নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

রহস্য গল্পঃ সাইকোপ্যাথিক

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫১



দেখতে দেখতে কতগুলো দিন জীবন থেকে চলে গেলো আজ আমরা কোথায় এসে দাঁড়িয়েছি প্রিয়া, এটা কি হবার কথা ছিল এরকম দিন আবার আমাদের জীবনে আসবে স্বপ্নেও কি ভেবেছিলাম। আজ আমাদের দশম বিবাহ বার্ষিকী।

খুব চলছিল আমাদের সংসার, এখনো চলছে, চলছে কিনা বল! তুমি কি বুকে হাত দিয়ে বলতে পারবে তুমি আমায় আগের মত ভালোবাসো না? বলতে পারবে তুমি? পারবেনা, পারবেনা আমি জানি।

প্রিয়া আমি নিশ্চয়ই ঘুমের ঘোরে স্বপ্ন দেখছি, দেখছি কিনা বল! হুম গত কয়েক বছর কিন্তু তুমি আমাদের বিয়ে বার্ষিকী একদম মনেই রাখোনি! একবার ও বলোনি যে আমাদের দাম্পত্য জীবনে আমরা কতটা সুখী আছি অথবা সুখী ছিলাম, একে অপরের সঙ্গ চাইতাম, অবাক করা সব ভালোবাসা প্রকাশ করতাম, তুমি আমার দেয়া সারপ্রাইজ গুলো দেখে কি খুশিই না হতে তারপর কি হতে কি হয়ে গেলো আমি তোমার চোখে একদম অতিষ্ঠ হয়ে উঠলাম, কিছুতেই তোমায় সুখী করতে পারলাম না, থাক আজ এই আনন্দের দিনে ওসব বাজে কথা একদম মনে করতে চাইনা।
আমাদের দশ বছরের দাম্পত্য জীবনে কোন সন্তান এলোনা, আমি তাতেও অসুখী ছিলাম না, বেশ তো আছি দুজন মিলে, কিন্তু তবু তুমি মুখ ফিরিয়ে নিলে আমার উপর থেকে!!

আমি তারপর ও সব মেনে নিয়েই তোমার সাথে আছি, গত এক বছর, হ্যাঁ ঠিক এক বছর আমার সাথে কথা বলোনি আমাকে খাবার বেড়ে দাওনি, কোথাও আমার সাথে বেড়াতে যাওনি, ছুটির দিনেও নানা কাজে বাইরে বাইরে থাকতে, আমার সামনে তো এক মুহূর্ত থাকতে চাইতে না, সেই তোমার কি হল আজ আমাদের বিবাহ বার্ষিকী স্মরণ করিয়ে দিলে! আমার সাথে বেড়াতে যেতে চাইলে আমি নির্ঘাত স্বপ্নে দেখছি।

পাশের ঘরে তোমার মা ঘুমাচ্ছে নিশ্চিন্তে আর শান্তিতে; তাকে আমি কখনো বুঝতে দেইনি যে আমি তার নিজের ছেলে নই; তার মেয়ের জামাই, কিন্তু দেখো ভাগ্য আজ কোথায় দাঁড় করিয়ে দিয়েছে সবাইকে, উনার ঘুমটা কি গাঢ়ো দেখেছ? বেশ অনেকদিন হাঁটুর ব্যথায় ভুগছিলেন উনি, ডায়াবেটিস ও বেড়ে গিয়েছিলো খুব, বিধবা মানুষ একা আমাদের সাথে থাকতে থাকতে কি অসুখীই না হয়ে গিয়েছিলো তাই না?
সেও অনেকদিন আমার মত ঘুমাতে পারেননি অনেকদিন তার কান্না শুনেছি আমরা। উনার কান্না কি রুক্ষ আর অসহ্য। মাঝে মাঝে তো অতিষ্ঠ হয়ে যেতাম তারপর ও কিছু বলিনি কখনো;
আমি তো তার ছেলের মতই।

