নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

আমি কী রকম ভাবে বেঁচে আছি তুই একবার এসে দেখে যা নিখিলেশ

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৬




আমাদের অফিসের কিছু কিছু মিটিং এ মেয়েদের কোন ভুমিকা নেই কাজেই মেয়েদের নাম ওসব মিটিং লিস্টে থাকেনা। এক ছেলে ইন্টার্ন করতে এসেছে বি বি এ স্টুডেন্ট ব্র্যাক ইউনিতে পড়ে, ইন্টার্ন করতে আসা ছেলেমেয়েগুলো করে কি যেহেতু জীবনের প্রথম অফিস কাজেই এরা যা দেখে তাতেই মুগ্ধ এবং অবাক হয়ে থাকেন, প্রতিদিন অফিসে নতুন নতুন শার্ট পড়ে আসেন, সব কিছু পারফেক্ট থাকা সত্ত্বেও সারাক্ষন তটস্থ হয়ে থাকেন, সবার মন রাখতে উঠতে বসতে সালাম দেন, এই ছেলে আসার পর থেকে আমার উপর বিশেষ লক্ষ্য রাখছেন বলে আমি ভেতরে ভেতরে খুবই বিরক্ত বিশেষ করে যখন চোরামি করে চাট করি অথবা নেট এ ঢুকি, অথবা টেবিলের উপর সকল কাজ সকল ফাইল পত্র ফেলে পায়ের উপর পা তুলে উদাস হয়ে আকাশ দেখতে দেখতে চা অথবা কফি পান করি কিংবা নিজের অথবা আমার ডেস্কের খাতা কলম ফাইল পত্র ফুল ফল আকাশ বাতাসের ছবি তুলি।

উনি নতুন তাই জানেননা আমাকে লক্ষ্য করলেই আমি রুড। এগুলো আমার খারাপ অভ্যাস। আরও খারাপ অভ্যাস হচ্ছে কর্পোরেট নাম্বার রিসিভ না করা এবং অফিস মেইল চেক না করা। এই জন্য আমার সুপারভাইজার ইডি স্যার আমায় বলতে বলতে বলতে ক্লান্ত, এখন সে মেইল করে এসে অথবা আমাকে কেউ মেইল করছে সেই কথা সে নিজে স্ব-শরীরে জানিয়ে যান, আমার এই সকল ছেলেমানুষী অবশ্যই পরিবর্তন করা উচিৎ এই নিয়া আকাশ পাতাল চিন্তা করতে করতে অন্য ফ্লোরে গিয়া ধুমাইয়া আড্ডা দিতে দিতে শুনলাম স্যার আমারে তো হাজারখানেক ফোন দিয়েছেনই এরপর না পেয়ে এর ওর মোবাইলে ফোন দিয়া খুজছেন সম্প্রতি দেশের বাইরে আছেন কাজেই কিছু আর্জেন্ট মেইল সেণ্ট করতে হবে জানাইতে তিনি আইটিতে কল দিয়া অফিসের সিসিটিভি চেক করাইয়া আমি কোন ফ্লোরে আছি খুঁজে বের করিয়ে যার সাথে আড্ডা দিতেছিলাম তার মোবাইলে ফোন করে আমাকে পাইতে সক্ষম হয়েছেন।


ব্যাপারটা নিয়া ভাবতেই আমি লজ্জিত হয়ে যাচ্ছি এটা কি হল এই চিন্তা করতে করতে নিজেকে নিজে ধিক্কার দিতে দিতে দেখলাম ইন্টার্ন সেই ছেলে খুব সাহস সঞ্চয় করে পাঁচ পৃষ্ঠার এক লিস্ট নিয়া আমার সামনে এসে বলল আপনার নাম কি এই লিস্টে আছে তাহলে সাইন করে দেন প্লিজ।
আমি পায়ের উপর পা তুইলা চায়ের কাপ হাতে নিয়া তার দিকে না তাকাইয়া ভাবলাম রুড হবার সুযোগ এসে গেছে, আমাকে সারাদিন দেখো, কিন্তু আমি যে ডায়েন সেইটা দেখনাই ছোট ভাই।
অন্যদিকে মুখ করে তার বাড়িয়ে ধরা কাগজকে তুচ্ছ করে কণ্ঠ শক্ত করে বললাম ওটায় কোন মেয়ের নাম আছে? ছেলে বলল, না মানে আমি জানিনা। নেই হয়তো আমাকে স্যার বলল স্যার বলল,

