নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

সবাইকে নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৬




সেদিন বাসে আসতে আসতে হঠাৎ খেয়াল করলাম আমার পাশে বসা মেয়েটি চেপেচুপে আমার শরীরের ভেতর ঢুকে যাচ্ছে, আমি ভাবলাম আহা বেচারি মে বি তার আমাকে ভালোলাগছে তাই এইভাবে বসেছে, মাঝে মাঝে এমন হয় অল্প কিছু সময় আমার পাশে বসেই কিছু মেয়ে আমার ফ্যান হয়ে যায়!! রিয়েলি!! হয়তো এরকম ভাবে তারা আমার পাশে নিরাপদ।আমার দিকে মিষ্টি করে তাকায়, ভাবলাম সেরকম কিছু হবে!

যাত্রীরা উঠছে ভীর বাড়ছে মেয়ে মনে হল এবার আমার একদম শরীরের ভেতরে ঢুকে যেতে চাইছে, বিরক্ত হলেও মেয়েটিকে কিছু না বলে ঘটনা কি দেখার জন্য চারপাশে চোখ বুলালাম, একটা লাল শার্ট পড়া ছেলে ফাইল হাতে রড ধরে দাঁড়িয়ে, তার ধার ঘেঁষে বেশ কিছু মহিলা বসে, আরও ছয় সাতজন দাঁড়িয়ে। জায়গা আছে তারপর ও, পঞ্চাশ ছুই ছুই এই রকম এক নাদুশ নুদুশ পান খাওয়া লোক পান চিবোতে চিবোতে সারা বাসে তিল পরিমান জায়গা নাই! এই রকম ভাব ধরে তার পুরা ভুরি শুদ্ধ শরীর মেয়েটির গায়ে সেঁটে আছেন।

ঘটনা দেখে আমার চোখ মুখ পরিবর্তন হয়ে গেলো, এই চেহারাটা হচ্ছে আমার অজান্তে রেগে যাওয়া চেহারা, এটার প্রতিচ্ছবি আমার মুখে এমন ভাবেই ভেসে উঠে যে চেনা অচেনা যে কেউ কিছুটা হলেও ঘাবড়ে যায়।লাল শার্ট ছেলে সহ আরও দুই তিন জন লোক আমার হয়ে লোকটিকে সরে যেতে বলল, তিনি শুনলেনই না।
আমি বললাম আপনি শুনতে পাচ্ছেন না আপনাকে সবাই সরে দাঁড়াতে বলছে তবু সরছেন না কেন? আপনি দেখুন আপনি এই মেয়েটির গাঁয়ের উপর ভর করে আছেন, যান এখান থেকে, পেছনে গিয়ে দাঁড়ান। লোক সরে গেলো। মেয়েটা এতক্ষনে আমার পীঠ থেকে মুখ তুলে ঘাড় সোজা করলো। এতক্ষন থেকে মেয়েটি এরকম কষ্ট করলো অথচ একটু প্রতিবাদ করার সাহস সে করেনাই।

আসলে সব মেয়ে একরকম না, সব মেয়ে মানসিক ভাবে শক্তিশালী না, সব মেয়ে সব কিছু পারে না, সব মেয়ে ঘোলাটে পরিবেশে বুদ্ধি করে পথ চলে সামনে এগোতে পারে না।
অনেক মেয়ে পরিবেশ এবং পরিবার থেকে সে মেয়ে, সে দুর্বল, সে পরাধীন, সে অজ্ঞ, বুদ্ধিহীন, এরকম আপন মানুষ এর কাছে থেকেই উপাধি পেয়ে পেয়ে, নির্যাতিত হতে হতে, কষ্ট পেতে পেতে, অন্যায় মেনে নিতে নিতে তারা অসুস্থ দুর্বল এবং লক্ষ্য হারিয়ে ফেলে।

তাদের সাহায্য করুন,পুরুষ মানুষ মেয়ে মানুষ এই রকম চিন্তা চেতনা থেকে বের হয়ে এসে একজন সবল মানুষ হিসেবে, সকল দুর্বল ক্ষতিগ্রস্ত সাহায্যহীনদের সাহায্য করুন।সেই সাহায্য হতে পারে পথে ঘাঁটে, অচেনা কোন স্থানে, অপরিচিত কাউকে অথবা পরিবারের আদরের ছোট্ট অভিমানী বোনকে।। আমাদের দেশে ক্ষতিগ্রস্ত এবং সাহায্যহীনদের ভেতর নারীদের হার অনেক অনেক বেশি।

সবাইকে নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।।

মন্তব্য ৫৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪১

মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও নারী দিবসের শুভেচ্ছা আপু।

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৩

সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাই।
শুভকামনা।

২| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৩

rudainahalimah বলেছেন: সময় এখন নারীর

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৫

সামিয়া বলেছেন: An Error Was Encountered
The URI you submitted has disallowed characters.

