বা নিজামীর পক্ষে শ্লোগানটা উঠবে খালি মিছিলে, বিএনপিকে পাবলিক তখন বস্তা ভরে ভোট দিয়ে আসবে।

কত বলছি তরুণরা এই আওয়ামী লীগকে ভোটই দিছে রাজাকারের বিচার করার জন্য। কারণ গত টার্মে প্রচুর তরুণ ভোটার ছিল। বিএনপির লোকজন তো বিশ্বাসই করতে চায় না। এক ঘোরের দুনিয়া আর ডিনাইয়ালের মধ্য দিয়ে যাচ্ছে বিএনপি।

রাজনীতি হচ্ছে মানুষ যা চায়, তাই দেবার প্রতিশ্রুতি দিতে হয়। পারুক আর না পারুক জনমতের বিরুদ্ধে যেতে হয় না। জোর করে জনমত উপেক্ষা করে নিজস্ব নীতি চাপিয়ে দিলে রাজনৈতিক মৃত্যু ছাড়া আর কোন পথ থাকে না।

আর বিএনপির এক অংশ চাইলেও আরেক অংশ জামাতকে ছাড়বে না। বিএনপি নেতাদের একেক জনের কথা একেক রকম। কারও বক্তব্যের সাথে কারও মিল নাই। এইভাবে কাজ হয় না। জামাত কোটি কোটি টাকা খরচ করে পাচজন মূল বিএনপি নেতা কিনে নিলেই আর কোন সমস্যা নাই। দরকার হলে স্থায়ী কমিটির সব সদস্যকেই জামাত কিনে নিবে। ওদের তো আর টাকার অভাব নাই। কাদের সিদ্দিকীর মত এত বড় মাপের বাংলার বাঘকেই ওরা কিনে নিয়েছে। ওদের শক্তি কত তা বোঝাই যায়। আওয়ামী নেতাও ওরা কিনে নিবে।

বিএনপি মাঠে নামুক। তাহলে জনগণেরই উপকার হবে। বিএনপি'র বর্তমান শক্তি কতটুকু সেটা বোঝা যাবে। বিএনপি'র ব্যানারে সাইদির মুক্তি চাই জাতীয় শ্লোগান থাকে কিনা সেটাও দেখা যাবে। শাহবাগও ছাত্রলীগ থেকে মুক্ত হয়ে জনমানুষের আরও অংশগ্রহন বাড়বে, যারা এখন দ্বিধান্বিত আছেন, তারাও এরপরে যোগ দিবেন শাহবাগে। বিএনপি যদি বৃহত্তর জামাতে ইসলামে পরিনত হয়ে থাকে, তাহলে সাইদির মুক্তি চাই শ্লোগান ওঠার মধ্য দিয়ে বিএনপির রাজনৈতিক মৃত্যু হবে। একটা মরা দল থেকেও জনগণ মুক্তি পাবে। আর সাইদির মুক্তির শ্লোগান না উঠলে আরও ভাল, আওয়ামী লীগ শাহবাগ ছেড়ে বিএনপি ঠেকাবে, আমরাও সুস্থ বিএনপি পাব এবং আওয়ামী মুক্ত শাহবাগ পাব। আর শাহবাগে আওয়ামীর শ্লোগান উঠলে, পাবলিক নিজেরাই প্রতিবাদ করবে, এতে ঠান্ডা পানি হয়তো আসবে না, কিন্তু আন্দোলন শক্তিশালী হবে, যেটা আখেরে জনগণেরই লাভ হবে। তাই আমার একান্ত প্রত্যাশা বিএনপি মাঠে নামুক।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

দাসত্ব বলেছেন: ভালো মন্তব্য করসেন , পড়ে ভালো লাগসে। ধন্যবাদ।
অনেক কিসুতে একমত , তবে সেটা আমার মত করে ।
বিস্তারিত পরে লিখবো। আপাতত ঘুমাইতে যাইতে হবে। রাত ২ টা প্রায় এখানে।

২৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২

টয় বয় বলেছেন: -


সুখোই:

হাসিনা যে ১৯ জন শাহবাগীকে পুলিশের নিরাপত্তা দিতে বলছে ওরা কি সাধারন মানুষ না আওয়ামী পোষা রাম বাম........??

সাধারন জনগণের আন্দোলন কইয়া কইয়া আম্লীগ নাটক করতাছে, ভেড়ার চামড়া গায়ে দিয়া নেকড়ে নিজ পরিচয় লুকায়, তেমনি আম্লীগ আর বামরা শাহ বাগে সাধারন মানুষ সাজছে............!!

তয় ধরা পইরা গেছে, আস্তে আস্তে শাহ বাগী নাটকের রহস্য উন্মোচন হইতেছে|

আর ভোট.........?? নির্দলীয় তত্বাবধায়ক সরকার দিয়া ইলেকশনে আসতে কও আম্লীগরে, সব গুলার ধূতি এবং লুংগি বাজেয়াপ্ত হবে :):)


১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

দাসত্ব বলেছেন: শাহবাগ কে নাটক বললে আপনার পরবর্তী যে কোন কমেন্ট ডিলিট করতে হবে।
প্লিজ ডোন্ট মেইক মি ডু এনি থিং হার্ড।

৩০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬

একজন ঘূণপোকা বলেছেন: পোস্টটা প্রিন্ট করে বিএনপি অফিসেই পাঠানো উচিত। জামায়াতরে ছাড়তে পারলে এগুলা অবশ্যই বিএনপির করা উচিত।












দাসত্ব ভাই রক্স, তার উপায় সব যে কাজে দিব তার প্রমান অলরেডি শুরু হয়ে গেছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

দাসত্ব বলেছেন: ব্লগেই এত জ্বলুনী এদের , রাজপথে তো দাঁত মুখ খিচাবে

৩১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭

দাসত্ব বলেছেন: যারা যারা মন্তব্য করসেন আপনাদের সবার মন্তব্যগুলোর রিপ্লাই পরে দিবো ইনশাল্লাহ।
আপাতত ঘুমাইতে যাইতে হবে , আমার লোকাল সময় রাত ২ টা।

৩২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫

ক্ষুদ্র খাদেম বলেছেন: আপনার ব্লগিং ভালো লাগে, এবং যথারীতি আজকেও লেখাটা ভালো হয়েছে। কিন্তু, লেখা পড়ে মনে হল,আপনি আসলে আপনার নিজের ক্ষমতা সম্পর্কে ধারণা রাখেন না। যারা শাহবাগে একত্রিত হতে পেরেছে এতদিন পরে, তাঁরা চাইলে বি এন পি কেন, কোনও রাজনৈতিক দলের ই দরকার হবে না, কোনও কিছু করতে।আর এই লেখা তো তাহলে আপনার নিজের প্রোফাইল এর লেখার সাথে মিলছে না...

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

দাসত্ব বলেছেন: আপনি চোখ বুলায়া পড়সেন কিংবা পড়লেও একটা সামারী তৈরী করসেন দ্রুত।
সেকারনে লাইনটা হয়তো চোখে পড়ে নাই।

"শাহবাগ আন্দোলন তখন এক্সিলারেটেড হবে"

এটা খুব ভাইটাল একটা লাইন।
বিএনপিকে কোল্ড কনটেনশনে রাখতেসে ঠিক এই জায়গায়।

শাহবাগ আন্দোলন এক্সিলারেটেড হইতেসে না , এটা ডাইলেটোরী হইতেসে , ফলাফল লিংগার করানো হইতেসে , অন্যদিকে বিএনপি এই আবেগী তরুনদের বিপক্ষে যেতে পারবেনা।

ছাত্রলীগকে সেখানে কন্ট্রোলরূমে বসায়া বেশ ভালো একটা চাল দিসে আওয়ামী লীগ।

সেজন্যই বিএনপির এমন একটা চাল দিতে হবে যাতে শাহবাগ থেকে ছাত্রলীগকে বের হয়ে আসতে হয়।

মানুষের ক্ষমতা যে অনেক বেশী সেটা আমিও জানি।
সেই ক্ষমতার আউটবার্স্ট যাতে না হয় , এক্সিলারেশন যাতে না হয় - সেই লাগাম ধরার জন্যই আওয়ামী লীগ শাহবাগে।

আমি চাই - বিএনপি এমন একটা পাল্টা চাল দিক যাতে এই আউটবার্স্ট , এই এক্সিলারেশনটা হয়।

৩৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: ক্ষমতাসীন দলের কয়েকজন রাজাকার/যুদ্ধাপরাধীদের তালিকা :

১. খন্দকার মোশাররফ হোসেন। লেবার মিনিষ্টার। হাসিনার বিয়াই । ৭১ সালে তার বাড়িতেই পাকবাহিনীর
ক্যাম্প ছিলো। মোশারফের বাবা ছিলেন ফরিদপুরের শান্তি কমিটির
চেয়ারম্যান।

২. স্বরাষ্ট্রমন্ত্ রী মহিউদ্দিন খান
আলমগীর। ১৯৭১ সালে যুদ্ধের ৯ মাস
ময়মনসিংহে অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) ছিলেন। পাকিস্তান রক্ষার জন্য রাজাকার বাহিনী নিয়োগ কর্তা ছিলেন।

৩. এইচ এন আশিকুর রহমান। আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটিরকোষাধ্যক্ষ। বর্তমানে রংপুর-৫ আসনের এমপিএবং অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধক ালে আশিকুর টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা।

৪. সাজেদা চৌধুরী। সংসদ উপনেতা। শেখ হাসিনার ফুফু। পাকিস্তানের গেজেট করা রাজাকার। ৭/৮/১৯৭১ তারিখের পাকিস্তান সরকারের গেজেটবদ্ধ।

৫. এ ছাড়া ১৯৯৬ এর কেবিনেটে জামালপুরের নুরু রাজাকারকে ধর্ম প্রতিমন্ত্রী বানিয়েছিলো হাসিনা।