স্যার বললেই হবে, চেক করে দেখবেননা? কতদিন হল ইন্টার্ন করছেন? কয়দিন মেয়াদ? ২০ দিন? এই ২০ দিনে এতটুকু উন্নতিও তো হয় নাই? মেজর কি? কত পয়েন্ট আসছে থার্ড সেশনে? একটা লিস্ট পেলে আগে সেটা পড়ে দেখতে হয়না ভেতরে কি আছে? এতদিন পড়ালেখা করে এখানে ২০ দিন কাজ করে এই শিখছেন? আপনাকে দিয়ে কি হবে??

ফর্শা ছেলেটির নাক মুখ লাল হয়ে গেছে থমথমে ভাব, বোঝাই যাচ্ছে প্রচুর অপমানিত বোধ করছেন। তারপর থেকে ছেলেটি অনেকক্ষণ ধরে হাওয়া ছিলেন, এখন দেখা যাচ্ছে তাকে চোখ মুখ ফোলা, ওয়াশরুম থেকে কেঁদে কেটে এসেছে কিনা কে জানে।।
কথা হচ্ছে ইট মারলে পাটকেলটি খেতে হয়। এখন আমার কপালে কখন কোত্থেকে পাটকেল এসে পড়বে কে জানে।।

মন্তব্য ৬৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৬

বিজন রয় বলেছেন: সে তো নেই!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪০

সামিয়া বলেছেন: কি? বুঝিনি

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪১

শামচুল হক বলেছেন: পাটকেল পড়ার সম্ভাবনা শতভাগ, আমার কপালেও এরকম অনেক জুটেছে

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৫

সামিয়া বলেছেন: বুঝতেছি বুঝতেছি তাই পাটকেলের জন্য তৈরি হচ্ছি।। কিন্তু ছেলেটা ও বেশি বেশি! এইটুক অপমানে কেউ কান্দে!!!

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: শিরোনামটা এমন কেন বুঝতে পারলাম না।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৩

সামিয়া বলেছেন: শিরোনাম সুনীলের কবিতার লাইন, এই লাইন দেয়ার অর্থ হচ্ছে আমার পরিস্থিতি কোন বন্ধুকে বলছি এরকম আর কি ।
ধন্যবাদ ।।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: তাহলে পাটকেলেটি খেতে রেডি থাকেন ;)
লেখা ভাল লেগেছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৪

সামিয়া বলেছেন: দেখি কি করা যায়। ছেলেটি কষ্ট পেয়েছে ।।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: আমিও অফিসে লুকিয়ে ব্লগ লিখি--- হি হি হি


তারপরও ছেলেটি ক্ষমা করে দিতেন। এবং সুন্দর করে বুঝিয়ে দিতেন।
ছেলেটি মানসিকভাবে কষ্ট পেয়েছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৬

সামিয়া বলেছেন: আসলে একটানা কাজ করলে মাথা ভারী ভারী লাগে, একটু রিলাক্স এর জন্য হলেও ব্লগ অথবা নেট এ ঢু মারা প্রয়োজন।।
হুম্ ওর সাথে একদিন ভালো ব্যাবহার কএ পরিস্থিতি হাল্কা করবো ভাবছি।। ধন্যবাদ ভাইয়া।।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০১

রুদ্র নাহিদ বলেছেন: আপনার বস আপনাকে খুজতে তো তুলকালাম কান্ড করে ফেলসে!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৮

সামিয়া বলেছেন: আমাদের অডিটের কাজ খুব কনফিডেন্সিয়াল, কাজেই যার কাজ তাকেই হ্যান্ডেল করতে হয়। আমার খামখেলালিতে স্যারকে এত কষ্ট করতে হয়েছে, দোষ তো আমার।।

ধন্যবাদ ,

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আসলে একটানা কাজ করলে মাথা ভারী ভারী লাগে, একটু রিলাক্স এর জন্য হলেও ব্লগ অথবা নেট এ ঢু মারা প্রয়োজন।।
হুম্ ওর সাথে একদিন ভালো ব্যাবহার কএ পরিস্থিতি হাল্কা করবো ভাবছি।। ধন্যবাদ ভাইয়া।।


