নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

ক্রমবর্ধমান টেকনোলোজি

২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪১




টেকনোলোজি কি আমাদের গ্রাস করে ফেলতেছে!! আমরা কি অতি দ্রুত একটি পরিবর্তনশীল পৃথিবীতে প্রবেশ করে ফেলেছি কিছু বুঝে ওঠার আগে? যে পরিবর্তন আমাদের আমাদেরকে শান্ত সুন্দর সরল স্বাভাবিক নাচারাল জীবন থেকে দ্রুত ডাইভার্ট করে রিভেঞ্জের ভেতর প্রবেশ করাচ্ছে?
যা দেখতে চাই না তাই ই দেখতে হচ্ছে, যা শুনতে চাই না তাই ই শুনতে হচ্ছে, সৎ সঙ্গে স্বর্গ বাস অসৎ সঙ্গে নরক বাস ক্রিয়েট হচ্ছে। কেউ কেউ ভালো হয়েও টেকনোলোজির মাধ্যমে দ্রুত অসৎ সঙ্গের সংস্পর্শে এসে খারাপ কিংবা যা কিছু ক্ষতিকর তার দিকে ধাবিত হচ্ছে। হচ্ছে না?? সব তো ভালো ভালো হচ্ছে তাই না, দেখতে হবে ক্ষতি মঙ্গল কোনটার পাল্লা ভারী, অজ্ঞতা ভুল করবার বয়স, না বুঝ বড়রা পর্যন্ত ভুল কাটিয়ে উঠে নিজের মনকে সঠিক পথে এক্সপ্রেস করতে পারছেনা।



রাস্তাঘাটে, স্কুলে, কলেজে অফিসে, হাসপাতালে, যে কোন পেশার যে কোন বয়সের যে কোন জেন্ডারের যে কোন মানুষ এই রকমভাবে নিজের ইথিক্যাল ইমপ্লিকেশন বিসর্জন দিয়া কোথায় কি আছে সেই সকল বিচার বিবেচনা অকার্যকর হয়ে গেছে এই রকম ভাবে বিকল যন্ত্রের মতন মোবাইলের দিকে ঝুঁকে থাকেন, এইভাবে পথ চলতে গিয়া এক্সিডেন্ট করে মরেও যাচ্ছেন , তবুও বেহুস এই পিপলদের হুস হচ্ছেনা।।


কয়দিন পর এই বেহুস জাতির মাথার উপর দিয়া এমনভাবে শিকড় বাকর গজাবে যে এই রকম ক্লিনিং মেশিন দিয়ে গন হারে পরিষ্কার করতে হবে।
গতকাল বাসায় যেতে যেতে দেখি আমার পাশে বসা এক চাষাভুষা চাচা এক্সট্রিম আনন্দিত হয়ে ফেইসবুক চালাচ্ছে, তার মোবাইল স্ক্রিনে একটি অসম্ভব রূপবতী মেয়ে সদ্য প্রোফাইল পরিবর্তন করেছেন তিনি তাতে লাইক কমেন্ট দিয়া এমন ভাবে উঁচু করে মোবাইল ধরেছেন যে সবাই তা দেখতে পাচ্ছে, দৃশ্যটি দেখে দুইটা স্ট্রেঞ্জ থিঙ্কিং আমার মাথায় খেলে গেলো! ১, আমার বেলায় কি এমন কভু হইছে!? কেউ কি আমার ছবি বাসের মধ্যে উঁচু করে সবাইরে দেখাইছে?২) বাসের যত লোক আছে তাদের কি সবার ফেইসবুক একাউণ্ট আছে এইটা কাউণ্ট করা সহজ না কার একাউণ্ট নাই সেইটা সহজ।
অবস্থা চিন্তা করে রীতিমত আমার হার্টবিট বেড়ে যাওয়ায় কানের মধ্যে হেড ফোন ডিা ডেকোডেট গান ছেড়ে দিয়ে লম্বা একটা নিঃশ্বাস নিতে নিতে নিশ্চিত হইলাম টেকনোলোজি আমারেও গ্রাস করে ফেলতেছে।



একদিন পৃথিবী থেকে গাছ লতা পাতা মাটি পানি বাতাস বিলুপ্ত হবে থেকে যাবে শুধু যন্ত্র আর যন্ত্র।

ছবি শিল্পী পাওয়েল কুকিজিনস্কির আঁকা ।

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৮

শামচুল হক বলেছেন: গতকাল বাসায় যেতে যেতে দেখি আমার পাশে বসা এক চাষাভুষা চাচা এক্সট্রিম আনন্দিত হয়ে ফেইসবুক চালাচ্ছে,

ফেসবুক এখন চাষাদেরও নেশা

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৬

সামিয়া বলেছেন: Unfortunately you're right.....

২| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
আমি ব্লগিং বাদ দিয়া ঘুরতে যামু।:(:(

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৬

সামিয়া বলেছেন: great decision..

