নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

কোথাও কি কেউ নেই, আমার মতন।

০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪২



ঝাঁঝালো রোদ
ক্ষীণ দৃষ্টিতে তির্যক পথ
সে পথে রয়েছে সমাজ
রয়েছে শত শত লোক।

বিচ্ছিন্ন হয়ে বন্দী জীবনচক্র।
এই সাধারণ;
পুরাতন;
জীবনখানা ভারী লাগে।
ভগ্ন দেহ; অবশ প্রায়।

শরীর বরাবর একটি উদ্যত তলোয়ার
এফোড় ওফোড় করে দিলে
কেমন লাগবে??
কেমন লাগবে তোমার?
আমার মতন?
যে যন্ত্রনা আমি পেয়েছি তেমন?
না তার থেকে কিছু বেশি?

তখন কি মনে পড়বে তোমার??
সেই যে দেয়া ভীষণ আঘাতটা??

দীর্ঘ পথ হেঁটে এসেছি;
অর্ধ মৃত মন আর জরাগ্রস্থ শরীর নিয়ে।
কতটা পথ বাকী; জানা নেই।
কোথাও কি কেউ নেই?
কোথাও কি কেউ নেই?

মন্তব্য ৫৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: মাঝে-মাঝে মানুষের নিজের কাছেই তার নিজেকে হয়তো বিশাল বোঝা মনে হয়।
এ থেকে যেন কোন নিস্তার নেই।
সত্যি কোথাও কেউ হয়তো নেই জীবনের সেই ভার বহনের।
ভাল থাকুন আপু।

০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১১

সামিয়া বলেছেন: সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ ভাই।।

শুভকামনা।।

২| ০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৫

সাদা মনের মানুষ বলেছেন: ব্যর্থ ভালোবাসার কাব্যে ভালোলাগা

০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩১

সামিয়া বলেছেন: ব্যর্থ ভালোবাসা মনে হল!!!!! :)

ধন্যবাদ ভাইয়া।।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৬

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩২

সামিয়া বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৭

সাদা মনের মানুষ বলেছেন:

০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩২

সামিয়া বলেছেন: ওয়াও !!!! দারুন চা!!!!!!
আবারো ধন্যবাদ।।

৫| ০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাল লিখেছেন। ভগ্ন দেহের বোঝা টানা বড়ই কঠিন। হয়ত সামনে আলোর দিশা আছে, পথও ততটা কঠিন হবে না। কেউ কোথাও থাকতেও পারে।

০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪২

সামিয়া বলেছেন: হাহা ভালো বলেছেন, কেউ কোথাও থাকতে পারে!!!!!!!!!!!!
অনেক অনেক ধন্যবাদ । শুভকামনা।।

৬| ০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন:




ঝাঁঝালো রোদ
ক্ষীণ দৃষ্টিতে তির্যক পথ
সে পথে রয়েছে সমাজ
রয়েছে শত শত লোক।

বিচ্ছিন্ন হয়ে বন্দী জীবনচক্র।
এই সাধারণ;
পুরাতন;
জীবনখানা ভারী লাগে।
ভগ্ন দেহ; অবশ প্রায়।

শরীর বরাবর একটি উদ্যত তলোয়ার
এফোড় ওফোড় করে দিলে
কেমন লাগবে??
কেমন লাগবে তোমার?
আমার মতন?
যে যন্ত্রনা আমি পেয়েছি তেমন?
না তার থেকে কিছু বেশি?

তখন কি মনে পড়বে তোমার??
সেই যে দেয়া ভীষণ আঘাতটা??

দীর্ঘ পথ হেঁটে এসেছি;
অর্ধ মৃত মন আর জরাগ্রস্থ শরীর নিয়ে।
কতটা পথ বাকী; জানা নেই।
কোথাও কি কেউ নেই?
কোথাও কি কেউ নেই? ---------------------চমৎকার হয়েছে।

০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩

সামিয়া বলেছেন: পুরো কবিতার পংতি গুলো তুলে দিয়ে ভালোলাগা জানানোর জন্য ধন্যবাদ।
শুভ কামনা

৭| ০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: ভালো লাগলো।
তবে দশে ছয় এর বেশী দিব না।

০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৪

সামিয়া বলেছেন: হাহাহাহ দশ এর ভেতর ছয় পেয়েই আমি খুশি।। :)
আপনি তো বেশ মজা করে কথা বলেন, আগে খেয়াল করিনি!!!!