এই দেশে কোন রাজাকারই থাকতে পারবেনা !!
সবাইকে ধরে ধরে ফাঁসি দেওয়া হোক ।
সব রাজাকারের একই শাস্তি কি হওয়া উচিৎ নয় কি ?
কেন উপরের একজনেরও নাম শাহাবাগে উচ্চারিত হল না ?????
কেন তাদের কে নিয়ে কোন ব্যানার , ফেস্টুন নেই ????
সবার দৃষ্টি শাহাবাগের দিকে ,, কেউ খোজ রেখেছে এই সুযোগে সরকার কতগুল কাজ আরামের সঙ্গে বাগিয়ে নিয়েছে ?????
** পদ্মা সেতুর দুর্ণীতির দায়ে আটকৃতরা ছারা পেয়ে গেছে
** হলমার্ক হোতা জামিনে ছারা পেয়ে গেছে
** পরাগ মন্ডল কিডন্যাপের দায় আটকৃত যুবলীগ নেতা ছারা পেয়ে গেছে
** ৪-৫ টি রাজনৈতিক ব্যাংকের অনুমদন ,,
** মিরপুর থেকে হিন্দু পরিবার গুলার জমি জবর দখল ,,,
অপরদিকে , ট্রাইবুন্যাল গঠন করল সরকার , বিচারপতি নিয়োগ দিল সরকার ,, রায় দিল তারাই , অথচ আজ তারাই রায় মানি না মানি না করে চিল্লা চিল্লি করে ,,
আর আমরা আম জনতা ছাগলের তিন নম্বর বাচ্চার মত জেনে না জেনে ফাল পারতাছি

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

দাসত্ব বলেছেন: মানুষের মেমোরি যাতে ঠিকভাবে কাজ না করে সেজন্য আওয়ামী লীগ ভোটের আগ পর্যন্ত নানা রকম ধূর্তভাবে চেষ্টা করে যাবে।

মানুষের মেমোরী রিফাংশন করানো , হুশ ফিরিয়ে আনার জন্যই মাঠে নামতে হবে বিএনপিকে।
টাইমিং মিস হচ্ছে

৩৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯

ধীবর বলেছেন: চিহ্নিত ট্যাগবাজ আওয়ামি লিগের গায়ে ফোস্কা পড়লো কেন? লেখা হয়েছে বিএনপির উদ্দেশ্যে আর গা জ্বলা শুরু হয়েছে আওয়ামি লিগের। জাতিয়বাদি হিসাবে দাসত্ব ভাই বিএনপির নীতিনির্ধারকদের উদ্দেশ্যে কিছু বলতেই পারেন। এটা তার অধিকার। আপনারা কেন এত চিন্তার মধ্যে পড়েছেন?

আরেকটা কথা না বললেই না। প্রজন্ম চত্ত্বরের আন্দোলন হচ্ছে হাসিনার আহবানে, মোঃ নাসিমের এই উক্তির প্রতি আপনাদের কি মন্তব্য জানতে ইচ্ছা করছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

দাসত্ব বলেছেন: শ- তে শেখ হাসিনা , তুই ভন্ড , তুই ভন্ড

৩৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

ধীবর বলেছেন: ভালো পয়েন্ট ধরেছেন আসামী ভাই। কেউ যদি এখন আওয়ামি লিগের রাজাকারদের নিয়ে মন্তব্য করে, তাহলে তাকেও ট্যাগিং করা হচ্ছে। এই ধরণের বাকশালি মনোভাবাপন্ন লোকদের ব্লগে না আসাই ভালো।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

দাসত্ব বলেছেন: ট্যাগিং এর খ্যাতা পুড়েন।
মুখের উপর বলে দিবেন "তুই পার্টি দেইখা রাজাকার বাছোস , তুই-ই আসল রাজাকার"

৩৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

মাজহারুল হুসাইন বলেছেন: বাকশালী মন মানসিকতার সরকার বিএনপিকে মিছিল-মিটিং করতে দিচ্ছে না ।আবার এখানে বালের কিছু হাম্বা রব তুলেছে । গতকাল ১৭ তারিখ বিএনপির মিটিং ছিল । কি বলেছে জানেন ? দয়া করে জেনে নেবেন । এরপর কথা বলবেন ।


বিএনপির মিটিং এর কাভারেজের তথ্য প্রথম আলো তে খুজে পেলাম না । তাই আমার দেশের লিন্ক দিলাম ।

দুর্নীতিবাজ সরকার হটাতে দেশজুড়ে আন্দোলন স্কয়ার তৈরির আহ্বান : ক্ষমতায় গেলে সব মানবতাবিরোধীর বিচার হবে - ফখরুল

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

দাসত্ব বলেছেন: প্রথম আলো একটা পাক্কা শুয়োরের বাচ্চা।
খালেদা জিয়ার সর্বশেষ বরিশালের মিটিংটা ছিলো অবিশ্বাস্য বিশাল , আমি শুনসি গত ২০ বছরে এত বড় রাজনৈতিক জমায়েত বরিশালে আর হয় নাই।

শুয়োরের বাচ্চারা ছাপাইসে পেছনের পাতায় , মিটিং এর ম্যাস গ্যাদারিং এর কোন ছবি ছাপায় নাই।

এমনি কি আর বলসি - মিডিয়ায় প্রচুর জন্ডিস রোগী ঢুকে গেসে। এরা ছবি তুলবে আসল ঘটনার , কিন্তু ছাপাবেনা।

সেজন্যই নিজেদের হিডেন ক্যামেরাম্যান রাখতে হবে।
২০১৪তে পাওয়ারে আসার পর এগুলার পাছায় চামড়া রাখাও ঠিক হবেনা।

৩৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

ডেক্সটার007 বলেছেন: আমার কাছে মনে হয় বি এন পি তে কোন জাঁদরেল রাজনীতিবিদ নাই! যদি থাকত তো অনেক আগেই এই ব্যাপার টা নিয়ে একটা পদক্ষেপ নিত, আপনি যেরকম বলেছেন। টাইমিং মিস হচ্ছে না, অলরেডি মিসড! এই কথাগুলা বি এন পি র হাই কমান্ডে পৌঁছানও কি যায়????????????????????????

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

দাসত্ব বলেছেন: টাইমিং মিস হচ্ছে , অলরেডী মিস না।

৩৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

mrikadey বলেছেন: @মো: সালাউদ্দিন ফয়সাল কে, মিথ্যার চেয়ে সত্য বলা কঠিন। এই কঠিন কাজটিই করে যাচ্ছি এবং যাবো ??? আশা করি ব্যক্তিগত আক্রমন থেকে বিরত থাকবেন.....আর যদি বেশি পেটের ভিতর কুরকুর করে তাহলে আপনার জাত ভাইয়ের সাথে পাকিস্তান যান। ওনারা আপনারে বোমা সংবধর্না দিবো

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

দাসত্ব বলেছেন: এই সব কথায় কথায় "বাংলাদেশ পাকিস্তান হয়ে যাচ্ছে" এই সব BAL এর জুজু বন্ধ করেন ।

মানুষ এখন আর এত হাবা না।

৪ বছরে খোদ ভারতের লোকজন কুটনৈতিক সফরে যত বার আসছে তার ১৫ ভাগের ১ ভাগ ও অন্যদেশ থেকে এদেশে আসে নাই।

ফ্রি সিনেমা প্রদর্শন , ফ্রি ট্রানসিট , ফ্রি তিস্তা , ফ্রি ১৪০০ একর জমি , ফ্রি বর্ডার কিলিং , আরো কমু ?

৩৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

পিয়ার আহসান বলেছেন: Valo Bishleshon, Dasotwo saheb. Apnake dhonnobad.
Sundor comment er jonno Sukhoi keo dhonnobad.

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

দাসত্ব বলেছেন: ধন্যবাদ পিয়ার আহসান

৪০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

mrikadey বলেছেন: জয় বাংলা.....আওয়ামী লীগের স্লোগান দিলাম নাকি?
জয় বাংলা.....এটা কারো বাপের সম্পদ না

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০

দাসত্ব বলেছেন: এইটা ঠিক আছে

৪১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

ঘুমকাতুর বলেছেন: আমাদের রাজনৈতিক সচেতন বলগার যেড ফ্রম এ অনেক আগে ঘোষণা দিছে সে এইবার সে "না" ভোট দিবে :) এখন আপনে আবার বলিয়েন না এইবার "না" ভোট নাই। আপনে কি যেড ফ্রম এ থেকে বেশী জানেন???

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১

দাসত্ব বলেছেন: ভাই - এরা খালি পেটেও আওয়ামী লীগ , ভরা পেটেও আওয়ামী লীগ।
কথাটা মনে রাইখেন

৪২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

দূর্যোধন বলেছেন: ব্লু প্রিন্ট থিওরী হিসাবে চমৎকার । বাস্তবে এই থিওরি বাস্তবায়িত করতে গেলে জোটে যা জুটেছে,ভোটে তাও জুটবে না ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২

দাসত্ব বলেছেন: মনে হয়না।
আমি কিন্তু বলসি এটা একটা প্রজেকশন , টেস্ট কেস হিসাবে ট্রাই করার জন্য।

কিন্তু মোশনলেস - ফ্রীজ হয়ে পল্টনে বসে থাকলে আরো বেশী ক্ষতি হবে।

৪৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

রামন বলেছেন:
দেশে গণতন্ত্র টেকসই রাখার জন্য প্র্রয়োজন একটি শক্তিশালী বিরোধী দল। দেশের জনগন বি এন পিকে সেই স্থানে চাইলেও দলের ভেতরে হাইকমান্ডের গোয়ার্তুমির কারণে তারা ক্রমশই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ভোটের রাজনীতিকে প্রাধান্য দিয়ে জনগনের ইচ্ছাকে অবজ্ঞা করায় নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছে দলটি। বি এন পির ভরাডুবি এখন সময়ের ব্যাপার মাত্র।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

দাসত্ব বলেছেন: হাহাহা , সত্যিই - আপনি নাকি একজন সিনিয়র সিটিজেন!
এই দেশের ভবিষ্যত আসলেই ব্যাপক উজ্জ্বল !

হলমার্ক-ডেসটিনি-পদ্মাসেতু-শেয়ার বাজার- অসংখ্য গুম খুন- মানুষের শেষ ভরসা আদালতকে রং তামাশার দলীয় কারখানা বানানো- ছাত্রলীগের নেড়ি কুকুরদের হাতে শিক্ষক-ছাত্র-সাধারন মানুষকে মেরে শেষ করা- ফ্রি সিনেমা প্রদর্শন , ফ্রি ট্রানসিট , ফ্রি তিস্তা , ফ্রি ১৪০০ একর জমি , ফ্রি বর্ডার কিলিং ------- এত কিসুর পরও আওয়ামী লীগের ভরাডুবি আপনার কাসে সময়ের ব্যাপার মনে হয় না ?

