নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

গত বৈশাখে তোলা কিছু ছবি। সবাইকে বৈশাখের শুভেচ্ছা।।

১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০২


গত পহেলা বৈশাখে প্রচুর রোদ ছিল গরম ছিল তাপমাত্রা অতিরিক্ত বেশি ছিল। এটা অবশ্য প্রতি পহেলা বৈশাখের বৈশিষ্ট্য। এসবের ভেতর আমি একটু রমনা পার্ক একটু সোহরাওয়ার্দী উদ্যান হয়ে টি,এস ,সিতে ঢু মেরে এসেছিলাম। দেখতে দেখতে পুরা এক বছর চলে গেলো! আবার নতুন বৈশাখ এলো !! পুরনো ছবি দেখতে দেখতে মনে হল এই তো সেদিন! আমি অবাক!!


সোহরাওয়ার্দী উদ্যানের একটা এন্ট্রি গেটের ছবি। ঢোকার পথে বইমেলায় যেভাবে চেক মেক হয় সেইভাবেই হয়েছিলো।। :-B :-B


এই দৃশ্য ওই এরিয়ায় সারাবছর দেখা যায়।কিন্তু এটা বৈশাখের দিন তুলেছিলাম।
ফুল দিয়ে বানানো মাথার তাজ। আমি প্রথম প্রথম খুব পড়তে পছন্দ করতাম, এখন সবাই সব সব সব মানুষজন এটা পড়ে, সবাই যেটা বেশি বেশি করে আমার তা করতে মাঝে মাঝে একদম পছন্দ হয়না।
এই ছাতা দুটির ছবি কোথায় তুলেছি মনে করতে পারছিনা, সম্ভবত রমনা। তখন বৃষ্টি ছিলনা, বৃষ্টি আমি এডিট সেডিট করে বসিয়ে দিয়েছি।

রমনায় তোলা

বাঙ্গালী ঐতিহ্য দোতারা

ইনি অপরিচিত একজন আমি উনার ছবি তুলছি বুঝতে পেরে পতাকা মাথায় নিয়ে পোজ দিয়েছেন।

সবাই উনাদের ছবি তুলতে পছন্দ করে,উনাদের কতদিন কত রকম অসংখ্য ছবি আমি তুলেছি!

ছোট শিশু বৈশাখে তার মায়ের হাত ধরে।
বৈশাখের ঢাকা

বৈশাখের ফেরিওয়ালা


সবশেষে চৈত্রের এই শেষ দিনে কুচ মিঠা হো যায়ে, ছবিটা মাত্রই তুললাম, ব্যাংক গুলো থেকে বৈশাখের বেশ শুভেচ্ছা টুভেচ্ছা পাঠাচ্ছে অফিসে।

আবারো সবশেষে আমার লেখা একটি কবিতা দিয়ে শেষ করছি।।

আমার জীবনে একটাই বৈশাখ ছিল
ঐ একটাই বৈশাখ
আমার সমস্ত জীবন।

প্রথম জেনেছি হায়
ভালোবাসা কারে কয়!
প্রথম অনুভব
পৃথিবী সুন্দর।।

ঐ একটা বৈশাখ ছিল
অপার্থিব কিছু।
বর্ণনা ভাষা কথোপকথন
ওই একটা বৈশাখ আঁকড়ে ধরে আছে।

ঐ একটা বৈশাখ
পথ যেন শেষ না হয় ভেবে
সে পাশে চিন্তিত আবেগে।
চোখ মুখ ভালো লাগা
ফ্লাইট মিস
রানওয়ে
দৌড়ে দৌড় দৌড়
সিকিউরিটি গার্ড
কি একটা দিন ছিল!

ঐ একটা দিনই ছিল
আমার সমস্ত জীবনে।


সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা, ভালো কাটুক পহেলা বৈশাখ। ভালো কাটুক সবদিন।

মন্তব্য ৫৫ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর ছিল ছবিগুলো।

সঙ্গের কাব্যটাও চমৎকার। মুগ্ধতা নিয়ে গেলাম।
শুভকামনা রইল আপু।

১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৬

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাই নতুন বছরের শুভেচ্ছা

২| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৬

বিজন রয় বলেছেন: এগুলো তাহলে গত বছরের ছবি?

আমার জীবনে একটাই বৈশাখ ছিল
ঐ একটাই বৈশাখ
আমার সমস্ত জীবন।


তার মানে কি বুঝে নিব আপনি একবারই পুড়েছেন??