৩| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৭

সৈয়দ তাজুল বলেছেন:
টেকনোলোজি আমাদের জীবনযাপন সহজ করে দিয়েছে, সেই সাথে আমাদেরককে এক বিধ্বংসী প্লটে নিয়ে গেছে। আপনার আমার মত যারা কর্মজীবন নিয়ে ব্যস্ত তারা ফেসবোক বা নেশা সৃষ্টিকারী সকল সাইট থেকে দূরে আছি ঠিকই কিন্তু যারা দিনে মাত্র ৫ থেকে ৬ ঘণ্টা কাজ করেন তারা তাদের বাকি সময়টা টেকনোলোজিতে নষ্ট করেন। আমাদের স্কুল, কলেজ ও ভার্সিটি পড়ুয়া ছাত্রছাত্রীরা তো ফেসবোক ব্যবহার ফরজতুল্য করে নিয়েছে। এখন আবার ফেসবোকে নাকি পড়ার সাজেশন্স ও দেয়া হয়, সেই সাথে দেয়া হয় ফাঁসকৃত প্রশ্নাবলীও। আহ কতই না সহজ করে দিল আমাদের পড়ালেখা। এই ছেলেদের বিরাট এক সংখ্যা জড়িয়ে আছে দু'নম্বার রাস্তায়। টেকনোলজি তার মন্দ রাস্তায় মানুষকে এমন ভাবে ডুবিয়ে রেখেছে, যেখান থেকে ডুবন্ত পাব্লিক কখনো বের হতে পারবে না, বয়স তার যতই হোক না কেন।

আর হ্যা, কিছু মেয়েরা এই সব সাইটগুলোতে নিজেদের ইতরামির ছবি প্রকাশ করে শান্তি অনুভব করে। অথচ মেয়েদের প্রতি পুরুষের দুর্বলতা থাকা স্বাভাবিক। কিন্তু অনেক পুরুষকে এই স্বাভাবিকতারর দরজা পেরিয়ে উঁচু আসনে অধিষ্ঠিত হয়ে সমাজকে অপকর্মে ডুবিয়ে রাখেন।

আমাদের প্রয়োজন সুশিক্ষা ও বেকারত্ব দূরকরা। মানুষ যত ব্যস্ত হবে ততই জীবনের খারাপ অংশের দিক থেকে দূরে থাকবে, তবে থাকে সুশিক্ষিত অবশ্যই হতে হবে।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৭

সামিয়া বলেছেন: Well said brother...
Thank you....

৪| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫২

মোস্তফা সোহেল বলেছেন: সবকিছুরই ভালমন্দ আছে।আমরা মন্দটাই দ্রত নিতে পারি।
কিছু দিন আগে ডিমের বাজারে গেছি ডিম কিনতে দেখি বার-তের বছরের এক পোলা ফেসবুকে চালাচ্ছে।
সে এতটাই আসক্ত হয়ে ছিল যে আমি দুবার জানতে চাইলাম ডিমের হালি কত?সে শুনলই না!
পরে পাশের দোকান থেকে ডিম কিনলাম।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৮

সামিয়া বলেছেন: চারপাশে এসব দেখে মনেহয় মোবাইল ইউজ করা ছেড়ে দেই।। ধন্যবাদ ভাই।।

৫| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:


এশিয়া(জাপান, কোরিয়া ও চীন ব্যতিত) , আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার লোকেরা টেকনোলোজী দেরীতে পাচ্ছে; কিন্তু ওরা সোস্যাল মিডিয়া সবার থেকে বেশী ব্যবহার করছে; ফলে, কিছু কনফ্লিক্ট চলছে।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৯

সামিয়া বলেছেন: You're absolutely right brother...
Thanks

৬| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

মহসিন ৩১ বলেছেন: যাদের দৌড় বেশি অর্থাৎ শিক্ষা দীক্ষা ইত্যাদি ব্যাপারে শর্ট কাট বেশি খুঁজে তারাই টেক-পাগল ; বিদেশের লোকজন শান্তি কি সেটা তেমন বুঝে না , আমাদের দেশে তো তারা আর আসতে পারবে না, আর তাই শান্তি কি জিনিষ সেটা তারা কোনদিনই দেখতে পারবে না। ---টেকনো লজি মানে একধরনের গেম।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫০

সামিয়া বলেছেন: Correct....

৭| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গ্রামে সন্ধার পরে দেখি চার ছেলে রাস্তার পাশে বসে আছে। কারো সাথে কারো কথা নাই, সবাই ফেসবুক গুতাচ্ছে।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫০

সামিয়া বলেছেন: :) :) ভবিষ্যৎ খারাপের দিকে যাচ্ছে।
ধন্যবাদ ভাইয়া।

৮| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

বিএম বরকতউল্লাহ বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ সচিত্র লেখা। পড়ে উপকৃত হলাম।
আপনাকে অনেক ধন্যবাদ।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫১

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় লেখক।
ভালো থাকুন।

৯| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অন্যকিছুর কথা নাহয় না-ই বললাম এই ফেসবুকটা কি সমাজের কোন উপকারে লাগছে? কিশোর-তরুণদের বিপথগামী করার ক্ষেত্রে এই ফেসবুক যে প্রায় পুরোপুরি দায়ী এ কথাটা কি কেউ অস্বীকার করতে পারবেন? সময় হয়েছে এ ব্যাপারে চিন্তাভাবনা করে সঠিক সিদ্ধান্ত নেয়ার।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫২

সামিয়া বলেছেন: You're absolutely right...
Thanks.

