নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

কিছু ইন্টারেস্টিং ফটোগ্রাফির পেছনের চিত্র :)

১৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১৭



ফটোগ্রাফাররা শখের কিংবা প্রফেশনাল যাই হোক না কেন, তাদের বেশির ভাগ ছবিতে এডিট অংশ থাকেই, টিউন, ব্রাশ, রোটেট,,গ্লো, কালার চেঞ্জ, ইফেক্ট, অনেক ক্ষেত্রে মানুপুলেশন ওয়ার্ক ও, একটি ফটোগ্রাফি সুন্দর এবং শৈল্পিক করার জন্য ফটোগ্রাফাররা কত কষ্টই না করেন, সেরকম কিছু ছবি আজ শেয়ার করবো, ছবি গুলো ইন্টারনেটে অনেকে আগেই দেখে থাকতে পারেন।



ফটোগ্রাফিতে মেয়েটি যেভাবে বৃষ্টি উপভোগ করছে।



যেভাবে বৃষ্টি পড়ছে। উফ এত জোরে পানি ঢালতেছে =p~



ওয়েডিং ফটোগ্রাফি , কি সুন্দর ছবি!।



এইটুকুন জলাবদ্ধতার পানি দিয়া এত সুন্দর দৃশ্য! মাই গড!!



ঐতিহাসিক বিরাট বিশাল একেকটা গাড়ির ফটোগ্রাফি



এ্যাঁ, এইগুলা খেলনা গাড়ি!


জায়গাটা যেরকম নয়নাভিরাম জনমানব শূন্য দেখাচ্ছে।



কিন্তু আসলে জায়গাটি ছিল জনবহুল, ভিড় , ঝামেলার।



ডিউ ড্রপ।।



বাস্তবের ডিউ ড্রপ।। =p~



শিয়ালের ক্লোজআপ চিত্র।।



=p~ =p~ =p~



অতল সমুদ্রের নীচে কুকুরের ক্লোজআপ। ভাল্লাগছে =p~



এই যে অতল সুইমিংপুল(সমুদ্র)



বিয়ার গিলস ফেইল =p~ =p~



ইয়ে , আসলে ঘটনা অন্য।



আবারো বিয়ের ফটোগ্রাফি ! কি সুন্দর সাইনি রোমান্টিক পিকচার।



ওমা! ফটোগ্রাফার কই!! =p~ =p~



লাভা ফটোগ্রাফি



ক্রেইজি ফটোগ্রাফার ক্যামেরা থেকে চোখ তুলে নীচে দেখো না ভাই, স্ট্যান্ড পুড়ে যাচ্ছে তো।।



মিনিচার ফটোগ্রাফি।



ফটোগ্রাফার ভাই জিনিয়াস।। =p~



হুম, আকাশ, সমুদ্র, নৌকা, মাঝি, পানি।।



আসলে ভাঙ্গা কাঁচ ।



উনার উনি ঝড়ো বাতাসে উড়ে যাচ্ছে।।



আসলে এটা মানুপুলেশন ওয়ার্ক ।অ ;)



স্নিগ্ধ সকাল আলগোছে দাঁড়ানো স্নিগ্ধ মেয়ে



এ্যা !!!



সুন্দরী বালিকা।



বালিকা আসলে পুরুষ। ;) ;) ;) ;) ;)



কুয়াশায় ঢাকা সকাল।



কি ভাবতেছেন! উনি যেই সেই নাকি! দেখেন এক ফু দিয়া কত কুয়াশা বানাইছেন ।।



সুন্দরী পদ্মাবতী বালিকা একটি নিরিবিলি বাগানে



ওহ! এ দেখি ঘরের পেছনের জঙ্গল।



উনার প্রেমিক কিচ্ছুতেই উনার হাত ছাড়বেন না, না না না কোথাও যাইতে দিবেন না।



পেছনে কে!!!!! কাঁধের উপর আলাদ্দিনের দৈত্য ঝুলতেছে!



তুঝমে রব দেখতা হ্যাঁয় ইয়ারা ম্যায় কেয়া কারু!!



ফুউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউ

আমার ধারণা কম বেশি সব ফটোগ্রাফার এই রকম সেক্রিফাইজ এবং অসাধারণ কনসেপ্ট এবং এডিটের মাধ্যমে যুগে যুগে বহু আলোচিত ফটোগ্রাফি করে আমাদের সুন্দর সুন্দর ছবি উপহার দিয়ে আসছে এবং দিচ্ছে।
যাই হোক সকল নবীন প্রবীণ ফটোগ্রাফারদের এই পোস্টটি উৎসর্গ করা হল।।

মন্তব্য ৮৬ টি রেটিং +২৪/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল লাগিলো।

