নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

ফটোগ্রাফারদের স্ট্রাগলিং চিত্র

২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৮



কিছু ইন্টারেস্টিং ফটোগ্রাফির পেছনের চিত্র :) এই পোষ্টের পর বেশ অনেকদিন এইরকম পোষ্টের অনুরোধের প্রেক্ষিতে ফটোগ্রাফারদের স্ট্রাগলিং চিত্র তুলে ধরা হল।।



লোটাস পাতার উপর ব্যাঙ এর ছবি তোলার চেষ্টায় ফটোগ্রাফার গলা পানিতে নেমে পড়েছেন। ফটোগ্রাফি শুধু যে টাফ তাইই নয় কখনো adventure ও।



দেখুনতো ফটোগ্রাফারকে খুঁজে পান কিনা :)

উনি গাছের মগডালে অবস্থান করছেন।।

আহা বেচারা, ইনারা সবাই বেস্ট ফটোগ্রাফির জন্য ভুমিতে অবস্থান করছেন ।।









ফটোগ্রাফার কই!!!










তুমি ভালো বাসো কিনা তাও আমি জানি না
তুমি ভালো বাসো কিনা তাও আমি জানি না
আমার কর্ম আমি বন্ধু করিয়া রে যাব
বন্ধুরে ;) ;)


হাওয়া মে উড়তা যায়ে

হূম ফটোগ্রাফার একলা কষ্ট করবে কেন হ্যাঁ? বেস্ট কনসেপ্ট, এই ফটোগ্রাফার ভাই চালাক আছেন। দুইজনকেই পানিতে নামাইছেন।। :)



একটা ফুলের বুকেট নিয়া এত কাড়াকাড়ি!! ফটোগ্রাফাররা মাঝে মাঝে চাইল্ডিশ ও হয়ে থাকেন।।

এডভেঞ্চার ফটোগ্রাফি

ফটোগ্রাফি করার আর জায়গা পেলো না, এটা একটা প্লেস হল ছবি তোলার, নিজে তো কাঁদার মধ্যে দাড়াইছেন মডেলরে ও কাঁদার মধ্যে শোয়াইছেন।ছি!!!

নিঃসন্দেহে উনি চুরি করে ছবি তুলতেছেন, ধর ধর!! :)

উনাকে দেখে পাখি ভয় পায় নাই? বাবারে বাবা! ভুত!!

এই যে আরেকটা ভুত :)



উনি শেষ!!!!

এহ হে গেলো flower vase টা

শুধু ফটোগ্রাফিই না একেকজন ফটোগ্রাফার একেকজন জলজ্যান্ত শিল্প।

ফাঁকিবাজ ফটোগ্রাফার

উনি কীভাবে দেয়ালের সাথে চুম্বকের মতন সেঁটে আছেন কিছুতেই বুঝে উঠতে পারছিনা।।

সু ফটোগ্রাফি :)

পোলাপাইন ফটোগ্রাফি করতে করতে প্রাণটাও দিয়ে দিতে চাস???

হুম জঙ্গলে

সবশেষে পানির নীচে এক অসাধারণ চিত্র তোলার প্রক্রিয়া এবং চিত্র ।।





মন্তব্য ৯৫ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৯৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাপরে!!!!!!!!!

একি কালেকশন দেখাইলেন :)

একসে এক সেইরাম :P
মজাদার কমেন্টসে ছবিগুলো আরো প্রাণবন্ত হয়েছে :)

+++

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

সামিয়া বলেছেন: হাহা ধন্যবাদ ধন্যবাদ
:) ;)
শুভকামনা।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২১

মোস্তফা সোহেল বলেছেন: বাহ বেশ মজার তো!
ধন্যবাদ আপু শেয়ারের জন্য।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাই ;) ;)

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২১

শায়মা বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহহাহা

হাসতে হাসতে মরলাম !!!!!!!!!!!

