নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

বইমেলা ২০১৮ \'তে আসবে আমার প্রথম উপন্যাস "অন্বেষা"

২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৭



বইমেলা ২০১৮ আমার জীবনে অনেক অনেক স্পেশাল। কেননা এবার প্রথমবারের মতন প্রকাশিত হতে যাচ্ছে আমার প্রথম উপন্যাস অন্বেষা। প্রকাশনী : এক রঙ্গা এক ঘুড়ি প্রকাশন।
প্রচ্ছদ শিল্পী নবি হোসেন।

এই বছরটা ছিল আমার জীবনে ভয়ংকর রকম কষ্টের।
এই বছর আমাদের পরিবারে প্রথম বিচ্ছেদ আমার মেঝো বোনের মৃত্যু। সেই ঘটনার সূত্র ধরে বাবার স্ট্রোক, বাবা অবশ্য আগের থেকে সুস্থ। আপুর অকালে চলে যাওয়া মেনে নিতে এখনো কষ্ট হয়।
যদিও ফ্যামিলির সবার ছোট হওয়ায় খুব আদরের পরিবর্তে অবহেলায় বেড়ে ওঠা আমি পরিবারের সবার সাথে থেকেও অনেক দুরে সরে গিয়েছিলাম, আমার সম্পর্কে সোশ্যাল সাইটের মানুষ যা জানে আমার পরিবার তাও জানেনা। কোনদিন তারা আমার অসুস্থতা সমস্যা প্রয়োজন বিপদ কিছুই জানেনি, জানতে দেইনা, এসব কিছু করতাম অভিমান থেকে আর এখন করি আমার জন্য যেন চিন্তা না করে সে কারনে।

এই যে আমি লিখি, বের হওয়া বই এর সংখ্যা কিছুই জানেনা তারা। আমার ধারনা আমার সব কিছুই তাদের কাছে তুচ্ছ।

৮ মাস আগের কথা, মেঝ আপু প্রশ্ন করলেন তোর নাকি বই বের হয়েছে? প্রশ্ন শুনে অপ্রস্তুত আমি। কি বই উপন্যাস? বললাম আগামী বইমেলায় উপন্যাস লিখব আপু। সে বললো আমি যাবো তোর বই কিনতে। তার কথা শুনে ভেতরে ভেতরে কি যে খুশি হলাম বললাম আমি সংগে করে নিয়ে যাবোনে।

সেই মেলা বছর ঘুরে এলো কিন্তু আপু ফাঁকি দিয়ে হারিয়ে গেলো দূর অজানায়।।

সরি টু অল বইয়ের আপডেট লিখতে গিয়ে কিছুই লিখতে পারলাম না।
সবাই পাশে থাকবেন আশা করি।
জীবন অনেক ছোট আর এইটুকু জীবনে অনেক বিচ্ছেদ অনেক পাওয়া না পাওয়া অনেক আহাজারি আর কষ্ট সহ্য করতে হয়। তারপর ও জীবন সুন্দর।



মন্তব্য ১০৬ টি রেটিং +১৫/-০

মন্তব্য (১০৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৪

শায়মা বলেছেন: শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা!!!! :)

২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৫

সামিয়া বলেছেন: আপু পাশে থেকো ।।

অনেক অনেক ধন্যবাদ।।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০০

শাহরিয়ার কবীর বলেছেন: শুভ কামনা রইল ।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯

সামিয়া বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পোস্টটি পড়ে মনে হল আপনি খুব শক্তিশালী ব্যাক্তিত্বের অধিকারী।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪২

সামিয়া বলেছেন: শক্তিশালী!!!! হুম এই রকম ধারনা অনেকেরই হয় কিন্তু আসলে আমি তো দুর্বল, কারো জন্য তো তেমন কিছু করতে পারিনা।
অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০১

আবু তালেব শেখ বলেছেন: নিজের লেখা বই প্রকাশিত হওয়ার আনন্দ খুব। দোয়া রইলো

২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৩

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। শুভকামনা।।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০২

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন আপনাকে। নিরন্তর শুভকামনা।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৩

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৫

অন্তরন্তর বলেছেন: অভিনন্দন এবং শুভকামনা।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৪

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ, ভাল থাকুন।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৩

আখেনাটেন বলেছেন: আপনাকে মনে হচ্ছে খুব দৃঢ় মানসকিতার। সামনে অনেক সাফল্য অপেক্ষা করছে।

শুভকামনা আপনার নতুন বইয়ের জন্য।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৫

সামিয়া বলেছেন: এরকম সবাই মনে করে, কিন্তু ভেতরে ভেতরে তো দরজা বন্ধ করে কাঁদা পাব্লিক।
অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৮

