নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

২০২০ সালের মধ্যে প্যাসিফিক মহাসাগরে গঠিত হবে বিশ্বের প্রথম ভাসমান শহর

১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৫



একদিন বাড়ি ফেরার জন্য বাসে ওঠার পর দেখি আমার সাথে সাথে হুড়মুড় করে চারজন বেদের মেয়ে জোছনা উঠেছেন।উনাদের পথে ঘাটে বহুবার দেখেছি , কিন্তু এরকম গায়ে গা লাগিয়ে কখনো বসা হয়নি তাই এদের সম্পর্কে সাধারণ জ্ঞান থেকে শুধু এইটুকুই জানতাম যে তারা নৌকায় বসবাস করেন এবং তাদের জীবন বিচিত্র।



সেই বিচিত্র জীবনের প্রতি আগ্রহ অনুভব করতে করতে দেখলাম প্রায় প্রত্যেকের নাকে খান্দানি বেশর, গলায় সোনার রঙে দানা দানা মালা, খোপা উঁচু করে বাঁধা, সুতির ছাপখোপ কাপড় অদ্ভুত ভাবে পেঁচিয়ে পড়া, হাতে পোটলা, মনে মনে ভাবছি পোঁটলায় কি হতে পারে সাপ! ঠিক সেই সময় একটা পোটলা আমার গায়ে লেগে যাওয়ায় আঁতকে উঠতেই চার বেদে সুন্দরীর ভেতর শ্রেষ্ঠ সুন্দরী বলে ওঠেন কি হইছে? ভয় পান ক্যান? কিছু নাই তো! এমন মিষ্টি সুন্দর মোলায়েম মায়া পূর্ণ কণ্ঠ শুনে অভিভুত হয়ে, ইন্টারনেটে এদের জীবন যাপন সম্পর্কে ঘাঁটাঘাটি করতে গিয়ে এই ভাসমান শহরের খবর পাই।

বিশিষ্ট বিজ্ঞানী এবং আর্কিটেক্টরা নানা পরীক্ষা নিরীক্ষা, আধুনিক যন্ত্রপাতি এবং মেধা খরচ করে এই শহর বানাচ্ছেন, আমাদের দেশে এই ভাসমান শহরের মতন জেলে পরিবারের জীবনযাপন চলছে যুগ যুগ ধরে! তবে কি উনারা আমাদের দেশের নিরক্ষর বেদে কিংবা জেলে পরিবারের কনসেপ্ট চুরি করেছেন! হতেও তো পারে!! :-B



যাই হোক পৃথিবীর উন্নত এই ভাসমান শহরটি গঠিত হবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে,ফ্রেঞ্চ পলিনেশিয়া রাষ্ট্র এবং সান ফ্রান্সিসকোর সিস্টিডিং ইন্সটিটিউট যৌথভাবে মহাসাগরের শান্ত নীল জলের মধ্যেই।



শহরটির নকশা করেছেন সিস্টিডিং ইন্সটিটিউটের প্রযুক্তিবিদ পিটার থেল। দুই’বছরের মধ্যেই শুরু হবে এই শহরের নির্মাণকাজ। এর নকশা প্রস্তুতে সময় লেগেছে পাঁচ বছর। ২০২০ সালের মধ্যেই নির্মাণের প্রাথমিক কাজ শেষ হওয়ার কথা।



অন্য শহরগুলোর মতোই মানুষ এইখানে বাস করবেন। থাকবে নিজস্ব সরকার ব্যবস্থা। ফলে এটি ফ্রেঞ্চ রিপাবলিকের অধীনে থাকবে না। শহরটি গড়ে তুলতে অন্তত ১৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার খরচ হবে বলে মনে করা হচ্ছে। শুরুতে এখানে ২৫০-৩০০ জনের মতো মানুষকে মালিকানা দেয়া হবে। পরে বাড়ানো হবে এর ধারণক্ষমতা। ২০৫০ সালের মধ্যে প্রায় ৬৮ কোটি মানুষ এই ভাসমান শহরে বাস করতে পারবেন।