প্রিয়তে রেখে দিলাম আরও হাসার জন্য!!!!!!!! :P

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

সামিয়া বলেছেন: হাসো আপু, হাসা শরীরের জন্য ভালো :) :) :)


প্রিয়তে নিয়েছ জেনে অনেক আনন্দিত।

ভাল থেকো, শুভকামনা আর ধন্যবাদ অনেক অনেক।।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৩

জাহিদ হাসান রানা বলেছেন: দাড়ান আগে হাইসা নেই খানিক্ষন =p~

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

সামিয়া বলেছেন: হাসুন হাসুন, হাসলে রোগব্যাধী দূর হয়।। :) :)
ধন্যবাদ :)

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৪

রাজীব নুর বলেছেন: অসাধারন পোষ্ট।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৪

সাদা মনের মানুষ বলেছেন: জটিল :)

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

সামিয়া বলেছেন: ধন্যবাদ :) :)

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ছবি তুলছে কই? আমি তো দেখছি গুলির নিশানা করছে।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

সামিয়া বলেছেন: হাহাহা ;) ;) ;)
ঠিক ঠিক ;)

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫২

আটলান্টিক বলেছেন: হা হা হা :)
একদম মাথায় ঢুকে গেছে।আমিও বের হবো একদিন হো হো

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

সামিয়া বলেছেন: হাহা আচ্ছা আচ্ছা :) :)

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৫

তারেক_মাহমুদ বলেছেন: সেই রকম

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

সামিয়া বলেছেন: ধন্যবাদ :)

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৫

জোকস বলেছেন: হেতেরে যারা ছপি তুইলছে তিনারাই কম কিসের B:-)

ভালু কালেকশন :P

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

সামিয়া বলেছেন: আহাহা তাইতো :) ;) ;)

ধন্যবাদ :)

১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৮

জোকস বলেছেন: ছপি দেখতে দেখতে লাইকে গুতা দিতে ভুইলা গেছিলাম B-)
এবার দিলুম :)

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

সামিয়া বলেছেন: Thankush :) মনে করে লাইক দেয়ার জন্য :)

১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০০

আখেনাটেন বলেছেন: :P =p~ ;) :) :P চমৎকার কালেকশন। মজা পেলুম।

নিচেরটা আমার তোলা। আপনার এই কালেকশনের সাথে কিছুটা ম্যাচ করে মনে কয়। :D


সোমেশ্বরী নদী, বিরিশিরি, নেত্রকোণা ।


২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

সামিয়া বলেছেন: হাহাহা একদম ম্যাচিং, ভাগ্য ভাল যে আমি ছবি তুলবার সময় আপনার মতন কেউ আশেপাশে ছিলনা। বড় বাঁচা বেঁচে গেছি   ;) ;)
ধন্যবাদ।।।

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০১

কুঁড়ের_বাদশা বলেছেন: ইতি আপু :P ফটোগ্রাফারদের স্ট্রাগলিং করা ফুটুগুলো দেখিয়া আমি অতীব মুগ্ধ হইয়াছি। :) :)

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

সামিয়া বলেছেন: তাই বুঝি ;) ;) ;)
ধন্যবাদ।

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

নূর-ই-হাফসা বলেছেন: দারুন সব ছবি । সাথে বর্ণনা গুলো আরো মজার করে তুলেছে ।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

সামিয়া বলেছেন: জেনে আনন্দিত হলাম ;) ;)
ধন্যবাদ ;)

১৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

আবু তালেব শেখ বলেছেন: ভাল লাগলো

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

সামিয়া বলেছেন: ধন্যবাদ :)

১৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: হাসতে হাসতে গিন্নীকে দেখালাম।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৫

সামিয়া বলেছেন: ভালো করেছেন ভাবিকে দেখিয়ে, হাসাহাসি দুজন মিলে করলে ভাল জমে   
ধন্যবাদ।। ভাল থাকুন দুজন।।

১৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

শাহিন-৯৯ বলেছেন: কি মন্তব্য করব বুঝতাছি না। (+)

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৬

সামিয়া বলেছেন: ওকে
ধন্যবাদ।।

১৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

মরুচারী বেদুঈন বলেছেন: স্নাইপার ম্যান মনে করে বোকা হলাম!
অসাধারণ!
টেকনিক্যাল বিষয়!



আচ্ছা, এগুলা দেখে সবাই এত হাসল কেন?
এখানেতো চিন্তার বিষয় আছে হাসারতো নাই!

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৫

সামিয়া বলেছেন: আপনার কাছে চিন্তার বিষয় মনে হয়েছে কারন আপনি তাদের কাজ গুলো নিয়ে গভীর ভেবেছেন, আসলে তো এগুলো ফানি সট তাই সবাই হেসেছে, আমিও এই পোষ্ট লিখতে লিখতে হেসেছি। :)

ধন্যবাদ,

১৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দুনিয়াটা মস্ত বড় / চিৎ কাত হয়ে ক্যামেরা ধর।


হাঃ হাঃ হাঃ। ছবির জন্য জানবাজি রাখা। ভালো লাগলো বোন ইতি সামিয়া।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৭