শকুন দৃিষ্ট বলেছেন: আপনার মেজ বোন অন্তর্ধিত - মনটা খারাপ হয়ে গেল শুনে। শান্তনা আর কি দিব - আপনি নিজেই অনেক শক্ত মনের অধিকারিনী - তা আপনার লেখাতেই পাই। প্রার্থনা করি উনি শান্তিতে থাকুন - ঐপারে। তবে, খুশি হলাম যে আপনার বই ১৮-র বই মেলায় আমরা পেতে যাচ্ছি। এক রঙ্গা এক ঘুড়ি - তে ঢুঁ মারার ইচ্ছা থাকল।

আচ্ছা, আপনারা কি অরিজিনেটেড বাই যশোহর, কুস্টিয়া, পাবনা এলাকার? ভাবছেন কেন এমন প্রশ্ন? আপনার এই লেখায় একটি শব্দ আমাকে ভাবাল।

ভাল থাকুন, নূতন বইয়ের জন্য গুভকামনা।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫০

সামিয়া বলেছেন: জানেন আমাকে অফিসে একজন এই প্রশ্ন করেছে, বলে আপনি কি যশোর এর মেয়ে? আবার একটু ঢঙ করে কথা বললে জানতে চায় আমি বিদেশে বড় হয়েছি কিনা। যাই হোক আমি ঢাকার মেয়ে, বাপ দাদার শেকড় ও ঢাকা।
তবে আমার বেস্ট ফ্রেন্ড যশোরের মেয়ে, ওর থেকে কোন শব্দ এসে গেছে হয়ত আমার ভেতর, যদিও ফ্রেন্ড এখন ফিনল্যান্ড চলে গেছে, আমাকে একা ফেলে পাষান মেয়ে একটা।।

অনেক অনেক ধন্যবাদ, ভাল থাকুন।

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২১

নূর-ই-হাফসা বলেছেন: পরিবারের অবহেলা আজ আপনি সফলতায় পরিনত করেছেন । কয়জনে পারে এটা ! আপনি পেরেছেন । সামনের পথ আপনার আরো সফল হোক সেই কামনা করি । এতো দূর এগিয়ে যান যাতে কাছের মানুষ আপনার সান্নিধ্য পেতে গর্ববোধ করে ।
ব ই মেলায় গেলে অবশ্যই আপনার ব ই নিতে ভুল হবে না ।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫২

সামিয়া বলেছেন: বেশ সুন্দর মন্তব্য।। পড়ে মন ভরে গেল, অনেক ধন্যবাদ ডিয়ার। ভাল থেকো, শুভকামনা।।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২২

ডঃ এম এ আলী বলেছেন: সুসংবাদ শুনে খুশী হলাম ।
শুভ কামনা রইল ।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৫

সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া।।

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫২

দুংখবিলাসী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইল , অনেক বছর হোল বই মেলায় যাওয়া হয়নি, এবার যাব এবং আপনার বইটি সংগ্রহ করব। :``>>

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬

সামিয়া বলেছেন: আপনার মন্তব্য পড়েই তো মন ভরে গেলো।।

অনেক অনেক ধন্যবাদ ।।
ভালো থাকুন।।

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৭

খায়রুল আহসান বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা! ২০১৮ থেকে অব্যাহত থাকুক আপনার অগ্রযাত্রা!

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৭

সামিয়া বলেছেন: ভাইয়া আপনারা এভাবে পাশে থেকে আমায় সাহস দিলে আমার দুর্গম পথ অনেক সহজ হয়ে যাবে।।

অনেক ধন্যবাদ ভাইয়া।। ভালো থাকুন।।

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩

ওমেরা বলেছেন: আপু পানিতে দাগ কাটলে যেমন থাকে না তেমনি আপনজনের সাথে কোন কারনে মনমালিন্য হতেই পারে তবে সেটা সাময়িক । আপদ বিপদে তাঁরাই ব্যথীত হবে, আপনার সুখে তাঁরাই সবার আগে আনন্দিত হবে ।

আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপু ।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯

সামিয়া বলেছেন: বেশ গুছিয়ে কি সুন্দর করেই না কথাগুলো বললে তুমি।।আমি সেটা মানি এবং আমি আমার পরিবারের সবাইকে অনেক অনেক ভালোবাসি।।
অজস্র ধন্যবাদ তোমায়।।

১৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২০

আরজু পনি বলেছেন: অনেক অনেক অভিনন্দন, সামিয়া।
বইটির সফলতা কামনা করি।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২১

