নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

সেলফি; সেলফি স্মৃতি, সেলফি আহাজারি, সেলফি রোগ।

২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫০



সেলফি হচ্ছে মোবাইল অথবা ওয়েব ক্যামেরা অথবা ক্যামেরায় তোলা নিজের তোলা নিজের প্রতিকৃতি।( এটা সারা জাহানের মানুষ জানে) ১৯০০ সালে পোর্টেবল কোডাক ব্রাউনি বক্স ক্যামেরা বাজারে আসার পর ফোটোগ্রাফিক আত্ম-প্রতিকৃতি তোলা বেশ জনপ্রিয়তা লাভ করে। বহনে সহজ এই ক্যামেরার সাহায্যে আয়নার মাধ্যমে সেলফি তোলার প্রচলন শুরু হয় তখন থেকেই।


১৮৩৯ সালে তোলা প্রথম সেলফি

সেলফি শব্দটির প্রাথমিক ব্যবহার ২০০২ এর আগে পাওয়া গেলেও, ২০০২ সালের ১৩ই সেপ্টেম্বর অস্ট্রেলিয়ান এক অনলাইন ফোরামে (এবিসি অনলাইন) প্রথম ব্যাবহৃত হয়। সেই থেকে সেলফি কাহিনী শুরু।

সেলফি তুলতে চেয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে মর্মান্তিক ঘটনা ঘটেছে হয়তো ভবিষ্যতে আরও ঘটবে।

যেই সেলফিগুলো আমাকে প্রচণ্ড রকম ভাবায় যে আমাদের জীবন মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যেতে পারে,
জীবন ভরসাবিহীন আশ্চর্যরকম ক্ষণস্থায়ী।।



গ্যারি স্লোক এবং তার মা

গ্যারি স্লোক এবং তার মা ২০১৪ সালের জুলাই মাসে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ 17-এর যাত্রী ছিলেন, প্লেন ছাড়ার মিনিট খানেক আগে তারা ছবিটি তোলেন এবং ফেইসবুকে আপলোড করেন। তার কিছুক্ষন পর প্লেনটি ক্রাস করে।।



ক্যাটেনি সানফোর্ড উত্তর ক্যারোলিনায় ড্রাইভ করার সময় এই ছবিটি তোলেন, এবং সামাজিক মাধ্যমে পোস্ট করেন তার কিছুক্ষন পর একটি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে তার গাড়ি চূর্ণ বিচূর্ণ হন এবং তিনি মারা যান।


বিখ্যাত সঙ্গীত শিল্পী Jadiel নিউ ইয়র্ক একটি মারাত্মক মোটরসাইকেল দুর্ঘটনা আগে Instagram এ মুহূর্তের আপলোড কড়া ছবি, ঐ দুর্ঘটনায় তার মৃত্যু হয়।


তিন বোনের শেষ সেলফি। ক্যাপশন- "অন দ্য ওয়ে সিস্টার জার্নি!" তারা কাওড়াকান্দির পিনাক-৬ লঞ্চে ঢাকা ফিরছিল, পরবর্তীতে লঞ্চটি ডুবে যায় এবং অনেক মানুষের প্রাণহানি ঘটে। তারা চলে গেছেন রেখে গেছেন সবাইকে হতবাক করে দেয়া অকালে প্রান ঝরে পড়ার সেলফি, শেষ সাক্ষী।।

সেলফি তুলতে গিয়ে প্রান হারানোর সেলফি।।

আন্না উরসু।
আঠারো বছর বয়সী এই রোমানিয়ান কিশোরী মারা যায় ট্রেনের ছাদে সেলফি তুলতে গিয়ে বিদ্যুৎ এর ক্যাবল অতিক্রম করার সময় তাতে পেঁচিয়ে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে, যা ছিল ২৭ হাজার ভোল্ট।

ওর নাম এক্সজিনা, সতের বছর বয়সী এই রাসিয়ান মেয়েটি বন্ধুদের কে দিয়ে এই ছবিটি তোলার কিছুক্ষন পর ভারসাম্য হারিয়ে ২৮ ফুট উঁচু এই ব্রিজের উপর থেকে পড়ে যায় বৈদ্যতিক ক্যাবলের উপর, তারপর সেও বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যায়। তার মৃত্যু অনেকটাই আন্নার মত।।