৩| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৪

বিজন রয় বলেছেন: কিন্তু বৈশাখ তো প্রতিবছর আসে!!

১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৯

সামিয়া বলেছেন: বিশেষ এক্বটা পহেলা বৈশাখ আমার জীবনে অনেক স্পেশাল। অন্য সব দিনের থেকে অন্য সব বৈশাখের থেকে।

৪| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১০

বিজন রয় বলেছেন: সেটা কি ১৪০০ সালের বৈশাখ?

এবারের বৈশাখও আপনার জন্য বিশেষ!

৫| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৩

বিজন রয় বলেছেন: ১৪০০ সাল কবিতাটি পড়েছেন তো নিশ্চয়ই।

এখন ১৪২৩, আগামী কাল থেকে ১৪২৪।

১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩০

সামিয়া বলেছেন: প্রথমে বুঝিনি বেশ কিছু রিপ্লে দিয়ে ডিলেট করে দিয়েছি। আমি বুঝতেই পারিনি আমাকে এত এত সিনিয়র মনে করতেন :-B । যাই হোক ১৪০০ সালের দিকে আমি বাচ্চা।

৬| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:

ছবিগুলো সুন্দর হয়েছে ।

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৭

সামিয়া বলেছেন: থ্যাংকস শাহরিয়ার

৭| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫০

তারেক ফাহিম বলেছেন: ছবিগুলো অনেক সুন্দর ছিল। এবারও কম হবে না মনে করছি।

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৭

সামিয়া বলেছেন: হাহা থ্যাংকস ফাহিম

৮| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৬

অতঃপর হৃদয় বলেছেন: অসাধারণ কিছু ছবি। ছবি গুলো কি দিয়ে তুলেছেন??

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৯

সামিয়া বলেছেন: থ্যাংকস হৃদয় ছবি নিকন ডি ফাইফ ওয়ান জিরো জিরো মডেলের ক্যামেরা দিয়ে তুলেছি।

৯| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৬

বিজন রয় বলেছেন: হা হা হা .....

ব্লগে আমার কাছে সবাই সিনিয়র, সবাই সন্মানীয়।

যাহোক, বাচ্চা সময়ের কোন এক বৈশাখ তো বিশেষ স্পেশাল হতে পারতো!!

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২০

সামিয়া বলেছেন: :P :P :P :P

১০| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০১

রিফাত হোসেন বলেছেন: অনেকের হাতে ডিএসএলআর থাকলেও বান্দরের গলায় মুক্তোর হার মনে হয়, যেমন আমি। আমার তোলা একটা ছবিও সুন্দর হয় না।
অবশ্য কম্পুতে ছবি এডিট করার পর একটু সুন্দর যদি করতে পারি। =p~

কিন্তু আপনার তোলা ছবি অনেক ভাল হয়েছে+++

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২২

সামিয়া বলেছেন: আপনি নিজের ছবি তোলার হাত কে এত তুচ্ছ করে বিশ্লেষণ করেছেন এর অর্থ আপনি নিজের ভুল ত্রুটি ছাড়িয়ে অনেক ভালো ফটোগ্রাফার হতে পারবেন। ইতিমধ্যে হয়ে গিয়েছেন কিনা আল্লাহ্‌ মালুম। প্লাসের জন্য কৃতজ্ঞতা ডিয়ার।

১১| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২১

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলি অনেক সুন্দর। আপনাকেও অনেক শুভেচ্ছা।

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৩

সামিয়া বলেছেন: থ্যাংকস ভাই

১২| ১৩ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর হয়েছে ছবিগুলো সামিয়া আপু। আগাম নববর্ষের শুভেচ্ছা রইল।

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৩

সামিয়া বলেছেন: থাঙ্কস ডিয়ার

১৩| ১৩ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২০

শুজা উদ্দিন বলেছেন: কেন বোশেখ এলেই পাঞ্জাবি আর ইলিশ পান্তা ভাত
আবার নারী মদ নিয়ে কাটে ইংরেজি নববর্ষের রাত

তবুও শুভ কামনা

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৪

সামিয়া বলেছেন: সেটা সবার বেলায় তো নয়। ধন্যবাদ ।

১৪| ১৩ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

ক্লে ডল বলেছেন: বৈশাখী শুভেচ্ছা। ছবি তোলায় আপনার দারুন দক্ষতা, তা ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে।