গত ৪ টা বছর নন ডেস্ট্রাকটিভ পজিটিভ রাজনীতি করা বিএনপির ভরাডুবি সময়ের ব্যাপার মনে হয় ?

এই জন্যই আমি বলি- বাঙালী শক্তের ভক্ত , নরমের যম।
২০১৩তে বিএনপি মাঠে শক্ত একটা ফিনিশিং দিয়ে আপনাদের মত লোকজনরে ভক্ত বানাতে হবে।

৪৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

দুরন্ত-পথিক বলেছেন: যথারীতি অসাধারণ লেখা।তবে লেখাটা বিএনপি কে নিয়ে লেখা হলেও একটা বিশেষ দলের গা জ্বালা শুরু হয়ে গেছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

দাসত্ব বলেছেন: হুম

৪৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

ক্ষুধিত পাষাণ বলেছেন: কি বলবো দাসত্ব ভাই! বিএনপি'র উদাসীনতা দেখে তামাম কলিজা জুড়ে জ্বলছে আগুন!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

দাসত্ব বলেছেন: সময়টা তৃনমূল নেতকর্মীদের জন্য সবচেয়ে বেশী হতাশাজনক।
ডামে-বামে-সামনে-পিছনে- তারা মুভ করতে পারতেসেনা

৪৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

অনিক আহসান বলেছেন: বিএনপিতে একজন বি চৌধুরী না থাকার অভাবটা এখন স্পস্ট হচ্ছে। ছাত্রলীগকে শাহাবাগ থেকে বের করে আনতে দলের মধ্যে যে সমন্নয় দরকার তা বিএনপি'র নাই।

তবে গত কয়েক দিন একটা জিনিস খেয়াল করলাম ছাত্রলীগ সম্ভবত শাহাবাগে বিকল্প নেতৃত্ত হিসাবে সম্মিলিত সাংস্কৃতিক জোটকে বসানোর কাজ করে যাচ্ছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট শাহানাগে গ্রীপ শক্ত করতে পারলে ছাত্রলীগ অনেকটা ফ্রী হয়ে যাবে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

দাসত্ব বলেছেন: সসাজো- ঐগুলা আরেক দালাল ।
ঐগুলাও দালালী চেহারা লুকাইতে পারবেনা।
মোট কথা ছাত্রলীগকে সরানো গেলে আন্দোলনটা এক্সিলারেটেড হবে।

৪৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

ম.র.নি বলেছেন: যারা ভরাডুবি, সময়ের ব্যাপার, ভোটে কি হবে না হবে তা নিয়ে যার পরনাই চিন্তিত তারা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে ভোটের ব্যাবস্থার জন্য বলুন আমরা দেখি বাংলাদেশের জনগন কাকে ভোট দেয়।তা না বলে যেচে এসে খাজুরে আলাপ করছেন কিছু কমেন্টার।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

দাসত্ব বলেছেন: হুম , আসলে যারা আওয়ামী লীগ করে এরা চোখ খেয়েই আওয়ামী লীগ করে।

৪৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৩

এই আমি সেই আমি বলেছেন: ঠুমরী গানের গায়করা বাম হস্তে বাম কর্ণ চেপে ধরে ডান হস্ত সামনে হস্তারিত করে দু চক্ষু বন্ধ করে যে ভাবে সঙ্গীতে মগ্ন হয় আর ভক্ত সাধারন আহ আহ করে উঠে তেমনি আপনার প্রসবিত পোস্ট খানা পড়ে আপনার ভক্ত সাধারনের আহলান সাহলান ধ্বনি শুনে বুজতে পারছি আপনার মত কেউ কেটা লোকের পোস্টে মন্তব্য করা আমার কর্ম নয় । তারপরও কেন এহেন দুঃসাহস দেখাচ্ছি সেটাই পলকে বলে ফেলি ।

আপনি আওয়ামীলীগ নিয়ে যেসব মন্তব্য করেছেন সেগুলার উত্তর দেবার লোক আছে , এবং তারা ইতিমধ্যে সেটা দিয়েছেন । আপনি শাহবাগ নিয়ে যে সব বালখিল্য , চরম প্রতিক্রিয়াশীল , অতি সরলীকরণ মন্তব্য করেছেন তাতে আমি বিস্মিত নই । গ্রাম্য মোল্লার ওয়াজের ফতোয়ার মত আপনার স্বগোত্রিয় মাহমুদুর রহমান এবং তস্য গংরা এই ধরনের মন্তব্য প্রথম থেকেই করে আসছে । আপনি সেই মুকুটে আর একটি পালক মাত্র ।

আপনারা সফট এবং হার্ড পানীয় পায়ী এবং স্যান্ডউইচ খোর ।আর আমরা খিচুড়ি এবং সাদা পানি পান করি এটা সত্য কিন্তু এটা ভাবলেন কি করে যে সেটা খাবার জন্য ছাত্র জনতাকে শাহ বাগে যেতে হবে । যারা আন্দোলন করছে তাদের ঘরে কি এই সাধারন খাবার টুকু নেই । আপনারা তো এটাও বলেছেন শাহ বাগে নাকি হাজার খানেক গাঁজাখোর ও পতিতা জড়ো হয়েছে । এই ধরনের ন্যাক্কার এবং নিচু মানসিকতার ধিক্কার জানাবার মত ভাষা আমারতো নেইই , আমার মনে হয় বাংলা ভাষায়ও নেই ।

ছাত্র জনতার এই শক্তি কে তুচ্ছ তাচ্ছিল্ল্য করা এটাই প্রথম নয় । সামরিক জান্তা আয়ুব , ইয়াহিয়া , এরশাদ শাহীও ছাত্র জনতাকে তুচ্ছ জ্ঞান করেছেন । আপনাদের কাছে এটা অপ্রত্যাশিত নয় , কারন আপনারা তাদেরই ভাবশিষ্য আর সামরিক ঔরসেই আপনাদের জন্ম ।

শেষ করব ; শেষ করার আগে একটু অনধিকার চর্চা করি । আপনি বোধ হয় অনেক দিন পর লিখলেন। আপনার ভক্তকুল আপনার ক্ষমতায় যাবার গ্যারান্টিযুক্ত প্রেসক্রিপশন পেয়ে আহ্লাদিত এবং তাদের উৎকণ্ঠিত হ্রদয়ে এটা শান্তির প্রলেপ । কারন এতদিন তাদের কাছে ক্ষমতার বুড়ি ছোঁয়া ছিল সময়ের ব্যাপার মাত্র । ইদানিং তাদের কাছে কেন জানি মনে হচ্ছে সেটা দূরে সরে যাচ্ছে আর তাতেই বেসামাল হয়ে তারা আপনার প্রেস্কাইবকৃত বটিকাকে সর্ব রোগহর জ্ঞান করছে । ভক্তকুল এরমধ্যেই সেটা বিনপির হাইকমান্ডে পৌছেদেবার গুরু দায়িত্ব নিয়ে নিয়েছেন ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪

দাসত্ব বলেছেন: ভাই , আপনার কমেন্ট মোটেই ভালো লাগলো না।

আপনার মন্তব্যের ২য় আর ৩য় প্যারায় আপনি আমার উপর গা জোয়ারী মিথ্যা অভিযোগ চাপায়া দিতেসেন।

আমি যেটা বলি নাই ইনিয়া বিনায়া ত্যানা প্যাচায়া সেটা আমার উপরে আপনি চাপাতে পারেন না।

এটা অন্যায় করতেসেন , মিথ্যা বলতেসেন।

৪৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩১

অথৈ সাগর বলেছেন:
বিএনপি একটি রাজনইতিক দল কিনা আমার সন্দেহ হয় । আমার মনে হয় ওরা শুধু আওয়ামী বিরোধি ভোট পায় । নিজেদের যোগ্যতায় নয় । রাজনিতিতে এত নিন্ম মানের দল দেখা যায় না । এমন গন জাগরনে তাদের কোন বক্তব্য নেই । নেই কোন দিক নির্দেশনা। জামাতের সাথে জোট ত্যাগ করার উপযুক্ত সময় এখন । এবার বিএনপির টাইমিং মিস হলে আর রক্ষা নাই ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

দাসত্ব বলেছেন: পল্টনে বসে থেকে থেকে হাতে পায়ে জং ধরায়া ফেলতেসে।
সো স্যাড

৫০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

মাজহারুল হুসাইন বলেছেন: অথৈ সাগর@ দেশে আওয়ামী বিরোধী ভোট এত বেশী ! ১৯৯১ সালে বিএনপি জিতে চলে আসল । আসলেই ১৯৭২-৭৫ যা করছিল তাতে ৯১ সালেও আওয়ামীরা বেল পায় নাই জনগণের কাছে ।

সত্য হল আওয়ামীলীগের ভোট হল কিছু অন্ধ হাম্বা আর বিএনপি বিরোধী ভোটার । বিএনপি ১৯৯১-৯৬ মেয়াদে সফল থাকলে আর আওয়ামী-জামাত আন্দোলন মোকাবেলা করতে পারলে ১৯৯৬ এও আওয়ামীলীগ জিততে পারত কিনা সন্দেহ ।

আজ যদি বিএনপির নিশ্চহ্ন, আর আওয়ামীলীগের সফলতা নিয়ে এত নিশ্চন্ত থাকেন, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কেন নির্বাচন নয় ?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

দাসত্ব বলেছেন: তত্ত্বাবধায়ক সরকার এখন এদের কাসে ভাসুর।
ভাসুরের নাম মুখে নিতে নাই ।

৫১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২১

মিতক্ষরা বলেছেন: বিএনপির রাজপথ দখল জরুরী। কিন্তু আর কয়দিন পরে হলেই তো ভাল। এখন রাজপথে রয়েছে লীগ আর জামাত। বিএনপি এখনও দর্শক।

