নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

থেমে থাকলাম আমি

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭



কারো কিছু থেমে থাকলো না। 

এদের না;
ওদের না,
তোমার না!
কারোই না!

শুধু থেমে থাকলাম আমি!।



অনঢ় অসাঢ় 
জড় পদার্থের মত,

নির্জীব বস্তু

আর চলার পথে
পদদলিত মাটি!
অথবা মৃত গাছ,
দেখো;

থেমে থাকলাম আমি।

নির্ভীক পরিনতিকে
উপেক্ষা করে
কঠিন পাথর।

অন্ধ ভালবাসা
য়
ভ্রান্ত বিশ্বাসে;

অচল অবশ
বিকল যন্ত্রের মত;
স্থির
অনন্ত;
থেমে থাকলাম আমি।।

মন্তব্য ৩০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২১

ভ্রমরের ডানা বলেছেন:


শাশ্বত কিছুই থাকে না হৃদয় মাঝে,
জলের মতই স্বচ্ছতা চারিদিক,
তবুও সমুদ্র বুকেপিঠে সে
জমে যায়, বয়ে যায়, ফুঁসে ওঠে,
একসমুদ্র মাঝে শুধুই অন্য মহাসমুদ্র জলখেলা।
আর তা দেখে অনেকেই বলেছে-
কতই না মোহন্ত মোহনার ভাসবাসা বিসুখ,
সেরে যাবে কদিন গেলেই।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৬

সামিয়া বলেছেন: চমৎকার কমেন্টে কৃতজ্ঞতা।
ভালো থাকুন।
ধন্যবাদ।।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি-আপনি থেমে থাকলেও ধরণী তার নিয়ম অনুযায়ী চলছে এবং সভ্যতা এগিয়ে যাচ্ছে। আমাদের সময়ের ভাবনা সময়ে ভেবে এগিয়ে যেতে হবে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৭

সামিয়া বলেছেন: সুন্দর বলেছেন।
ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন।।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:
অন্ধ ভালবাসা
য়
ভ্রান্ত বিশ্বাসে;

অচল অবশ
বিকল যন্ত্রের মত;
স্থির
অনন্ত;
থেমে থাকলাম আমি।।



কবিতা ভাল লিখেছেন +

শুভ কামনা !

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৮

সামিয়া বলেছেন: আপনার জন্য ও শুভকামনা রইলো, ভালো থাকুন। অনেক ধন্যবাদ।।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন:


আপনি থেমে থাকলেও চারপাশ চলবে, অথবা চারপাশের কেউ কেউ থেমেও আছে কিন্তু আপনি ভাবছেন সবি চলছে, তারাও আপনাকে নিয়ে হয়তো তাই ভাবছে, আপনিও চলছেন । এভাবেই সবকিছু চলে যায় স্থিরতায়, অস্থিরতায় !

কবিতা ভাল লেগেছে ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০০

সামিয়া বলেছেন: আমার তো আপনার মন্তব্য ভাললেগেছে। শুভকামনা ও সুস্থতা কামনা করছি। ধন্যবাদ।।

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৪

উম্মে সায়মা বলেছেন: ভালো লাগা আপু.....

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০০

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ডিয়ার।।

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০১

সামিয়া বলেছেন: থ্যাংকস। ভালো থাকুন।

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

জাহিদ অনিক বলেছেন: কবিতার ভাব গভীর। সবাই চলে যায়, কেবল আমিই স্থির রয়ে যাই।

এই গভীর ভাবটাই ভাল লাগলো।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০২

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ অনিক।। বি হ্যাপি।।

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৬

আহমেদ জী এস বলেছেন: ইতি সামিয়া ,




আপনি থেমে থাকলেও কবিতাটি কিন্তু সচল............... রাঙা মাটির পথের মতো , সতেজ বৃক্ষের মতোই সচল ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৯

সামিয়া বলেছেন: ভালোই বলেছেন।
শুভকামনা।
ধন্যবাদ।

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৮

জুন বলেছেন: শুধু থেমে থাকলাম আমি!।

আশাকরি চলতে থাকবেন ইতি সামিয়া :)
+

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৩

সামিয়া বলেছেন: ইনশাল্লাহ আপু।
শুভকামনা। ভালথাকুন সব সময়। ধন্যবাদ।

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৬

জাহিদ অনিক বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ অনিক।। বি হ্যাপি।। - আমি ২৪X৭ হ্যাপি B-)


ধন্যবাদ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৮

সামিয়া বলেছেন: জেনে খুশি হলাম।। :)

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৭

মোস্তফা সোহেল বলেছেন: আহমেদ জী এস ভাইয়ার সাথে আমিও এক মত


আপনি থেমে থাকলেও কবিতাটি কিন্তু সচল............... রাঙা মাটির পথের মতো , সতেজ বৃক্ষের মতোই সচল ।

ভাল থাকুন আপু।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭

সামিয়া বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই, শুভকামনা।।

১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯

বিলিয়ার রহমান বলেছেন: অন্ধ ভালোবাসা আর ভ্রান্ত বিশ্বাসের জন্র কেউ কেউ হয়তো মহৎ কিছু ফেরত পান!



কবিতায় +

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১

সামিয়া বলেছেন: ভালো বলেছেন, ধন্যবাদ,
অনেকদিন পর আপনাকে দেখলাম, আশা করি ভালো আছেন।

১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫০

বিলিয়ার রহমান বলেছেন: ভালো আছি আপি!


পারিবারিক ব্যস্ততার কারনে ব্লগে খুব একটা সময দেয়া হয় না। সে জন্য তেমন দেখতে পান না! যেটুকুন সময় পাই সে টুকুন সময় কাজে লাগাতে একটু আধটু ঢু মেরেই আবার সাথে সাথে উধাও হই আরকি!!!:)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫

সামিয়া বলেছেন: বুঝলাম, হুম সবার লাইফেই অনেক ব্যস্ততা।
ব্যস্ততার মাঝেই ভালো থাকুন সেই কামনা।।

১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে আগের মত ব্লগে দেখি না! আজ দেখলাম আমার ব্লগে কবিতা পড়ে লাইক দিয়েছেন.. !!! :P



নতুন ব্লগ লিখুন কবিতা / গল্প পড়ি !!!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭

সামিয়া বলেছেন: পোস্ট দেবো দেবো ভেবে ভেবে ও দেয়া হচ্ছে না, গল্প কবিতা বেশ অনেকগুলো লিখেছি, কয়েকদিন পোস্ট করতে এসেও করিনি, রোহিঙ্গাদের নিয়ে নানা আলোচনা, ওদের অত্যাচারের চিত্র, এছাড়া অনেকের ঝগড়াঝাটি পোস্ট দেখে আমি আর কি গল্প পোস্ট করবো !! ভাগছি!! :) লগাউট হয়েছি।। :)

১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: আর না থেমে থেকে....

এবার, জ্বলে উঠুন আপন শক্তিতে ! :P



লিখুন লিখুন কবিতা বা গল্প ! পড়ি !!!


১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৯

সামিয়া বলেছেন: হাহাহাহা আচ্ছা।
একটা ছবি ব্লগ দিচ্ছি, ছবি আপলোড হতে সময় লাগছে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.