সবাই যেটা বেশি বেশি করে আমার তা করতে মাঝে মাঝে একদম পছন্দ হয়না।
আমারও ওই একই সমস্যা। :)

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৬

সামিয়া বলেছেন: আরে না দক্ষতা একদম নেই। আপনি আমার ফটোগ্রাফি সুন্দর চোখে দেখেছেন তাই একটু স্পেশাল লেগেছে।
ভালো থাকবেন। আর মহৎ মানুষ হতে হলে আমাদের এই তুচ্ছ মানবিক ভুল ত্রুটি কাটিয়ে উঠতে হবে গো, :P :P :P

১৫| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৩

পুলহ বলেছেন: পোস্টটা বেশ ঘরোয়া (এডিট-সেডিট, চেক-মেক, শুভেচ্ছা-টুভেচ্ছা) হা হা হা...
'বৈশাখের ঢাকা' ছবিটায় রংচঙ্গা পশ্চাতদেশ-ওয়ালা জিনিসটা কি? হাতি নাকি? ওদিকে ঘোড়া দেখেছি প্রচুর, হাতি দেখেছি বলে তো মনে পড়ে না ....
কবিতাটা অন্যরকম। ঠিক বলে বোঝাতে পারবো না। অন্যরকম সুন্দর !
যাই হোক, থাকুক ! বৈশাখ একটাই থাকুক আপনার জীবনে, কিন্তু ফাগুন আসুক হাজার বার !
সামিয়া, বাংলা নতুন বর্ষের আগাম শুভেচ্ছা ।

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩২

সামিয়া বলেছেন: যখন লিখছিলাম তখন অফিসের শেষ ওয়ান আওয়ার। বৈশাখের আগের দিন। কাজ কম ছিল, বিভিন্ন ব্যাংক থেকে কার্ড মিষ্টি কেক শুভেচ্ছা পাঠাচ্ছে সেগুলো সবাই খাচ্ছে দাচ্ছে ওই সময় মন একটু ঘরোয়াই ছিল যা লেখায় ফুটে উঠেছে।
হুম আর একজন কবিতা প্রসঙ্গে ঠিক একি ধরনের কথা বলেছে।
দুই দিন পার হয়ে গেলো বাংলা নতুন বছর শুরু হয়েছে।
শুভেচ্ছা শুভকামনা এবং সুস্থ জীবন কামনা করছি পুলহ।।

১৬| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৯

সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট ! শেয়ার করার জন্য ধন্যবাদ।

+। ............ভালো কাটুক পহেলা বৈশাখ। ভালো কাঁটুক সবদিন।

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৩

সামিয়া বলেছেন: শুভেচ্ছা এবং অনেক অনেক শুভকামনা। ভালো থাকুন সব সময়। শুভ নববর্ষ।।

১৭| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পোস্টটি বেশ লাগল। অাসছে বৈশাখ ই একদিন গত হয়ে যাবে এমনি করে। এবারো তোলবেন নানান রং এর ছবি হয়তো আগামীতে আবার দেখবো। কবিতাটি ভাল লেগেছে।

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৫

সামিয়া বলেছেন: এবার ছবি তোলা হয়নি। বেশ কিছুদিন জ্বরে ভুগলাম। দুর্বলতা না কাটায় এবার এত রোদ্দুরে বের হতে সাহস হয়নি। কবিতা ভাললেগেছে জেনে প্রীত হলাম। ধন্যবাদ শুভ নববর্ষ।।

১৮| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৮

খায়রুল আহসান বলেছেন: ছবিগুলো খুব সুন্দর হয়েছে। তবে আমার কাছে সবকিছু ছাপিয়ে উঠেছে ঐ একটাই বৈশাখ নিয়ে রচিত কবিতাটি।
পোস্টে ভাল লাগা + +

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৭

সামিয়া বলেছেন: ওই কবিতাটা হচ্ছে অন্তরের অন্তঃস্থলের কিছু না বলা ভাষা। আপনার ভাললেগেছে জেনে বেশ অনুপ্রাণিত হলাম।
ধন্যবাদ ভাইয়া শুভ নববর্ষ। দোয়া করি সুস্থ থাকুন ভালো থাকুন।

১৯| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১:১১

সচেতনহ্যাপী বলেছেন: মনমাতানো ছবি সব।। মেলার ভাবটাই ফুটে উঠেছে অনেকখানি।।

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৭

সামিয়া বলেছেন: থ্যাংকস ডিয়ার সচেতনহ্যাপী

২০| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:১৯

ডঃ এম এ আলী বলেছেন: ছবি , কবিতা ও বিবরণ সকলি লেগেছে ভাল

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪০

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া পান্তা ইলিশ পেয়ে ভাললাগলো। শুভ নববর্ষ । শুভেচ্ছা অনেক অনেক ভালো থাকুন সব সময়।

২১| ১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২০

পিকাচু বলেছেন:
সুন্দর।
১লা বৈশাখের শুভেচ্ছা!

