নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

টুকরো কথা

২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৩


আমরা কিছু না জেনেই অন্যদের সম্পর্কে যাচ্ছেতাই একটা সিদ্ধান্তগ্রহণ করি। বেশিরভাগ সেটা হয় মানুষটি কে ছোট করে সস্তা ধরনের সিদ্ধান্ত। কিন্তু এটা ঠিক না, একদমই ঠিক না, খুব বেশি হলে আমরা তার নামটা জানি তার ছবি দেখি, দেখা হলে বাইরের তাকে দেখি, তার ভেতর কিন্ত দেখিনা, তার বিপদ তার ই, আমরা কজনই বা তার পাশে থাকি, তার বিপদে সাহায্য করি, খুব বেশি হলে জানতে চাই কেমন আছে এর বেশি কিছু না, তাছাড়া মানুষ হিসেবে সবাই সবার শ্রদ্ধা এবং সন্মান প্রাপ্য। আমাদের কি অধিকার! কিশের অধিকার আরেকজনের উপর আমাদের নিজস্ব রুচি ইচ্ছা পছন্দ চাপিয়ে দেয়ার, কোন অধিকার নেই।
নিজে মানসিক ভাবে সুস্থ থাকুন ভাল থাকুন আরেকজনকে ও ভাল থাকতে দিন। সার্থপর হওয়া কিংবা মন ছোট করা, অন্যকে ছোট করে দেখা, নিজেকে বড় করা, অন্যের পায়ে পায়ে দোষ ধরা, নিজের ভুল নিজের দোষকে গুন ভাবা, এগুলো অনেক সহজ আর বাজে এবং অসুস্থ অভ্যাস। এগুলো পরিত্যাগ করা বাঞ্জনীয়।

সব দিনের একটা শেষ দিন আছে, হোক সেটা বিপদের, ঝামেলার,কষ্টের কিংবা আনন্দের।। এই সব দিন মানুষের জীবনে চক্রাকারে চলতে থাকে, চলতে থাকে, চলতে থাকে, চলতে থাকে। জীবন মানে চক্রের ভেতর ক্রমাগত ঘুরপাক খাওয়া কেবল মাত্র। দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সপ্ন, সুখ, শান্তি, পরিবার এসব কিছু হল এই সাধারণ চক্রের একেকটি উপাদান।

কাউকে মাথায় তুলবার সময় মনে রাখতে হবে, যাকে মাথায় তোলা হল সে যখন সেই কৃতজ্ঞতা ভুলে;.তার নিজের সার্থে সেই মাথায়ই ছোবল মারতে আসবে! তখন এক মুহুর্ত দেরি না করে যেন মাথা থেকে ছুড়ে ফেলা যায় সেই ভাবে মন শক্ত রাখতে হবে, সবার আগে নিজের সেফটি;
তারপর মায়া।

কথা এমন ভাবে বলা উচিত না যে অপরের মনে নেতিবাচক ধারনা হয়। আমরা একজন আরেকজন কে চাইলেই সব আনন্দ বণ্টন করতে পারিনা, কিন্তু ভাল ভাল কথামালা ঠিকই শোনাতে পারি, পাখি উড়ে যায় পড়ে থাকে পালকের মতই, জীবনের ধাপে ধাপে নানা মানুষ আসে যায় থেকে যায় কথা, একে অপরের সাথে এমন ভাবে কথা বলা উচিত না যেন আপনার কথা মনে হতেই আপনাকে গালাগালি করবে বরঞ্চ এমন ভাবে বলা উচিৎ যেন আপনার অনুপস্থিতিতে আপনাকে শ্রদ্ধা ভরে স্নেহ ভরে মনে করবে মনে রাখবে। আপনার কথা থেকে একটা মানুষকে নিরাপদ রাখা আপনারই দায়িত্ব।
তাছাড়া কখন কার সাথে যে জীবনে শেষবারের মত কথা হচ্ছে আমরা কি বলতে পারি!!

