নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

সরি টু সে (লেখা চুরি কিংবা কপি পেস্ট প্রসঙ্গ)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭

ব্লগে লেখা চুরি হয়ে যাচ্ছে এই আন্দোলনের প্রেক্ষিতে সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষের পদক্ষেপে সবাই উপকৃত হলেও আমি কিছুটা বিপাকে পড়েছিলাম কেননা আমার নিজের লেখা নিজে লগিন অবস্থায় ও কপি করে নিজের ফাইলে সেফ করে রাখতে পারিনা এখন আর।
বিশেষ করে আমার ছবি ব্লগ গুলো আগের মত ছবি সহ আর কপি করতে পারিনা, একটা অপশন আছে ড্রাফট থেকে কপি করা, তাতে ছবি আর ডিসপ্লে হয়না। কিন্তু সবার মতামত আমার সমস্যার বাইরে তাই কথা বলার সাহস করিনি। অথচ আমি দেখেছি যারা লেখা চুরি করতেন তারা আজ অব্দি লেখা চুরি ঠিকই করতে পারছেন। তাও ছবি সহই পারছেন। কয়েক ঘণ্টা আগে লেখা কবিতাটি এমনি কিউরিয়াস হয়ে search দিয়ে দেখলাম বেশ কজন অলরেডি কপি করে status দিয়ে ফেলেছেন। এর মানে কি দাঁড়ালো বাইন্ডিং শুধু আমাদের জন্য?? শুধু আমরা নিজেরাই নিজেদের লেখা কপি করতে পারবো না?? ব্লগের বাইরের লোকজন ঠিকই পারবে।

সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষের কাছে প্রস্ন এরকম কি করা যায় না আমাদের যার যার লেখা আমরা ড্রাফট ছাড়া কপি করতে পারবো?? আবার এই অহেতুক কপি পেস্ট সমস্যার ও
সমাধান হবে??


কিছু ঘণ্টা আগের লেখা আমার কবিতার কপি।

!






!



বি:দ্র অন্য লোক আমার লেখা তাদের নিজেদের নামে চালিয়ে দেয়া নিয়ে আমার আপত্তি তেমন নেই এগুলো হাজার বছর ধরে দেখছি তাই চোখ সয়ে গেছে। আমার কষ্ট আমার লেখা আমি কপি করতে পারিনা! তাইলে ওরা করে কি করে!!!!!! কপি পেস্ট!

মন্তব্য ৩৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৩

MD SAHIN বলেছেন: এটা সত্যি দুঃখের বিসয়।ব্লগের লেখা ছুরি হওয়া সত্যি দুঃখ জনক।
Latest Bengali News Paper]
bengali news

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২১

সামিয়া বলেছেন: লোল Latest Bengali newspaper??

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০০

আবু তালেব শেখ বলেছেন: লেখা চুরি করে লাভবান হওয়া যায়?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২০

সামিয়া বলেছেন: পোষ্ট উত্তর মেরু নিয়া, প্রশ্ন করছেন দক্ষিন মেরুর।।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: যাক লেখা চোরের বুদ্ধি আছে; আমার লেখা কেউ চুরি করে না। ;)

লেখা চুরির ঘটনা দুঃখজনক।


২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৬

সামিয়া বলেছেন: লেখা কম বেশি সবারই চুরি হয় আমার ধারণা, এবং এটা সবখানে সব দেশে, আগে আমি বিদেশি সাইটগুলোতে লিখতাম তখনো চুরি হতে দেখেছি। ওরা আবার ইংলিশ লেখা চুরি করলেও কথা বলতো স্প্যানিশ অথবা অন্য ভাষায় তাই ওদের সাথে ঝগড়া ও করতে পারতাম না যে কেন আমার লেখা কপি করে ওদের পার্সোনাল ওয়েব এ দিচ্ছে।। যে কারনে এই ব্যাপারটা আমার সয়ে গেছে কিন্তু আমার কথা হচ্ছে আমি আমার নিজের লেখা নিজে কপি করতে পারছিনা, ওরা পারছে এটা ভীষণ আফসোসের।।

ধন্যবাদ

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৪

দীপঙ্কর বেরা বলেছেন: বাপরে
তাই নাকি?
দুঃখজনক

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৬

সামিয়া বলেছেন: জি দুঃখজনক।।

ধন্যবাদ ।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৫

হাফিজ বিন শামসী বলেছেন:

গরু, ছাগল ঠেকাতে এমনই বেড়া দেয়া হল যে, মালিক নিজেই তার খামারে ঢুকতে পারে না। :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৭

সামিয়া বলেছেন: একদম।। :)
মালিক ঢুকতে চায় ভাইয়া।। :) ধন্যবাদ ।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০০

শায়মা বলেছেন: একেই বলে চোরের বুদ্ধি আপুনি! :(

কি আর করা?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৮

সামিয়া বলেছেন: চোর নিয়ে আমার মাথা ব্যথা নেই।।
আমি আমার লেখা কপি করতে পারিনা এটা একটা অস্বস্তির ব্যাপার।

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৬

নীলপরি বলেছেন: গোলমেলে পরিস্থিতি । :(

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৯

সামিয়া বলেছেন: একদম গোলমেলে ।।

ধন্যবাদ

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৫

প্রামানিক বলেছেন: আমরা ঘুরি ডালে ডালে আর চোরে ঘোরে পাতায় পাতায়।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০১