ভালো থাকুন ভাইয়া ধন্যবাদ।।

৮| ০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১

ময়না বঙ্গাল বলেছেন: আনন্দ চঞ্চল নৃত্য
অঙ্গে অঙ্গে বহে যাক
হিল্লোলে হিল্লোলে
যৌবন পাক সম্মান বাঞ্চিত সম্মিলনে -একটি রবীন্দ্র পঙতি

০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫

সামিয়া বলেছেন: দারুন!!!! রবীন্দ্র পঙতি।।
অনেক ধন্যবাদ , শুভকামনা।।

৯| ০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩২

নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগল সামিয়া আপু

০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ নূর-ই-হাফসা

১০| ০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৪

জাহিদ অনিক বলেছেন:

শরীর বরাবর একটি উদ্যত তলোয়ার
এফোড় ওফোড় করে দিলে
কেমন লাগবে??
কেমন লাগবে তোমার?


ধরে নিচ্ছি, উদ্যত তলোয়ার যার শরীর এফোঁড় ওফোঁড় করে দিবে তিনি কবি নন,
তাই বলা যাচ্ছে তিনি ব্যথা কম পাবেন।
পিঁপড়ে কামড় দিলেও কবিদের ব্যাথার তীব্রতা বেশি।

বাই দ্য ওয়ে, আমি পুত্তুম পিলাচ !
সান্ধ্যকালীন চায়ের নিমন্ত্রণ চেয়ে নিচ্ছি সামিয়া আপু ! :D

০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৪

সামিয়া বলেছেন: কি যে সুন্দর করে কথা বলো তুমি।ছোট ভাই তুমি হয়তো জানোনা কবিদের ব্যাথা যেমন বেশি ব্যাথা সহ্য করার ক্ষমতা ও বেশি, তুমিই প্রথম তুমিই শেষ প্লাস বোধহয়, ব্লগে আমার গল্প কবিতা তেমন কেউ পছন্দ করেনা। যদি শুধু কবিতা অথবা শুধু গল্প লিখতাম তবে এইরকম হতো না। যতদুর ব্লগের পাঠকদের বুঝেছি।

গুলশান এলে জানাইও চা/ কফি পান করিয়ে সাথে পিজ্জা অথবা যে খাবার লাইক কর খাইয়ে পাওনা শোধ করে দেবো ছোট ভাই।।
ধন্যবাদ,
আমার নিউরো Doctor অবশ্য পিজ্জা সহ সব ধরনের ভারি খাবার খেতে নিষেধ করেছেন। সেক্ষেত্রে আমাকে জাস্ট তোমার খাওয়া দেখতে হবে ওহফ নো নো নো :(

১১| ০৯ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

ধ্রুবক আলো বলেছেন: ভালো হয়েছে। লেখার চেষ্টা ভালো ছিলো।

০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৮

সামিয়া বলেছেন: আমি তো লেখার জন্য কোন চেষ্টা করিনা যা লিখি চেষ্টা ছাড়া লিখি, লেখার জন্য চেষ্টা মানে হল লেখাকে বন্দি করে দেয়া, আর লেখা কে বন্দি করলে সেটা হয়ে যায় artificial তাই না!!
সুন্দর কমেন্ট এর জন্য ধন্যবাদ।।

১২| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫০

কুঁড়ের_বাদশা বলেছেন: ইতি আপু,আমি আছি আপনার মত একজন ভাল মানুষ।


কবিতা ভাল হয়েছে+



০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩২

সামিয়া বলেছেন: Thank God!!!
একজন ভাল মানুষকে পাওয়া গেলো!! ;) :)

ধন্যবাদ
কুঁড়ের_বাদশা
শুভ কামনা।।

১৩| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫০

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা ভালো হয়েছে ।কবিতার গভীরতা অনেক।



শুভ কামনা রইল।

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৯

সামিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে
শুভকামনা রইলো।
ভাল থাকুন।