জীবনে জেদ থাকা ভালো কেননা জেদিরাই সফল হয়, আর সেই সফল হওয়ার জন্য এর ওর গায়ে পরগাছার মত বেয়ে বেয়ে হয় না যা হয় নিজের পরিশ্রমেই হয়, নিজের চেষ্টায় হয়।
যে বাচ্চা খেলনা চাই বলে সারাদিন জেদ ধরে বসে থাকে তার জন্য খেলনা কোন না কোন ভাবে ম্যানেজ করা হয়ই, আর যে বাচ্চা জিদ ধরেনা তার জন্যে কেউ চেষ্টাই করেনা তার পছন্দের জিনিসটি দেয়ার।
আমার ইউনিভার্সিটির এক স্যার বলেছিল, কোথাও ঢিল ছুড়তে চাইলে তোমার লক্ষ্য বরাবর নয়; কমপক্ষে দুই হাত সামনে ছুড়তে চেষ্টা করবে, তাতে করে তোমার লক্ষ্য বরাবর না পড়লে ও অন্তত কাছাকাছি তো পৌছাবে,
বলছিলাম সফল হওয়ার কথা, সফল হতে চাইলে জেদ এর পাশাপাশি আরেকটি যে প্রধান উপাদান লাগবে তার নাম হল পরিশ্রম শুধু পরিশ্রম।।

কাউকে যদি একটা কথা বললে দশটা/ বিশটা/ তিরিশটা উত্তর দিয়াও ক্ষান্ত না হয় তাহলে বুঝবেন আপনি নিঃষঙ্গ বেকার আধা পাগল পুরুষ/ মহিলার খপ্পরে পড়েছেন, তখন দেশ বাঁচাও গাছ লাগাও এর মতন জান এবং সময় বাঁচাতে তার সাথে আর টু শব্দ ও করতে যাবেন না।

মন্তব্য ৩৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২২

কুঁড়ের_বাদশা বলেছেন: ইতি আপু :P বর্তমান সময়ে শেখার কোন শেষ নেই, জ্ঞানের কোন দাম নেই। :)

সফলতার গল্প পড়ো না কারন তা থেকে তুমি শুধু ব্যর্থতা পাবে। ব্যার্থতার গল্প পড় তাহলে সফল হওয়ার কিছু ধারনা পাবে।
--- এ পি জে আবদুল কালাম।
জ্ঞানী লোক সবসময় তার সীমবদ্ধতা সমেন্ধ জ্ঞান রাখেন।এখানে যদি কেউ তার নিজের খেয়ে আমার পায়ে পায়ে দোষ ধরে,তাহলে আমার ক্ষতি কি? বরং সে আমার জন্য ভুলগুলো শুধরে দেওয়ার শিক্ষক। নিজের ভুল নিজের চোখে পড়ে না। আর মানুষ ভুল থেকে শিক্ষা নেয়, এটাই স্বভাবিক ঘটনা। আমি নাহয়,সে ভুলগুলো শুধরে নিতে চেষ্টা করবো। এখানে আমি কারো উপরে না, আমি কারো নিচেও না- এটাই আত্নবিশ্বাস।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪

সামিয়া বলেছেন: ভালো বলেছ, ধন্যবাদ ভাই।।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জীবন বোধে সুন্দর কথাগুলো সত্যিই সবার মনে রাখা চাই। ভাল লাগা থাকল।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।। শুভকামনা।।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: ভালো কিছু উপদেশ করেছেন। পড়ে ভালো লাগলো।

পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি । :)

২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫

সামিয়া বলেছেন: অজস্র ধন্যবাদ ভাইয়া।

ভালো থাকুন।।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩০

ওমেরা বলেছেন: খুব সুন্দর জীবনে ধারন করতে পারলে লাভ ছারা ক্ষতি হবে না । অনেক ধন্যবাদ ভাইয়া ।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫

সামিয়া বলেছেন: ধন্যবাদ ওমেরা

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩১

ওমেরা বলেছেন: সরি আপু !