ঠিক আমিও মাথাটা ফ্রেশ করার জন্য ব্লগে ঢুকি।
আসলে আপনি অভিজ্ঞ, ওই ছেলের মানসিকতা ঠিকই আঁচ করতে পেরেছিলেন।

ভালো থাকুন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১২

সামিয়া বলেছেন: প্রতি মন্তব্যের জন্য আবারো ধন্যবাদ ভাইয়া।।
ভালো থাকুন। শুভকামনা।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বসের নাম্বার না ধরা, মেইল না পড়া - এগুলোর পরেও আপনি চাকরিতে বহাল তবিয়তে আছেন!!! খুব ভালো প্রতিষ্ঠান তো!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২২

সামিয়া বলেছেন: আপনি এভাবে কেন দেখছেন যে প্রতিষ্ঠান খারাপ তারপর ও আমাকে এত দোষ থাকা সত্ত্বেও রেখেছে, এটাও তো হতে পারে প্রতিষ্ঠান এসব দোষের পরও যাকে চাকরী থেকে বের করে দিচ্ছেনা সে গাধা অথবা মোহেবুল্লাহ অয়ন না হয়ে স্তিভ জবস অথবা মার্ক জুকারবার্গ হয়ে থাকতে পারে তাই।।

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১১

তারেক_মাহমুদ বলেছেন: ডোজটা একটু বেশী হয়ে গেছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৩

সামিয়া বলেছেন: আসলেই :) :)

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৩

জাহিদ অনিক বলেছেন:

হা হা হা আপু, আপনাকে খুঁজে পেতে হলে তো বিরাট ঝক্কি !!!!!!!!!
অফিসের সিসিটিভি ফুটেজ চে করে কোন ফ্লোরে আছেন সেটা দেখে কার সাথে আছেন সেটা দেখে তাকে কল করে !
ব্যাপারটা বেশ থ্রিলিং !!!!!!!!

নিখিলেশ আর দেখতে আসবে না মনে হয় কিরকমভাবে আপনি বেঁচে আছেন ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৬

সামিয়া বলেছেন: এই রকম ঘটনা মাসে এক দুইবার ঘটে তখন আমি অনেক সচেতন হয়ে যাই হাতে করে ফোন নিয়ে ঘুরি কিন্তু তখন আর স্যার ফোন করেন না, আমার আর কি দোষ!!!

ব্যাপারটা থ্রিলিং এর থেকে বেশি অস্বস্তিকর স্যার বয়স্ক বৃদ্ধ মানুষ এত কষ্ট করলো আমায় খুঁজতে।।

নিখিলেশ আসবেনা না আবার!! অবশ্যই আসবে।।

ধন্যবাদ ভাই।।

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৯

শামচুল হক বলেছেন: ওকে ডাক দিয়ে এক কাপ চা দিয়ে ভালো ভালো কিছু উপদেশ দেন, দেখবেন ও আপনার ভক্ত হয়ে গেছে। এর পরে থাপরালেও কাঁদবে না, আপা ম্যাডাম বলবে আর পিছনে পিছনে ঘুরবে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৭

সামিয়া বলেছেন: সুন্দর বুদ্ধি দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।।

ভালো থাকুন , শুভকামনা।।

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি আপনার প্রতিষ্ঠান কে খারাপ বলি নাই। আপনার প্রতি তাদের আচরণ আমার ভালো লেগেছে। কারণ সচরাচর এরকম দেখা যায় না। আর আপনি জবস না বার্গার হবেন সেটা নিয়ে মাথা ব্যাথা বা ঈর্ষা নেই।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩০

সামিয়া বলেছেন: আচ্ছা আচ্ছা :) :)
ধন্যবাদ

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৮

কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহাহ আপি মজার কথা লেখেছেন। লেখাটি পড়ে ভালো লাগলো। আপি আমরা ইর্ন্টন করতে গেলে এমন হবে না তো আবার। আমাদের একটু ছাড় দিয়েন আপি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২১