১৪| ১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৬

ধ্রুবক আলো বলেছেন: লেখার চেষ্টা মানে লেখাটা গুছিয়ে লিখার চেষ্টা, মনের যে সুপ্ত চিন্তা সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা।
আর লেখা কখনো বন্দি থাকে না।

লেখকরা মনে মনে যত লিখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে কলমে ।
- হুমায়ুন আহমেদ স্যার।

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩০

সামিয়া বলেছেন: প্রতিউত্তরের জন্য ধন্যবাদ।
ভাল থাকুন।

১৫| ১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫

কুঁড়ের_বাদশা বলেছেন:

একজন ভাল মানুষকে পাওয়া গেলো!! ;) :)

এ কথাটা শুনতে ভীষণ ভাল লাগল। :) :)

ধন্যবাদ
কুঁড়ের_বাদশা
শুভ কামনা।।


আপনিও আমাকে আইলসা কইলেন? এ কথা শুনে মনের মধ্যে লোডশেডিং শুরু হয়ে গেল। =p~ বাদশা মিয়া কইলে খুশি হইতাম। :) :)


আমার নিউরো Doctor অবশ্য পিজ্জা সহ সব ধরনের ভারি খাবার খেতে নিষেধ করেছেন। সেক্ষেত্রে আমাকে জাস্ট তোমার খাওয়া দেখতে হবে ওহফ নো নো নো :(

আহারে দুঃখ!! :) :) শুনে চোখে জল এসে গেল। :| :P ডাক্তারের কথাতে বোঝা গেল,আপনি মটু। =p~ আর ফাষ্টফুড খেয়েন না, এখন থেকে একটু ডায়েট করার চেষ্টা করুণ,কিংবা জিম। আগে ছিল স্বাস্থ্য সুখের মুল, এখন গনেণ উল্টে গেছে। :) স্বাস্থ্য সমস্ত অসুখের মুল। :) আপনার প্রোফাইল পিকে আপনাকে নায়িকাদের মত লাগে। :)

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪০

সামিয়া বলেছেন: ছোট ভাই আমি কিন্তু লিখেছি আমার নিউরো ডাক্তার, নিউরো মানে স্নায়ু মানে মাথার যন্ত্রপাতি বুঝলা।
ডাক্তার আমাকে ওসব খেতে নিষেধ করেছেন তার মানে আমি মটু এরকম ভাবলে তুমি কোন জামানায় পরে আছো বলতে চাইছি না। আমার রক্ত কনিকার উপাদান গুলো এলোমেলো হয়ে গেছে, সেই জন্য যে মেডিসিন দিয়েছে ওটা কাজ করে যেন তাই এই restriction. বুঝছোো?????

আমি নায়িকাদের মতন দেখতে শুনে আমি তো খুশি হবনা কারন ওদের সুন্দর তো কৃত্তিম। :(

ভাল থেকো।

১৬| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৬

করুণাধারা বলেছেন: কবিতা ভাল হয়েছে।
+++

১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৮

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় আপু।
ভাল থাকবেন।

১৭| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৭

এম ডি মুসা বলেছেন: ভাল লাগা +++

১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০০

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মুসা। ভাল থাকুন।।

১৮| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৭

আহমেদ জী এস বলেছেন: ইতি সামিয়া ,




কেউই কোথাও থাকেনা কারো জন্যে , দেখেনা বুকের ভেতর এফোড় ওফোড় করা তলোয়ার !

দীর্ঘপথ হেটে আসা কবির মর্মযাতনায় সুনীলের কবিতার এই লাইন দুখানা মনে পড়লো -----
" আমি কীরকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ
এই কী মানুষজন্ম? নাকি শেষ............"

অনেকটা ভালো লিখেছেন ।
শুভেচ্ছান্তে ।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১৫

সামিয়া বলেছেন: সুনীলের এই কবিতাটা আমার প্রিয় অনেক।
আমি আবৃত্তি করে ভিডিও ফাইল ও করেছিলাম কবিতাটি দিয়ে।


যাই হোক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন।

১৯| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২০

কথাকথিকেথিকথন বলেছেন:



হৃদয়ের মধ্যে সবাই একা । ওখানে কেউ নেই, যা অনুভব করি তা ভ্রম !

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৫

সামিয়া বলেছেন: একদম ঠিক!