ঘর, হোটেল, অফিস, এবং রেস্টুরেন্ট সহ প্রায় সবই এইখানে তৈরি হবে।







ভাবছি ফ্লোটিং শহরের জীবনযাপন কেমন হবে, তারা কাজ করতে করতে হাঁটতে হাঁটতে পানি মধ্যে টুপ করে পড়ে যাবেন না?? ঐ শহরে বসবাসের জন্য কি সাঁতার জানা আবশ্যক!? ঘুমাতে ঘুমাতে হঠাৎ যদি দেখে তার ঘর পানির মধ্যে অর্ধেক কাঁত হয়ে গেছে তখন?
ঝড় এলে কি ছোট নৌকার মত দুলবে শহরটি?
টাইটানিকের মত বরফের চাইয়ের আঘাতে এই বিখ্যাত ভাসমান শহর সমুদ্রে তলিয়ে যাবে নাতো??? B:-/

সবশেষে আশীর্বাদ রইলো এই ভাসমান শহরে সবার একটি করে প্রোপার্টি হোক। শুভেচ্ছা।।



যে সব ওয়েব থেকে তথ্য সংগ্রহ করেছিঃ-
World’s First Floating City To Emerge In The Pacific Ocean By 2020, And Here’s How The Life Will Look On It

Footage Of World’s First ‘Floating City’ Has Been Released

Plans For World’s First "Floating City" To Be Built In The Pacific In Two Years' Time

মন্তব্য ৬০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬

কুঁড়ের_বাদশা বলেছেন: ইতি আপু,ভাসমান শহরে কুঁড়ে বাদশাদের জন্য কোন ফ্রি থাকা-খাওয়ার ব্যবস্থা থাকবে? :)

১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৫

সামিয়া বলেছেন: সে তো কুঁড়ের_বাদশা আমার থেকে ভালো জানবে! শত হলেও বাদশা!!!!!

২| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫

আখেনাটেন বলেছেন: বন্যা, পানি, ঝড়-ঝাপটাকে ভয় পাওয়া লোক কোটি টাকা দিলেও এসব শহরে থাকবার চাইবে না। ;)


১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৭

সামিয়া বলেছেন: হুম মানুষ বিচিত্র!!!! কেউ এডভেঞ্চার প্রিয় সাহসী! কেউ বা ভিতু।।
ধন্যবাদ আখেনাটেন

৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাবছি ফ্লোটিং শহরের জীবনযাপন কেমন হবে, তারা কাজ করতে করতে হাঁটতে হাঁটতে পানি মধ্যে টুপ করে পড়ে যাবেন না?? ঐ শহরে বসবাসের জন্য কি সাঁতার জানা আবশ্যক! ঘুমাতে ঘুমাতে হঠাৎ যদি দেখে তার ঘর পানির মধ্যে অর্ধেক কাঁত হয়ে গেছে তখন?
ঝড় এলে কি ছোট নৌকার মত দুলবে শহরটি?
টাইটানিকের মত বরফের চাইয়ের আঘাতে এই বিখ্যাত ভাসমান শহর সমুদ্রে তলিয়ে যাবে নাতো।

হা হা হা

বেদে জীবন সত্যি কেমন অদ্ভুত ! যাযাবর মন, যাযাবর জীবন। আজ এখানে তো কাল ওখানে....
জীবন স্বপ্ন সবই ভাসমান

পোষ্টে +++++++++++

১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩২

সামিয়া বলেছেন: বেদে জীবন নিয়ে মন খারাপ হয়ে গিয়েছে, একবার ভেবেছিলাম ওদের জীবন নিয়ে বেশ কিছু চিত্র বর্ণনা করবো, পড়ে অনেকটা লিখে কেটে দিয়েছি।
ওদের ব্যাপারে অনেক আশ্চর্য সব নিয়ম জানতে পারলাম! বিয়ের উদ্দেশে এক নৌকা থেকে আরেক নৌকায় যা কে বিয়ে করবে তার নৌকায় গেলেই নাকি ওটাকে বিয়ে হিসেবে ধরা হয়, বাপের নৌকায় ফিরে এলে বিয়ে শেষ।
এগারো থেকে তের বছরের মধ্যেই বিয়ে হয়। মুখে তালাক বললেই তালাক হয়। অস্বাস্থ্যকর অস্বাভাবিক জীবন যাপনও।।


সুন্দর কমেন্ট এবং প্লাস এর জন্য আন্তরিক ধন্যবাদ।।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ৬৮ কোটি মানুষ নিয়ে এই শহর ডুবে যাক।

১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৭

সামিয়া বলেছেন: হাহাহাহাহাহাহা
কেন ???