২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫

সামিয়া বলেছেন: হাহা ইটস ওকে :)

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫০

কানিজ রিনা বলেছেন: নিজেকে নিজে বিচার করতে পারাটাই সাফল্য,
জ্ঞানী বিবেকবান মানুষই নিজের ভুলগুল
শুধরে নিতে পারে। কয়জন নিজের ভুল
শুধরে নিতে পারে আজ সে মানুষের বড়
অভাব। বেশ ভাল বিশ্লেসন মাঝে মাঝে
এমন লেখা আশা উচিৎ। ধন্যবাদ।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৩

সামিয়া বলেছেন: বেশ সুন্দর বিশ্লেষণী মন্তব্যে ভালোলাগা।।

অসংখ্য ধন্যবাদ আপু।।
শুভকামনা।।

৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৮

নূর-ই-হাফসা বলেছেন: ৫ নাম্বার প‍্যারাটা দারুন লাগলো ।
শেষ প‍্যারাটা পড়ে একটু মজা লাগলো , আমি মাঝে মাঝে ফ্রেন্ড এর সাথে বেশি কথা বলি । ;) তবে এতো বেশি উত্তর দেইনা । :)
কিছু মানুষ থাকে যারা সর্বদা কিছু জিজ্ঞেস করলেই বলে আরে এটা তে লাভ নেই , কিছুই হবেনা নিরাশ করে তাদের কাছ থেকে আমি ও দূরে থাকার চেষ্টা করি ।
লেখা টা ভালো লাগলো ।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৫

সামিয়া বলেছেন: থ্যাংক্স প্রিয় বোন আমার।।

৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৮

নতুন নকিব বলেছেন:



সুন্দর পোস্ট! ধন্যবাদ।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৪

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ভাল থাকুন।

৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা,হা... পরিশ্রম যদি সাফল্যর চাবি কাঠি হতো, তাহলে বনের রাজা সিংহ না, হয়ে গাধা হতো । :) =p~
আপনার লেখা পড়লাম,তবে আপনার এ পোষ্টে আমি কিছু কথা সাথে একমত আবার কিছু কথা দ্বিমত পোষণ করছি।
আমরা কেহ মহা মানব না,যে নিজের বিচার নিজে করতে পারবো। যেমনটা-উপরের কিছু মন্তব্য পড়ে বুঝলাম। :(

সংসারে সে বড় হয়, বড় গুণ যার।
গুণেতে হইলে বড়, বড় বলে সবে
বড় যদি হতে চাও, ছোট হও তবে।

হরিশচন্দ্র মিত্র বলেছেন। আপনার শেষের লাইনগুলো জন্য। #:-S বিস্তারিত আর লেখলাম না। :( :(

একটা প্রদীপ সবসময় হাজারও প্রদীপ জ্বালানোর ক্ষমাতা রাখে। আর প্রদীপ সবসময় উচু থেকে আলো দেয়।টমাস আলভা এডিসন নাম কার না জানা, তাকে একবার একজন জিজ্ঞাসা করা হয়েছি। আপনি জীবনে কতবার ভুল করেছেন। তিনি উত্তর দিয়েছিলেন ১০ হাজার। সে বলল ১০ হাজার!! তাহলে, তো আপনার মাথায় কোন বুদ্ধি নাই। আচ্ছা, আপনি যে ১০ হাজার ভুল করলেন । এটা কি আপনার জীবনে কোন উপকারে এসেছে? টমাস আলভা এডিসন উত্তর দিলে হ্যাঁ, ১০ হাজার ভুলের ফলে ১০ হাজার নতুন বুদ্ধি আমার মাথায় এসেছে। যাহোক, অনেক বক বক করে ফেললাম ।জীবনের তিক্ততার স্বাদ না বুঝলে জীবনটা সঠিক উপলব্ধি করা যায় না। জীবনে প্রতিকূলতা থাকবে। আর একটা মানুষ সবার কাছে ভালো হবে এমনটা ইতিহাসে কোথাও নেই। আবেগ দিয়ে নয় সবসময় নিজের বুদ্ধি দিয়ে।নিজেকে আবিস্কার করে নিতে। বাকি সবাই আমাকে কে কি ভাবে দেখছে। অনেক কথা বলে ফেললাম । ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার জীবনের সফলতা কামনা করি।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৩