সামিয়া বলেছেন: অনেক অনেক আপনার কাছে চিন্তার বিষয় মনে হয়েছে ধন্যবাদ ভাইয়া।। ভালো থাকুন।।

২০| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

বেয়াদপ কাক বলেছেন: খুব মজা পেয়েছি

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৭

সামিয়া বলেছেন: হাহা ধন্যবাদ :)

২১| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০১

আমি চির-দুরন্ত বলেছেন: মাছরাঙ্গার ছবি তোলার কাহিনী দেখে প্রথমে মনে করেছিলাম মার্কিন নেভি সীল এর কোনো স্নাইপার হয়ত নিশানা টার্গেট করতেছে। :-P
বাকি সবাই ক্রিয়েটিভ হলেও আমার কাছে প্রতিবন্ধী মনে হইতাছে। :-P :)

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২০

সামিয়া বলেছেন: উনাদের প্রতিবন্ধী মনে হলেও দুনিয়ার সমস্ত ফটোগ্রাফারদের এই অবস্থা :) :) ছবি তুলতে তুলতে নিজের দিকে খেয়াল থাকে না, একেকজন হুস হারিয়ে ফেলেন।।
ধন্যবাদ।।

২২| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার কালেকশন। ধন্যবাদ ছবি তোলার পেছনের সব গল্প ছবি করে রেখে আমার দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২১

সামিয়া বলেছেন: well...
Thank you too for encourage and inspire me..

২৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: গ্রেট! এ তো দেখি "ask and you shall receive" !!!

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৪

সামিয়া বলেছেন: Yap, That's why my nephew call me 3g girl :)
Thanks anyways...

২৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সবচেয়ে মজার লাগছে ব্যাঙ এর টা। সব ছবি নিয়া আমারো কমেন্টারি করতে ইচ্ছা করতাছে। ধুর, এত খাটতে পারব না।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৫

সামিয়া বলেছেন: হাহাহা :) ;)

২৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আজকে দেখি শিষ্য তেল মারল না! :P

২৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৭

নয়ন বিন বাহার বলেছেন: একেকটা লিজেন্ড।
হাসতে হাসতে দম ফুরিয়ে এল।
তবে তাদের তোলা ছবি গুলো পেলে আরেকটু ভাল লাগত।
এত কসরত করে তোলা ছবি কেমন জানি হল। :-B

২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৭

সামিয়া বলেছেন: তাদের তোলা ছবি গুলো চাইলে দিতে পারতাম, কিন্তু বিষয়ের সাথে সামঞ্জস্যতার জন্য দেইনি, এই behind photography & result type উপরে লিংক দেয়া পোষ্টটি দেখতে পারেন..
ধন্যবাদ, ভাল থাকুন।

২৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩২

বিষাদ সময় বলেছেন: চমৎকার কালেকশন। আসলে ঘটনার চেয়ে ঘটনার পিছনের ঘটনা বেশি আকর্ষণীয় হয়।
অনেক অনেক ভাল লাগলো্।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১০

সামিয়া বলেছেন: বেশ বলছেন, "ঘটনার চেয়ে ঘটনার পিছনের ঘটনা বেশি আকর্ষণীয় হয়"
সত্যি কথা।।

ধন্যবাদ, ভাল থাকুন।

২৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন পর ফটোগ্রাফারদের নিয়ে পোষ্ট পাইলাম মনে হচ্ছে। এবারো অবাক করলে অন্তরালের খবর জানিয়ে, কিছুটা হাসিরও। তবে ফটোগ্রাফাররা কতটা আন্তরিক তাদের কাজে তারই প্রমাণ বহন করছে পোষ্টটি। ভালো লাগলো খুব।

শুভকামনা আপনার জন্য।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১১

সামিয়া বলেছেন: ধন্যবাদ, ভাল থাকুন। আপনাকে ও শুভকামনা।।

২৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪০

প্রামানিক বলেছেন: মনে হয় যুদ্ধ ক্ষেত্রেও এত কষ্ট হয় না।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১১

সামিয়া বলেছেন: হাহা ঠিক ঠিক :)
ধন্যবাদ, ভাল থাকুন ভাইয়া।।

৩০| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৫

সচেতনহ্যাপী বলেছেন: সবগুলোই মজার তবে চোর এবং উনি শেষটার মজাই আলাদা।।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১২

সামিয়া বলেছেন: হাহাহা :) :)

আচ্ছা আচ্ছা।। ধন্যবাদ, ভাল থাকুন।

৩১| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:২৮

রুদ্র জাহেদ বলেছেন: হাসি এবং মুগ্ধতা দুইটা একত্রে :)

২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৩

সামিয়া বলেছেন: থ্যাংক ইউউউউউউউউউউউউউউউউউউউউউউউউ ;) ;)

৩২| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:১৯

অর্ধ চন্দ্র বলেছেন: যা শখ ছিলো মিটে গেছে!

