নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

আমার দেশ আমার বাংলা আমার তোলা চিত্র

১৫ ই মে, ২০১৮ দুপুর ১:১৭



ঢাকার বাইরে যাবার কথা শুনে আমার বন্ধু সাপ দেখার মতন চমকে উঠে ভয়ে আতঙ্কে দিশেহারা হয়ে বলল না না না ইতি না, এ হতে পারে না, তুমি বুঝতে পারছনা গ্রাম কত ভয়ঙ্কর গ্রামে গিয়ে তুমি থাকবে কি করে, বললাম মাত্র তিন দিনের জন্য যাচ্ছি, তি ইইইইইইইইইই ইন দিইইইইইইইইই ইন!!!!!!!!! তার তিনদিনকে তিন লক্ষ্ বছর বলার ভাব পাত্তা দিলাম না, পাত্তা দেয়ার প্রয়োজন ও দেখলাম না, সে প্রচণ্ড ইনডোর ক্যারেক্টারের কাজেই এই রকম রিঅ্যাক্ট করবে সেইটাই স্বাভাবিক, পরবর্তীতে ভয় দেখিয়ে কাজ হবে না বুঝতে পেরে মন খারাপ এবং শেষ চেষ্টা হিসেবে বলল, তুমি যত যাই বলো ঢাকার বাইরে আমি এক মুহূর্ত থাকতে পারবো না, দম বন্ধ হয়ে আসে, সেটা যদি বিদেশও হয় তাও পারিনা, ইউ নো সিঙ্গাপুরে গেলে আমার নিজেকে কি মনেহয়? মনেহয় একটা খোলা জেল খানা, ওইখানে থু থু ফেললেও কৈফিয়ত দিতে হয় ঐ সব দেশে আমার মত মানুষ গেলে চারদিনের মাথায় দম বন্ধ হয়ে মরে যাবে। ওর পাগলাটে স্বভাব আমি জানি কাজেই ও যে মিথ্যা বলছে না তা বিলিভ করেই ঢাকার বাইরে সেঝ চাচার শ্বশুর বাড়ি উনার নাতির আকিকা অনুষ্ঠানে যাওয়ার ইচ্ছে নষ্ট হয়ে গেলেও এবং আমার আম্মুর শত বাঁধা সত্ত্বেও কি করে যেন আমার এই ট্রিপে যাওয়া হল। এবং আমি মনে করি আমার জীবনে বেশ সুন্দর কিছু সময় আমি উপভোগ করেছি।

সেখানে তোলা আমার কিছু চিত্র, প্রথমেই পুকুরের জলে ওয়াটার স্প্লাশ ছবি তোলার প্রচেষ্টা, এই ছবি তুলতে বেশ কিছু অচেনা ছেলে শিশু পুকুরের মাটি তুলে পানিতে বার বার ছুঁড়ে ফেলে দিয়ে আমায় ছবি তুলতে গুরুত্বপূর্ণ সাহায্য করেছে। আহারে বাচ্চা গুলা, জীবনে আর দেখা হবে কিনা জানিনা, ছবির পেছনের গল্পে ওরা স্মৃতি হয়ে রইবে, আহারে জীবন,
যে যায়
সে যায়
একেবারে যায়
ফিরে আসেনা,
আর যদি ফিরে আসে
সে অন্য রুপ জেনো।






ফিল্টার ইউজ করলে ছবি গুলো সুন্দর হত, আফসোস আমার লেন্সের জন্য কোন ফিল্টার নাই। একটা ফিল্টার কেনার জন্য ১৫/২০ হাজার টাকা কজন খরচ করে, তার থেকে অনেকে ভাব্বে এই দিয়ে তো নতুন একটা ক্যামেরাই ক্রয় করা যায়। আসলে ফটোগ্রাফি একটি বিলাসী শখ। ক্যামেরা এবং অন্যান্য যন্ত্রাংশ কিনতে যেমন টাকা ঢালতে হয় তেমনি দেশ বিদেশ ঘুরে ঘুরে ছবি তোলার জন্য সাধ্যের বাইরে টাকা থাকা চাই।

কিছু পোট্রেট-------------
















গ্রাম সম্পর্কে আমার বন্ধুর ধারণা অত্যন্ত আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম প্রচণ্ড রকম ভুল, সেখানের বাতাস পরিষ্কার, গাছের পাতায় ধুলাবালি নেই, রাস্তাঘাঁট পরিষ্কার পরিচ্ছন্ন পাকা, গ্রামের মহিলারা সিলিন্ডার গাসে রান্না করেন, বিশাল পাকা রাস্তা খালিই পড়ে থাকে, গাড়ি বলতে মাঝে সাঝে দুই একটা অটো দেখা যায়, এই রকম নিরিবিলি জীবন যে হতে পারে নিজ চোখে না দেখলে বিশ্বাসই হতো না, ঢাকায় থাকলে যেখানে প্রতিদিন চুলে শাম্পু করতে হয় তবু দিন শেষে চুল খসখসে বাজে , আর সেখানে তিনদিন থেকেও অবাক হয়ে লক্ষ্য করেছি চুল শ্যাম্পু করার মতন অপরিস্কার হয়নি।