৫| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৫

তারেক ফাহিম বলেছেন: আমি ব্যক্তিগতভাবে তাদেরকে জানার কোতুহল ছিলো।

আপানর পোষ্টে মোটামুটি ধারণা হলো।

১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৭

সামিয়া বলেছেন: যাক , জেনে ভাললাগলো পোস্টটি কারো কাজে এসেছে।
ধন্যবাদ।।

৬| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আরে,দুনিয়াতে এত্ত মানুষ!!! তাই কিছু কমলে খারাপ হয় না। :#)

১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৯

সামিয়া বলেছেন: এভাবে বলবেন না ভাইয়া, সব মানুষের মঙ্গল কামনা করা উচিৎ তাই না আমরা নিজেরাও তো মানুষ!!

ধন্যবাদ।। ভালো থাকুন।।

৭| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৭

এডওয়ার্ড মায়া বলেছেন: আমার জানা মতে, সাগরে প্রথম আর্টিফিসিয়াল আইল্যান্ড তৈরি করে "পাম আইল্যান্ড " নামে একটা শহর তৈরি হয়েছে এবং সেখানে ওয়ার্ল্ডের ধনী ব্যাক্তিরা লাক্সারী ভিলা কিনে নিয়ে অবকাশ যাপন করতেছেন ??

১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪২

সামিয়া বলেছেন: হা আমিও ওটার গল্প শুনেছি, তবে সেটা সাগরের মাঝে বালি ফেলে এবং বিভিন্ন বৈজ্ঞানিক উপায়ে তৈরি করেছে, ওটা ভাসমান সিটি না।।

ধন্যবাদ।।

৮| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ব্যাপার না। ওখানে যদি আমি থাকি এবং সবার সাথে ডুবে যাই তাতেও আফসোস নেই। আবার আত্মহত্যা ভাববেন না। দুর্যোগের উপর তো আর কারোও হাত নেই।

১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮

সামিয়া বলেছেন: হাহ হাহ হা!!! =p~ =p~ =p~
ভালো বলেছেন ।ধন্যবাদ।।

৯| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১২

জাহিদ অনিক বলেছেন:

ভাবতেই ভালো লাগছে, এতগুলো মানুষ পানির মধ্যে বাস করবে। জল দেখবে, জ্যোৎস্না দেখবে। জল ও জোছনায় তাদের মধ্যে কাব্য প্রতিভা জেগে উঠবে, তারা একেকজন হয়ে উঠবে মারাত্মক কবি ! ;)

১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২১

সামিয়া বলেছেন: মাথার মধ্যে কবি বাসা বেঁধেছে দেখছি!!
জল জোছনা আকাশ!!!!!
আহা!
তোমার জন্য একটা রুম বুকিং দিয়ে দেই
কি বল??
টাকা পয়সা পড়ে শোধ করবা।। =p~

ধন্যবাদ

১০| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৮

মহামোহপাধ্যায় বলেছেন: অনেক দিন আগে "Watter World" নামে একটা মুভি দেখছিলাম। কন্সেপটা মনে হচ্ছে কিছুটা সেরকমই।

১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৩

সামিয়া বলেছেন: তা বলতে পারেন, আমার কাছেও সেরকম মনে হয়েছে, মানে চেনা চেনা।
তারপর ঘাঁটাঘাটি করে দেখলাম তারা নাকি কোন সায়েন্স ফিকশন থেকে কনসেপ্ট নিয়ে সেটাকে বাস্তবায়ন করার প্রকল্প হাতে নিয়েছে।।

ধন্যবাদ।।

১১| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৩

ওমেরা বলেছেন: অনেককিছু জানাহল শেয়ারের জন্য অনেক ধন্যবাদ আপু।

১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৩

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ডিয়ার বোন।।
ভালো থাকো।।

১২| ১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৭

করুণাধারা বলেছেন: ভাল লাগল একটানে পড়ে যেতে।

২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫১

সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

ভালো থাকুন। শুভকামনা।।

১৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

গরল বলেছেন: এটা একদিক দিয়ে ভাল যে মানুষের বসবাসের কারণে আর তাদের ব্যাবহৃত জিনিষের তৈরীর কলকারখানার জন্য যে পরিমান চাষের জমি, বন্যভুমি, বিভিন্ন পশুপাখির চাড়নভুমী নষ্ট হচ্ছে তাতে খুব শীঘ্রই স্থলভূমীর স্বল্পতা দেখা দিবে।

২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৩

সামিয়া বলেছেন: একদম ঠিক বলেছেন।।

তবে সব কিছুর একটা সাইড এফেক্ট তো থাকে!!
দেখা যাক কি হয়।।

অনেক অনেক ধন্যবাদ গড়ল, শুভকামনা।।

১৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

মলাসইলমুইনা বলেছেন: ২০২০ কেন ? আমাদেরতো ভাসমান, ডুবো সবধরণের শহর এখনই আছে !