২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৪

সামিয়া বলেছেন: ইয়া আল্লাহ!!! এত দেখছি উলটা রিএকশন :/ :/

৩৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দারুন সব কালেকশন।।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৪

সামিয়া বলেছেন: ধন্যবাদ, ভাল থাকুন।

৩৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২২

কথাকথিকেথিকথন বলেছেন:





হা হা হা । এদের সবাইকে সবাইকে সামরিক মিশনে নিয়ে যাওয়া উচিত ! আন্ডার ওয়াটার ফটগ্রাফিগুলা বেশি এডভেঞ্চারাস মনে হচ্ছে ।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৬

সামিয়া বলেছেন: হাহাহা আসলেই ;)

হুম দারুন adventure!!

অনেক ধন্যবাদ, ভাল থাকুন।

৩৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:

কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার :) কেউ হতে চায় ব্যবসায়ী কেউ বা ব্যারিস্টার ....। ;)
আমি ভবঘুরেই হব,এটাই আমার অ্যাম্বিশন। নচিকেতা এ গানের মত কয়জনে হতে পারে হ্যামেলিনের বাঁশিওয়ালা!!! ;)
যদিও আমি ফটোগ্রাফারদের নাম দিয়েছি হ্যামেলিনের বাঁশিওয়ালা....! :) অনেকে শখের বশে শুরু করে,তারপরে একদিন সে বিখ্যাত ফটোগ্রাফারও হয়ে যায়....। পোষ্টে ভালো লাগা রেখে গেলাম। ধন্যবাদ,ভাল থাকুন।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৯

সামিয়া বলেছেন: আরেহ বাহ নচিকেতা!!

ই লাইক থিয সং।। গানে গানে inspire করে গেলেন বেশ।।

কৃতজ্ঞতা অনিমেষ।। ধন্যবাদ, ভাল থাকুন।

৩৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১১

মশার কয়েল বলেছেন: B-)

২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৯

সামিয়া বলেছেন: :) ;)

৩৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৫

জাহিদ অনিক বলেছেন:

ছবি তুলতে এত কষ্ট !
তুললাম না ছবি!!!!!!!!

২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২১

সামিয়া বলেছেন: এই কষ্ট হচ্ছে আনন্দের কষ্ট, সৃস্টি সুখের উল্লাশের কষ্ট, একটি ভাল কবিতা লেখার মত একটি সুন্দর গানের মত একটা সুন্দর দিনের মত।
ধন্যবাদ, শুভকামনা।

৩৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩০

ওমেরা বলেছেন: আপু পোষ্টে অনেক মজা পাইছি তার জন্য অনেক ধন্যবাদ আপু ।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১০

সামিয়া বলেছেন: তোমাকেও ধন্যবাদ ডিয়ার ।।

৩৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৫

মলাসইলমুইনা বলেছেন: আপনিতো স্বপ্ন হন্তারক হয়ে গেলেন দেখছি ! ব্লগে সব সুন্দর সুন্দর ফটোব্লগ দেখে, মনের ভেতরে অনেক দিন আগে শেখা ফটো তোলার টেকনিকগুলো আবার ঝালাই করার যে শখটা উস্কে উঠেছিল কত কয়েক মাসে, আপনি এই লেখা দিয়ে সেই উস্কে উঠা ইচ্ছের ওপর পারমাণবিক বোমার আঘাত হেনেছেন | এতো কষ্টের নীল বেদনা সয়ে রঙ্গিন ফটো তলার ইচ্ছের এখানেই ইতি টানলাম,সামিয়া | বাই ফটো ব্লগ |কে যেন বললো হাসতে হাসতে মরলাম ! এই লেখায় হাসি কই ? এতো পুরোই স্বপ্নভঙ্গের লেখা !! তবুও ভালোলাগা লেখায় |

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩

সামিয়া বলেছেন: স্বপ্ন হন্তারক কেন ভাবছেন আপনি? মানুষ এত চ্যালেঞ্জিং ছবি তুলছে এটা দেখে তো আরও অনুপ্রেরনা পাবার কথা।।

ধন্যবাদ ভালো থাকুন।।

৪০| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০০

মরুচারী বেদুঈন বলেছেন: যারা অল্পতেই কেদে ফেলে তারা নিরীহ!