সামিয়া বলেছেন: এই সাহসটুকু আমার চলার পথে শক্তি জোগাবে আপু।।
অসংখ্য ধন্যবাদ ।।

শুভকামনা নিরন্তর।।

১৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২

ভিনগ্রহের মানুষ বলেছেন: বইটির নাম “অণ্বেষা”। বইয়ের নামটিই বইটি পড়ার জন্য কৌতুহল সৃষ্টি করেছে।
ধন্যবাদ

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৪

সামিয়া বলেছেন: এটি একটি রহস্য উপন্যাস।। সচরাচর কাহিনীগুলো থেকে ভিন্ন কিছুটা।। অন্বেষা আমার প্রিয় একটা নাম।।

অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন।।

১৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:


অনেক অনেক অভিনন্দন; আমরা আছি আপনার পশাে, আমরা আপনার বই কিনবো, পড়বো; আপনার সাফল্যে আমরা উৎসাহিত হবো।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৫

সামিয়া বলেছেন: ওহ ভাইয়া কাঁদাবেন দেখছি।।

এই কথাগুলো আমার চলার পথে অনুপ্রেরণা হয়ে থাকবে আজীবন।।

অসংখ্য অসংখ্য ধন্যবাদ।।

১৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আল্লাহ আপনােক তওফিক দিন শোককে সইবার !

অভিনন্দন অগ্রীম :)

+++

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৬

সামিয়া বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ।। পাশে থাকবেন ভাইয়া।।

ভালো থাকুন।।

১৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

তারেক_মাহমুদ বলেছেন: অনেক শুভ কামনা এবং দোয়া

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৭

সামিয়া বলেছেন: অজস্র ধন্যবাদ।।
ভালো থাকুন।।

১৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:

স্যরি, টাইপো: আমরা আছি আপনার পশাে ---> হবে, আমরা আছি আপনার পাশে

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৭

সামিয়া বলেছেন: বুঝেছি ভাইয়া

২০| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৮

সাদা মনের মানুষ বলেছেন: শুভ কামনা

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৮

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

২১| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২২

মরুসিংহ বলেছেন: একটি ভালো বই প্রকাশিত হওয়া মানে পৃথিবীতে চলে যাওয়ার পরও সুন্দর পদচিহ্ন রেখে যাওয়া। আপনার এই যাত্রারম্ভে শুভেচ্ছা।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৯

সামিয়া বলেছেন: সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ ।।
ভালো থাকুন।।

২২| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৪

সনেট কবি বলেছেন: শুনে খুশী হলাম ।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৯

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

ভালো থাকুন।।

২৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক অভিনন্দন। আপনার সফলতায় আপনাকে ভুলিয়ে যেনো দেয় বিগত সব কষ্ট। অাপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনার বোনটির আত্না ওপারে ভাল থাকুক। আপনার আব্বাও যেনো সুস্থ্য থাকেন।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০

সামিয়া বলেছেন: এত সুন্দর কথা আর দোয়ার জন্য কৃতজ্ঞতা ভাই।।

অনেক ধন্যবাদ।।

২৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৯

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: অনেক অনেক শুভ কামনা রইলো আপনার জন্য। ভালো থাকবেন।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩১

সামিয়া বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ।।

২৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

করুণাধারা বলেছেন: ২০১৮ বয়ে আনুক আনন্দ ও শান্তি- শুভকামনা রইল। চেষ্টা করব বইটা কেনার। আরো কিছু তথ্য দেয়া থাকলে ভাল হত; যেমন কোন বিষয়ের উপর লেখা।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৩

সামিয়া বলেছেন: আমি বইটি সম্পর্কে তেমন কত তথ্য দেইনি বলে দুঃখ প্রকাশ করছি, আশাকরি পড়ে এক পোষ্টে আরও বিশদ বর্ণনা করবো।।

এটি একটি রহস্যপোন্যাস। আশা করি ভালো লাগবে সবার।।

অনেক অনেক ধন্যবাদ।। ভালো থাকুন।

২৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আপনার বই পাঠক নন্দিত আর বিক্রি হোক, সেই শুভকামনা থাকলো।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৩

সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ

২৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৯

প্রামানিক বলেছেন: বইয়ের সফলতা কামনা করি। ধন্যবাদ

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।।

২৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩০

বিজন রয় বলেছেন: ভাল খবর।
অভিনন্দন অগ্রিম।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ
ভালো থাকুন।।
আপনাকে অনেকদিন পর দেখলাম ব্লগে, আশা করি ভালো ছিলেন এতদিন।।

২৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৮

এডওয়ার্ড মায়া বলেছেন: বইটির সাফল্য কামনা করছি।
ইন শা আল্লাহ বইটি সংগ্রহ করব

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬

সামিয়া বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ। আপনারা পাশে আছেন এটাই আমার চলার পথে সাহস।।