তোমার মনে আছে যেদিন প্রথম দেখা হল তোমার সাথে? আমি তোমায় কি বলেছিলাম? বলেছিলাম তোমার নাম গোলাপ হওয়া উচিৎ অথবা গোলাপের রানী! আমি কিন্তু তখনি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম কিন্তু তোমাকে বুঝতে দেইনি, কিছু আবেগ কিছুটা অনুরোধ অনুনয় পেতে চেয়েছিলাম তোমার দিক থেকেও, আর তুমিও কিনা করেছ বলতো??

ওগো প্রিয়া, প্রিয় স্ত্রী আমার; আজো তোমায় সেদিনের মতই বিশ্বাস করি, যেদিন তুমি তোমার বন্ধু বাবুল সাহেবের সাথে খুব রাত করে বাড়ি ফিরলে, উনি বোধহয় তোমায় পৌঁছে দিয়ে গিয়েছিলো গেটের কাছে আসতে আসতে তোমার কাঁধের উপর দু হাত তুলে মুখোমুখি দাঁড়িয়ে গভীর ভাবে তোমার চোখে চোখ রেখে কি সব যে বলেছিল আমি সব দেখেছি জানলা দিয়ে, তারপর ও আমি তোমায় বিশ্বাস করেছি, ভালবেসেছি বুঝলে।

আচ্ছা শোন এই যে তুমি বায়না ধরলে আমার সাথে আজ পুরো দিন কাটাবে, লং ড্রাইভে যাবে; প্রকৃতির কাছে যাবে, শুধু তুমি আর আমি মিলে আমাদের দশম বিবাহ বার্ষিকী উদযাপন করবো, আমি যে কি খুশি হয়েছি জানো।
এই শোন না মাকে ও আমাদের সাথে নিয়ে যাই কি বল বৃদ্ধা মানুষ একা একা থাকবে বাড়িতে?


আজ বৃষ্টি এলে ভালো হত প্রিয়া! আকাশের দিকে তাকিয়ে দেখো ঝলমলে আলো খেলা করছে সবখানে, এও অবশ্য মন্দ না, আর তুমি? তুমি তো ফুলের মত ফুটে আছো সেই প্রথম দিনের মত, সত্যি বলছি প্রিয়া তুমি একদম বদলাওনি, দিনে দিনে এত সুন্দর হচ্ছো যে যতই তোমায় দেখি ততই মুগ্ধ না হয়ে পারিনা।

এই যে একা একা কথা বলে যাচ্ছি তুমি তো কিছুই বলছোনা প্রিয়া, চারপাশে সবুজ গাছ দিগন্ত জুড়ে বিস্তৃত খোলা মাঠ বেগুনী আকাশ, আকাশ যে বেগুনী হয় এই ব্যাপারটা জানতামই না জানো; আমি প্রথম বেগুনী আকাশ দেখেছিলাম স্বপ্নে আমার মায়ের মৃত্যুর পর, সে ধোয়ায় ঢাকা এক অচেনা পৃথিবীতে দাঁড়িয়ে ছিল একা, মাথার উপর বেগুনী আকাশ।
তোমার বেগুনী শাড়ির মত, সীটের বেগুনী কভারের মত, আমার শাশুরির বেগুনী গাউনের মত, হেডলাইটের বেগুনী আলোর মত। এই রঙটা যে আমার একদম পছন্দ না এটা জানার পর ও তুমি কেন পড়েছ এই রঙটা? অবশ্য আমি ঠিক করেছি আজ আমরা কোন ঝগড়া করবোনা কতদিন পর আমাদের বিবাহ বার্ষিকী পালন করছি। আজ আমাদের দশম বিবাহ বার্ষিকী।