সামিয়া বলেছেন: মেয়েদের তো double competition এক হচ্ছে যোগ্যতা প্রমান এবং মেয়ে বলে competition. এদের প্রতি আমার ১০০ % support থাকে।। ধন্যবাদ ডিয়ার।।

১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৩

কথাকথিকেথিকথন বলেছেন:





একদিন ডেকে এনে আপনার বইয়ের সৌজন্য কপি ধরিয়ে দেবেন ! আপনার লেখক প্রতিভায় আপনার প্রতি মুগ্ধ হবে ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৩

সামিয়া বলেছেন: এম্নিতেই সে সব কিছুতে মুগ্ধ, প্রথম অফিস জীবন তার।। একটু হাসি মুখে কথা বললেই ঠিক হয়ে যাবে।।
ধন্যবাদ। শুভকামনা।।

১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

কুঁড়ের_বাদশা বলেছেন: ইতি আফায় যে একটা দারগা হেইয়া মুই জানি ;) এজন্য ব্লগে বুক ফুলিয়ে চলি। ;)


লেখা পড়িয়া বুঝিলাম,
তুমি আগে অন্যর জন্য ইচ্ছাকৃত ভাবে একটা জাল পাতো
তারপরে আবার সেই জালে তুমি নিজেই ফাঁদে পড়। :-B

তারপরে লাইন যেন কী ?

ফাঁন্দে পড়িয়া বকা কেন কান্দেরে ... =p~
পরে তুমি তোমার কৃতকর্মের জন্য পরিতাপ করো! ঐ পোলাডার জন্য কষ্ট হচ্ছে। :( ;)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩০

সামিয়া বলেছেন: আসলেই নিজের ফাঁদে নিজেই পড়ি।। কাউকে একটু কষ্ট দিয়ে শান্তি পাইনা। কিন্তু তুমি যে আমাকে এত বোঝো তুমি কে বলো তো? একটা এসএস সি পড়া ছেলে এত বুদ্ধিমান!! ব্যাপারটা অবশ্য বেশ ভালো।।
ধন্যবাদ।। শুভকামনা ছোট ভাই।

১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বন্ধুদের নিয়েই যতো জ্বালা ....
গল্প ভালো লাগলো

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩১

সামিয়া বলেছেন: এখানে তো বন্ধুদের কথা নেই। গল্প ও না। :(

১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

ওমেরা বলেছেন:
আপু সেতো কাজ শিখতেই এসেছে , আমার মনে হয় তার সাথে এরকম করা ঠিক হয়নি ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৩

সামিয়া বলেছেন: হুম কাল হাসিমুখে কথা বলে শুধরে নেবো বোন।।
ধন্যবাদ।। শুভকামনা।

১৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

আকিব হাসান জাভেদ বলেছেন: নিখিলেশ বাবুর কপালটা খারাপ জিবনে প্রথম কাজেই ধিক্কি খেতে হলো তাই সহ্য করতে না পেরে কেদেঁছিলো । তবে ধিক্কারে আক্কেল বাড়ে । নিখিলেশ নামটা সুন্দর।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫১

সামিয়া বলেছেন: সুন্দর মন্তব্য পড়ে ভালোলাগলো, হ্যা প্রিয় লেখক সুনীলের দেয়া তার কোন বন্ধুর নাম, ভালো না হয়ে পারে!! ধন্যবাদ।। শুভকামনা

১৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহারে বেচারা!

অবশ্য সে আমার কোরিয়ান বসের বুদ্ধিটা জানে না! জানলে না কেদে উল্টো হেসে আপনাকে হতবুদ্ধি করে দিতে পারত ;)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৩

সামিয়া বলেছেন: বয়স কম অতটা এখনো confidence হয়ে ওঠেনি।। আপনার বস কোরিয়ান? এসব ক্ষেত্রে কি করে সে জানতে ইচ্ছে করছে।।
ধন্যবাদ।। শুভকামনা।

২০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৫

ফিনিক্স! বলেছেন: কয়েকটা লাইন এতো বড় যে, বুঝতে খবর হয়ে গেছে। যাই হোক, বেচারা কতই না কষ্ট পেয়েছে, আপনার উচিত ছোট ভাই হিসাবে তাকে একদিন চা খাবার নেমন্তন্ন করা :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৫

সামিয়া বলেছেন: তাই!! আচ্ছা দাড়ি কমা বারিয়ে লাইন গুলো ছোট করে দেব সময় করে।
সুন্দর কমেন্ট এর জন্য ধন্যবাদ ও শুভকামনা

২১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৫

কাছের-মানুষ বলেছেন: বেচারার কনফিডেন্সে কিছুটা ভাটা পড়বে, শত হলেও প্রথম জব বলে কথা!