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪১

সামিয়া বলেছেন: ধন্যবাদ পিকাচু
শুভ নববর্ষ

২২| ১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এবারের ছবিগুলি কি আগামী বৈশাখে পাবো ?
নতুন বছরের শুভেচ্ছা নিন।

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪২

সামিয়া বলেছেন: হাহা এবারের ছবি তোলা হয়নি। তোলা হবেনা জানতাম বলেই এই পোস্ট। ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন। শুভ নববর্ষ।।

২৩| ১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০১

ডিছিছি বলেছেন: মালালা কে নিয়ে তুল পাল পাকিস্তানে না DAKLA মিস করবেন
ভিডিওটি DAKTA NISA দেওয়া লীগকে কিলিক করুন
view this link

২৪| ১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৫

ধ্রুবক আলো বলেছেন: আপনাকেও পহেলা বৈশাখের শুভেচ্ছা, শুভ হোক নববর্ষ+++

ছবি গুলো খুব সুন্দর।
.
বৈশাখ ফিরে আসুক জীবনে বারেবার।

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৩

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ধ্রুবক আলো অনেক অনেক শুভেচ্ছা আপনাকেও শুভ নববর্ষ।।

২৫| ১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২২

কামরুন নাহার বীথি বলেছেন:

ছবি আর কবিতা, চমৎকার বন্ধন!!

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৪

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ডিয়ার আপু শুভ নববর্ষ।। শুভেচ্ছা শুভ কামনা।।

২৬| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১৯

আহমেদ জী এস বলেছেন: ইতি সামিয়া ,




রোমন্থন । কবিতাটিও তা-ই । হাহাকার , এই একটিই হাহাকার !

ভালো লেগেছে, "বাঙ্গালী ঐতিহ্য দোতারা"র ছবিটি ।

বৈশাখের দ্বিতীয় দিনটির শুভেচ্ছা ।

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৭

সামিয়া বলেছেন: আপনার এত হুবহু বিশ্লেষণে আমি মুগ্ধ।। অবশ্য আপনি এত ওয়াইজ মানুষ সেই হিসেবে ব্যাপারটা স্বাভাবিক।
ওই দোতারার আমি আরেকটা ছবি তুলেছিলাম সেটি এটার থেকে বেটার ছিল। খুঁজে না পাওয়ায় এটাই দিয়েছি। যাক আপনার ভাললেগেছে তার মন কিছু শান্তনা পেলো।
শুভ নববর্ষ ভাই।

২৭| ১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৭

শায়মা বলেছেন: বাহ ছবিগুলির জন্য বাহ !আর তোমাকেও বৈশাখী শুভেচ্ছা!

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৯

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ডিয়ার আপু।
শুভ নববর্ষ। অনেক দোয়া করি তোমার সুন্দর সুখী জীবনের জন্য।

২৮| ১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৩

জুন বলেছেন: দারুন সব ছবিতে ভরপুর । ভালোলাগলো স্মৃতি ইতি সামিয়া :)

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৪

সামিয়া বলেছেন: থ্যাংকস ডিয়ার জুন আপু। শুভ নববর্ষ । হাসিখুশি আর আনন্দে ভরে থাকুক তোমার সারাজীবন।।

২৯| ১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৫

আমি ইহতিব বলেছেন: দারুন সব ছবি সামিয়া। আর কবিতাটি ও দারুন, উথাল পাথাল ভালোবাসাময়।

নববর্ষের শুভেচ্ছা, এই পহেলা বৈশাখ কেমন কাটলো?

১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৩

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপু। মাঝে বেশ কিছুদিন জ্বরে ভুগে দুর্বল হয়ে গিয়েছি তাই এইবার বৈশাখে আর বের হইনি। ঘরে বসে রেস্ট নিয়েছি শুধু।
আপনাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। বাচ্চারা কেমন আছে? ওদের জন্য, আপনার আর আপনার পরিবারের সবার জন্য দোয়া রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.