ভালো থাকুন।

৩০| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৪

ফাহমিদা বারী বলেছেন: আমার প্রথম বইটিও বেরুচ্ছে 'এক রঙ্গা এক ঘুড়ি' প্রকাশনী থেকে ২০১৮ এর বইমেলাতে। গল্পগ্রন্থ।
শুভকামনা রইলো আপনার জন্য।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭

সামিয়া বলেছেন: তাই বুঝি আপু গ্রেট।

আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা।।

ভালো থাকুন ধন্যবাদ।

৩১| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৭

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আপনার পাশে আমরা ব্লগবাসীরা আছি। পোস্টটা পড়ে মনটাই খারাপ হয়ে গেলো। আপনার প্রথম ভক্তই নেই প্রথম উপন্যাসটা কেনার জন্য।

অনেক বেশি শুভকামনা রইল আপনার বইয়ের জন্য।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯

সামিয়া বলেছেন: কষ্ট লাগে ভীষণ কষ্ট লাগে, প্রিয়জন হারানোর ব্যথা অতি ভয়ঙ্কর , একদম কলিজা পুড়িয়ে দেয়।।

হ্যাঁ আমার প্রথম ভক্ত দূর অজানায় হারিয়ে গেলো।।

কেন এমন হল! মন শান্ত রাখতে ভীষণ কষ্ট হয়।।

আপনাকে অজস্র ধন্যবাদ।।
ভালো থাকুন।।

৩২| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন রইল। সবধরনের পাঠকের মনে ঠাঁই করে নিক আপনার বইটি সেই প্রত্যাশা করি।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪০

সামিয়া বলেছেন: এত সুন্দর উইসিং এর জন্য কৃতজ্ঞতা অফুরান।।

অসংখ্য ধন্যবাদ।।

৩৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অভিনন্দন লেখক কে।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ

ভালো থাকুন।।

৩৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৪১

মলাসইলমুইনা বলেছেন: সামিয়া, বই প্রকাশিত হচ্ছে এই বই মেলায় তাই শুনে আপনার ব্লগে এখন থেকে মন্তব্য করার ইতি টেনে দেব নাকি ভাবছি | এখন বই লেখিকা আপনি | আমার কোনো মন্তব্য পড়ে নাকি আবার বলেন এই আনাড়ি আমার লেখায় কেন মন্তব্য করে ! সেটা বলার আগেই প্রথম প্রকাশিত বইয়ের জন্য আমার শুভেচ্ছা জানিয়ে রাখি |স্লো হোক লেখা একশোটা বই পাবলিশ হবার পর | থামুন লেখায় তার আরো অনেক অনেক এবং অনেক পর | ফাহমিদা আপনাকেও নতুন বইয়ের শুভেচ্ছা |

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৫

সামিয়া বলেছেন: উপরে মোটা ফ্রেমের চশমা নিক এর রিপ্লে লিখতে লিখতে চোখে পানি চলে আসছিলো, সেই চোখে পানি নিয়ে আপনার এইরকম দুষ্টমি কমেন্ট পড়ে হেসে দিয়েছি একদম।।

এই রকমভাবেই আপনাদের সবাইকে পাশে চাই আমি, আপু চলে যাবার পর পৃথিবীটা এত মিথ্যা মিথ্যা লাগে।।


অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো।।

ভালো থাকুন।।

৩৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভ সকাল

অভিনন্দন শুভেচ্ছা ও শুভকামনা 'অন্বেষা'র জন্য

অগ্রিম ইংরেজি নববর্ষের শুভেচ্ছা রইল।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৯

সামিয়া বলেছেন: আপনি দেখি আমার বইয়ের প্রকাশক নীল সাধু ভাইয়ার মতন কথা বললেন, নীল ভাইয়া বইয়ের বিভিন্ন কাজে টেক্সট করলে এভাবে বলে আচ্ছা অন্বেষার জন্য এটা করা যায় না? অন্বেষার জন্য ওটা লাগবে এই রকম।।


আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন বছরের আগাম শুভেচ্ছা।।

৩৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:২৯

সোহানী বলেছেন: ওয়াও দারুন খবর.......... শুভ কামনা সামিয়া।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫০

সামিয়া বলেছেন: থ্যাংকস আপু ।।

৩৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩১

ভ্রমরের ডানা বলেছেন:
অভিনন্দন!!