অনেক অনেক ধন্যবাদ কবি।
শুভ কামনা

২০| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫২

ইমতিয়াজ মাসুদ বলেছেন: দিনশেষে কোথাও কেউ থাকেনা.।.।.।.।

১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৮

সামিয়া বলেছেন: একদম ঠিক।।
ধন্যবাদ।।

২১| ১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

কুঁড়ের_বাদশা বলেছেন: ইতি আপু,একটা আনন্দের খবর আছে। এখন আমি নিরাপদ ব্লগার।

ছোট ভাই আমি কিন্তু লিখেছি আমার নিউরো ডাক্তার, নিউরো মানে স্নায়ু মানে মাথার যন্ত্রপাতি বুঝলা।
আপনার প্রতিউত্তর দেওয়ার স্টাইল দেখে এখন বুঝেছি। আমারও মাথার যন্ত্রপাতি ঘুরাচ্ছে। আচ্ছা,আপনার রাগ উঠলে আশে-পাশে কতমাত্রায় ভূমিকম্প শুরু হয়? :) তবে আপনার রাগগুলো ভীষণ এনজয় করার মত; আই লাইক ইট’স!! মজা লাগে ভীষণ।অকারণে,আপনার যত হতাশা। তার পিছনে একটাও যৌক্তিক কারণ নেই। আপনি অদ্বিতীয় আজব একটা মানুষ।যদি আমার অনুমান ভুল না হয়ে থাকে।তবে এটাই সত্য। এবং অতি মাত্রায় আবেক প্রবণ মানুষদের মধ্যে আপনিও একজন।

আমি নায়িকাদের মতন দেখতে শুনে আমি তো খুশি হবনা কারন ওদের সুন্দর তো কৃত্তিম।

আমি জানি, মুটু ও নায়িকা আপনাকে রাগনোর জন্য বলা হয়েছে। :)তবে আপনি ন্যচারাল সুন্দরী। আর কিছু লিখমু না আইলসামি লাগে ।ভুল হলে ক্ষমা প্রাথী।

১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২১

সামিয়া বলেছেন: তুমি এখন থেকে নিরাপদ ব্লগার এইটাই আসল কথা। অভিনন্দন রইলো।।
আর
আমার সম্পর্কে এত এত কথা কই থেকে জানলে তুমি???
টিনের চালে কাঁক!!!!!!!
আমিতো অবাক!!!!!! :) :) :)
ভালো থেকো অনেক অনেক শুভকামনা।।

২২| ১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩২

কুঁড়ের_বাদশা বলেছেন:

আপনাকে নিয়ে আমার প্রথম গবেষণায়,তাহলে খানিকটা সফলতা লাভ করলাম। :) কুঁড়ের বাদশাদের একটু কল্পণা শক্তি বেশি হয়; এখন আমার এ কল্পনা শাক্তি দিয়ে আপনাকে একটু আবিস্কার করার চেষ্টায় আছি।
তাতে অবাক হওয়ার কিছু নেই। :)

১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৪

সামিয়া বলেছেন: =p~ =p~ =p~

২৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬

কুঁড়ের_বাদশা বলেছেন:
সরল মনে, একটা সত্য কথা বললাম, আর আপনি দেখি হেসে কুটি-কুটি!! ঘটনা কি কবি? =p~

১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৪

সামিয়া বলেছেন: কোন ঘটনা নাই সরল মানুষ :)

২৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

মলাসইলমুইনা বলেছেন: কোথাও কি কেউ নেই ? এই প্রশ্ন কেন ? আমরা পাঠকেরাতো কবিতার পেছনেই আছি |আমার প্রশ্নটা কিন্তু অন্য -এটা কি আপনার লেখা কবিতা ? নাকি কোথা থেকে আপনার ফটোর মতো তুলে এখানে দিয়েছেন? কবিতা ছবির মতো সুন্দর হয় কিনা জানিনা, আপনার এটা হয়েছে | তাই কনফিউশন | অন্যরা আগেই বলেছেন কবিতা নিয়ে |আমার সব কথাই ওগুলোতে আছে তাই আর নিজে থেকে কিছু বললাম না |ধন্যবাদ নিন |