একদিক থেকে তুমি ব্যস্ত তোমার মার্কেটিং এর ছাই পাস চাকরী নিয়ে, ও সরি তোমাকে অপমানজনক কথা বলেছি বলে, তবু বিষয়টা যখন উঠলোই বলেই দেই মেয়েদের জন্য মার্কেটিং এর চাকরী আমার একদম পছন্দ না, কোথায় কোথায় কত কত জেলায় ঘুরে ঘুরে কাজ করতে হয়, প্রথম প্রথম যখন তুমি রাতে বাড়ি ফিরতে না, আমার খুব অভিমান হত; রাগ করতাম খুব। মন ছোট ছিল কিনা।

সামনে পেট্রল পাম্প থেকে গাড়িতে একটু তেল ভরে নেই কি বলো? আজ সারাদিন শুধু ঘুরবো ঠিকাছে?
পেট্রল পাম্প পৌঁছাতেই কিছু পুলিশ পথরোধ করলো পিস্তল তাক করে দুহাত উঁচু করতে বলছে কেন বলতো? আশ্চর্য!
আমার প্রিয় কুড়ালটা; যেটা সব সময় আমার সাথে থাকে, ওটা দিয়ে কোপ বসিয়ে দিয়ে এসেছি ওদের।

কিন্তু! কিন্তু তুমি এভাবে পড়ে আছো কেন? তোমার শরীরে এত রক্ত কেন! কথা ও বলছনা একদম!! কি অদ্ভুত ভাবেই না তোমার দু’চোখ খোলা! বেগুনী আকাশের দিকে চেয়ে এত কি দেখছ তুমি? কে করলো তোমার এই অবস্থা? পেছনে তোমার মা পড়ে আছে কাঁটা মাথা নিয়ে।

সব কিছু ওলটপালট লাগছে! কি যে হচ্ছে আমার সাথে! প্রিয়া প্রিয়া ওঠো!
প্লিজ সাহায্য করুন কেউ তো সাহায্য করুন, পেট্রোল পাম্পের লোকগুলো কোথায়!!

কি অদ্ভুত ওরাও সব পড়ে আছে মাটিতে, রক্তে ভেসে যাচ্ছে, দূরে সাইরেন, অনেকগুলো সাইরেনের শব্দ, আমি সহ্য করতে পারছিনা! ওরা দূর থেকে আমায় হাত উঁচু করতে বলছে! কেন! কাকে বলছে তেরটা খুনের জন্য সারেন্ডার করতে? কাকে?
প্রিয়া প্রিয়া চল আমরা এখান থেকে পালিয়ে যাই
আকাশের রঙ লাল আমার হাতে ধরা রক্তে ভেজা কুরালটার মত, ভালোই হল বেগুনী রঙ আমার একদম পছন্দ না।
আজ আমাদের দশম বিবাহ বার্ষিকী!


মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০১

সুফি ইবনুসসাবিল বলেছেন:

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

সামিয়া বলেছেন: ?

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০২

রাতু০১ বলেছেন: গোলাপের রানী, এটা আপনার বেষ্ট ছোট গল্প। শুভকামনা।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

সামিয়া বলেছেন: থ্যাংকস থ্যাংকস থ্যাংকস ফর দি বেস্ট কমপ্লিমেন্ট।। ভালো থাকুন।।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৪

ফয়সাল রকি বলেছেন: আহ... ভুল একটা ঘটনায় দশম বিবাহ বার্ষিকীটা রক্তাক্ত হয়ে গেলো.... দুঃখজনক।
লেখায় প্লাস +++

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

সামিয়া বলেছেন: হ্যাঁ তাই তো হলো ।।
প্লাসের জন্য কৃতজ্ঞতা।। বি হ্যাপি।।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

মনিরা সুলতানা বলেছেন: :( :( :(
লেখায় তীব্রভাবে ভয়ংকর পরিস্থিতি উঠে এসছে ।
সার্থক লেখা ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৬