আর যারা অল্পতেই হেসেফেলে তাদের কি বলব?

এই ছবিগুলা দেখে ব্লগারকুল হাসিতে হাসিতে শেষ!!!!!!!

ফিলিং!!!!!!!!!!!

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৪

সামিয়া বলেছেন: আপনি যদি সিরিয়াস ক্যাটাগরির মানুষ হয়ে থাকেন তবে এগুলো আপনার কাছে অল্পই।।

ধন্যবাদ ্‌ ভালো থাকুন।।

৪১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫

মরুচারী বেদুঈন বলেছেন: হা হা হা!
আমার কথায় রাগ করেছেন?

আচ্ছা, যারা অল্পতেই হাসে তাদের কি বলা যায়?
#জানার জন্য বললাম।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫২

সামিয়া বলেছেন: নাতো, রাগ করিনি, কেনো মনে হলো! জবাব কি কাট কাট হয়েছে!!
যারা অল্পতে হাসে তাদের বলা হয় ভালো মানুষ।

৪২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩২

মরুচারী বেদুঈন বলেছেন: আসলে আশেপাশের মানুষ গুলোর কর্মকান্ডে কেন যেন সিরিয়াস হয়ে যাচ্ছি!

এখন হাসতেও ভয়!
আমি নিজের জীবন থেকে শিক্ষা পেয়েছি ; কিছু মানুষ অন্যের হাসি দেখতে পারে না, শুনতে পারে না হাসির শব্দ।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৫

সামিয়া বলেছেন: আহারে!!
আপনার কথা শুনে খারাপ লাগলো। মন খারাপ করবেন না। নিজেকে ভালো রাখা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। সেটা যেভাবে সম্ভব চেষ্টা করবেন।।

দোয়া রইলো ।।

৪৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ছবিগুলো দেখলে হাসিই পাবে। সিনেমাতেও মজার দৃশ্যে মানুষ হাসে। কিন্তু যারা এর পেছনে থাকে, অথবা যারা এর জন্য শ্রম ও সময় দেন তারাই বুঝতে পারেন।

এমুহূর্তে ব্লগের কিছু ফটোগ্রাফারের কথা মনে পড়ছে।

পোস্টে ফটোগ্রাফারদের কষ্টগুলো দেখাবার জন্য ধন্যবাদ।

নতুন বছরের শুভেচ্ছা জানবেন... ইতি সামিয়া :)

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৮

সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত জানানোর জন্য।।
আপনাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।।

ভালো থাকুন সবসময়।।

৪৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৮

সামিয়া বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন।।

৪৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৯

মঈনুদ্দিন অারিফ মিরসরায়ী বলেছেন: মজা পাইলাম

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৬

সামিয়া বলেছেন: :) :-B

৪৬| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:১৮

সোহানী বলেছেন: ধুর, ভাবছিলাম ফটোগ্রাফার হওয়া যায় কিনা জীবনে। ফটোগ্রাফারগুলার এতো কষ্ট দেখে মাথা থেকে এ ভুত ঝেড়ে ফেলতে হবে দেখছি .................. হাহাহাহাহা

+++++++++++++++

১০ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১২

সামিয়া বলেছেন: ধুর আপু এটা কোন ব্যাপার হল! পোস্ট দেখে ইন্সপায়ার হবা তা না ভয় পেয়ে যাচ্ছ!
হিহিহিহি

যাকগে শুভেচ্ছা ও ধন্যবাদ।।

৪৭| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২১

আমি তুমি আমরা বলেছেন: একজন পানিতে প্রায় ডুবে গেল, একজন শিং এর গুতা প্রায় খেয়ে গেল, একজন নালায় প্রায় পড়ে গেল।

এসব দেখে আমার ফটোগ্রাফার হওয়ার ইচ্ছা প্রায় উড়ে গেল :P ;)

১০ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৪

সামিয়া বলেছেন: উফ আপনি ও !! এতটুকুতে ভয় পেতে হয় নাকি!!
ভাবুন
ফটোগ্রাফি হল এডভেঞ্চার।। :)

হাহা ধন্যবাদ ভালো থাকুন।।

৪৮| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সব ছবিই মজার।
ভাবছি মাছরাঙ্গার ছবি তুলতে উনাকে কতক্ষন অপেক্ষা করতে হয়েছে।

১০ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৬

সামিয়া বলেছেন: হতে পারে তিন সাড়ে তিন ঘণ্টা ,অথবা সারাদিন ।।

ধন্যবাদ ভাইয়া।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.