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ।।

৩৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার জীবনটা সুন্দর হোক। সাফল্য কামনা করছি।

অভিনন্দন।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১

সামিয়া বলেছেন: এত সুন্দর শুভকামনার জন্য কৃতজ্ঞতা।।

অনেক অনেক ধন্যবাদ।।

৩৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০২

কামরুননাহার কলি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপু আপনাকে । তবে আপনার পরিবারের বিচ্ছেদের কথা শুনে খুব খুব কষ্ট পেলাম। আল্লাহ যেনে আপনার আপুকে জান্নাতবাসীনি করেন আমিন।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩

সামিয়া বলেছেন: আমার মেঝ আপু ছিলেন অনেক সহজ সরল স্বামী সংসার এই নিয়ে ছিল পৃথিবী।।
এখনো বিশ্বাস হয়না আপু নেই।।

অনেক ধন্যবাদ ডিয়ার।।

৪০| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন:




ভাঙ্গা গড়ার মাঝে উপন্যাস নিখেছেন । এটা একটা বড় লড়াই বলা যায় । চলুক আপনার জীবন বাঁধাহীন ।

বইয়ের জন্য অনেক শুভ কামনা । বইমেলায় যাওয়া হলে আপনার বইয়ের খোঁজ অবশ্যই করবো ।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৪

সামিয়া বলেছেন: সমবেদনাসুচক কথা গুলোর জন্য কৃতজ্ঞতা।।

অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাহস দেবার জন্য।।
ভালো থাকুন।

৪১| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০২

লক্ষণ ভান্ডারী বলেছেন: প্রিয় লেখিকাকে ক্রিসমাসের পবিত্র শুভেচ্ছা।
জয়গুরু!
PRAY WITH ME NOW TO MAKE JESUS CHRIST YOUR SAVIOR AND YOUR FRIEND.
"Thank you, God, for loving me and sending your Son to die on the cross for my sins. I give Jesus control of my life. Help me to be the person that You want me to be. In Jesus' name, Amen."

যীশু খ্রীষ্টকে আপনার পরিত্রাতা এবং আপনার বন্ধুকে তৈরি করার জন্য আমার সাথে প্রার্থনা করুন।
"ঈশ্বরকে ধন্যবাদ, আমাকে ভালবাসতে এবং আপনার পাপের জন্য ক্রুশে মারা যাওয়ার জন্য আপনার পুত্রকে পাঠানোর জন্য, আমি যীশুকে আমার জীবনে নিয়ন্ত্রণ করি।আপনি আমাকে যে ভাবে চান তা হয়ে উঠতে আমাকে সাহায্য করুন। যিশুর নাম আমেন। "
God knows each of us personally. He loves us and hears and answers our prayers. By learning to be more like Him, we can live with Him again.
Who among us hasn’t asked such essential questions as “Where did I come from?” “Why am I here?” and “What will happen when I die?” Understanding God’s nature and His work allows us to answer these questions by providing us with reasonable, profound insight into our Heavenly Father and into ourselves. The vast family of humankind was created with divine potential and in the image of our Father, who wants His children to thrive, to become like Him, and to return to live with Him. We instinctively desire this same thing; we long for a reunion with a home and family we can’t quite remember.
The idea of God as our Father is not allegorical; it is literal. Our mortal bodies are remarkable scientific wonders and works of art—they are widely diverse, mortal bodies patterned after God’s own glorified, immortal body, as indicated in Genesis 1:26, where God says, “Let us make man in our own image, after our likeness.” And Moses also wrote of having seen God and talking to Him “face to face, as a man speaketh unto his friend” (Exodus 33:11). The New Testament likewise reveals Jesus Christ to have been begotten by God and created in His image. During His life on earth, Christ’s earthly body—which looked like ours—reflected this parentage. We are like our Father and His Son, whose combined work is to help us achieve eternal, exalted life with Them in heaven.