সরকার/শাহবাগীদের শত চেষ্টা সত্ত্বেও হরতাল দেখলাম খুব একটা বিফল হয় নি। এটা সরকারের ব্যর্থতাই নির্দেশ করে। সরকার মরনপন চেষ্টা করেছিল হরতালকে ব্যর্থ করতে। সরকার এত হাকডাক না করে আর দশটা হরতালের মত নিলে সেটা এত চোখে পড়ত না।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

দাসত্ব বলেছেন: এখনই রাজপথে নামলে ২টা আন্দোলন একসাথে এক্সিলারেটেড হবে।

১ টা বিএনপির কেয়ার টেকার সরকারের দাবীতে আন্দোলন , অন্যটা শাহবাগের আন্দোলন।

সেজন্যই টাইমিং শব্দটা ব্যবহার করসি।
একের অধিক বিষয় একসংগে ঘটলেই তো "টাইমিং" শব্দটা ব্যবহার হয়।

৫২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০

মনজুরুল হাসান বলেছেন: জামাতের সাথে বি.এন.পি এর জোট কি ধরণের প্রভাব ফে্লতে পারে ভবিষ্যত পরিকল্প নায়? সুন্দর পোষ্ট তবে জামাত ইস্যু টা না থাকার কারণে অসাধারণ বলতে পারছি না!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

দাসত্ব বলেছেন: এই মুহুর্তে কেয়ার টেকার নিয়ে ভাবা ছাড়া অন্য কিসু নিয়ে ভাবার নাই।

৫৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

shapnobilash_cu বলেছেন: বরাবরের মতই কঠিন পোস্ট। তালিয়া সহকারের প্লাস। দেশকে একটি ভয়ানক পরিস্থিতির হাত থেকে বাঁচাতে এবং নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের দাবী প্রতিষ্ঠিত করার জন্য এখনই যা করার করতে হবে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

দাসত্ব বলেছেন: এখনই করতে হবে। তাহলে ২ টা আন্দোলন একসাথে এক্সিলারেটেড হবে।

৫৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯

আহসান হাবিব হীমূ বলেছেন: গ্যালারীতে না বইলে পাপ হইব।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

দাসত্ব বলেছেন: ওকে

৫৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

যেড ফ্রম এ বলেছেন: জ্বী জনাব, আপনে হইলেন জাতিয়তাবাদি ব্লগ উইংএর বেফুক হোয়াইট ম্যাটারঅলা পাবলিক। শাহাবাগ চত্বর আপনের কাছে ক্ষমতাদখলের একটা নিয়ামক। ঐখানে হাজার হাজার পোলাপাইন গলা ফাটাইতেছে একটা ইস্যুতে আর আপনে চিন্তা করতেছেন কেমনে সুবিধা নেওয়া যায়।

এত কিছু করার দরকার কি আপনের ম্যাডাম একবার শাহাবাগে আইসা কইলেই হয় আমি প্রজন্ম চত্বরের সবকিছুর সাথে একমত- রাজাকারের ফাঁসী চাই। গোলাম আযম, নিজামী, সাঈদী, মুজাহিদি, সাকা চৌ, হাসিনার বেয়াই সবার বিচার চাই। একবার কইয়া দেখুক আর জা-শির লেঁজটা ছাইড়া দিক, আগামী নির্বাচনে ২৯০ টা আসন পাইবো।

আপনের লগে কথা কইয়া লাভ নাই। দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। ব্যক্তি পুঁজা করতে থাকেন।

খোদা হাফেজ, 'মাআসসালাম!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

দাসত্ব বলেছেন: হ , আপনেগো ছাত্রলীগ - আওয়ামী লীগ - সসাজো রে শাহবাগের কন্ট্রোল রূম থেইকা অফ যাইতে কন।
তাইলে খালেদা না আসুক , অন্তত মির্জা ফখরুল আইবো।

ওয়ালাইকুম

৫৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২

িনদাল বলেছেন: এত ব্যাপক গবেষণা না করে বিএনপির সব নেতা একসাথে শাহবাগে এসে ঘোষণা দিতে পারেনা যে আজ থেকে জামাতের সাথে সব সম্পর্ক ছেদ করলাম। ছাত্রদলও এসে তাহলে আন্দোলনে যোগ দিতে পারে। অনেকই ইচ্ছা থাকা সত্তেও আসতে পারছে না, অনেকে ব্যাক্তিগতভাবে আছে

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

দাসত্ব বলেছেন: শাহবাগে এমন প্রচুর ছেলেপেলে আছে যারা ধানের শীষের পার্মানেন্ট ভোটার।
দলীয় ব্যানার নিয়ে বিএনপি এখানে আসাটা রাজনীতির ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে ক্ষতিকর হবে।

বিএনপি বাংলাদেশের প্রধান ২ টা দলের একটা , এবং ইনশাল্লাহ ২০১৪ তে সরকার গঠন করার ১০০ % সম্ভাবনা।

মাইক থাকবে ছাত্রলীগারদের হাতে , ইমরানের হাতে যেই ইমরান জিয়াকে নিয়ে ফেসবুকে খুবই অসম্মানজনক একটা স্ট্যাটাস পোস্ট করসে , তার হাত থেকে মাইক্রোফোন নিয়ে কথা বলতে হবে বিএনপি নেতাদের কে - ইমপসিবল !

৫৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

ছন্ন ছাড়া০০০১ বলেছেন: কুকুর লীগ - চাপাতিলীগ- খুনি লীগ নানা ধরনের ভীতিকর জননিন্দিত ব্র্যান্ডিং এর পর তারা চাইছে "শাহবাগের খেদমতগার খাদেম" ব্র্যান্ডটি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

দাসত্ব বলেছেন: তাও সাধাসিধা নিয়তে চায় নাই , কোন নিয়তে চাইসে সেটা ব্লগেই বলসি।

৫৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: হ্যাটস অফ পোস্ট...
যথারীতি অনবদ্য ...।
আনলিমিটেড প্লাস ++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

দাসত্ব বলেছেন: ধন্যবাদ অসামাজিক

৫৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

অমানুষ বলেছেন: পোষ্টে+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ম- তে ম খা আলমগীর , তুই রাজাকার , তুই রাজাকার
আ-তে আশিকুর রহমান , তুই রাজাকার , তুই রাজাকার
ন - তে নুরুল ইসলাম , তুই রাজাকার , তুই রাজাকার
ক-তে কামরুল টাকলু , তুই রাজাকার , তুই রাজাকারের ভাই
ম-তে মোসলেহউদ্দিন , তুই রাজাকার , তুই রাজাকার
ব-তে বেয়াই মোশাররফ , তুই রাজাকার , তুই রাজাকার
শ- তে মুসা শমসের , তুই রাজাকার তুই রাজাকার
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ভাই আপনার ইমেইল টা একটু যদি লিখে দিতেন ভাল হত।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০

দাসত্ব বলেছেন: প্রোফাইল ব্যানারের উপরে দেখেন

৬০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

প্রল্ল্যেখ বলেছেন: ভাইয়ের প্যাটে দেখি পুরাই জিলাপির প্যাচ !!!
:D :D :D

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০

দাসত্ব বলেছেন: সেই রকম মনে হইলো ?

৬১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৭

তোফায়েল খান বলেছেন: আমি ইহা দেখিয়া হিমালয় হইতে পড়িয়াছি। সত্যিই তো এমনভাবে তো আগে ভাবি নাই।
তবে ঘরে ঘুমিয়ে থাকা বিএনপি নেতাদের ফেসবুকে ট্যাগ করা ব্যতীত ইহাদের আন্দোলন নামক বস্তুটির স্মরণ হয়তো হইবে না।
তাই বলে লেখকের ধন্যবাদ নামক পাওনা আদায় করতে কোনো কার্পন্য করিয়া আমি রবীন্দ্রনাথ সাজিতে চাই না। B-)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২৬

দাসত্ব বলেছেন: ধন্যবাদ তোফায়েল খান

৬২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৩

আশফাকুল তাপস বলেছেন: ভাই শুনেন।দেশের মানুষের এখন যে মেন্টালিটি (দেশের অর্থনৈতিক পরিস্থিতির কথা বলছি না) তাতে জামাত না ছাড়লে এবং ছেড়ে দিয়ে শাহবাগ না আসলে বিএনপির কোন পসিবিলিটি নাই।সারা দেশের মানুষ এখন শাহবাগ কেন্দ্রিক।মিডিয়া শাহবাগ কেন্দ্রিক।প্রবাসী বাংলাদেশি সোসাইটি শাহবাগ কেন্দ্রিক।সেই কোন মাগুরার অজপাড়াগা আবালপুরের মানুষও মাওলানাকে দৌড়ানি দিসে শাহবাগীদের নিয়ে,রাজীবের মত নাস্তিককে নিয়ে বেফাস কথা বলার অপরাধে।জানেন সেই খবর?বাংলাদেশের গ্রামের মানুষের কাছে একজন নাস্তিকের মর্যাদা কতটা নিচে হইতে পারে আন্দাজ করতে পারেন নিশ্চয়ই।সেই মানুষগুলির কাছেও জামাত আর বিএনপির মর্যাদা এখন তার চেয়ে নিচে।এই যখন অবস্থা তখন জামাতের সাথে থাকা পর্যন্ত বিএনপির কোন ফিউচার নাই।জামাতকে ছেড়ে দিয়ে তারপর আপনার বুদ্ধিপরামর্শগুলি নিলে বিএনপি ভালই করবে ইলেকশনে।কিন্তু ফার্স্টে জামাত ছাড়তে হবে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৯

দাসত্ব বলেছেন: [১]
"বিএনপি জামাত কে ছাড়তে হবে।"

বিএনপি কি জামাতকে ধরে রাখসে ?
কিভাবে ধরে রাখসে ?
কেটলীর ঢাকনা যেভাবে ধরে রাখে সেভাবে ?
ব্যাটসম্যান ব্যাট ধরে যেভাবে - সেভাবে ?
ইস্ত্রীর হ্যান্ডেল যেভাবে ধরে - সেভাবে ?
এইসব স্টেরিওটাইপ তোতা পাখির মত না বলে চোখ খুলে দেখেন বিএনপি গত ১৮ মাসের রাজনীতিতে জামাতকে কতটুকু ধরে রাখসে ?