সামিয়া বলেছেন: আমি পরিশ্রম করেই চলি এবং যা হয়েছি পরিশ্রমের জন্য হয়েছি মামার জোর ছাড়া, তাই আমি পরিশ্রমের পক্ষে। আপনি মানুষের সাথে মানুষের তুলনা করুন সিংহের সাথে না ওকে,
আর জীবনে কোন অলস কে উন্নত করতেও দেখিনি, আপনি দেখে থাকলে সেটা আপনার দেখার ভুল। পুরো কমেন্ট পড়ে রিপ্লে দেইনি, সরি ভাইয়া, for hurt.. :)

Thanks

১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: লেখাটা পড়ে আমি মুগ্ধ !!

ধন্যবাদ বোন সামিয়া।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

ভাল থাকুন ভাইয়া।

১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:



সবই ঠিক বলেছেন, কিন্তু আপনার সমস্যা কোথায়?

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

সামিয়া বলেছেন: সব ঠিক বললে আবার সমস্যা বলছেন কেন??

১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৩

তারেক ফাহিম বলেছেন: উপদেশ ভালো লাগলো।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯

সামিয়া বলেছেন: হাহা


ধন্যবাদ

১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪০

ট্রাম্প বিন পুতিন বিন হিটলার বলেছেন:






পুতিন বলছেনঃ যথার্থ বলেছেন।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০০

সামিয়া বলেছেন: ধন্যবাদ পুতিন
ভাল থাকুন।

১৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৮

জাহিদ অনিক বলেছেন:

মানুষ নিজের অজান্তেই অন্যের উপর প্রভাব ফেলতে চায়
কেউ ডমিনেট করতে চায়
কেউ ডমিনেটেড হতে চায়।

কেউ করে আনন্দ পায়, কেউ হয়ে আনন্দ পায়।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০১

সামিয়া বলেছেন: কেউ ডমিনেট হয়ে আনন্দ পায় না লোল। সবাই করতে চায়।


ধন্যবাদ, ভাল থেকো।

১৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৫১

মলাসইলমুইনা বলেছেন: আপনার লেখাটা খুব সুন্দর হয়েছে | কিন্তু মুশকিল হলো আমরা নিজেরাই যখন ঝামেলায় পড়ি তখন এই কথাগুলো ভুলে যাই বা মনে রাখতে চাই না | জেদ থাকাটা আসলে খুবই দরকার জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে আবার সেই জেদটাকেই আমরা জীবন ধ্বংস করার হাতিয়ার বানিয়ে ফেলি (একটা যুৎসই উদাহরণ হতে পারে আমাদের দেশের রাজনীতি আর আমাদের ক্রমাগত পিছিয়ে যাওয়া উন্নয়নের সব সূচক থেকে) | আমরা খুব সহজেই ভুলে যাই আমাদের পেছনের কথা | থর্টন ওয়াইল্ডের পুলিৎজার পুরস্কার পাওয়া একটা নভেল হলো "আওয়ার টাউন" | এর মূলগল্পটা হলো এক শহরের এক খুব নীতিবান এক মানুষ থাকেন (লেখক সম্ভবত) |শহরের সবাই তাঁকে খুব শ্রদ্ধা করে ভালোবাসে | তার মৃত্যুর পর অনেক দিন সবার মন খারাপ | তারা চশমা, লেখার কলম, ছাতা, বই সব স্বারক হিসেবে সাজিয়ে রাখে তার বাড়িতে | সময়ের সাথে এক সময় সবাই ভুলে যেতে থাকে লেখককে | এক সময় সবাই তার বাসা থেকে তার স্বারকগুলো -লেখার কলমটা, বইগুলো সব নিয়ে চলে যেতে থাকে | গল্পের মূলটা হলো আমরা ভুলে যাই বা মনে রাখতে পছন্দ করি না যা আমাদের ইচ্ছের বিরুদ্ধে যায় | তখন সব ভুলে আমরা আমাদের ইচ্ছে অনুযায়ী কাজ করি | আমাদের সবারই এমন হয় তাই আপনি যে কথাগুলো বললেন সেগুলো সবই খুবই জরুরি জেনেও আমরা মনে রাখতে পছন্দ করি না | আর তাতেই যত ঝামেলা | সুন্দর লেখার জন্য আবারো ধন্যবাদ |