ঈশ্বর আমাদের প্রত্যেকের ব্যক্তিগতভাবে জানেন তিনি আমাদের ভালোবাসেন এবং শুনেন এবং আমাদের প্রার্থনাগুলির উত্তর দেন। তাঁর মত আরো হতে শেখার মাধ্যমে, আমরা তাঁর সাথে আবারও বাঁচতে পারি।
আমাদের মধ্যে কে এমন প্রশ্ন জিজ্ঞেস করেনি যেমন "আমি কোথা থেকে এসেছি?" "কেন আমি এখানে আছি?" এবং "মরে গেলে কি হবে?" ঈশ্বরের প্রকৃতি এবং তাঁর কাজের বোঝা আমাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ দেয় আমাদের স্বর্গীয় পিতার মধ্যে এবং নিজেকে মধ্যে যুক্তিসঙ্গত, গভীর অন্তর্দৃষ্টি সঙ্গে আমাদের মধ্যে মানবজাতির বিশাল পরিবারটি ঐশ্বরিক সম্ভাব্যতা এবং আমাদের পিতার ছবিতে তৈরি করা হয়েছিল, যিনি তার সন্তানদেরকে উন্নত করতে চায়, তাঁর মতো হয়ে উঠতে এবং তাঁর সাথে বসবাসের জন্য ফিরে আসতে চান। আমরা সহজাতভাবে এই একই জিনিস ইচ্ছা; আমরা বাড়িতে এবং পরিবারের সঙ্গে একটি পুনর্মিলনের জন্য মনে রাখতে পারি না।
আমাদের পিতার মতো ঈশ্বরের ধারণা রূপক নয়; এটা আক্ষরিক। আমাদের মরণশীল দেহগুলি অসাধারণ বৈজ্ঞানিক বিস্ময়কর এবং শিল্পকর্মের কাজ - তারা বিস্ময়কর বৈচিত্র্যময়, নিখুঁত জীবিত, ঈশ্বরের নিজের মহিমান্বিত, অমর দেহের মতো, যা আদিপুস্তক 1:২6 পদে উল্লিখিত, যেখানে ঈশ্বর বলেছেন, "আমরা মানুষকে আমাদের নিজেদের মূর্তিতে পরিণত করি, আমাদের মূর্তি পরে "এবং মূসাও ঈশ্বরকে দেখে ও তাঁর সাথে" কথাবার্তা "মুখোমুখি কথা বলে লিখেছিলেন, যেহেতু মানুষ তার বন্ধুকে বলে" (যাত্রাপুস্তক 33:11)। নিউ টেস্টামেন্ট অনুরূপভাবে ঈশ্বরের দ্বারা জন্মগ্রহণ এবং তাঁর ইমেজ তৈরি হয়েছে যীশু খ্রীষ্টের প্রকাশিত। পৃথিবীতে তাঁর জীবনকালে, খ্রীষ্টের পার্থিব দেহ- যা আমাদের মত দেখানো হয়েছে-এই পিতামাতার প্রতিফলিত। আমরা আমাদের পিতার এবং তাঁর পুত্রের মতো, যার যৌথ কাজ আমাদেরকে স্বর্গে অনন্ত, মহামহিম জীবন অর্জনে সহায়তা করতে সহায়তা করে।



Jesus the Good Teacher
It is impossible to read the Gospels without getting a sense of the intensity and passion of Jesus' teachings. He spoke with great authority on spiritual matters, often leaving his detractors tongue-tied and looking foolish. Many of His teachings are disturbing and shake us out of our comfort and complacency. He spoke of loving God above all other things, caring about all other people as much as we care about ourselves, the coming kingdom of God and eternal life.

যীশু ভাল শিক্ষক
যিশুর শিক্ষাগুলির তীব্রতা এবং আবেগ অনুভূতি না নিয়ে গসপেলগুলি পড়া অসম্ভব। তিনি আধ্যাত্মিক বিষয়ে মহান কর্তৃত্বের সাথে কথা বলেন, প্রায়ই তার প্রতিবাদকারীরা জিহ্বা বন্ধ করে এবং বোকা বনে যায়। তাঁর অনেক শিক্ষা আমাদের সান্ত্বনা এবং অপ্রীতিকরতা থেকে আমাদের বিরক্ত এবং ঝাঁকি দিচ্ছে। তিনি অন্যান্য সকলের চেয়ে ঈশ্বরকে ভালোবাসার কথা বলেছিলেন, যতটা আমরা নিজেদের সম্পর্কে যত্ন নিই, ততটা অন্য লোকেদের যত্ন নিই, ঈশ্বরের আসন্ন রাজ্য এবং অনন্ত জীবন।
Jesus the Savior
For those who have accepted the gift of faith, Jesus is much more than a historical figure and a good teacher. He is the Christ, the Savior, the Son of God, who came to Earth to redeem us from sin, establish His spiritual kingdom of God on Earth, and to offer the promise of eternal life. Although He is not now on Earth in bodily form, He is present with us through the power of the Holy Spirit. He is our guide and savior, the source of all our strength, who will lead us through this earthly life and into eternal life beyond. We can talk to Him in prayer. He speaks to us through the Bible and our consciences. He strengthens us with His love.