[২]
"বাংলাদেশের গ্রামের মানুষের কাছে একজন নাস্তিকের মর্যাদা কতটা নিচে হইতে পারে আন্দাজ করতে পারেন নিশ্চয়ই।সেই মানুষগুলির কাছেও বিএনপির মর্যাদা এখন তার চেয়ে নিচে।"

আগেই জানাই - নাস্তিকতাকে আমি ক্রিমিনালাইজ করিনা এবং সুস্থ মানবিক মনের নাস্তিকদের দের প্রতি সহমর্মিতা এবং শুভাকাংখা রাখি। এবার বলি বাকিটা------

জি , ভাই , অনেক রাজনৈতিক প্রজ্ঞা এবং জ্ঞান লাভ করলাম।

৬৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৭

মোঃমোজাম হক বলেছেন: মাথা পুরাই ঘুইড়া গেল।এই বুদ্ধি নিয়া ঘড়ে বসে আছেন? আপনাকেই খুজছে বিএনপি :)

সিরিয়াস কথা হচ্ছে আপনার লেখা ভাল লেগেছে,ধন্যবাদ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২৬

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

৬৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৪

রবি_জল বলেছেন: দেখেন রাজনীতির ধরন দেশ কাল বা পাত্র ভেদে কিন্তু ভিন্ন ভিন্ন হয়। তাই সুশীল দেশ তথা উন্নত দেশের কোন রাজনৈতিক দলের সাথে আমাদের দেশের তথা ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক দলের নেতাদের "রাজনীতির সংজ্ঞা "টাই ভিন্ন।আমাদের দেশের নেতাদের রাজনীতি হলো "ভোটের রাজনীতি"।এখানে ভোট যে দিক থেকে আসবে দেশ প্রেমও সে দিকেই যাবে। প্রমান ৯৬" এ ই দেখেছেন( জামাতের সাথে হাসিনার জোট)।তাই আবারো বলি আওয়ামীলীগের দেশ প্রেম ভোটাভোটি/ ইলেকশন কেন্দ্রিক দেশপ্রেম। প্রমান চান ? বলি- দেশ স্বাধীন হওয়ার আগেই ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনে শেখ মুজিবের নেতৃত্বাধীন আওয়ামী লীগ বিপুল বিজয় অর্জন করে। তথাপি তাকে সরকার গঠনের সুযোগ দেয়া হয় নি।

শেখ মুজিব সেদিন সরকার গঠন করতে না পারাতে পাকিস্তানের নতুন সরকার গঠন বিষয়ে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াহিয়া খান এবং পশ্চিম পাকিস্তানের রাজনীতিবিদ জুলফিকার আলী ভুট্টোর সাথে শেখ মুজিব আলোচনায় যায় আর সেই আলোচনাও বিফলে যায়। তার পরে তো আমরা সবাই জানিই যে ৭১ এ মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়ছে কিন্তু ৭০ রে ইলেকশনে জিতেও ক্ষমতা না পাওয়াই ছিলো শেখ মুজিবের জন্য শুভ, কারণ তখন ক্ষমতা পেলে উনি হয়তোবা আর বাঙ্গালির এত বড় প্রিয় নেতা হয়তে পারতো কিনা জানিনা কারণ ৭২-৭৪ সাল যারা দেখেছে তারাই ভাল বলতে পারবেন!! দেশ স্বাধীন হবার আগে যে দাবি দাওয়া ছিলো শেখ সাহেবের তার বেশিরভাগই ক্ষমতা আর ভোটের লক্ষে , আর তাই বলছিলাম যে বাঙ্গালীর রাজনীতিতে ভোট তথা ক্ষমতা একটা মধুর সমতুল্য এখানে নীতি কথা হয় ভোট দেখে। বি এন পি অংশ গ্রহন না করলেও হাসিনা বেইমান হয়ে ক্ষমতার লোভে ৮৬'র নির্বাচনে সৈরাচারের সাথে ভোটাভোটি করে !! আর বর্তমান আওয়ামীলীগও তাই দেশপ্রেম ভুলে এখন ভোটের ক্যালকুলেশনে নেমে দেখছে যে জামায়াতি ইসলাম আজ বাংলাদেশের একটি ভোট ব্যাংক তাও লাইফটাইম সিকিওর্ড ব্যাংক যে এই ভোট সব সময় এক একাউন্টেই জমা হবে, হোক সেটি কারেন্ট অথবা সেভিংস। ভোট যাবে এক সাথেই আর সেটিই এখন হাসিনার মাথা ব্যাথার কারণ।ভোট যাতে বি এন পি'র এ্যাকাউন্টে না যায় কারণ ভোট বি এন পিতে গেলেই হাসিনার ক্ষমতা পাওয়ার চান্স আর ইহলৌকিক পরলৌকিক কোন ধরনের সম্ভাব্যতাই নাই কারন সারা জীবন গেল ক্ষমতার চিন্তায় জন সেবার সময় নাই।তাই যেভাবেই হোক জামাতের ভোট আর বি এন পি তে না।

এখন বি এন পির নীতি নির্ধারকদেরও বুঝতে হবে যে জামাতের ভোট ব্যাংক এ্যাকাউন্ট আর সিকিউর্ড না, এটাকে গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে আর সরকারি কর দিয়ে কালো কাগজটাকে সাদা করিয়ে তবেই পকেটে রাখা যাবে। আর হ্যা, পকেটে না রাখলে হায়েনারা কিন্তু ক্ষমতায় গেল বলে ! তাই হায়েনাদের উল্লাস বন্ধ করে রাখতে হলে ধুঁয়ে মুছে জামাতকে পরিষ্কার হয়ে আসতে বলেন।কিভাবে আসবে সেটি তাদের মাথা ব্যাথা। তবে তারা আসুক নতুন হয়ে।না আসলে কিন্তু উপমহাদেশের রাজনীতির ফায়দা হাসিনাই পেল । আর আমরা সুশীল রাজনীতিতে অভ্যস্থ ও না।তাই তারা মাঠে থাকবেই।কিভাবে থাকবে তারাই জানে।

আর নতুন করে জেগে উঠার জন্য বি এন পি কে আজ শাহবাগের মত জায়গায় এক সাথে বাসার বড়ই প্রয়োজন, কেননা জনগন ঠিকই আজ জেগেছে তবে তাদের ভীত মনের ফুসে উঠা একটি দাবির সাথে অব্যক্ত আরো কয়টি দাবি ( শেয়ার,হলমার্ক- দূর্নীতি ছাত্রলীগের খুন,চাদাবাজি, হত্যা, ধর্ষন, গুম, পদ্মার আবুলের) দাবিগুলোও তুলে ধরতে বি এন পির সাপোর্ট আজ তরুনদেরকে সুশীল রাজনীতির সাথে পরিচয় করিয়ে দিতে পারতো। তারা পারত এই দুর্নীতিবাজ স্বৈরাচার সন্ত্রাসী সরকারকে উৎখাতে তরুণ সমাজকে সাহস যোগাতে। আর বি এন পি ই পারতো সেই শহিদ জিয়ার দেশ গড়ার সৈনিক তরুন সমাজকে সাথে নিয়ে স্বনির্ভর সোনার বাংলা গড়তে। তরুনরা চেয়ে আছে আজ তোমার দিকে - জেগে উঠো আবার বি এন পি...


শেয়ার,হলমার্ক- দূর্নীতি ছাত্রলীগের খুন,চাদাবাজি, হত্যা, ধর্ষন, গুম, পদ্মার আবুলের দুর্নীতি এই বিষয়গুলো অনুচ্চারিত রাখা হয়েছে শুধুই এই ফাঁসির রায়ের বাস্তবায়নের উদ্দেশ্যে। কিন্তু এক সময় না এক সময় তো কাউকে এগুলো বলতেই হবে। অতি দ্রুত রাজাকারদের ফাঁসির দাবী আদায় করে, বাকশালী সরকারের এই চাপা পড়া অপকর্মগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে।


তাই আবারো বলি -স্বনির্ভর সোনার বাংলা গড়তে, তরুনরা চেয়ে আছে আজ তোমার দিকে - জেগে উঠো আবার বি এন পি...



সব শেষে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনের দাবি জোরদার করতে হবে।


বাংলাদেশ জিন্দাবাদ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৬

দাসত্ব বলেছেন: মানুষের মেমোরী রিফাংশন করাইতে হবে- এটাই শেষ কথা।
এরজন্য রাস্তায় নামতে হবে।

৬৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৮

হাছন রাধা করিম বলেছেন: অনেক লম্বা একটি মন্তব্য করতে যাচ্ছিলাম। তা বাদ দিলাম। শুধু এটুকুই বলবো যে বরাবরের মতোই অসাধারন একটি পোষ্ট লিখেছেন।
তবে আফসোস এটাই যে বেগম জিয়া এগুলোর কোনটাই করবেন না তা আমি হলফ করে বলতে পারি।

আল্লাহ না করুন তবে আমার ভয় হচ্ছে যে আমরা বোধহয় লম্বা সময়ের জন্য বাকশালী শাষনের যাতাকলে পড়তে যাচ্ছি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২৬

দাসত্ব বলেছেন: দেখা যাক

৬৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৯

বিডি আইডল বলেছেন: তুমি দিলা বিএনপিরে উপদেশ, সেইখানে সো কল্ড "সুশীল" লীগিয় নিক গুলার পশ্চাতে চুলকানি উঠলো কেন, জাতির বিবেকের কাছে এই প্রশ্ন রাইখা গেলাম।

পোষ্টের মূল সূরের সাথে একমত। বিএনপির এখন রাজপথ দখলের রাজনীতি জোরেসোরে শুরু করা উচিত

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৩

দাসত্ব বলেছেন: হাহাহা.... জোক আর নুন সিন্ড্রোম

৬৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১২

আমি কবি নই বলেছেন: পোস্ট অসাধারন লেগেছে, তবে ভাই কথা একটাই, সকল রাজাকারদের বিচার চাই+ তাদের নিয়ে যারা ফায়দা লুটে তাদেরও বিচার চাই। আর চাই বর্তমান বিভীষিকা থেকে দেশটা যাতে মুক্তি পায়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪১