সামিয়া বলেছেন: চোর নিয়ে আমার মাথা ব্যথা নেই।। ওরা ক্রেডিট নিয়ে যদি একটু আনন্দ পায় তাহলে আমার সমস্যা নাই। অথবা যদি বই ও বের করে ফেলে তাতেও আপত্তি নেই। কিন্তু আমার নিজের লেখা তো নিজেই কপি করতে পারছিনা।।

ধন্যবাদ ভাইয়া

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৯

মাআইপা বলেছেন: কপি পেস্ট অপসন বন্ধ করে কি আর চুরি ঠেকানো সম্ভব ? প্রয়োজনে স্ক্রীন শট নিয়ে নতুন করে টাইপ করবে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০২

সামিয়া বলেছেন: হাহাহা
ঠিক ঠিক
ঐ যে আমার কবিতাটার সাথে একজন আলিয়া যুক্ত করে টাইপ করেছেন। :)

ধন্যবাদ

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:০০

সোহানী বলেছেন: প্রামানিক বলেছেন: আমরা ঘুরি ডালে ডালে আর চোরে ঘোরে পাতায় পাতায়।

বলো কি!!!!!!!!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০২

সামিয়া বলেছেন: চোর নিয়ে আমার মাথা ব্যাথা নাই আপু।

ধন্যবাদ

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:১২

মলাসইলমুইনা বলেছেন: আপনাদের খ্যাতিতে অখ্যাত আমি এই অশান্তিময় বিশ্বেও কোনো নোবেল পিস্ প্রাইজ পাবার মতো মনে শান্তি শান্তি অনুভব করছি | যাচ্ছে তাই লেখার জন্য লেখা চোরেরাও চুরি করতে চাই বলে আর আমার ব্লগে আসেনা ! আহা কি আনন্দ আকাশে বাতাসে !! তারপরেও আপনাদের পক্ষ থেকে লেখা চোরদের বিরুদ্ধে ব্যাপক নিন্দা জানাচ্ছি |

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৪

সামিয়া বলেছেন: ভাই এইখানে লেখা চোর নিয়ে কথা হচ্ছে না কথা হচ্ছে আমি আমার নিজের লেখা ছবি ব্লগ এম্নে ব্লগ কোন ব্লগ ই কপি করতে পারিনা।। বাট বাইরের মানুষ পারে।।

ধন্যবাদ।

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কপি মেরে সে কি আর করতে পারবে

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৫

সামিয়া বলেছেন: সেটাই।।
কিন্তু আমার নিজের লেখা নিজে কপি করে নিজের ফাইলে রাখতে তো চাইবো তাই না??
ধন্যবাদ।

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪০

তারেক_মাহমুদ বলেছেন: আশিক চন্দনকে লোকটা অবশ্য চোর বলা ঠিক হবে না আপু, উনি নিচে লিখে দিয়েছেন লিখেছেন :ইতি সামিয়া।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৫

সামিয়া বলেছেন: তাহলে উনি ভালো মানুষ।।

ধন্যবাদ।

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৫

লুকাই লুকাই শত্রুর দল বলেছেন: কপি পেস্ট বন্ধ করা টেকনিক্যালি সম্ভব না (যদি না লেখা গুলা ইমেজ এ রূপান্তর করেন).
শুধু কপি পেস্ট-কারির জীবন টা কিছুটা কঠিন করা যায়।

somewhereinblog এ যেমন জাভাস্ক্রিপ্ট বন্ধ করলেই আবার কপি পেস্ট করা যায়।

এই সব কপি পেস্ট কারীকে অন্য কোনো treat দেয়া যেতে পারে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৬

সামিয়া বলেছেন: আমি আমার নিজের লেখা কপি করে নিজের কাছে রাখতে চাই এটা আমার পোষ্টের মুল কথা।।

ধন্যবাদ।

১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৬

জাহিদ অনিক বলেছেন:
লেখক নিজে নিজের পোষ্ট কপি করতে পারবে; এটা ভাল পরামর্শ। কবিতার আসরে দেখেছি এমন সিস্টেম।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৮

সামিয়া বলেছেন: হ্যাঁ কবিতার আসর অনেক এগিয়ে গেছে টেকনিক্যাললি, ওখান থেকে চুরি ও খুব একটা হয়না, সার্চ অপশন আছে গুগল ফেইসবুক কই কে লেখা কপি পেস্ট করলো, মার্ক করে রিপোর্ট করে দিলেই একশন।

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৪

বিলিয়ার রহমান বলেছেন: নো কমেন্ট আপি!!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২১

সামিয়া বলেছেন: আপনিই আমাদের নিজেদের কপি পেস্ট বন্ধ করিয়ে বিপদে ফেলছেন গো :)
লোল লোল লোল :) :) :)

১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৪

খায়রুল আহসান বলেছেন: কেউ যদি এ চোরদেরকে ধরে আচ্ছামত শায়েস্তা করতে পারতো, তবে খুবই খুশী হ'তাম।
এ ব্যাপারে চিৎকার করতে করতে বিলিয়ার রহমান এর গলা বসে গেছে, ভ্রমরের ডানা এর ডানা ভেঙ্গে গেছে মনে হয়, বিদ্রোহী ভৃগুও শান্ত হয়ে গেছে। অবশ্য, আপনার সমস্যাটা অন্যখানে, তা বুঝেছি।
বেড়া তুলে দেয়া হোক, এটাই কি তবে এর সমাধান? জানিনা।

০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৪

সামিয়া বলেছেন: ধন্যবাদ

১৮| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৯

মামুন্‌ বলেছেন: লেখা সিলেক্ট করে ড্র্যাগ করে নোটপ্যাড বা এম এস অফিসের উপর এনে ছেড়ে দিবেন, কাজ শেষ

০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। শুভকামনা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.