৩| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৩

চাঁদগাজী বলেছেন:


শুভেচ্ছা, লেখাটি অর্থবহ

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৬

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন।

৪| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৩

মলাসইলমুইনা বলেছেন: বসে বা যেকোনো জায়গায় কোনো মেয়ের সাহে এই সাধারণ ভদ্রতাটুকু দেখতে একটা অসাধারণ ভদ্র মানসিকতা দরকার |সেটাতো দেশে শিখবার কোনো উপায় নেই এখন আর | তাই আপনার বাসের ওই লোকের মতো মানুষ দেশে এখনো অনেক বেশি | আমি আশাকরি এই লোকগুলোর সংখ্যা দিনে দিনে কমবে | দ্রুতই কমবে | সুন্দর হয়েছে লেখা |আপনাকে শুভেচ্ছা |

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৮

সামিয়া বলেছেন: খুব সুন্দর বলেছেন ভাইয়া।।

ভালো থাকুন, ধন্যবাদ।।

৫| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৫

মাআইপা বলেছেন: অসাধারণ লেখা থেকে একটি লাইন যদি হয় সব সময়ের স্লোগান : “সাহায্য হতে পারে পথে ঘাঁটে, অচেনা কোন স্থানে, অপরিচিত কাউকে অথবা পরিবারের আদরের ছোট্ট অভিমানী বোনকে।।”

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৯

সামিয়া বলেছেন: আন্তরিক ধন্যবাদ এবং ভালোলাগা রইলো আপনার মূল্যবান মতামতে।।

শুভেচ্ছা ও শুভকামনা।।

৬| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১০

করুণাধারা বলেছেন: চমৎকার আহ্বান, খুব ভালো লাগলো।

শুভকামনা রইল।

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪০

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রইলো।
ভালো থাকুন সবসময়।।

৭| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১১

হাফিজ বিন শামসী বলেছেন:

মায়েরা, বোনেরা তাদের সম্মান ফিরে পাক, আমরা যেন তাদের সঠিক সম্মান করতে পারি নারী দিবসে এই কামনা রইল।

লেখায় ভালোলাগা রইলো। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪১

সামিয়া বলেছেন: আপনার সুন্দর কমেন্টে ভালোলাগা রইলো।।

শুভকামনা। ভালথাকুন সবসময়।
ধন্যবাদ ।

৮| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৯

সৈয়দ ইসলাম বলেছেন:
এমন পরিস্থিতিতে পুরুষদেরকে এগিয়ে আসতে হবে। তবে সুকৌশলে।
এমন কৌশলে কথা বলতে হবে, যেন উপস্থিত অন্যান্য পুরুষেরা শিক্ষা নিতে পারে। এবং তারাও যে কোন জায়গায় এ পরিস্থিতি কাটিয়ে উঠায় সহায়ক ভূমিকা রাখতে পারে।

ধন্যবাদ, বিষয়টি শেয়ারের জন্য।

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪১

সামিয়া বলেছেন: খুব ভালো বলেছেন। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন।
শুভকামনা।।

৯| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩০

তারেক_মাহমুদ বলেছেন: আমাদের দেশে লোকাল বাসে মহিলারা প্রায় এ ধরণের ঘটনার সম্মুখীন হয়। নারী দিবসের শুভেচ্ছা।

০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪২

সামিয়া বলেছেন: হুম ঠিক বলেছেন।।
ধন্যবাদ ।

১০| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৪

ওমেরা বলেছেন: নারী দিবসের শুভেচ্ছা আমি চাইনা, এই নারী দিবস আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, আমি মানুষ না আমি নারী ।
ধন্যবাদ আপু ।

০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৫

সামিয়া বলেছেন: সেটা ভিন্ন বিষয় ।।এভাবে চিন্তা না করে মানুষ হিসেবে আমাদের সফলতার দিক গুলো তুলে ধরতে হবে। যোগ্যতা প্রমান নারী পুরুষ উভয়েরই প্রয়োজন হয়।।

শুভেচ্ছা , ভালো থেকো।

১১| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৫

অগ্নিবেশ বলেছেন: ভালো লিখেছেন।

০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৫

সামিয়া বলেছেন: ধন্যবাদ ।
শুভকামনা।

১২| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও নারী দিবসের শুভেচ্ছা।

০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৫

সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
ভালো থাকুন।

১৩| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: পৃথিবীর সকল নারীর প্রতি বিনম্র শ্রদ্ধা। কোনো নারীকে কষ্ট দিলে ক্ষমাপ্রার্থী...

০৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।
ভালো থাকুন।

১৪| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৬

কানিজ রিনা বলেছেন: প্রথমে তোমাকেই নারী দিবসের শুভেচ্ছা।
এত সুন্দর করে অসহায় নারীর অসুবিধার
কথা তুলে ধরার জন্য অভিনন্দন আন্তরিক
ভালবাসা রইল বোন। ধন্যবাদ।

০৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২০

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় আপু।
ভালো থাকুন।

১৫| ০৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০০

সিফটিপিন বলেছেন: পৃথিবীর সকল নারীকে নারী দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা।

০৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২২

সামিয়া বলেছেন:  ধন্যবাদ সেফটিপিন, শুভেচ্ছা।
ভালো থাকুন।

১৬| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৩

আহমেদ জী এস বলেছেন: সামিয়া ,




নারীকে কেউই তুচ্ছ ভাবতে পারবেনা যদি নারীরা তাতে নিজেই সায় না দেয় । যেমন আপনার এই লেখায় তুলে ধরা উদাহরণটি ।

নারীকে বলীয়ান হতে হবে তার নিজের শক্তিতেই , সরব হতে হবে নিজের ক্ষমতার প্রতি বিশ্বাসে ।
সবাইকে নারী দিবসের শুভেচ্ছা ।

০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৭

সামিয়া বলেছেন: বেশ ভালো বলেছেন। অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন। শুভকামনা।

১৭| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৩

নূর-ই-হাফসা বলেছেন: কথা সত্য সবাই প্রতিবাদ করতে পারেনা ।
সব মেয়ে প্রতিবাদী আর সাহসী হতে পারলে কিছু হলেও সমস্যা কমতো ।

০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৮

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ডিয়ার।
শুভেচ্ছা।

১৮| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫২

সালাহ উদ্দিন শুভ বলেছেন: শুভেচ্ছা আপনাকে

০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৮

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ।

১৯| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে নারী দিবসে শুভেচ্ছা। নারীকে আর হেলা নয় তাদের প্রতি সদয় হউন। এই মননে আমাদের সবাইকে পথ চলা চাই।

০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৯

সামিয়া বলেছেন: Well said brother

অনেক ধন্যবাদ.
ভালো থাকুন।

২০| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:০৭

অর্ধ চন্দ্র বলেছেন: মিলেমিশে থাকি সবাই,অনেক এগিয়ে যেতে চাই,ধন্যবাদ,শুভেচ্ছা রইল

০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩০

সামিয়া বলেছেন: বাহ! চমৎকার।
অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।

২১| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৭

প্রামানিক বলেছেন: নারী দিবসের শুভ্চেছা রইল।

০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩০

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন।

২২| ০৯ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩১

সামিয়া বলেছেন: ভাইয়া আপনি আগে কমেন্ট করেছেন তো :)

২৩| ০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো পোস্ট। ধন্যবাদ।

০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩১

সামিয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
ভালো থাকুন।

২৪| ০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৭

শায়মা বলেছেন: আপু প্রতিবাদের সাথে মানে আগে একখানা সেফটিপিনের খোঁচা দিয়ে দিতে ভুড়িতে। আসল শিক্ষা হয়ে যেত। জন্মেও আর ভূড়ি বানাবার সাধ হত না।

০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪২

সামিয়া বলেছেন: ভালো বলেছো আপু।
অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা।

২৫| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫০

উম্মে সায়মা বলেছেন: ভালো লাগল পোস্ট।

১০ ই মার্চ, ২০১৮ রাত ৯:১০

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভকামনা।

২৬| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩৭

যাযাবর রাজা রিটার্নস বলেছেন: এমন অবস্থায় কিছু বললে অনেক সময় সবাই মিলে ঐ নারীর বিরুদ্ধে দাড়ায়।এ কারণে অনেকে চুপ করে থাকে।

১০ ই মার্চ, ২০১৮ রাত ৯:১১

সামিয়া বলেছেন: সেটা যে সবসময় হয় তা তো নয়।
অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা।

২৭| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৭

গরল বলেছেন: মহিলারা সবচেয়ে বেশী হেনস্তার স্বীকার হয় অফিস টাইমে বাসে উঠার সময়, এর জন্য সিস্টেমের পরিবর্তন আনতে হবে। যেমন মিনি বাস তুলে দিয়ে বড়বে বাস বা দ্বিতল বাস আনতে হবে এবং বাসের সামনের দরজা দিয়ে মেয়েরা ও পেছনের দরজা দিয়ে পূরুষেরা উঠবে। দুটি দরজা ছাড়া বাস নিষিদ্ধ করা উচিত। শুধু নারী দিবস না, প্রতিটি দিবসই যেন নারীদের জন্য নিরাপদ ও সুন্দর হয় তার জন্য আমাদের কাজ করতে হবে।

১০ ই মার্চ, ২০১৮ রাত ৯:১২

সামিয়া বলেছেন: বেশ সুন্দর বলেছেন।

অনেক ধন্যবাদ।
শুভকামনা।
ভালো থাকুন।

২৮| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৬

জাহিদ অনিক বলেছেন:



বাহ ! আপনি সবসময় সাহসী ভূমিকায় থাকেন পাবলিক প্লেসে। ব্রাভো ।
দেরীতে হলেও নারী দিবসের শুভেচ্ছা

১০ ই মার্চ, ২০১৮ রাত ৯:১৩

সামিয়া বলেছেন: যে সাহসী সে সবখানেই সাহসী।


অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা।

২৯| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ৯:২৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার লেখা। সাহসীরা সবসময়ই সাহসী।

১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৩

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন। 

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.