দাসত্ব বলেছেন: ধন্যবাদ আমি কবি নই।
আপনার আকাংখা পূরন হোক

৬৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৫

এসকে বলেছেন: সাহাবাগ এ একটা আন্দোলন হচ্ছে। ৪২ বছর এ যেটা হয় নাই। হয়ত এই আন্দোলন সফলভাবে শেষ করতে পারলে সেটার ও একটা মিমাংসা হবে। কিন্তু আপনার এই পোস্ট এ যুদ্ধূপরাধি বিচার এর চেয়েও বি এন পি কে কিভাবে রাজপথ দখল করে ভবিষ্যত এ ক্ষমতায় যাবে সেটা নিয়ে আপনি বেশি চিন্তিত।
সম্পূর্ণ একটা দলীয় পোস্ট দিলেন।যুদ্ধপরাধীর বিচার কোনো দলীয় ব্যাপার না। যেহেতু আপনার ব্লগ অনেকদিন থেকেই পড়ি তাই ভাবতাম যে আপনিও যুদ্ধপরাধীর বিচার নিয়েও কোনো আপোষ করেন না। হাসিনা সরকার এর ভুল ধরার জন্য সারা বছর পরে আছে কিন্তু এই যুদ্ধূপরাধিগুলা যেন পার না পায় সেইটা নিশ্চিন্ত করার সময় এখন। এইটা আওয়ামিলীগ এর একার দাবি না। সারা বাংলাদেশের মানুষের দাবি।
সাহাবাগ কার দখলে , কে আন্দোলন এ আসল , কে আসে নাই, কোন নেতা বক্তৃতা দিতে গেল আর কে দেয় নাই, এইগুলা কিন্তু এখনকার মুখ্য বিষয় না। এইখানে কে ফোকাস পেল এর চেয়ে বড় ব্যাপার হল যে কাদের মোল্লার ফাসির রায় সহ অন্যান্য যুদ্ধপরাধীর ফাসির রায় নিশ্চিন্ত করা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০১

দাসত্ব বলেছেন: আপনি পোস্টটা পড়ে এইটাই বুঝলেন ?
বিএনপি মাঠে নামলে , ছাত্রলীগকে শাহবাগের নেতৃত্ব থেকে সরাতে পারলে আন্দোলন আরো শক্তিশালী হবে (এক্সিলারেশনের কথা বলতেসি) সেটা কি পুরা পোস্ট পড়েও বুঝেন নাই ?

এই বুদ্ধি নিয়ে আন্দোলন করলে হ্যামিলনের বাঁশীওয়ালার পিছনে পিছনে গুহায় ঢুকে যাবেন ।

৬৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪

মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: @ mrikadey যাদের জন্মস্থান পাকিস্থান তারাই কথায় কথায় আরেকজনকে পাকিস্তান যেতে বলে। ফালুকে জড়িয়ে ওই মন্তব্য না দিলে আপনার উদ্দেশ্যে ওই মন্তব্য করতাম না। এই পোস্টতো ফালুকে নিয়ে ছিলো না।

৭০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪

জুল ভার্ন বলেছেন: প্রিয় দাসত্ব ভাই, খুব হতাশা নিয়েই বলছি-বিএনপি পথ হারিয়ে ফেলেছে!

১৯৭১ সালে মা এবং মাটির সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছিল, তারা কোনোক্রমেই ক্ষমার যোগ্য নয়। রাজাকারদের ফাঁসি চাওয়াটা যে শুধু বর্তমান তরুণ প্রজন্মের দাবি তা নয়, এ দাবি মানবিকতাবোধের, এ দাবি বাংলার আপামর জনতার বিবেকের দাবি।

আমাদের তরুণসমাজ যে আমাদের জাতিসত্তা ও মুক্তিযুদ্ধের চেতনা মনে-প্রাণে ধারণ ও লালন করে, এ আন্দোলন সেটাই প্রমাণ করে। আমার দৃঢ় বিশ্বাস, এই আন্দোলনের মাধ্যমেই আমরা সব স্বাধীনতা বিরোধী রাজাকারদের সর্বোচ্চ শাস্তির দাবি আদায়ে সক্ষম হব।

অনেকেই শাহাবাগ থেকে জেগে ওঠা এই তরুন তূর্কীদের, এই বীর সেনানীদের ‘৭১’র মুক্তি যোদ্ধাদের সাথে তুলনা করেন। আমিও এই তরুনদের মুক্তি যোদ্ধা বলতে চাই কিন্তু কোনো অবস্থাতেই ‘৭১ এর মুক্তি যোদ্ধাদের সাথে মিলিয়ে ফেলতে চাইনা। আজকের এই আন্দোলন, এই জাগরনের মূল নায়কদের উদ্বেশ্য অন্তরের সবটুকু শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়েই বলছি-৭১ এ যারা মুক্তি যুদ্ধ করেছিলেন-তারা জীবন বাজী রেখে রণাংগনে বন্দুক হাতে হানাদার বাহিনীর সাথে গেড়িলা যুদ্ধ করেছেন, সন্মুখ যুদ্ধে লড়াই করে প্রান বিষর্জন দিয়েছেন। বাপ-দাদার ঘর বাড়ি আগুণে জ্বলতে দেখে, কেউ কেউ বাবা, ভাইয়ের লাশ দাফন নাকরে শিক্ষিত, অশিক্ষিত যুবক, বৃদ্ধ, কিশোর যুদ্ধে ঝাপিয়ে পরেছিলেন। আমাদের সেই মুক্তি যোদ্ধারা ২/৩ দিনেও একবেলা পেট ভরে খাবার খেতে পারেনি-আমি নিজ চোখে এমন মুক্তি যোদ্ধা দেখেছি-যে যুদ্ধের নয়টি মাস মাত্র দুটি হাপ প্যান্ট দুটি শার্ট পরেই কাটাতে বাধ্য হয়েছিল।কিন্তু যুদ্ধের মাঠে কখনও মনোবল হারায়নি-তারাই ৭১ এর মুক্তি যোদ্ধা।সেইসব কারনেই ৭১ এর মুক্তি যোদ্ধাদের আলাদা একটুখানি অহংকার আছে- ওটুকুই ৭১ এর মুক্তি যোদ্ধাদের একক অহংকার-ঐ অহংকারটুকু ৭১ এর মুক্তি যোদ্ধাদের জন্যই বরাদ্ধ থাক। বর্তমানে শাহাবাগে তরুণ যোদ্ধারা ৭১ এর মুক্তি যোদ্ধাদেরই সন্তান, ভাই এবং অনুসারী।এরাই মুক্তি যুদ্ধের চেতনার ধারক ও বাহক।এই তরুন তূর্কীরাই মুক্তি যুদ্ধের বিরোধীতাকারী, হানাদারদের দোশরদেশ সর্বোচ্চ বিচারের দাবীতে যে আন্দোলন আজ দেশ ব্যাপী, বিশ্বব্যাপী ছরিয়ে দিয়েছে-তাদেরকে স্যালুট। এই তরুন যোদ্ধাদের কাছেই আমাদের অনেক প্রত্যাশা।

সত্যি তরুণদের আন্দোলনের সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ। প্রথম থেকেই তাদের আন্দোলন শান্তিপূর্ণ আর অহিংস-যদিও মাঝে কিছু শ্লোগানের ভাষা/শব্দ নিয়ে অনেকেরই আপত্তি ছিল-যা এখন শোনা যায়না। ব্যাক্তিগত ভাবে আমি তেমন কিছু শব্দ/ভাষা নিয়ে মোটেই আপত্তিকর মনে করছিনা। আমাদের বুঝতে হবে-তারুণ্যের উচ্ছাশ, মেনে নিতেই হবে তারুণ্যের আবেগ)। যেটা লক্ষ করার মতো তা হচ্ছে-শাহাবাগ জুড়ে যে একতাবদ্ধতা আন্দোলনের সূচনা-সেই আন্দোলন আজ দেশ জুড়ে সুশৃংখল ভাগে এগিয়ে চলছে। শাহাবাগে লক্ষ লক্ষ মানুষের সমাগমে কোনো ভলান্টিয়ার নেই,প্রত্যক্ষ ভাবে নেই কোনো রাজনৈতিক দলের কর্মসূচী-অথচ কী সুন্দর সব কিছু গোছানো আর সুশৃংখল! জমায়েতে লক্ষ লক্ষ তরুণ একটি বারের জন্য উশৃংখল হয়নি, একটি বারের জন্যও সহিংস হয়নি!

আজ দেশ জুড়ে আতংক। আতংক সরকার ও প্রশাসনের আশ্রয়ে প্রশ্রয়ে থাকা সন্ত্রাসীদের। দেশ জুড়ে আতংক খুন হওয়ার, গুম হওয়ার ভয়। নেই বাক স্বাধীনতা, নেই যোগ্যতার মূল্যায়ণ। দূর্ণীতিতে আকন্ঠ নিমজ্জিত দেশ। এই দেশকে উদ্ধার করতে পারবেই এই জেগে ওঠা তরুনেরাই। এই তরুনদের দিকেই তাকিয়ে আছে আমার দুঃখিনী বাংলাদেশ।

আজ দেশের ষোলো কোটি মানুষের মধ্যে বারো কোটি মানুষই তরুন-যাদের জন্ম হয়েছে স্বাধীতারপর। এই ১২ কোটি তরুণ মুক্তিযুদ্ধ দেখেনি-কিন্তু এরা সবাই মুক্তি যুদ্ধের তেতনাকে ধারন করে, অন্তরে লালন করে বলেই এমন সুন্দর সুশৃংখল আন্দোলন গড়ে তুলতে পেরেছে। এই তরুনেরাই পারে বাংলাদেশকে সত্যিকার সোনার বাংলা করে গড়ে তুলতে। বর্তমান আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে এই তরুনেরাই ডাক দিতে পারে দূর্ণীতির বিরুদ্ধে। যদি বাংলাদেশকে দূর্ণীতিমুক্ত করে কাংখীত উন্নতির শিখড়ে পৌঁছানো যায়-তাহলেই মুক্তি যুদ্ধেরচেতনা বাস্তবায়ন হবে। ত্রিশ লক্ষ শহীদের রক্তের ঋণ শোধ হবে, লক্ষ লক্ষ মা-বোনের ইজ্জতের ঋণ শোধ হবে।

আবারো সশ্রদ্ধ সালাম লক্ষ কোটি তরুন যোদ্ধাদের।

সালাম আপনাকে সুন্দর বিশ্লেষণী একটি পোস্টের জন্য।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭

দাসত্ব বলেছেন: পথ হারায় নাই , ঠিক পথেই আছে।
একটু স্লো হয়ে গেসে , শাহবাগ পরিস্থিতির টাইমিং মিস হইতেসে

৭১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩

সবুজ ভীমরুল বলেছেন: দারুন আর্টিকেল দাসত্ব ভাই।

আসলে তরুন প্রজন্মের আবেগকে পুঁজি করে শাহবাগে ছাত্রলীগ এখন পুরা চান্স নিচ্ছে, আওয়ামী লীগের সমস্ত ব্যার্থতা ঢাকার। এবং আপনি একদম ঠিক, যে ছাত্রলীগকে ঐ শাহবাগ থেকে সরাতে পারলেই আন্দোলনের মূল উদ্যেশ্য সফল হবে।

কিন্তু একটা সমস্যা কি, ৭১ টিভি সহ বিভিন্ন মিডিয়া কোমরে দড়ি বেধে মাঠে নেমেছে এই আন্দোলনকে সেক্যুলার রুপ দেয়ার। কিন্তু এটা চেষ্টা করলে আসল উদ্যেশ্য তোন কোন দিনই সফল হবেনা!!

