নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

বন্যপ্রাণী আলোকচিত্র একটি গুরুত্বপূর্ণ বিদ্যা

২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১১


ছবিটি তুলেছেন ক্যাটরিনা ওকজেসিক-মিকোয়ালেক তার দুই বান্ধবী অ্যান্ডি-অ্যান এবং সাবরিনার সহযোগিতায়।।

বন্যপ্রাণী আলোকচিত্র বর্তমানে সব থেকে জনপ্রিয়। এই কাজ করে একজন ফটোগ্রাফার ব্যক্তিগত সন্তুষ্ট হবার পাশাপাশি খ্যাতি, অর্থ উপার্জন ও করতে পারেন। আমার দেখা বেশ কজন ফটোগ্রাফার করছেন ও। তবে প্রথমেই চট করে টাকাকে মাথায় রেখে ফটোগ্রাফি করলে সফল হওয়া সম্ভব নয়, সমস্ত ক্রিয়েটিভ কাজে সফল কিংবা অর্থ লাভের বাসনাকে মাথা থেকে দূরে সরিয়ে রেখে মন দিয়ে কাজটি ভালোবেসে করতে হয়।

বন্যপ্রাণী আলোকচিত্র করতে প্রথমেই অনেকেই ভেবে থাকেন এক্সপেন্সিভ লেন্স যেটা অন্তত ২০০ থেকে ৮০০ এম এম দুরের প্রাণীকে ক্যাপচার করতে সক্ষম। কিন্তু না, বন্যপ্রাণীর ফটোগ্রাফি করতে হলে যে কোন ক্যামেরা লেন্স এমনকি একটি মোবাইল ফোনের ক্যামেরা দিয়েও ভালো ক্রিয়েটিভ একটি ছবি তোলা সম্ভব, যদি আপনি শৈল্পিক মনের অধিকারী হয়ে থাকেন তবে আপনি বেস্ট ছবিটিই তুলবেন এটা আমার ব্যক্তিগত ধারণা।


বন্যপ্রাণী আলোকচিত্রের জন্য যা প্রয়োজন হয়:

১) প্রাণীদের আচার আচরণ এবং তাদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জ্ঞান
২) যা দিয়ে ছবি তুলবেন সেটা ব্যবহার সম্পর্কে জ্ঞান
৩) সঠিক সেটিংস
৪) সঠিক এক্সপোজার
৫) আপনার অবস্থান
৬) (ধৈর্য, অধ্যবসায়, প্র্যাকটিস + প্যাশন)




ধৈর্য কাকে বলে ইনাকে দেখলে বুঝবেন, এই ফটোগ্রাফার প্রাণীটির ক্লোজ পোট্রেট তোলার জন্য বরফের ঘড় বানিয়ে তাতে অবস্থান নিয়েছেন।।




এছাড়া ভালো আলো একটি শৈল্পিক ছবি তুলতে সাহায্য করে থাকে, রোদ ঝলমলে দিনে দেখবেন শাঁটার টেঁপার সাথে সাথেই ভালো একটি ছবি লেন্স ক্যাপচার করে ফেলেছে। তবে বন্য প্রাণীর ছবি তুলতে গিয়ে অনেকেই অনেক রকম বিপদে পড়েন।
আমাদের বাড়ির বাউন্ডারির ভেতর একবার কীভাবে যেন একটি সাপ ঢুকে পড়েছিলো, সাপ দেখে সবাই আমাকে তুমুল উল্লাশে ডাকাডাকি করলো ছবি তুলবার জন্য পরবর্তীতে আমি সেটির চেহারা দেখে চিৎকার করে ফেরত চলে আসছিলাম এদের মতন।
ভাবছি এরা কি ভালুকের দৌড়ের সাথে শেষ মুহূর্ত নিজেদের রক্ষা করতে সক্ষম হয়েছিলেন? ভালুকের দৌড়ের স্পীড বেশি ছিল নাকি এই বেহাল ফটোগ্রাফারদের??



পাখি উড়ে যাচ্ছে অথবা পাখি মাথার উপর বসছে অথবা পাখি ফুল কামড়ে ধরতে চাচ্ছে কিংবা মাছ কিংবা অন্য কিছু এই ধরনের ছবি সব থেকে জনপ্রিয় এবং এ্যাওয়ার্ড উইনিং ফটোগ্রাফি।

আমার পরিচিত এক গ্রুপের কথা বলেছিলাম যেখানে বেস্ট ফটোগ্রাফির জন্য এক লক্ষ্ টাকা পুরস্কার দেয়া হয়।পাখি ফুল কামড়ে ধরার চেষ্টায় আছেন এই ছবিগুলো আমি সব থেকে বেশি পুরস্কার পেতে দেখেছি।






