নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

ওল্ড ইফেক্ট এবং ফটোগ্রাফি

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৬



মানুষ স্মৃতি ভালবাসে পুরানো জিনিসগুলিকে ভালবাসে, বিশেষ করে ছবি। ছবি অনেকটা টাইমব্যাক মেশিনের মত কাজ করে, কারণ তারা আপনাকে অতীত স্পর্শ করার একটি বিরল সুযোগ তৈরি করে দেয়।
কিংবা একটি পুরানো গল্প মনে করিয়ে দেয় বলতে পারেন।
আজকাল ফ্লিকার বলুন ন্যাশনাল জিওগ্রাফি বলুন কিংবা যেকোনো গ্রুপ অথবা ডকুমেন্টারি সবখানে ফটোগ্রাফিতে পুরানো ভিউ আনতে অনেকেরই চেষ্টা থাকে। কিংবা এটাও প্রধান কারণ হতে পারে যে আমরা অতীতকে হৃদয়ের গহীনে যত্ন করে লালন করি।



হ্যাঁ, পুরানো ছবিগুলি মূল্যবান। কিন্তু বয়সের যে অনন্য ছাপ ছবিতে ফেললে তা হয়ে ওঠে আরও সুন্দর। ভাল ব্যাপার হল এখন ইন্টারনেটে বেশ কয়েকটি টিউটোরিয়াল রয়েছে যাতে সহজেই ফটোগ্রাফিকে পুরাতন ভিউ দেয়া সহজ হতে পারে।



একটি ছবিকে পুরানো ভিউ দিতে কি কি এফেক্ট আপনার ফটোগ্রাফিতে ব্যাবহার করা যেতে পারে।
১) Instagram তো কম বেশি সবারই আছে সেখান থেকে খুব সহজেই আপনি ফটোশপ এফেক্ট দিয়ে ছবিতে পুরানো ভাব আনতে পারেন।
২) ছবিতে Vintage Polaroid Effect দেন, ছবি দেখে মানুষ বলবে কমছে কম এক শতকের পুরানো ছবি।।



এই ছবিটার মতন।।

৩) ক্যামেরায় কিংবা মোবাইল ডিভাইসে দেখবেন ওয়াটার কালার মুড থাকেই, এই ওয়াটার কালার এফেক্ট একটি ছবিকে অনেক বেশি পুরানো ভিউ দিয়ে থাকে।



৪) হাল্কা কালার শেড অথবা ছবিতে বোকেহ এফেক্ট একটি ছবিকে অনেক বেশি সুন্দর করে তোলে।দেখতেও অনেক পুরানো লাগে।।
৫) লেন্স ব্লার ফিল্টার ব্যবহার করতে পারেন।
৬) ভাঙ্গা কাঁচের ফিল্টার
৭) এক্সপোজার ব্লেন্ডিং
৮) Dramatic Wrinkles এটা স্নাপ স্পীড ফিল্টার দিয়ে বেশি ভালো হয়। এবং যে কোন ছবি অনেক পুরান পুরান পুরাআআআআআআআন চেহারা বানানো যায়। চেহারায় ভয়াবহ Wrinkles দিয়ে নিজেরে একদম বৃদ্ধ ও বানানো যায়।
এছাড়া
৯) সফট, কালার টোন, কালার শ্যাডো বাড়িয়ে ছবিতে পুরানো ভাব আনা সম্ভব।।
এবং বিভিন্ন অনলাইনে খুব সহজেই পুরানো ফটো ফিল্টার ব্যাবহার করে আপনার ছবিকে বেশ আকর্ষণীয় করা সম্ভব।।





হুম ফটো ক্যাপচার এন্ড এডিট সবকিছুর ক্রেডিট আমি।।

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর টিউটরিয়াল

করুম নে সময় পেলে

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৬

সামিয়া বলেছেন: ধন্যবাদ আপু, তুমি অন্যান্য গ্রুপগুলাতে আসো না কেন ? অবশ্য দেশে বিদেশে সবখানেই পলিটিক্স ।।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: লেখা এবং ছবি সুন্দর।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫১

আটলান্টিক বলেছেন: ওল্ড ইজ গোল্ড আপু :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

সামিয়া বলেছেন: কথা সত্য :)
ধন্যবাদ

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৩

জাহিদ অনিক বলেছেন:


আচ্ছা আচ্ছা ! ছবির বয়স বাড়ানো যায়!
আমি তো এইটাই খুজি মনে মনে আপু---
আমার বয়সটা আরও গোটা বিশেক বছর বাড়িয়ে নিতে হবে---------- :-B

ধন্যবাদ আপু-----

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২১

সামিয়া বলেছেন: তোমাকেও ধন্যবাদ ভাই।।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: ছবিতে বিবর্তন !!! :)

ছবি দেখে ও লেখা পড়ে ভাল লাগা রেখে গেলাম।


০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৫

অজানিতা বলেছেন: ধন্যবাদ সুন্দর লেখার জন্য।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৫

সামিয়া বলেছেন: Thank you too dear

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৫

অজানিতা বলেছেন: ধন্যবাদ সুন্দর লেখার জন্য।

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২০

নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর ছবি ।দারুন

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২১

সামিয়া বলেছেন: Thanks dear

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.