১৭ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫৪

সামিয়া বলেছেন: :D :D :D :D

২| ১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১২

মৌমুমু বলেছেন: সুন্দর পোষ্ট আপু।
আমি ফেইসবুকে অনেকগুলো দেখেছিলাম। মজা লেগেছিল।
আজ আরো কিছু দেখলাম।
ধন্যবাদ।

১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪১

সামিয়া বলেছেন: থ্যাংক ইউ মৌমুমু । বি হ্যাপি ।।

৩| ১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১৩

মোস্তফা সোহেল বলেছেন: অনেক সুন্দর সুন্দর ছবি আর তার পেছনের প্রকৃত ছবিকে আমাদের সামনে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপু।

১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪১

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৪| ১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০০

শায়মা বলেছেন: ওমা! ফটোগ্রাফার কই!! =p~


হা হা হা হা এইটা দেখে আমি হাসতে হাসতে মরে গেছি!!!!!!!!!! :P

১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৫

সামিয়া বলেছেন: হা হা হা আমিও আপু আমিও =p~ =p~ =p~

৫| ১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর পোস্ট। ছবি তৈরী করে নেয়াও খুব সহজ নয়।

১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৪

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ
হ্যাঁ তা তো অবশ্যই, একটি ছবির পেছনে অনেক ফটোগ্রাফার অনেক সময় ব্যায় করে সুন্দর ইউনিক একটি ছবি উপস্থাপন করতে সক্ষন হয়।

৬| ১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+ চমকপ্রদ ।

১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৪

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৭| ১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: অসাধারন। দারুন পোষ্ট।
আমি মুগ্ধ।
বোন সামিয়া, ফোটোগ্রাফি বিষয়ে যে কোনো লেখা বা ছবি আমার খুব ভালো লাগে।
আপনার পোষ্ট দারুন উপভোগ করলাম।

১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৬

সামিয়া বলেছেন: যাক আমার পোস্ট দেয়া সার্থক। আপনার উচ্ছাসিত প্রশংসায় সত্যি অনুপ্রাণিত হলাম। ভালো থাকুন ভাইয়া।

৮| ১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৩

তিক্তভাষী বলেছেন: ইন্টারেস্টিং! তবে, ফটোশপ আর ডিজিটাল অ্যানিমেশনের এ যুগে আসল জিনিস ক্রমশঃ দুষ্প্রাপ‌্য হয়ে উঠছে।

১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৬

সামিয়া বলেছেন: ঠিক বলেছেন।
অনেক ধন্যবাদ।

৯| ১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কিছু ফটোগ্রাফী দেখলাম

ধন্যবাদ আপি

১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৬

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপু। ভালো থেকো।

১০| ১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

একটি পেন্সিল বলেছেন: অস্বাধারন, সেই সাথে নতুন অভিজ্ঞতা।

১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ।

১১| ১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

অপু মল্লিক বলেছেন: অনেক ভালো লাগলো...!

১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

সামিয়া বলেছেন: ধন্যবাদ অপু।

১২| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোস্টে ভাল লাগার মত নতুন কিছু পেলাম।

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৩৭

সামিয়া বলেছেন: ধন্যবাদ গিয়াস উদ্দিন লিটন ভাই

১৩| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৩

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: বাহ ! অসাধারণ সব ছবিগুলো।
লোকজন এতো কেরামতি জানে কিভাবে ! B-)
ভালো লাগলো ।এই ধরণের ছবি আরো চাই।

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৩৯

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্নের_ফেরিওয়ালা
আপনার অনুরোধ মনে থাকবে, সিমিলার টাইপ পোস্ট দেয়ার চেষ্টা করবো আবার একদিন,

১৪| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩০

রিএ্যাক্ট বিডি বলেছেন: খুব সুনডোর

Subscribe My channel ReactBd

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪১

সামিয়া বলেছেন: আগে তো সুনডোর বানান ঠিক করতে হবে ভাই তারপর দেখবেন দলে দলে মানুষ আপনাকে সাবস্ক্রাইব করছে। =p~

১৫| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩২

অঞ্জন ঝনঝন বলেছেন: পোস্ট ভাল্লাগছে। পাব্লিকের ক্রিয়েটিভিটির লেভেল দেখে টাস্কিত B-)

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪২

সামিয়া বলেছেন: হাহ হাহ হা!!!!!!
অনেক ধন্যবাদ অঞ্জন ঝনঝন

১৬| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪২

আরজু পনি বলেছেন:
আমার পিচ্চিদ্বয় আপনার পোস্টের ছবিগুলো এবং সেই সাথে ক্যাপশনগুলো দারুণ পছন্দ করেছে।
প্রিয়তে নিয়ে রাখলাম।

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪৪

সামিয়া বলেছেন: পিচ্চিদ্বয়দের জন্য কিছু করতে পেরে গর্বিত!
প্রিয়তে নিয়েছেন জেনে খুশি হলাম।
অনেক ধন্যবাদ আপু ভালো থাকবেন।