এই তিনটি ছবি তিনজন ভিন্ন ভিন্ন ফটোগ্রাফারের তোলা ছবি। সেরা ছবি হিসেবে গ্রুপ থেকে প্রতিটি ছবির জন্য এক লক্ষ টাকা করে আয় করেছেন ফটোগ্রাফাররা।
সবশেষে অন্যের ছবি শেয়ার দিলাম সেই জন্য আফসোস নাই গ্রুপের এডমিন লিখে রাখছেন শেয়ারে তাদের সমস্যা নাই। বন্যপ্রাণী আলোকচিত্র একটি গুরুত্বপূর্ণ বিদ্যা এই বিদ্যা থেকে আমি বঞ্চিত সময়ের অভাব এবং ঝিলে হাটে ঘাটে মাঠে রাতদিন একাকার করে ছেলেদের মতন চষে বেড়াতে পারিনা বলে। কিংবা এটাও হতে পারে নাচতে না জানলে উঠোন বাঁকা বলে।।
কিন্তু যাদের এই রকম সমস্যা নেই তারা কিন্তু বন্যপ্রাণীর ছবি তুলে অর্থ উপার্জন না হোক অন্তত জীবনে সুন্দর কিছু একটা করতে পারছেন এই satisfaction ই বা কম কী।।

মন্তব্য ৪০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৬

মোস্তফা সোহেল বলেছেন: একটি ভাল ছবি তোলা সত্যি অনেক কষ্টের কাজ।

২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৩

সামিয়া বলেছেন: তা তো অবশ্যই ভাই।।

ধন্যবাদ ।।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩২

করুণাধারা বলেছেন: বন্যপ্রাণী আলোকচিত্র সম্পর্কে কিছুই জানতাম না- পোস্ট পড়ে অনেক কিছু জানলাম। ছবিগুলোও দারুন, আর প্রথম ছবিটি অনন্য।

২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৩

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।।

ছবিগুলোর ক্রেডিট আমার নয়।।

ভালো থাকুন।।

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৯

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো।

২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৪

সামিয়া বলেছেন: তাই !!
ধন্যবাদ ।।

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার একটা পোস্ট। দারুনভাবে সুলিখিত এবং সমন্বকৃত।

২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৬

সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।।
শুভকামনা রইলো আপনার আপনজনদের নিয়ে ভালো থাকুন।।

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:




প্রানীদের ছবি তোলা সেবা করা নিঃসন্দেহে অন্যতম সুখকর একটি কাজ! খুব ভাল লাগল!

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৭

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রমরের ডানা

ভালো থাকুন ।।

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০২

জনৈক অচম ভুত বলেছেন: বন্যপ্রাণী আলোকচিত্র নিঃসন্দেহে একটি কষ্টসাধ্য ও রোমাঞ্চকর কাজ।
পোস্ট ভাল লেগেছে।

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৮

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ জনৈক অচম ভুত


শুভকামনা।।

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩০

কুঁড়ের_বাদশা বলেছেন: ছবি দেখিয়া আমি মুগ্ধ ! একখানা লাইক প্রদান করা হইল। :P :P

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৭

সামিয়া বলেছেন: তোমাকে একটি ধন্যবাদ প্রদান করা হইলো।। :)

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৪

রাজীব নুর বলেছেন: ছবি তোলার ব্যাপারে আমার মতো হতভাগা আর একটাও নেই।
গত ১৪ বছরে একটাও ভালো ছবি তুলতে পারিনি।

যদি হাতে সময় থাকে ---

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২১

সামিয়া বলেছেন: দুনিয়ার বিখ্যাত সকল ফটোগ্রাফারদের মুখে এই এক কথা তারা নাকি তাদের সমগ্র জীবনে ভালো কোন ছবিই তোলেন নাই :)
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন। আমি সময় করে দেখবো আপনার ছবি।।

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসাধারণ !!
ধন্যবাদ চমৎকার তথ্য নির্ভর
গুরুত্বপূর্ণ লেখার জন্য।

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২২

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।।
ভাল থাকুন।
শুভকামনা।।

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২১

আখেনাটেন বলেছেন: চমৎকার পোস্ট।

আমি নিজেও এখানে সেখানে ছাগল-ভেড়ার ক্লোজ আপ ত্যাড়াব্যাকা ছবি তুলতে গিয়ে বুঝেছি এ জিনিস সহজ নয়। হৃদয়গ্রাহী একটি ছবি তুলতে গেলে বেশ কাঠ খড় পোড়াতে হবে। তবে চেষ্টা করতে তো দোষ নেই। :P