আর প্রথম আলোর মতিগতি বুঝা যায় না। সে কি ৩য় পক্ষের জন্য মাঠ পরিস্কার করতে চাইছে??

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫

দাসত্ব বলেছেন: মিডিয়ার কথা বললেন ।

আপনার কি ধারনা এরা সাধারন মানুষ জড় হইসে বলে কাভারেজ দিতেসে ?
হাসিনা আম্মা এখনো শাহবাগ নিয়ে খুশী আছে বলেই কাভারেজ দিতেসে , হাসিনা আম্মা নাখোশ-নারাজ হইলেই এরা কাভারেজ না দিয়া উল্টাটা করবে।

কি করবে ?
"আমাদের অনুসন্ধানী প্রতিবেদক ঘটনার আড়ালে কি ঘটছে সেটা জানাচ্ছেন। শাহবাগের আন্দোলনে চক্রান্তকারীরা ঢুকে পড়েছে , সরকারকে বিব্রত করতে একটি মহল ব্লা ব্লা ব্লা...... "

আর আমি গ্যারান্টি দিয়ে বলতেসি - প্রথম আলোর কেবলা দিল্লীতে।

ওদের কোন পার্মানেন্ট শত্রু / মিত্র নাই এই দেশে।
তারা বলে এমন অ্যাংগেলে টোকা মারে যাতে ঘুরে ফিরে ঘুরে ফিরে বল দিল্লীর পকেটে পড়ে।

৭২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

ইউনুস খান বলেছেন: রক পোস্ট দাসত্ব ভাই। অনেক অনেক ধন্যবাদ ভাই।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

দাসত্ব বলেছেন: ধন্যবাদ ইউনুস ভাই , অনেক দিন পরে ব্লগে আসলেন মনে হয়

৭৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ২০০২ সালে ময়মনসিংহে সিনেমা হলে বোমা হামলায় আলীগের সাবের হোসেন চৌধুরী গ্রেফতার হয়। তখন জার্মান দূতাবাসের এক কর্মকর্তা ঢাকা থেকে ময়মনসিংহে যেয়ে আদালতে তার বিরুদ্ধে করা মামলা পর্যবেক্ষণ করে। জার্মান দূতাবাস অফিসিয়ালি জানায়া দেয় যে তারা এই বিষয়ে নজর রাখছে। মানে সাবেরের যেন কোন শাস্তি না হয়। ফলে সাবেরকে ছেড়ে দিতে বাধ্য হয়। অথচ বর্তমানে দেখেন মির্জা ফখরুল মাসের পর মাস বন্দী থাকলেও কোন বিদেশী রাষ্ট্রই কিছুই বলে না। বিএনপি ও জোটের সময় ভারতকে পরোক্ষ ভাবে সহযোগীতা করে ইইউ ও মার্কিন যুক্তরাষ্ট্র। তাই বিএনপি শুধুই তাদেরকে ভয় পেয়েছিল। আর এখনতো বটেই ক্ষমতায় থাকতেও আলীগের ভারতপ্রীতি সহ দিল্লীর ক্ষতিকারক দিক গুলো জনগণের সামনে তুলে ধরেনি। সব সময়ই মিডিয়াতে পিছিয়ে ছিল। অন্যদিকে হাসিনা ঢালাও ভাবে সত্য-মিথ্যা মিশিয়ে পাকিস্তানের নাম দিয়ে বলে জামাত ও বিএনপিকে অপবাদ দেয়। হাসিনা গং বলে বিএনপি ক্ষমতায় আসলে এই দেশ নাকি পাকিস্তান হয়ে যাবে। তার মানে দাড়াল যে ইসলাম ও পাকিস্তান একই। এই সমস্ত কুপ্রচারাণার শিকার হচ্ছে বিএনপি। এর জন্য সে নিজেও দায়ী।

আজকে খালেদা জিয়া প্রকাশ্যে ভারতের নাম নিয়ে তার ন্যায্য সমালোচনা করলে দেশের মানুষ আরো সার্বভৌম সচেতন হবে। কিন্তু এই বিষয়ে নেত্রী ও তার দল যথাযথ উদ্যোগী নয়। ভারতকে যতই দেওয়া হৌক দিল্লীর কুত্তা আধিপত্যবাদীদের পেট কখনই ভরবে না। কাজেই তাদেরকে নিয়ে মিন মিন বা চুপচাপ পাশ কাটানোর দিন শেষ। এখন চুরি-বাটপারি, র্দূনীতি-লুটপাট ও ভারাতের দালালি করে হাসিনার পায়ের তলায় মাটি নাই। এই কারণেই সে সহজে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনবে না। কিন্তু এই বিষয়ে যত দেড়ী করবে ততই হাসিনা নির্বাচনের দিকে আগায়া যাবে। সময়মত তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে কঠোর কর্মসুচী না দিলে পরে কোন লাভ নাই। ভারত, ইইউ ও মার্কিনিরা খালেদার বিরুদ্ধে ছিল কিন্তু এখন তারা হাসিনার পক্ষে। তাই নিজেরা আন্দোলন না করলে হাসিনা যদি বিএনপিকে ছাড়া নির্বাচন করে এরা সবাই সেটাকে বৈধতা দিবে। তাই আমি মনে করি শক্তিশালী জাতীয়তাভিত্তিক আন্দোলন ছাড়া বিএনপির কোনই সাফল্য আসবে না।

বিএনপি কট্টর জাতীয়তাবাদে না গেলে এই দেশ হয় সিকিম হবে নতুবা আজীবন ভারতের চামচামী করতে হবে।

ধন্যবাদ ভাই।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩০

দাসত্ব বলেছেন: হুম

৭৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৫

ইলুসন বলেছেন: আপনার পোস্ট পড়ে মনে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার গঠন আর যে কোন উপায়ে ক্ষমতায় যাওয়া এটা সবচেয়ে দরকারি কাজ। কিন্তু রাজাকারদের বিচার যে ৪২ বছর ধরে আওয়ামীলীগ বিএনপি কেউ করল না সেটা নিয়ে আপনার টু শব্দ নেই। বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে জামাতের হাত ধরে তাহলে কি তারা গোলাম আজম, নিজামি, মুজাহিদদের বিচার করবে? করবে না, এখন যেমন আওয়ামীলীগ তাদের দলের কাউকে ধরছে না। তার মানে আলটিমেটলি আপনারা যারা রাজনীতি করেন সবাই ভন্ড। আপনাদের কাছে আসল ব্যাপার হচ্ছে ক্ষমতা দখল। এতগুলো ছেলেপেলে যে রাজাকারের ফাঁসির দাবিতে আন্দোলনে নেমেছে সেটার কোন ভ্যালু আপনাদের কারো কাছে নেই।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

দাসত্ব বলেছেন: [১]
সিভিক্স এর বইতে রাজনৈতিক দলের সংজ্ঞাটা আরেকবার পড়ে আসেন।
আপনি যেটার কথা বলতেসেন সেটা হলো স্বেচ্ছাসেবী সামাজিক সংঘঠন।

[২]
ভ্যালু আছে , ছিলো।
ট্রাইব্যুনাল বানাইসে কে ? লিগাল ফ্রেম তৈরী করসে কে ? প্রসিকিউশন কার ?

আর এই আন্দোলনের গোড়াতে একটা ভুল আছে।
নইলে শাহবাগে ১০ তারিখের মত ভিড় এখনো থাকতো।
পোলাপান ১ ইন্চ্ঞ রাস্তায় ছাড়তো না।
খিচুড়ি- বিরিয়ানির খ্যাতা পুড়তো , ছাত্রলীগকে ধোলাই দিয়ে মন্চ্ঞ থেকে নামায়া দিতো। নিজের বাসা থেকে খাবার নিয়ে এসে শাহবাগ অকুপাই করে রাখতো।
ভুলটার কারনে বয়েজ লুজিং দেয়ার হার্ট।
পরে বলবো কোন দিন , এখন বললে চিল্লাবে আমি সবার সাথে তাল মিলাইতেসিনা কেন ?