১৭| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৯

সচেতনহ্যাপী বলেছেন: অদ্ভুত প্রিয় লাগার একটি পোষ্ট।। জানতাম কিন্তু পার্থক্যটা আজ বুঝে নিলাম।।
আচ্ছা প্রয়োজনে কি দু/একটা ছবি কপি/পেষ্ট করতে পারবো।। অনুমতি না পেলে আর করবো না।।

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪৭

সামিয়া বলেছেন: অদ্ভুত প্রিয় লাগার পোষ্ট কথাটা আমার ক্যাপশন গুলোর মত হইছে!!! :)
প্লিজ! অবশ্যই আপনি কপি পেস্ট করতে পারেন, ইট উইল বি মাই প্লেজার।

১৮| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৮

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর ও চমকপ্রদ পোস্ট
প্লাস +++

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪৭

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ডিয়ার

১৯| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১:১২

জাহিদ অনিক বলেছেন: বাহ ! অসাধারণ পোষ্ট !
জীবনে ক্যামেরা ম্যান হইলেও কদাচিৎ কাজে লাগিত, চিত-কাইত হইয়া কয়েকটা ছবি তুলিতে পারিতাম।
কি করিলাম জীবনে ! আপনার ছবির সুইমিংপুলে লম্ফ জম্ফ করিয়া সুইসাইড খাইতে হইবে!

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪৯

সামিয়া বলেছেন: হাহ হাহ হা!!!!!!!!
আপনি যদি সুইমিংপুলে লম্ফ জম্ফ করিয়া সুইসাইড খাইতে যান আমারে বইলেন আমি কিছু আর,আই,পি ফটোগ্রাফি করবো! =p~

২০| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১:১৩

আলভী রহমান শোভন বলেছেন: অসাধারণ পোস্ট। পোস্টে প্লাস। শুধু এডিটই আসল কথা নয়। মাথায় সৃজনশীল আইডিয়াও কিন্তু থাকতে হবে আপু। শুভ কামনা। :)

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫০

সামিয়া বলেছেন: ঠিক বলেছেন আলভী রহমান শোভন
অনেক ধন্যবাদ।

২১| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার পোষ্ট। অনেক অনেক ধন্যবাদ এমন একটি পোষ্ট উপহার দেওয়ার জন্য।

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫০

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

২২| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ২:১৭

হিমাদ্রী হিমু বলেছেন: বাহ! ভাল্লাগছে

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫১

সামিয়া বলেছেন: থ্যাংকস হিমু

২৩| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ৩:৪৩

উম্মে সায়মা বলেছেন: খুব ভালো লাগল আপু। অসাধারণ ক্রিয়েটিভিটি মানুষের!

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫২

সামিয়া বলেছেন: হাহা ধন্যবাদ ডিয়ার, হ্যাঁ মানুষের ক্রিয়েটিভিটিই তো মানুষকে বাঁচিয়ে রাখে।

২৪| ১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৩৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনিন্দ্য সংগ্রহ

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫২

সামিয়া বলেছেন: থ্যাংকস বাবু।।

২৫| ১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ! বললেও কম বলা হবে, তবে গোমর ফাঁস হওয়ায় ফটোগ্রাফার ব্লগারদের রোষানলে পড়ার আশংকা আছে ;)

১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫০

সামিয়া বলেছেন: সামু ব্লগের ফটোগ্রাফার সহজ সরল সাদা মনের মানুষ =p~ তারা এরকম ফটোগ্রাফি করবেন ও না আর আমায় রোষানলে ফেলবেন ও না ভাইয়া ধন্যবাদ ভালো থাকুন।

২৬| ১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৫

সাদা মনের মানুষ বলেছেন:

১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৩

সামিয়া বলেছেন: আমার পক্ষ থেকে কফি

২৭| ১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০৩

রাতুল রেজা বলেছেন: ফটোগ্রাফি বলে কিছু নাই, সব আসলে ক্যামেরার ধোকাবাজি B-)

১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৪

সামিয়া বলেছেন: হুম ক্যামেরা সট লাইট আর এডিটের খেলা।

২৮| ১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১৪

রানা সাহেব বলেছেন: ওয়াও ওয়াও

১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৫

সামিয়া বলেছেন: :D :D :D

২৯| ১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ দেখলাম সবগুলো ছবি!! গ্রেটট পোষ্ট আপু, প্রিয়তে রাখিলাম প্রিয় পোষ্টটি

১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৫

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

৩০| ১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪১

হাসান মাহবুব বলেছেন: :| :|| :-/

১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৬

সামিয়া বলেছেন: :-B :D :D :D

৩১| ১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪৯

নিশি মানব বলেছেন: ভাল লাগছে। মজাও লাগছে।
সবচেয়ে বেশী মজা পেয়েছি জামাট ভিতরে আর কাধে ঝুলানো ফটোগ্রাফারকে দেখে।