২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৫

সামিয়া বলেছেন: হাহ হাহ হাহ :) :) :)
বেশ বলেছেন।।
আমি তো সেরকম একটা প্রথমেই লিখেছি যে এই কনসেপ্ট আমাদের ভাসমান জেলে কিংবা বেদে পরিবারদের কাছ থেকে ধার করেছে কিনা।।
ভালো থাকুন, ধন্যবাদ।।

১৫| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ ও পাকিস্তানের জন্য দরকার।

২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৫

সামিয়া বলেছেন: একদম ঠিক ভাইয়া।

ভালো থাকুন। ধন্যবাদ।

১৬| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৯

জাহিদ অনিক বলেছেন:

আহা!
তোমার জন্য একটা রুম বুকিং দিয়ে দেই


দিন ! দিন ! আগেভাগে দিয়ে দিন, পরে যদি না পাই !

২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৭

সামিয়া বলেছেন: হেসো না গো কবি ,
এরকম দিন আসতেও তো পারে!!

বুকিং দেয়ার প্রোসেসিং জানার চেষ্টা করছি, প্রোসেসিং টা টাফ না হলেই বুকিং অবধারিত।। :)

১৭| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২৮

আমি তনুর ভাই বলেছেন: দোয়া করি, ঐখানে যেয়ে যাতে লেখালেখি চালাইতে পার

২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৮

সামিয়া বলেছেন: বাহ দোয়া পছন্দ হইছে :) :)

ধন্যবাদ। :)

১৮| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ২:০৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বাহ, দারুণ জিনিস দেখালেন!! :#)

২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৯

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।।
ভালো থাকুন।
শুভকামনা.।

১৯| ২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৫১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভাসমান শহরের কনসেপ্টটা ভালোই মনে হচ্ছে। যে হারে পৃথিবীর জনসংখ্যা বাড়ছে আর জমি কমছে, তাতে আগামী দিনগুলিতে হয়তো এই প্রযুক্তিই আশার আলো হয়ে দেখা দিবে।


ধন্যবাদ বোন ইতি সামিয়া।

২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০০

সামিয়া বলেছেন: একদম ঠিক বলেছেন ভাইয়া।

আপনার মূল্যবান কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ।।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভকামনা।।

২০| ২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৭

কামরুননাহার কলি বলেছেন: ভালো লাগলো পড়ে আপু।

২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০০

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ডিয়ার।।

শুভকামনা।।

২১| ২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ তথ্য প্রমাণ দিয়েছেন আপু, আপনার চেষ্টায় কৃতজ্ঞতা রেখে গেলাম

২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৪

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ নয়ন ভাই।
ভালো থাকুন।।

২২| ২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: মানুষের জীবনটাই তো ভাসমান।
একটা ভাসমান শহর হরে মন্দ কি।

২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৫

সামিয়া বলেছেন: বাহ! বেশ বলেছ ভাই।।
ধন্যবাদ।
শুভ কামনা রইলো ।।

২৩| ২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১০

অ্যাপল ফ্যানবয় বলেছেন: ওখানে কি ইন্টারনেট কানেকশন পাবো ? :-)

২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৭

সামিয়া বলেছেন: সেটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এত এত প্রযুক্তি ব্যবহার যেখানে হচ্ছে সেখানে ইন্টারনেট থাকবেনা এ কেমন কথা!!!

ধন্যবাদ ও শুভকামনা

২৪| ২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯

রাসেল উদ্দীন বলেছেন: আচ্ছা ঐ শহরে আমরা মরে গেলে কবর দেবে কোথায়?

পানিতে ফেলে দেবে নাতো?