৭৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯

নষ্টালজিয়া বলেছেন: আপনাকে ধন্যবাদ সুন্দর বিশ্লেষণী একটি পোস্টের জন্য।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

দাসত্ব বলেছেন: ধন্যবাদ নষ্টালজিয়া

৭৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৫

েরদওয়ান রহমান বলেছেন: লেখক বলেছেন: এই মুহুর্তে কেয়ার টেকার নিয়ে ভাবা ছাড়া অন্য কিসু নিয়ে ভাবার নাই।সহমত

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

দাসত্ব বলেছেন: হুম

৭৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচনে যদি বিএনপি ভোট পেয়ে ক্ষমতায় আসে তাইলে কেন বিশেষ শ্রেণীর মানুষের গত্রদাহ? দেশের জনগণই ঠিক করবে কোন দল ক্ষমতায় এসে দেশ শাসন করবে। বাকশালী মার্কা গুলাই গণতন্ত্র পছন্দ করে না। এরা অসভ্যের মত মাস্তানি করে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩

দাসত্ব বলেছেন: এরা গনতন্ত্রে বিশ্বাস পরে , এরা মানুষের জন্য রাজনীতি করেনা।
মানুষের জন্য রাজনীতি করলে ৯১ তে ইলেকশনে হারার পর হাসিনা এটা বলতে পারতোনা যে "এই সরকারকে ১ দিনও শান্তিতে থাকতে দিবোনা"....
আরও টলারেন্ট কোন ভাষায় কিসু বলতো।

৭৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৯

হাছন রাধা করিম বলেছেন: জুলভার্ন ভাইয়ের মন্তব্যে এবং ১২২ নাম্বারে বাংলাদেশ জিন্দাবাদের মন্তব্যের সংগে পূর্ণ সহমত। বিএনপির একটি ম্যাসিভ পলিসি অভারহল প্রয়োজন সেই সংগে স্টান্ডিং কমিটিরও টোটাল অভারহলএবং সেটা জরুরি ভিত্তিতেই করা দরকার।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮

দাসত্ব বলেছেন: আমার কাসেও মনে হয়- একটা ভয়েড তৈরি হইতেসে লীডারশিপ ফ্রেমে।

খালি স্লোগান ওয়ালা - রাজপথে সাহসী লোক হইলেই হবেনা , একটা ক্যাবিনেট পোর্টফোলিও চালানোর মত বুদ্ধিমান - এফিশিয়েন্ট - সারা দুনিয়ার ব্যাপারে চোখ কান খোলা রাখে আধুনিক মেন্টালিটির নেতা দরকার।

৭৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৪

সবখানে সবাই আছে বলেছেন: বিএনপি!!!!!!!!!!!!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯

দাসত্ব বলেছেন: অবাক হওয়ার কারন ?

৮০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৭

ইলুসন বলেছেন: লেখক বলেছেন: [১]
সিভিক্স এর বইতে রাজনৈতিক দলের সংজ্ঞাটা আরেকবার পড়ে আসেন।
আপনি যেটার কথা বলতেসেন সেটা হলো স্বেচ্ছাসেবী সামাজিক সংঘঠন।

অত্যন্ত বিরক্তিকর একটা জবাব। আমি এখানে রাজনৈতিক দলের সংজ্ঞা মুখস্থ করতে আসিনি। আমি যেটা বুঝাতে চেয়েছি আপনি সেটা বুঝতে ব্যর্থ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২

দাসত্ব বলেছেন: বিএনপি তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের অবস্থান থেকে এই আন্দোলনকে ম্যাক্সিমাম মার্জিন দিতেসে।

বিএনপি জায়গায় আওয়ামী লীগ থাকলে দেশ দোযখ বানায়া ফেলতো।

৮১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১

বহুভুজ বলেছেন: এক্সুয়াল টাইমটা কখন ছিল দাসত্ব ভাই?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩

দাসত্ব বলেছেন: ঠিক এখন

৮২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬

অথৈ সাগর বলেছেন:
দাসত্ব ভাই আপনি মনে হয় আমার মন্তব্য কে ফান হিসাবে নিয়েছেন ।

পথ হারায় নাই , ঠিক পথেই আছে। একটু স্লো হয়ে গেসে।

আপনার কথাটা মানতে পারলাম না। বিএনপি এখন নেতৃত্বহীনতায় ভুগছে ।
সময় ই বলবে কে সঠিক ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪০

দাসত্ব বলেছেন: লীডারশিপের ব্যাপারটা নিয়ে একটা অবজার্ভেশন আছে আমার।
ব্যাপারটা বেশ জটিল।

এখানে বেশ কিছু ফ্যাক্টর আছে।
সবগুলো ফ্যাক্টর একটা পয়েন্টে ইন্টারসেক্ট করতে হবে।

ইনশাল্লাহ , লিখে ফেলবো সামনে।

৮৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

সবখানে সবাই আছে বলেছেন: একটা দলের সবাই যদি ধান্ধাবাজ হয়ে যায় তখন সেইটাকে দল না বলে একটা কোম্পানী বলা ভালো। এই কারনেই বিএনপি র পাশে অবাক চিহ্ন বসালাম। একটা শক্তিশালী বিএনপি আওয়ামী বিরোধী প্ল্যাটফর্ম হিশাবে দরকার ছিল। কিন্তু খালেদা জিয়ার হাত পা কিছু একটাতে বাধা।তার পদক্ষেপ দৃঢ় নয়। দলে পেছন থেকে ছুরি মারার লোকের অভাব নাই। বিএনপির মধ্যে এখন মুক্তিযোদ্ধা আর ন্যাশনালিস্টরা একেবারে কোন্ঠাসা। মধ্য ডান, মধ্য বামের ভাত আছে এই দেশে। কিন্তু বিএনপি এখন প্রো ইসলামাইজেশান উগ্র ডানের মত আচরন করতেসে। যেটা দেশের ভেতরে এবং দেশের বাইরে কেউই পছন্দ করে না। বিএনপি ঠিক যে নিষ্ক্রিয়তা দেখিয়ে মাঠ ছেড়ে দিয়ে ভুল করছে, অন্যদিকে আওয়ামী লীগ তার ঠিক উলটোপথে প্রতিক্রিয়াশীলতা দেখিয়ে ভুল করছে। দেশের রাজনীতির ব্যালান্স একেবারে নষ্ট হয়ে গেসে। দুই দলে প্রচুর পরিমান ফ্রেশ ব্লাড পাম্প করার সময় এসেছে। অনেক হয়েছে হাসিনা খালেদার। তাদের স্বসন্মানে গদি ছেড়ে দিক। আওয়ামী বিএনপি থাকুক। তাহলে এই ব্যালান্স ফিরতে পারে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২১

দাসত্ব বলেছেন: [১]
ফ্রেশ ব্লাড পাম্প করার সময় এসেছে ------ ১০০ % একমত।

[২]
বিএনপি উগ্র ডানের মত আচরন করতেসে ------ ১০০ % দ্বিমত

আওয়ামী লীগ আগের চেয়ে আল্ট্রা বাম অবস্থানে চলে গেসে।
তাদের কড়া বাম নীতির কাছে বিএনপির মডারেট আচরনটাই আল্ট্রা ডান মনে হইতেসে।



৮৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৩

নিশাচর্‌ বলেছেন: কিন্তু এই কথাটা মউডুডু'র কান টপকে ম্যাডাম'এর কানে কামনে পৌছাবে?
আজকে যদি ফেরেশতা এসে বলে মৌডুডু'র ওপর ওহি নাজিল হৈছে, উনি আজকে থিকা নব্যুয়াত প্রাপ্ত (নাইজুবিল্লাহ), তবুও আমি বিশ্বাষ যাইতাম না।

পোষ্টে প্লাচ।

৮৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

ভুল উচ্ছাস বলেছেন: ভাই জানিনা পারবো কিনা তবে আমি চেষ্টা করবো দুই দিনের মধ্যেই যাতে এই লেখা বি এন পি এর থিঙ্ক ট্যাঙ্কে যায়। আমি ইতিমধ্যে দুইটা রাস্তা ধরেছি, যেইটা আগে যায়। তবে একটা জিনিস ভুলে গেলে হবে না এই মুহূর্তে বি এন পি রাজপথে আন্দোলন করতে হলেও একটা প্রস্তুতির ব্যাপার আছে, এটা সম্পর্কে আপনার ধারনা তো আছেই নাকি। সো জানিনা কি হবে ততদিনে। আর নেত্রী এখনো বাংলাদেশে আসেন নাই।

৮৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

ওই চোরা বলেছেন: এই পোষ্টে সব ভাল পাইলাম, মাগার এক্কান জায়গায় হোচট খাইসি, ঠিক হোচটও না, দিলে বড় দুঃখ পাইসি

ব-তে বেয়াই মোশাররফ , তুই রাজাকার , তুই রাজাকার

এইটা কি মিয়া??? বিয়াইরে নিয়া একটা বাজে কথাও না কলাম, উনি মুক্তিযোদ্ধা, মরে রাইখেন X((



=p~


শালার হাসি আইলো ক্যান??

৮৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

নেক্সাস বলেছেন: ঘুম ভাঙবেনা বিএনপির...

ঘুম ভাঙবেনা বিএনপি পন্থী ব্লগারদেরও।

উনারা ইগো নিয়ে দরজার ওপাশে বসে আওয়ামিলীগের সাথে টেক্কা দেওয়ার স্বপ্ন দেখে। আর চামে চামে আম্লীগ একা একা নির্বাচন করে আবারো ক্ষমতায়।

বিএনপি পন্থী লোক, ব্লগার মেলা...
কিন্তু আমি বিএনপি করি এমন সাহসী ঘোষনা দিতে পারে এমন লোক খুব কম

৮৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

কাঠুরে বলেছেন: চমৎকার পোস্ট। আর কিছু বলার নাই আপাতত ।

৮৯| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১:১৯

হাম্বা বলেছেন: Click This Link

৯০| ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৩

রাফা বলেছেন: এই পোষ্ট আমার চোখে পড়ে নাই কেনো বুঝতে পারছিনা।আপনাদের মত দলান্ধরাই বিএনপিকে মিস গাইডেড করে আজকের অবস্থায় নিয়ে এসেছে।শিবিরের সন্ত্রসী কার্যকলাপে বিএনপির এক ধাক্কায় সরকারকে কুপোকাৎ করার স্বপ্ন কি এখনও দেখেন?

তখনি ভবিষ্যত বানী করেছিলাম বিএনপি যদি যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ না করে কঠিন মূল্য দিতে হবে।আরো বলেছিলাম আপনারা আমাদের পাশে দাড়ান এই ইস্যুতে।প্রয়োজনের সময় আমরাও আপনাদের পাশে দাড়াবো।বিএনপি জনগণের পালস্ বুঝতে ভুল করেছে তার মাসূল দিচ্ছে এখন।আসলে ভুল করেছে বললে ভুল হবে।আপনাদের কট্টর পন্থিরা ভুল পথে পরিচালিত করেছে বিএনপিকে।

উত্তর আশা করিনা আপনাদের কাছে।আপনারা সাগর আর ডোবারও পার্থক্য বুঝেননা।ডোবা দিয়ে বিশাল জাহাজ চালিয়ে দিতে চান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.