১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৭

সামিয়া বলেছেন: হ্যাঁ ওই দুইটা ছবি হিট :D :D
ধন্যবাদ নিশি মানব।

৩২| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১৫

রাতু০১ বলেছেন: সুন্দর সুন্দর ছবি।

১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৭

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৩৩| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০১

পলক শাহরিয়ার বলেছেন: ফেসবুকে দেখেছিলাম এর অনেকগুলোই। প্রথমটা দেখি নাই। এটাই সবচেয়ে ইন্টারেস্টিং আর সুন্দর। আপনার বর্ণনা আর উপস্থাপনা চমকপ্রদ। ভাল থাকবেন।

১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৩

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পলক শাহরিয়ার

৩৪| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দারুন! খুব ভালো লাগলো। আচ্ছা, ফটোগ্রাফাররা কী আমার চেহারাকে ঘষামাজা করে ২৫ বছরের যুবকের মতো করে দিতে পারবে? বাস্তবে সম্ভব না হলেও ছবিতে যদি যুবক হতে পারতাম!


ধন্যবাদ বোন ইতি সামিয়া।

১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৪

সামিয়া বলেছেন: ভাই আপনি যে কি বলেন!! কেন নয়! আপনি চাইলে আমি নিজেও করে দিতে পারবো।
ভালো থাকবেন ধন্যবাদ।।

৩৫| ১৯ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

কল্লেস কি? অনুভবের সুখ সমুদ্র থেকে একটানে বাস্তবের পুষ্করিনিতে এনে ফেললেন ;)

দারুনস!!!!!!!!!

তুঝমে রব দেখতা হ্যাঁয় ইয়ারা ম্যায় কেয়া কারু!! =p~ ফট্রগ্রাফিতে ইতনা ধোঁকা হায় ইয়ারা ম্যায় ক্যায়া কারু :P

১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৬

সামিয়া বলেছেন: ফট্রগ্রাফিতে ইতনা ধোঁকা হায় ইয়ারা ম্যায় ক্যায়া কারু =p~ :) :Pএই লাইনটা চমৎকার হয়েছে B-)
হাহা অনেক ধন্যবাদ

৩৬| ১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৫

মাঘের নীল আকাশ বলেছেন: কী চমৎকার দেখা গেল!

১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৬

সামিয়া বলেছেন: হাহাহাহা মাঘের নীল আকাশ :D ধন্যবাদ ধন্যবাদ

৩৭| ১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫২

চাঁদগাজী বলেছেন:


সুন্দর ছবিগুলো আসল কাহিনী দেখছি, টেকনিক্যাল ব্যাপার স্যাপার ও কল্পনা

২০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২৮

সামিয়া বলেছেন: হুম।।
ধন্যবাদ।।

৩৮| ২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার ছবি ব্লগে একটাও সেলফি কিন্তু খুঁজে পেলাম । সেলফির যুগে, একটা সেলফি দেওয়া উচিৎ ছিল । =p~

ছবিগুলো ভালো লাগলো ++++
ধন্যবাদ ...
ভালো থাকুন সবসময়.....

২৩ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪৪

সামিয়া বলেছেন: সেলফি বিষয় বহির্ভূত এবং অপ্রাসঙ্গিক এই পোষ্টে।
ধন্যবাদ। ভালো থাকুন আপনিও।।

৩৯| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৯

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: দারুন। খুবই মজা পেলাম......

২৩ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪৫

সামিয়া বলেছেন: ধন্যবাদ :)
পোস্ট সার্থক।।

৪০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩২

সাইফুল১৩৪০৫ বলেছেন: ভালই লাগছে আপনার ব্লগিং।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৯

সামিয়া বলেছেন: তাই বুঝি!!! কৃতজ্ঞতা।। ভালো থাকুন।।

৪১| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৪

বর্ষন হোমস বলেছেন:
চমৎকার ছবি ব্লগ।

বেশ ভাল লাগল।

০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৩

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বর্ষন হোমস ।।

৪২| ০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এরকম মজার মজার পোস্ট আরোও চাই। :D

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৫

সামিয়া বলেছেন: অনুপ্রেরণায় বিগলিত :) এখুনি দিচ্ছি।।
ধন্যবাদ।

৪৩| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:২৪

সোহানী বলেছেন: হায় আল্লাহ কি দেখাইলা............... জীবনে ও ফটোগ্রাফার হমু না....................হা্হাহাহাহা

১০ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৯

সামিয়া বলেছেন: :) :)
এত অল্পতে ভয় পেওনা আপু।। তুমি ই পারবে।।

শুভেচ্ছা ও ধন্যবাদ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.