২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২০

সামিয়া বলেছেন: তারমানে আপনিও ছবি তোলেন।।
আমি মনে করি যে কোন ধরনের ক্রিয়েটিভ কাজ অত্যন্ত ভালো অভ্যাস।।

ধন্যবাদ , শুভকামনা।।

১১| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:১৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছবিগুলো চমৎকার শিল্প বলেই পুরষ্কিত হয়েছেন। ছবিগুলো দেখিয়ে আমাদের ছবির বিষয়ক জ্ঞান দানের জন্য আপনাকে ধন্যবাদ।

২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২২

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন শুভকামনা

১২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৬:১২

সৈয়দ ইসলাম বলেছেন: চমৎকার সব সময় ভালো লাগে।
ধন্যবাদ

২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২২

সামিয়া বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।।
ভালো থাকুন।

১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১০

আটলান্টিক বলেছেন: ভালুকের তাড়া খেয়ে সবাই দৌড়াচ্ছে ছবিটা কি আপু সত্যি?নাকি ইডিট এর মশলা মেরে দিয়েছে?

২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৩

সামিয়া বলেছেন: কোন মশলা নেই, সত্যিই ঘটনা।।

ধন্যবাদ

১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৫

মনিরা সুলতানা বলেছেন: দারুন কিছু ছবি পেলাম ;
এবং চমৎকার ভাবে লেখা ।

শুভ কামনা ইতিমনি

২৪ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৯

সামিয়া বলেছেন: থ্যাঙ্ক ইউ আপুমনি।।

ভালো থেকো।। লাভ ইউ।।

১৫| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

জাহিদ অনিক বলেছেন:


এই বিদ্যা আমারে দিয়া রপ্ত করা সম্ভব না। আমি ক্যামেরার ক ও বুঝি না।
আগে ইচ্ছে ছিল ক্যামেরা কিনে ফটোগ্রাফার বনে যাব। এখন সেই ইচ্ছেও পালায়ে গেছে ।

কিছুদিন আগে এক বন্ধু নতুন ক্যামেরা কিনেছে আমাকে বলল মডেল হয়ে যেতে; সে তার হাত পাকাবে। দাড়িয়ে গেলাম তার ক্যামেরার সামনে। কয়েকশ ছবি তুলল। বেশ কয়েকটা দেখলাম ভাল আসছে।
আমি মনে মনে লোভে লোভে আছি সে কবে ছবি গুলা দিবে! কিন্তু দিন যায় মাস যায় সে আর আমারে ছবি দেয় না !

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৯

সামিয়া বলেছেন: ছবি না দেয়ার কারন কি!! so sad....

আমি কারো ছবি তুললে একটু ও দেড়ি করিনা দিতে!!
যাকগে দোয়া রইলো তোমার বন্ধু তাড়াতাড়ি ছবি দিয়ে দিক।। :)

ধন্যবাদ, শুভকামনা।।

১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৯

জুন বলেছেন: ন্যাশ জিওর একটি গ্রুপ বাঘের ছবি তোলার জন্য গাছের উপর ঘর বানিয়ে সামনে ছাগল বেধে দিনের পর দিন বসেছিল সুন্দরবনে। গাইড ট্যুরস লিমিটেডের সাথে প্রথমবার সুন্দর ভ্রমনে গিয়ে এই জায়গাটি দেখিয়েছিল গাইড এবং তিনিও সেই দলে ছিলেন। তখনই বুঝেছিলাম কত কষ্ট বন্য প্রানীদের ছবি তোলা ।
আপনার লেখায় সে ধারনা আরো পরিস্কার হলো ।
+

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২০

সামিয়া বলেছেন: খুব সুন্দর তথ্যবহুল মন্তব্য।।

অনেক অনেক ধন্যবাদ।
শুভকামনা।

১৭| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫২

পার্থ তালুকদার বলেছেন: সুন্দর পোস্ট !!

২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৬

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভকামনা।

১৮| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ফটোগ্রাফি সম্পর্কে জানা ধারণা পেলাম।

২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৮

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন।।

১৯| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫২

সোহানী বলেছেন: আমার অসম্ভব ভালোলাগে ফটোগ্রাফি। তাই যেখানেই যাই সারাক্ষনই ব্যাস্ত থাকি ছুবি তুলতে। এতে আমার ভ্রমণনঙ্গীরা কিছুটা বিরক্ত হয় বটে কিন্তু তাতে আমি দমী না। ভালো লাগলো তোমার বন্য প্রানী ছবি তোলার কৈাশল বর্ননায়।+++

২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৯

সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ ডিয়ার আপু। ভালো থেকো।।
শুভকামনা।।

২০| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩১

তাশমিন নূর বলেছেন: ওয়াও! চমৎকার!!

২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৯

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.