বেচারাকে একটু পর ডেকে এক কাপ চা অফার করুন, সব মুশকিল আসান হয়ে যাবে!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৭

সামিয়া বলেছেন: চা তো আমাদের অফিসে ফ্রি, আলাদা টি corner আছে, দেখি কাল হাসিমুখে কথা বলবো। ঠিক হয়ে যাবে আশা করি।। ধন্যবাদ।। শুভকামনা

২২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩১

নূর-ই-হাফসা বলেছেন: বাচ্চা ছেলে এখন দূরত্ব বজায় রেখে চলবে । একদিকে ঠিক আছে ।
তবে একটু বেশি বকেছেন মনে হচ্ছে । ছেলেরা এতো অল্পতে কাঁদে জানা ছিল না ।
এই ছেলের মন বেশি নরম । একদিন চকলেট দিন । অল্পতে হয়তো খুশি হবে ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০১

সামিয়া বলেছেন: বেশি কই বকলাম? :( খালি তার রেজাল্ট জানতে চেয়েছি আর মেজর subject কি জিজ্ঞেস করছি এইতো!! :)
ওকে তাহাকে তোমমার কথা মত চকলেট দেয়া হবে, ঠিকআছে ডিয়ার।।

ধন্যবাদ।। শুভকামনা।।

২৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৭

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে তো অফিসে সিনসিয়ার মনে হয় না, তবে ওকে বকে দেওয়ার ব্যপারে তো ষোল আনা :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৭

সামিয়া বলেছেন: এরকম আরো একজন কমেন্ট দিয়েছে, আচ্ছা আপ্নারা কি বোকা!? একজন employee এইভাবে careless হয়ে চাকরী করতে পারে?? এগুলো হচ্ছে co incident আমি নিজেকে ইচ্ছে করে পচাই, হয়ত দুই একবার ফোন ধরিনাই সেইটাকে চিরকালের বদ অভ্যাস বলছি, হয়ত দুই একবার স্যার এসে বলেছেন মেইল করেছেন আমি সেটাকে সব সময় বলে চালিয়ে দিছি। একটা কবিতা লিখেছি রোজ হেল্পারের ধাক্কা খাই বইলা কিন্তু ধাক্কা আমি কোনদিন খাইনাই, দুই একবার ধাক্কা খাওয়ার উপক্রম হইছে এটা ঠিক। এটাকে এইভাবে বর্ণনা করি কারন ঐ এক দুই বার ব্যাপারটা বিরাট ব্যপার বলে মনে হয়, আমি লিখছি আমি অন্য ফ্লোরে গিয়া ধুমাইয়া গল্প করছি আসলে আমি physical audit এ গেছি, এইগুলা একটু সহজ করে ব্লগে লিখি মজা করতে অন্য কিছু নয়, প্রাইভেট জবে তিল পরিমান নুন ঘষলেও চাকরি চলে যায় বুঝছেন্? সম্ভাবনা আছে বুঝেন নাই। আমাকে এর প্রতি উত্তরে আরো ব্যাকা কথা বলবেন।

২৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আসলে নিছক গল্প হলেতো গল্পের পট অনেক রকম হয়ে থাকে। বাস্তব হলে কারোর মনে কষ্ট দিতে নেই সেই অনুশোচনা বোধটুকু কিন্তু সত্যি একজনকে তার আইডিনটিটি করে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৬

সামিয়া বলেছেন: হুম।। আজ তার সাথে কথা বলে ব্যাপারটা সাভাবিক করে নিয়েছি।। ধন্যবাদ এবং শুভকামনা।।

২৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৯

কুঁড়ের_বাদশা বলেছেন: তুমি যে আমাকে এত বোঝো তুমি কে বলো তো?
একটা এসএস সি পড়া ছেলে এত বুদ্ধিমান!!