যীশু পরিত্রাতা
যারা ঈমানের উপহার গ্রহণ করেছে তাদের জন্য যিশু একটি ঐতিহাসিক ব্যক্তিত্ব এবং একজন ভাল শিক্ষকের চেয়ে অনেক বেশি। তিনি খ্রীষ্ট, ত্রাণকর্তা, ঈশ্বরের পুত্র, যিনি পৃথিবীতে আসেন পাপ থেকে আমাদের মুক্তি, পৃথিবীতে ঈশ্বর তাঁর আধ্যাত্মিক রাজত্ব স্থাপন, এবং অনন্ত জীবন প্রতিশ্রুতি প্রস্তাব। যদিও তিনি শারীরিক আকারে পৃথিবীতে নেই তবে তিনি পবিত্র আত্মার শক্তির মাধ্যমে আমাদের সাথে উপস্থিত আছেন। তিনি আমাদের নির্দেশিকা এবং পরিত্রাতা, আমাদের সমস্ত শক্তির উত্স, যিনি আমাদের এই পার্থিব জীবন এবং অনন্ত জীবনের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। আমরা প্রার্থনায় তাঁর সাথে কথা বলতে পারি তিনি বাইবেল এবং আমাদের বিবেচনার মাধ্যমে আমাদের সাথে কথা বলেন। তিনি তাঁর প্রেমের সঙ্গে আমাদের শক্তিশালী।
"For God so loved the world, that He gave His only begotten Son, that whoever believes in Him should not perish, but have eternal life. "For God did not send the Son into the world to judge the world, but that the world should be saved through Him.
"ঈশ্বর তাই বিশ্বের প্রেম, তিনি তাঁর একমাত্র পুত্রকে দিয়েছেন যে, যে কেউ বিশ্বাস করে যে তার বিনষ্ট না হওয়া উচিত, কিন্তু শাশ্বত জীবন আছে।" ঈশ্বর পৃথিবী বিচার করার জন্য বিশ্বের পৃথিবীতে পাঠাতে না, কিন্তু যে বিশ্বের তাকে মাধ্যমে সংরক্ষিত করা উচিত।
The disciples came to Jesus, saying, "Who then is greatest in the kingdom of heaven?" And He called a child to Himself and set him before them, and said, "Truly I say to you, unless you are converted and become like children, you shall not enter the kingdom of heaven. "Whoever then humbles himself as this child, he is the greatest in the kingdom of heaven."
শিষ্যরা যীশুর কাছে এসে বললেন, "স্বর্গরাজ্যে কে শ্রেষ্ঠ?" এবং তিনি একটি সন্তানকে নিজের কাছে ডেকে বললেন এবং বললেন, "আমি তোমাদের সত্যি বলছি, যদি না আপনি সন্তান হয়ে জন্মগ্রহণ করেন তবে তোমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না।" যে কেউ নিজেকে এই সন্তানের মত নত করে, তিনি স্বর্গরাজ্যে সর্বশ্রেষ্ঠ। "

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮

সামিয়া বলেছেন: এত ডিটেল ধর্মালোচনা এই পোষ্টে কি জন্য বুঝিনি :|

ধন্যবাদ

৪২| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৪

নতুন নকিব বলেছেন:



অভিনন্দন অন্তহীন। সুন্দর দিনগুলো কাছে আসুক।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫

সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ।।

ভালো থাকুন।।

৪৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৩

নাঈম ফয়সাল নয়ন বলেছেন: অনেক অনেক অভিনন্দন। মেলায় গিয়ে কিনবো আপনার বই, ইনশাআল্লাহ্‌।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮

সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।।

ভালো থাকুন।।

৪৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৪

সাহসী সন্তান বলেছেন: জীবন চলার পথে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও নিজের ব্যক্তিত্ব ধরে রেখে সামনে এগিয়ে যাওয়া মানুষগুলোকে আমি সব সময়ের জন্যই স্যালুট জানাই। আপনাকেও... !:#P

সম্ভবত বিগত কোন একটা পোস্টে আপনার মেঝ বোনের এই অকাল প্রয়াণের বিষয়টা জানতে পেরেছিলাম। নিঃসন্দেহে একটা দুঃখজনক ঘটনা! আমি অবশ্যই তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি!

আর নিজে জীবিত থেকে সন্তানের মৃতদেহ কাঁদে করে বহন করার কষ্ট মনেহয় এই পৃথিবীর সেরা কষ্টগুলোর মধ্যে একটা। আপনার বাবার প্রতি আরো একটু যত্নবান হবেন সেটাই আশা করবো!

প্রথম উপন্যাসের জন্য স্পেশাল অভিনন্দন! আমি বইমেলাতে যাই অথবা না যাই, চেষ্টা করবো অন্বেষা'কে সংগ্রহ করার। বইয়ের প্রচ্ছদ এবং নামকরণ খুব সুন্দর হইছে। তবে পোস্টের মধ্যে উপন্যাসের ধরন সম্পর্কে সামান্য কিছু আলোচনা থাকলে বোধহয় ভাল হতো। আশাকরি আগামীতে সেটা পাবো! পোস্টের জন্য ধন্যবাদ! শুভ কামনা ইতি আপু!