২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৭

সামিয়া বলেছেন: সবাইকে তো আর কবর দিতে হয়না, ধর্মভেদে একেক ব্যবস্থা নেয়া হবে, খ্রিষ্টান ধর্মাবলীদের জন্য কফিন এবং আর্টিফিশিয়াল কবর কিংবা কফিন রাখার ঘর করা হবে , হিন্দুদের জন্য লাশ দাহ করার জন্য কংক্রিটের একটা প্লেস হলেই হয়।
আমাদের মুসলিমদের নিয়ে চিন্তা আমার মনে হয় পৃথিবীতে যতদিন মাটি থাকবে ততদিন মাটিতেই দাফন করা হবে। অদুর ভবিষ্যতে স্থল ভুমি বিলুপ্ত হয়ে গেলে পানিতে ফেলে দেয়ার ই সম্ভাবনা।।
হয়তো শিপে করে লোকালয়ের বাইরের পানিতেই ফেলে দেবে, লাশ যেন ভেসে না ওঠে সেই জন্য নারায়ণগঞ্জের সাত খুনের কায়দায় লাশের শরীরে কংক্রিট ও বেঁধে দিতে পারে ।। /:)

ধন্যবাদ /:)
এমন বুদ্ধিদীপ্ত প্রশ্ন করার জন্য।। /:)
শুভেচ্ছা।।

২৫| ২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:
মহাসাগরে গঠিত হবে বিশ্বের প্রথম ভাসমান শহর এর আইডিটা তাহলে আমাদের দেশে বেদের কাছে থেকে নেওয়া ।। ভালো বলেছেন।। :) :)


তথ্যবহুল পোষ্টের জন্য ধন্যবাদ।।

শুভ কামনা রইল।


( ভালো আছেন নিশ্চয়)

২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৮

সামিয়া বলেছেন: আমি ভালো আছি। দিনে দিনে সুস্থ হয়ে উঠছি আলহামদুলিল্লাহ।।

অনেক ধন্যবাদ
এবং শুভকামনা।

২৬| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৫

ভুয়া মফিজ বলেছেন: ২০২০ সালের মধ্যে প্যাসিফিক মহাসাগরে গঠিত হবে বিশ্বের প্রথম ভাসমান শহর আপনি নিশ্চিত? দেখি প্রোপার্টি এজেন্টকে বলে রাখি, একটা বাড়ীর বুকিং দিয়ে রাখুক!!!
খবরটা দেয়ার জন্য অনেক ধন্যবাদ।

২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩

সামিয়া বলেছেন: বাড়ি বুকিং দেয়ার আগে ভাবুন, আমি তো লিখেছি হাটতে হাটতে টুপ করে পানিতে পড়ে যেতে পারেন, ঘুমের মধ্যে ঘড় কাত হয়ে যেতে পারে পানিতে, ঝড় এলে দুলতে পারে বাতাশে, বুকিং দেয়ার আগে বরফ মাথায় চিন্তা করে তবেই সিদ্ধান্ত।।
হাহা ধন্যবাদ ভাইয়া। ভাল থাকুন।

২৭| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৬

সাহসী সন্তান বলেছেন: সম্পূর্ণ নতুন একট তথ্য জানলাম। ঐখানে গরিবদের জন্য কোন ব্যবস্থা নাই? মানে ছোট খাটো কোন চৌচলা টাইপের একটা কিছু হইলেই হইতো আরকি! ;)

পোস্টে ভাললাগা। শুভ কামনা জানবেন!

২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩০

সামিয়া বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে পেয়ে আমার ও ভাললাগছে।।
আপনি ওখানকার কোন প্যালেস এ থাকেন সেই দোয়া রইলো।।

ধন্যবাদ ও শুভকামনা।।

২৮| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১৯

মনিরা সুলতানা বলেছেন: পছন্দ হইছে ইতিমনি !!!
"একটু খানি হাওয়াতেই ভেসে যাওয়া শুকনো বাঁশ পাতার মত জীবন চেয়েছিলাম আমি "

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪

সামিয়া বলেছেন: সুন্দর মন্তব্য ।।
শেষের লাইনটি হৃদয় ছুয়ে গেলো।
অনেক অনেক ধন্যবাদ আপু।
শুভকামনা।।

২৯| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৫৬

ফেরদৌসা রুহী বলেছেন: আমি ওখানে থাকতে চাইনা।

হঠাত ঘুম থেকে উঠে দেখবো রুমে সাপ ঢুকে বসে আছে, অথবা হঠাত ঝড়ে কই ছিটকে যাই তার ভরসা নাই।

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪

সামিয়া বলেছেন: ঠিক ঠিক :) :) :)
ধন্যবাদ আপু।।
শুভকামনা।

৩০| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬

ফয়সাল রকি বলেছেন: ২০২০ এর পরে একবার ঘুরে আসতে হবে....
(সশরীরে সম্ভব হবে না, তাই ইন্টারনেটে আর কি)

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫

সামিয়া বলেছেন: হাহাহা আসলেই।। :)
ধন্যবাদ ও শুভকামনা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.