২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৪

সামিয়া বলেছেন: এত সুন্দর কমেন্টের পর আর বলার কিছুই থাকেনা, সব সুন্দর কথা তো আপনিই বলে দিয়েছেন।
ভাল থাকুন অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা এবং ধন্যবাদ।।

১৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দার্শনিক টাইপ কথা বার্ত্তা, বেশ ভাল লাগলো ---

২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫

সামিয়া বলেছেন: ভাইয়া অনেক ভাল থাকুন ধন্যবাদ, ভাল থাকুন।

১৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫

শায়মা বলেছেন: এত এত সত্যকথন কই থেকে পেলে আপুনি!!!!!!!
প্রিয়তে রাখলাম আরও বিশ্লেষন করার জন্য! :)

২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮

সামিয়া বলেছেন: আপু এগুলা আমি নিজে নিজে চলতে ফিরতে নানা রকম হোচট খেতে খেতে রিয়ালাইজ করেছি।। :) :)

ধন্যবাদ আপু ভাল থেকো।।

১৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৮

আখেনাটেন বলেছেন: জীবনে জেদ থাকা ভালো কেননা জেদিরাই সফল হয়, আর সেই সফল হওয়ার জন্য এর ওর গায়ে পরগাছার মত বেয়ে বেয়ে হয় না যা হয় নিজের পরিশ্রমেই হয়, নিজের চেষ্টায় হয়। -- খাঁটিকথা।

স্মার্টওয়েতে পরিশ্রম করে সফল হয় নি এই রকম মানুষের সংখ্যা জিরো।


আর কথার কথা যা বলেছেন সেটাও ঠিক। কথা মানুষকে যেমন সুপথে আনে, তেমনই বিপদে ফেলে, মনে ঘৃণার সঞ্চার করে, আরো নানারকম নেগেটিভিটি অানয়ন করে। তাই কথা বলার ক্ষেত্রে সকলের নিজের জিহ্বার প্রতি বেশি উদারতা দেখানো উচিত না। এতে নিজে সাময়িক তৃপ্তি লাভ করলেও, লং টার্মে নিজের ব্যক্তিত্বের বারোটা বাজিয়ে দেয়।


ভালো লেগেছে আপনার উপলব্ধিটুকু।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫০

সামিয়া বলেছেন: সুন্দর বিশ্লেষণ মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।


ভালো থাকুন সব সময়। শুভ কামনা।।

১৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন:



মানুষের জীবনে সফলতা এবং ব্যার্থতা একটি স্বাভাবিক প্রক্রিয়া । কিন্তু যারা বিনা কারণে অন্যের পেঁছনে লেগে থাকে, গীবত করে, মিথ্যে কথা ছড়ায়, না জেনে ধারণার উপরে বিশ্বাসী হয় এরা মূলত সফলতা কিংবা ব্যার্থতার দিকে হাঁটে না । এরা সংকীর্ণতার দিকে হাঁটে ।


লেখা ভাল লেগেছে ।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩

সামিয়া বলেছেন: বাহ চমৎকার মন্তব্য।।


শুভকামনা নিরন্তর।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.