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৪

সামিয়া বলেছেন: এত সুন্দর করে শান্তনা এবং অনুপ্রেরনা দিয়ে কমেন্ট করার জন্য চির কৃতজ্ঞ।।

আমার বেস্ট ফ্রেন্ড ও বলেছে নাম এবং প্রচ্ছদ দুটাই ভালো হয়েছে।।
ওর কথা যদিও তেমন বিশ্বাস করিনি তেমন কেননা ও আমার সকল কাজেই আগে থেকেই মুগ্ধ হয়ে থাকে, অবশ্য আমার সব ফ্রেন্ড দেরই এই অবস্থা।। আমার ভাই বোনের ছেলেমেয়েদের ও একই অবস্থা।
মাঝে মাঝে এই জন্য কনফিউসড হই ভাবি ওদের কিছু জিজ্ঞেস করে লাভ নাই ওরা তো সবই ভালো বলবে।।

যাই হোক এখন আপনার কথা শুনে মনে হচ্ছে আসলেই কভার আর নাম ভালো হয়েছে।।

ভালো থাকুন।।
ধন্যবাদ ভাইয়া।।
আপনার শরীর এখন কেমন? আশা করি সেরে উঠেছেন।।

৪৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬

জাহিদ অনিক বলেছেন:

আপনার বইটা কিনে পড়তে হবে

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৫

সামিয়া বলেছেন: তাই বুঝি!!!

থাঙ্কুশ ভাই।।

৪৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৫

নতুন নকিব বলেছেন:



পাবলিশারের সাথে আপনার কিরকম কন্টাক্ট হয়েছে? বলতে চাচ্ছি, ইনভেস্টটা কার তরফে কিভাবে হচ্ছে? একটু বলা যাবে? জানতে পারলে ভাল লাগতো।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০২

সামিয়া বলেছেন: আপনি আমার বই এর প্রকাশকের সাথে এই ব্যাপারে কথা বলতে পারেন, উনার নিক নীল সাধু।
তবে আগে লেখকরা টাকা পাওয়ার জন্য লিখত, আর এখনকার লেখক টাকা খরচ করার জন্য লিখে।।

হাহা

ধন্যবাদ ভাইয়া।।

৪৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৮

তারেক ফাহিম বলেছেন: অভিনন্দন।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০২

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ।।

৪৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

আনু মোল্লাহ বলেছেন: অভিনন্দন ও শুভকামনা রইল।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২১

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ।।

৪৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৭

আটলান্টিক বলেছেন: Don't Worry দেখবেন প্রথম দিনেই বইয়ের সব কপি বিক্রি হয়ে যাবে।আপনার জন্য অনেক শুভকামনা। ইদানীং আপনার লেখা পড়তে শুরু করেছি।বেশ ভাল লাগছে।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৪

সামিয়া বলেছেন: প্রথম দিনই সব বই বিক্রি হয়ে যাবে!!!!
এত সুইট করে বাচ্চাদের মতন করে শান্তনা দেয়ায় সত্যি ভালললেগেছে :) :)
আমার লেখা পড়ছেন যেনে অনুপ্রেরণা পেলাম।
এভাবেই পাশে থাকবেন আশা করি।

অগণিত ধন্যবাদ।।

৫০| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৭

হাতুরে গোয়েন্দা বলেছেন: শুভ কামনা রইল। আর একবার মনে করিয়ে দিবেন।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪০

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ।। হ্যাঁ অবশ্যই।।

ভালো থাকুন।।

৫১| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: আপু আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল।
আশা করি বইটি সংগ্রহ করে পড়তে পারব।
কোথায় যোগাযোগ করলে বইটি নিতে পারব পরে জানিয়ে দিয়েন।
ভাল থাকুন।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৭

সামিয়া বলেছেন: অবশ্যই জানিয়ে দেবো ভাই।।

অনেক অনেক ধন্যবাদ অনুপ্রেরণায়।।

বি হ্যাপি।।

৫২| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৮

মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা সামিয়া !!

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

সামিয়া বলেছেন: ধন্যবাদ আপু, :)

৫৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩২

ধ্রুবক আলো বলেছেন: আপনার বোনের কথাটা শুনে খুবই খারাপ লাগলো। মানুষ মরণশীল, একদিন সবাইকে চলে যেতে হবেই। এটা চিরন্তন সত্য।
আপনার জন্য শুভ কামনা রইলো। আপনি নিজের প্রতি খেয়াল রাখবেন। আপনার পরিবারের জন্য দোয়া রইলো।



উপন্যাসের বইয়ের জন্য শুভ কামনা রইলো।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮

সামিয়া বলেছেন: কৃতজ্ঞতা অনিমেষ

দোয়া এবং শুভ কামনায়।।

অসংখ্য ধন্যবাদ।। শুভকামনা ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.