এডউইন।
১৫ বছর বয়সী এই ছেলেটি একটি চলন্ত ট্রেনের সামনে ছবি তুলতে গিয়ে মাথায় ট্রেনের সাথে ধাক্কা লেগে আঘাত পায় এবং মৃত্যু বরন করে।

এই মেয়েটি বাংলাদেশের। জান্নাতুল মাওয়া সাতক্ষীরা শহরের কাছে কাশিমপুর গ্রামের মো. গিয়াস উদ্দিনের মেয়ে। সে ঢাকার একটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিল।
পুলিশ সূত্রে জানা যায়,সকালের কোনো এক সময় নিজ ঘরের আড়ায় ওড়না পেচিয়ে আত্মহননের পথ বেছে নেন এবং এই ছবিটি ঝুলে পড়ার আগ মুহূর্তের হবে বলে পুলিশ ধারণা করেন। ঘটনায় করা মামলাটি তদন্ত করতে গিয়ে পুলিশ মাহিমের ব্যবহৃত একটি মুঠোফোন হাতে পান। এতেই তিনি মাহিমের সেলফি দেখতে পান।

ফেসবুকে বন্দুক নিয়ে আত্মহত্যা করার মত করে ছবি তুলতে গিয়ে ২১ বছর বয়সী অস্কার ওটারো এজুলার পিস্তল থেকে গুলি বেরিয়ে যায় এবং সে সাথে সাথে মারা যায়।


খাড়া বাঁধ এর প্রান্তে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে এই দম্পতি ভারসাম্য হারিয়ে নীচে পড়ে মৃত্যুবরন করেন।


কুমিরের সাথে সেলফি তুলতে গিয়ে যুবকের মৃত্যু
বরগুনার তালতলীর ট্যাড়াগিরি ইকোপার্কে কুমিরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে দর্শনার্থী আসাদুজ্জামান রনি প্রাণ হারায়। কুমির তাকে গভীর পানিতে টেনে নিয়ে যায়। এতে তার মৃত্যু হয়।

এরকম বেশ অনেক ছবিই আছে সাইকো সেলফি যা তুলতে গিয়ে প্রান হারিয়েছেন অনেকেই।।

কিছু দুঃসাহসিক সেলফি
দক্ষিণ আফ্রিকায় নির্ভীক ডুবুরি অ্যারন জেওস্কি হাঙরের সঙ্গে সাঁতার কেটে বিপজ্জনক সেলফিটি তুলেছেন। অল্পের জন্য বেঁচে গেছেন!!



পেছনেই আগ্নেয়গিরির ফুটন্ত লাভা। মুহূর্তের ভুলে পা হড়কে যেতে পারে সেই লাভাস্রোতে। সেই অবস্থায় সেলফি তুলেছেন অভিযাত্রী হিক হ্যালিক্স।


চেক প্রজাতন্ত্রের এক পাইলটের তোলা সেলফি এবং নরওয়ের একটি যুদ্ধবিমানের পাইলটের সেলফি।



তুরস্কের ইস্তানবুলে নির্মানাধীন ১১৫০ ফুট উচু সেতুর চূড়ায় উঠে সেলফি তুলেছেন পাভেল স্মিরনভ এবং অজকান ইপার নামক দুই তরুণ।

সবশেষে কিছু অসুস্থ মানসিকতার সেলফি।।
বড় ভাই ছোট বোনের মৃত্যুর পর তার কবর খননের মুহূর্ত ধরে রেখেছেন সেলফি তুলে।

দাদার লাশের সঙ্গে ভেংচি কেটে সেলফি তুলে সেটা ফেসবুকে পোস্ট করেন এই সৌদি কিশোর।

ইনারা কি মনে করে এইভাবে দাঁড়াইয়া পোজ দিয়া ছবি তুলছেন কিছুতেই মাথায় আসেনা।

সবশেষে একটাই কথা বলবো সেলফি নিয়ে, ভার্চুয়াল লাইফ নিয়ে, মাত্রাতিরিক্ত আসক্তি যেন কাউকে গ্রাস না করে ফেলে সেই কামনা রইলো। ভালো থাকুন সবাই