পূর্বজন্মে তোমার নানা ছিলাম ;)
আর এ জন্মে শয়তানের খালাতো ভাই, ধুক্কু :P
তোমার খালাতো ভাই হয়েছি। :-B
এখন তুমি বল, তোমায় আমি ছাড়া আর কে ভাল বুঝবে? :P
আমি আসলে মানুষের" মাইন্ড রিডিং পাড়ি"। একারণে
কোনটা টাইড আর কোন বটপার ইহা ভাল করে বলতে পারি। ;)
তোমার মধ্যে টাইড বাটপারি কিছু নেই..
তবে তোমার মধ্যে ঢাকাইয়া গো মনোভাব আছে,
" নবাবী বা র্নিবোধ টাইপের"। কিন্তু তুমি তা জনোই না।। ;)


তুমি আমায় ব্লগের বাহিরে চেনোনা,আর আমিও তোমাকে না। ভালো থাকো ইতি আপু। :-B

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৯

সামিয়া বলেছেন: আসলেই আমি নিজেক্ব অতটা জানিনা, তবে নিজের বোকামি কাজগুলো ধরতে পারি।
আচ্ছা তুমিও ভালো থেকো, ধন্যবাদ এবং শুভকামনা।।

২৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৫০

বিষন্ন পথিক বলেছেন: ড্রাইভিং পরীক্ষায় পাশ করার পর ট্রেনিং গাড়ী রাস্তায় স্লো চালালে সবাই বিরক্ত হয়ে বলি "শ্লার লার্নার",সবাই ভুলে যাই এককালে আমরাও লার্নার ছিলাম।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২০

সামিয়া বলেছেন: সেটাইই, ভালো এক্সাপল দিয়েছেন।।আমি তো লিখেছি আমি রুড ছিলাম।।
ধন্যবাদ এবং শুভকামনা।।

২৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০০

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন:
লেখাটা সবার কেমন লেগেছে জানি না।পড়ার পর বেশ কষ্ট পেয়েছি।অনার্স লাইফে সিনিয়রদের বেশ কয়েকবার রুঢ় আচরনের শিকার হয়েছি।আশা করি কোন জুনিয়র আজও আমাকে এমন অভিযোগ করতে পারবে না।বরং মাথায় তুলে রাখে বলা যায়।
লেখাটি গল্প হলেই বোধহয় ভালো হত।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২২

সামিয়া বলেছেন: আরেহ এটা ব্যাপার না, পথ চলতে একটু আধটু হোচট না খেলে মন শক্ত হবে কিভাবে? সকালে এসেই তার সাথে হেসে হেসে কথা বলেছি। নাউ হি ইজ ওকে।
ধন্যবাদ এবং শুভকামনা।।

২৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০৬

ধ্রুবক আলো বলেছেন: কি বলি ভেবে না পাই, এই কর্পোরেট জগৎ আমার কাছে যান্ত্রিক জীবন মনে হয়!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৩

সামিয়া বলেছেন: আসলেই, সবকিছু artificial........
ধন্যবাদ এবং শুভকামনা।।

২৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৩

এলিয়ানা সিম্পসন বলেছেন: Garbage post!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৮

সামিয়া বলেছেন: You must be pulling my leg! or you don't like me, If u think it's garbage then why you read & comment!!? Aha such a waste of time miss garbage queen.

৩০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি আর একটু সহনশীল হতে পারতেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৯

সামিয়া বলেছেন: সমস্যা নাইই আজ কথা বলেছি, এখন সব স্বাভাবিক।।
ধন্যবাদ এবং শুভকামনা।।

৩১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১২

সাহসী সন্তান বলেছেন: পোলাটার লাইগা সমবেদনা রইল! এইটারেই সম্ভবত পোশাকি ভাষায় সিনিয়রিটি দেখানো বলে। অথবা অফিসিয়াল র্যাগিংও বলা যায়... ;)