১০| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৩

মহসিন ৩১ বলেছেন: বিপথগামী কথাটার মানে যদি হয় অপরাধমূলক কোন কিছু তাহলে তো সেটা অবশ্যই দুর্ভাবনার। ছেলেপেলেদের সম্ভাবনার পথ দেখানো বেশ দুরূহ ব্যাপার ---আর রাজনীতি কি সত্যিই জনকল্যান মুখি হচ্ছে কিনা তার জন্য থিংক ট্যাঙ্ক দের ধরা উচিৎ আগে।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৫

সামিয়া বলেছেন: ১০০& সত্য।।

ধন্যবাদ

১১| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫১

ভুয়া মফিজ বলেছেন: দেশের মানুষের বিনোদনের খুব অভাব! ফেসবুক একটা বিনোদন।
আপনার টপিক সিলেকশান ভাল, লেখা ভাল, তবে সাধু-চলিত মিশ্রণ টার জন্য পড়তে গেলে ধাক্কা লাগে!!
মনে আবার কিছু নিয়েন না :)

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৮

সামিয়া বলেছেন: এই ভাষাটা আজকাল সবার বোধগম্য হয় বেশি। এটা ঠিক সাধু চলিত মিক্সড না, আমরা সাধারণত যেইভাবে কথা বলি সেইভাবে লেখার চেষ্টা বলতে পারেন, Article গুলো আমি তো অনেক আগে থেকেই এইভাবে লিখছি, কেউ অভিযোগ করেনি।। ধন্যবাদ ভাইয়া।।

১২| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:১২

মহসিন ৩১ বলেছেন: আমি ফেসবুক ব্যাবহার করি কিছু জানার আশায় ,এটা তো অবৈধ কিছু না , হুজুররা যাই বলুক :( আমি ওখানে কিছু বলার ইচ্ছা পোষণ করিনা । আমি কিছু শিখি ; যা শিখি সেটা কিছুতেই আবার রাজনীতিও হবে না।..আমার বন্ধুর ( ফেবু) দরকার নাই, তাই কেবল নোটই নিতেছি ---আমার ধারনা আমি বোধ হয় শিক্ষিত মূর্খ। তাই মাধ্যমটা অ্যাডাপ্ট করে নিয়েছি।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৯

সামিয়া বলেছেন: Well said again....

১৩| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

একদিন পর প্রতিউত্তর করছেন? X( আপনার বিরুদ্ধে মামলা করা হবে:P

জ্বালো রে জ্বালো/আগুন জ্বালো
উত্তর দেয়া না হলে/জ্বলবে আগুন
প্রতি পেজে।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ১২:০০

সামিয়া বলেছেন: আগুন হাতে জালায়ে দেন, হাত যথা সময়ে টাইপ করেনাই বলে। :)

১৪| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

একদিন পর প্রতিউত্তর করছেন? X( আপনার বিরুদ্ধে মামলা করা হবে:P

জ্বালো রে জ্বালো/আগুন জ্বালো
উত্তর দেয়া না হলে/জ্বলবে আগুন
প্রতি পেজে।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ১২:০২

সামিয়া বলেছেন: পহেলা বৈশাখের শপিং গেছিলাম ভাই না ভালো এত অভিমান করেনা :) :)

১৫| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৭

ভুয়া মফিজ বলেছেন: আর কারো সম্ভবতঃ ধাক্কা লাগে নাই, তাই বলে নাই। আমার কেন লাগলো বুঝতে পারলাম না :(
যাকগে, এটা স্টাইল হলে ঠিক আছে। সবাই সম্ভবতঃ আপনার স্টাইল ধরতে পেরেছে, আমি পারি নাই। সাধাসিধা মানুষ তো, তাই সবকিছু দেরীতে বুঝি। এই জন্যই বন্ধুরা আমাকে টিউবলাইট বলে :) !!!

৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০৬

সামিয়া বলেছেন: টিউবলাইট!!!! হাহাহাহা :) :)

১৬| ২১ শে মে, ২০১৮ সকাল ১০:২৭

গরল বলেছেন:




ছবিগুলো দেখে কি বুঝলেন, শুধু কি টেকনোলজীর দোষ?

২২ শে মে, ২০১৮ রাত ১১:৪৪

সামিয়া বলেছেন: হ্যাঁ technology ই দোষী, কারণ পেপার চোখের ক্ষতি করে না যতটা মোবাইলের অথবা আইপ্যাডের অথবা কম্পিউটারের স্কিন করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.