তত্ত্বসূত্র এবং ছবি সংগ্রহ ঃ ইন্টারনেট।।

মন্তব্য ৩০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট। কাহিনীগুলো আসলেই মর্মান্তিক। এমন সেলফি এত রিস্ক নিয়ে তোলা ঠিক না । বান্দরের বাচ্চারা বুঝতে তো

ধন্যবাদ আপনাকে

২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

সামিয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ আপু ।। ভালো থাকবেন।।

২| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২০

শাহরিয়ার কবীর বলেছেন: এ যুগে যেন সেলফি ছাড়া চলেই না, বিভিন্ন ভঙ্গিমায়, নানা ঢঙে, বিভিন্ন স্থানে এবং অনেক কিছু সাথে নিয়ে সেলফি তুলতে গিয়ে এ যাবত অসংখ্য দুর্ঘটনাও ঘটেছে। আর পিনাক-৬ লঞ্চ দুর্ঘটনা ও তিন বোনের শেষ সেলফিটা, দেশের মানুষকে কাঁদিয়েছে গেছে । বর্তমানে সেলফি একটা মানসিক রোগ। :( দিনদিন কিছু পাগলের সংখ্যাও বেড়ে যাচ্ছে; ফেসবুকে খালি সেলফি আর সেলফি !! :P

২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

সামিয়া বলেছেন: হুম আপনি ঠিকই বলেছেন। ধন্যবাদ ভালো থাকবেন।।

৩| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৯

চিটাগং এক্সপ্রেস বলেছেন: সেলফির কারণে বাংলাদেশের এক টিভি উপস্থাপিকার চাকরি গিয়েছিল কয়েক মাস আগে।

২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

সামিয়া বলেছেন: এটা জানতাম না!!
ধন্যবাদ !!।

৪| ২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০১

প্রামানিক বলেছেন: সেলফি তুলতে গিয়ে মৃত্যুর নানা কাহিনী জানা গেল। ধন্যবাদ এ ধরনের পোষ্ট করার জন্য।

২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৫| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় সেলফি!!!!!!

প্রতিবন্ধীরা X(( সুস্থ হোক এই কামনাই রইল

++++

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০১

সামিয়া বলেছেন: সেটাই সেলফি অসুস্থতা থেকে মানব জাতি মুক্তি পাক।।
ধন্যবাদ বিদ্রোহী ভৃগু

৬| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৩

আখেনাটেন বলেছেন: কয়েক বছর আগে, তখন সেলফির এত প্রচলন ছিল না, মুখ ব্যাঁকা-চ্যাঁকা করে এক বান্ধবীর নিজের ছবি তোলা দেখে বলেছিলাম 'নার্সিসিস্ট' হয়ে গেছোস। বদ স্বভাব।

বেশ কিছুদিন আমার মুখও দেখে নি। সেলফির এত ঝাল।

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০০

সামিয়া বলেছেন: হাহাহাহা মজার অভিজ্ঞতা।।
ভালো থাকবেন, ধন্যবাদ।।

৭| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৯

ধ্রুবক আলো বলেছেন: সেলফি তোলা এক ধরণের মানসিক রোগ, হল্যান্ডের এক গবেষক বলেছেন।
বাংলাদেশে সেলফি তোলার ঝোঁক একেবারেই অতিরিক্ত।

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৫৯

সামিয়া বলেছেন: রাইট ধ্রুবক আলো ।।
ধন্যবাদ।।

৮| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন: মর্মান্তিক । এ সেলফি নয়, ডেথফি ।

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৫৯

সামিয়া বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ কথাকথিকেথিকথন।।

৯| ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: সেলফি তোলার উপর সরকারের বিধি নিষেধ করা উচিত।

২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৬

সামিয়া বলেছেন: হাহাহা ঠিক ঠিক।।
ধন্যবাদ ভাই।।

১০| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৮

সোহানী বলেছেন: শাহরিয়ার কবীর বলেছেন: দিনদিন কিছু পাগলের সংখ্যাও বেড়ে যাচ্ছে; ফেসবুকে খালি সেলফি আর সেলফি !!