সামিয়া বলেছেন: ঠিক আপু, আজকাল তো এসবই হচ্ছে চারপাশে।। অনেক অনেক ধন্যবাদ , ভালো থাকুন।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

রাসেলহাসান বলেছেন: কি সাংঘাতিক বেগুনি রং তো আমারও পছন্দ না। :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

সামিয়া বলেছেন: হাহা :) তাই ?? তাহলে কি রং পছন্দ??
ভাল থাকুন ধন্যবাদ।

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এ ধরণের লেখা পড়তে আমার ভালো লাগে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৮

সামিয়া বলেছেন: যাক আমার কষ্ট করে লেখাটি তাহলে সার্থক হল ভাইয়া। ভাল থাকুন ধন্যবাদ।

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৬

সোহানী বলেছেন: কি শুরু করলেন... খুনোখুনি, রক্তাত্ব উপসংহার..............

তারপরও ভালোলাগলো...........

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

সামিয়া বলেছেন: হাহা ধন্যবাদ ডিয়ার আপু।
ভাল থাকুন। শুভকামনা।।

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৯

জাহিদ অনিক বলেছেন: ওগো প্রিয়া, প্রিয় স্ত্রী আমার; আজো তোমায় সেদিনের মতই বিশ্বাস করি, যেদিন তুমি তোমার বন্ধু বাবুল সাহেবের সাথে খুব রাত করে বাড়ি ফিরলে, উনি বোধহয় তোমায় পৌঁছে দিয়ে গিয়েছিলো গেটের কাছে আসতে আসতে তোমার কাঁধের উপর দু হাত তুলে মুখোমুখি দাঁড়িয়ে গভীর ভাবে তোমার চোখে চোখ রেখে কি সব যে বলেছিল আমি সব দেখেছি জানলা দিয়ে, তারপর ও আমি তোমায় বিশ্বাস করেছি, ভালবেসেছি বুঝলে। - এই অংশে আভাস পাওয়া যায় সামনে কিছু একটা হতে যাচ্ছে।

তেরটা খুন !! এত খুন কেন ?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৫

সামিয়া বলেছেন: বউ,শাশুড়ি, পাম্পের লোকজন, প্রথম ধরতে আসা পুলিশের লোকজন মিলে তো তেরো জন হয়েই যায়.....
পাঠ ও মন্তব্যে অনুপ্রেরনা ।।
ধন্যবাদ।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১০

জাহিদ অনিক বলেছেন: আচ্ছা ! আচ্ছা ! এবার বুঝলুম !

পুরো সিরিয়াল কিলার !

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৩

সামিয়া বলেছেন: হুম, সাইকোপ্যাথিক সিরিয়াল কিলার।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:১২

শাহরিয়ার কবীর বলেছেন: প্রিয় লেখিকা পড়ে কিছু বুঝলাম না ! মনে হয় আবার পড়তে হবে !! :P

গল্পটা একটু সামারি করে দেন না। :(

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬

সামিয়া বলেছেন: :(

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:
এবার পড়লাম ! ভালো লিখেছেন +


কবিতা লিখুন !!!আপনার কবিতা অনেকদিন পড়া হয় না।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৭

সামিয়া বলেছেন: প্লাসের জন্য কৃতজ্ঞতা। ভালো থাকুন ধন্যবাদ।

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৪

জাহিদ অনিক বলেছেন: শুভ জন্মদিন ইতি সামিয়া আপু

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬

সামিয়া বলেছেন: সারপ্রাইজ হলাম :) , কার কাছে জেনেছেন? ধন্যবাদ ভাই।।

১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৪

জাহিদ অনিক বলেছেন: কার কাছে জেনেছি !!

সভ্যতার এই চরম স্বর্ণযুগে লেখক ও ব্লগারদের কোন কিছুই তো আর লুকিয়ে থাকে না ;)


ধন্যবাদ

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৮

সামিয়া বলেছেন: তাইতো B-) B-) B-) B-) B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.