২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৭

সামিয়া বলেছেন: বেশ ভিন্ন একটা মন্তব্য ।
পড়তে ভাললেগেছে।।
আমার ভাগ্য যে আমি এমন একজন পাঠক পেয়েছি।।

অসংখ্য ধন্যবাদ।।
শুভেচ্ছা ও শুভকামনা।।

২৫| ২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৯

কুঁড়ের_বাদশা বলেছেন: আমি কি আপনাকে নিয়ে গবেষণা শুরু করে দেওয়ার অনুমতি পাবো কিনা ?যেমন,বিখ্যাত লেখক, কবিদের নিয়ে গবেষণা হয়। এখন আপনার বিখ্যাত হতে কতক্ষণ? আপনার ভিতরে অনেক সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে। আপনি একজন লেখক,কবি, ফটোগ্রফার
আমার না জানা আরো যে কত প্রতিভার আছে আপনার ভিতরে!... আর কিছু লিখুম না আলসামি লাগে। আগে প্রতিউত্তর পাই...

২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০২

সামিয়া বলেছেন: তোমার কথা শুনে মনেহয় তোমার আই ডির পেছনে কোন পরিচিত মুখ লুকিয়ে আছে।
গবেষক এবং গবেষকের সাবজেক্ট (ব্যক্তি) এর কাছে আগে আইডেন্টিটি ক্লিয়ার হতে হবে তারপরে গবেষণা। ওকে ছোট ভাই???

২৬| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৮

কুঁড়ের_বাদশা বলেছেন: আপনার কথা শুনে লজ্জা মুখ খানা লাল হয়ে গেলে! :) যদিও আমার লাল কালার পছন্দ না। আপনার কথা কাজের মিল নেই। দাঁড়ান তার প্রমাণ দিচ্ছি। উল্টা আমাকে অবিশ্বাস শুরু করেছেন।ভেবেছিলাম একজন বুদ্ধিমতি নিয়ে একটু গবেষণা করতে সচেতন থাকি আশেপাশের কোন মানুষ কে কষ্ট না দিয়ে কথা বলার। দিলেন কষ্ট আমার মনে। :)

আমি কথা বার্তায় ফ্রেন্ডলি । আড্ডা ঘোরাঘুরি পছন্দ করি, বন্ধুবান্ধবদের পছন্দ করি শত্রু কেও পছন্দ করি। সৎ, সাদাসিধা মানুষ। একটু স্বাধীন টাইপ। মানুষ এর মন বুঝি। সচেতন থাকি আশেপাশের কোন মানুষ কে কষ্ট না দিয়ে কথা বলার। পড়তে ভাললাগে, লিখতে ভাললাগে, ছবি তুলতে ভাললাগে, মানুষের মুখে হাসি দেখতে ভাললাগে। এ কথাগুলো আপনার মিথ্যা, বানোয়াট মনগড়া। :)
মানুষের মুখে হাসি দেখতে ভাললাগে। একদিন আপনাকে জিজ্ঞাসা করেছিলম আপনি কোন সালে এস, এস, সি পাশ করেছেন।বলেননি।
এখন কুঁড়ের বাদশা হতাশ। বরং আমি চলে যাই.... :)

২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২১

সামিয়া বলেছেন: হাহাহাহাহা ।
ছোট ভাই তুমি চালাক আছো বেশ।।

২৭| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬

কুঁড়ের_বাদশা বলেছেন: আমি সহজ-সরল মানুষ ! :) বুদ্ধিমতির কাছে একটু বুদ্ধির দরকার ছিল। :)

২৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৯

মৌমুমু বলেছেন: খুব সুন্দর লিখেছেন সামিয়া আপু।
আপনার প্রোফাইলের Alive লিখাটা uncommon! আপনার ছবিটাও কিউট!
ভালো থাকবেন আপু।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৯

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ডিয়ার, বি হ্যাপি।।

২৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: খুজে পেয়েছেন? :P

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৯

সামিয়া বলেছেন: হু সেইস আই এম সারচিং!!!!!

৩০| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: থট লাস্ট টু লাইন অফ ইওর পোয়েম সেইস সো !

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩

সামিয়া বলেছেন: আই জাস্ট থিংক নট সার্চ । থ্যাংকস,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.