সত্যিই তাই। মানুষ নিজেকে প্রচার করতে বিপজ্জনক সেলফি একটা প্রধান মাধ্যম যা এখন মানসিক রোগে পরিনত হয়েছে। কানাডায় এ ধরনের সেলফির ঘটনা প্রায় ঘটে তাই বর্তমানে এটাকে আইনের আওতায় এনেছে। ক"দিন আগে এক মেয়ে এরকম ক্রেন এর উপর উঠে সেলফি তুলতে যেয়ে আর নামতে পারে না। তাকে নামাতে মিউনিসিপালের কয়েক ঘন্টা হাজার ডলার ব্যায় হয়েছে।... তাই সেলফি তুলে ধরা খেলে সোজা জেল.............

২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৯

সামিয়া বলেছেন: তাই নাকি সেলফি ল সম্পর্কে জানা ছিলনা, ধন্যবাদ অজানা তথ্য জানানোর জন্য আমার ব্লগে আসার জন্য।
ভালো থাকুন সুস্থ থাকুন।।

১১| ২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

নীল-দর্পণ বলেছেন: সেলফি জিনিসটা চরম অসহ্য লাগে আমার কাছে। কোন প্রোগ্রামে একটাও জাতের ছবি পাওয়া যায় না মুখ চোখ ব্যাকানো সেলফির ভীড়ে ! অনবরত কিভাবে পারে একই মুখের, একই ভংগীতে একাধিক ছবি তুলে যেতে !
মানসিক অসুস্থতা মনে হয় আমার কাছে এটাকে !

সব শেষের দিকে আপুর প্রতিবন্ধী শব্দটার প্রতি আমার একটু আপত্তি আছে। আমরা সাধারনত প্রতিবন্ধী বলতে যাদের বুঝে আসছি তাদের এখন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বলা হয়।

আমরা না জেনে বা না বুঝে প্রতিবন্ধী বা অটিস্টিক বলে থাকি, এতে আসল ব্যক্তিদের প্রতি অস্মান করা হয়।


(আমার অনার্স-মাস্টার্সের সাবজেক্টের সাথে রিলেটেড ছিল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তাই সেই সুবাদের এটুকু জানা। আমরা যারা সচেতন তারা চেষ্টা করবো বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রতি সম্মান রাখতে এবং অন্যদেরও ; যারা জানেনা তাদের জানাতে।)
অনেক বড় কমেন্ট হয়ে গেছে, আপু প্লিজ এটা ভাববেন না জ্ঞান দিয়েছি বা ভুল ধরেছি। যদি এটাই মনে হয় তাহলে আমি সরি, আমি আসল ব্যাপারটা বুঝাতে ব্যর্থ হয়েছি ধরে নিবো।

২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৪

সামিয়া বলেছেন: মন্তব্য পড়ে কিছু মনে করিনি। ভুলটি শুধরে দেব ভাই।। ধন্যবাদ ভাই ভালো কিছু কথা শেয়ার করার জন্য।।

১২| ৩০ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৩৪

আরজু পনি বলেছেন:
আপনার পোস্টগুলো দারুণ হচ্ছে!

৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:১৩

সামিয়া বলেছেন: আপু এই কথাটি আমার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে আরও নতুন নতুন পোস্ট করার জন্য।।
অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।।

১৩| ৩০ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৫২

বিজন রয় বলেছেন: আমি এখনো সেলফি তুলি নাই।
এটা কি আমার অপরাধ?

৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:১৪

সামিয়া বলেছেন: আমি কি সেরকম কিছু বলেছি !!!!
কিন্তু আপনি এখনো সেলফি তুলেনাই এটা একটা বিস্ময়কর খবর!!! :)

১৪| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৫

বিজন রয় বলেছেন: না, সে রকম নয়, আসলে প্রশ্নটি আমার নিজেকেই।

আমি তো সেলফি না তুলেই কবিতা লিখতে পারি।

হা হা হা

৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৬

সামিয়া বলেছেন: হুম হুম হুম বুঝলাম।।

১৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৭

বর্ষন হোমস বলেছেন:
অনেক ভাল পোষ্ট।এর মাঝে কয়েকটা আগে ফেসবুকে দেখে ছিলাম।মারা যাওয়ার কাহিনী গুলো সত্যিই কষ্ট দায়ক।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৯

সামিয়া বলেছেন: ধন্যবাদ হোমস ভালো থাকুন।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.