আপনার ধরা খাওয়া পোস্ট পড়ার অপেক্ষায় রইলাম। আশাকরি আমরা নিরাশ হবো না! =p~

শুভ কামনা ইতি আপু!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৫

সামিয়া বলেছেন: আপনার ধরা খাওয়া পোস্ট পড়ার অপেক্ষায় রইলাম

আচ্ছা আচ্ছা :) এই তবে মনের কথা!!! ওয়েল নিরাশ করবোনা ভাইয়া।। ধন্যবাদ।।

৩২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: কেন জানি মনে হচ্ছে আপনি নিখিলেশকে পেয়ে গেছেন,আর সে জন্যই এই পোস্ট। ক্ষনিকের পিছুটান,হবে সে দৃশ্যমান, তবে হবে সমাধান।বাসন্তিক শুভেচ্ছা রইল।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৬

সামিয়া বলেছেন: আপনাকে ও শুভেচ্ছা। নিখিলেশরা এত কাছাকাছি থাকেনা। তাদের পাওয়া যায় কিন্তু অধরার মতন।।

ধন্যবাদ ।।

৩৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এমন আর কি করেছ
অফিসেতে কান্ড;
ফিট খাবে যদি খুলি
ছবিজীর ভান্ড।

ঐ দেখো ছবিপুটা
ভয়ে মরে ধূৎ যা;
থাক বাবা কয়ে আর
দিমুনাগো লজ্জা।

তবে বাপু তুমিও হে
কম নও মিচকা;
ডোজ যা দিয়েছ চামে
বেশ ডরে পিচকা।

ফাঁকিটারে আমিও যে
বানিয়েছি শিল্প;
ফের কভু বলবোগো
তার থোড়া গল্প।

তবে তোমা কথা এক
কবো আমি লাস্টলি;
মেইল চেক করো প্লিজ
রোজ সিরিয়াসলি।

ফাঁকিটাকি যা-ই করো
ধরা খাওয়া যাবে না;
ফাইনালি সে পাপেই
প্রমো-গ্রেড পাবে না।

বিন্দুই পরে জব এ
হয়ে যায় সিন্ধু;
কলিগরা কোনোদিনো
হয়নাগো বন্ধু।

স্বার্থ সামনে এলে
ঠিকি দেবে পাল্টি;
সে সময় এই ভুলই
হবে খাস চালটি।

দেখাবে না নিজ পাপ
শুরু হোক প্রেকটিস;
কঠিন সে কিছু নয়
ব্যস থোড়া ট্যাকটিস।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৩

সামিয়া বলেছেন: ছবি আপু কি করে!
লিখে না না কবিতা ।
ঘণ্টা মিনিট সেকেন্ডে
অনলাইনে পাই তা।

ছবিপুকে লজ্জা
দিও না দিও না আর
সি ইজ অ্যা রক্স
কি বুঝবে তুমি তার।

মিচকা? কি যে বল
আমি বড় সরল ;
ডোজ কি ওকে বলে
যা করেছি তরল।

যতই শিল্প
বানাই ফাঁকি;
মন কিন্তু
পুরাটা খাঁটি ।

এটা তো নতুন নয়
মাঝে মাঝে অল্প;
আমার জীবনে ঘটা করি
নানা গল্প।

মেইল চেক করি রোজ
কিন্তু বিধি বাম!
যখনি তা ভুলে যাই
শুরু হয় মেইল এর জ্যাম।

ফাঁকি টাকি করিনা গো
যা ভেবেছ ঠিক না
আমি যে অনেষ্ট কাজের বুয়া
তুমি সে তো জানো না।

আমার কর্ম
সিন্দু হয়ে রয় বিন্দু
মামাহীন জীবন যার
সে চিরকাল বিন্দু ।

স্বার্থ থাকুক না থাকুক
দেয় তারা চালটি ;
ক্ষতি হোক না হোক
এটাই মন্ত্র ভাইয়া
কর্পোরেট মাল্টির ।।

৩৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:২৪

মলাসইলমুইনা বলেছেন: সামিয়া : উনি নতুন তাই জানেননা না আমাকে লক্ষ্য করলেই আমি রুড ....|সত্যি বলছি পড়েছি আপনার লেখাটা কিন্তু আপনাকে খুব লক্ষ্য করিনি কিন্তু তাও ভালো লেগেছে লেখা |

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৫

সামিয়া বলেছেন: যাক ভাগ্যিস আমায় লক্ষ্য করেন নি!!!!!
অসংখ্য ধন্যবাদ।।
শুভকামনা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.