ছবির মতন এক খণ্ড পৃথিবী যেন----------------


































আরেকটি কবিতা -----------

সে এইখানটায় দাঁড়িয়ে ছিল
আমি ওইখানটায় দাঁড়িয়ে ছিলাম;
এবং ঘড়িটা-
চলতে চলতে
চলতে চলতে
বন্ধ হয়ে যাওয়া।
বন্ধ হয়ে গিয়ে;
চলতে থাকা।

সবশেষে আমি গর্বিত আমার দেশকে নিয়ে। আমি আমার দেশকে প্রচণ্ড ভালোবাসি, শুধু বিদেশ বসে বসে দেশের নামে সমালোচনা নয়, দেশের ভেতর থেকেই যতটুকু পারি একেওকে ব্লেইম না দিয়ে আমি আমার দেশের জন্য কিছু করতে চাই, কে কি করলো সেটা দেখার আগে আমি দেখতে চাই আমি আমার দেশের জন্য কতটুকু কি করতে পেরেছি। ভালোবাসি সবাইকে---------------------

মন্তব্য ৪১ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৮ দুপুর ১:৪৭

আবু আফিয়া বলেছেন: লেখা এবং ছবি চমৎকার,
ভাল লাগল বলেই ধন্যবাদ জানাচ্ছি।

১৫ ই মে, ২০১৮ রাত ১০:২৫

সামিয়া বলেছেন: আপনার মতামত জেনে ভালো লাগলো আপনাকে ও অনেক অনেক শুভ কামনা ধন্যবাদ

২| ১৫ ই মে, ২০১৮ দুপুর ১:৪৮

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর ছবি এবং লেখা দুটোই।

১৫ ই মে, ২০১৮ রাত ১০:২৫

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা এবং শুভকামনা রইল

৩| ১৫ ই মে, ২০১৮ দুপুর ২:০১

কাবিল বলেছেন: গ্রাম ভালো লাগেনা এমন মানুষ পাওয়া বিরল। আপনার বন্ধুর গ্রাম দেখা বা গ্রাম সম্পর্কে সঠিক ধারনা নেই। আপনার বন্ধু হয়তো বা কোন এক সময় গ্রামে বাজে অভিজ্ঞতার মধ্যে পড়েছিল অথবা শোনা কথা। উনি যদি কোন একটি সুন্দর গ্রাম ঘুরে দেখেন তাহলে ধারণা পাল্টে যাবে।

ছবিগুলো সুন্দর তুলেছেন।
ভালো লাগলো।

১৫ ই মে, ২০১৮ রাত ১০:২৬

সামিয়া বলেছেন: সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ছবিগুলো ভাল লেগেছে জেনে অনেক ভালো লাগলো শুভেচ্ছা এবং শুভকামনা

৪| ১৫ ই মে, ২০১৮ দুপুর ২:২১

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার ফটোগ্রাফি। সত্যি চমৎকার ছবিগুলো।

১৫ ই মে, ২০১৮ রাত ১০:২৬

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাল থাকুন ভাইয়া শুভকামনা রইল

৫| ১৫ ই মে, ২০১৮ দুপুর ২:২৫

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো বেশ সুন্দর।মোবাইলে তোলা নাকি?
গ্রাম সব সময় সুন্দর।শহুরে যারা গ্রাম সম্মন্ধে ভুল ধারনা করে বসে থাকেন তাদের জন্য দুঃখ হয়।

১৫ ই মে, ২০১৮ রাত ১০:২৯

সামিয়া বলেছেন: আমি ভাই মোবাইলে ছবি তুলতে পারি না, মোবাইলে শুধু নিজের সেলফি তুলি, সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি ।। অনেক অনেক ধন্যবাদ ভাই শুভেচ্ছা।

৬| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: এক কথায় সুন্দর পোষ্ট।

১৫ ই মে, ২০১৮ রাত ১০:৩০

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া

৭| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৭

রাজীব নুর বলেছেন: কোণ ক্যামেরা? মডেল কত আপনার?
ছবি গুলো কি এডিট করেছেন।

১৫ ই মে, ২০১৮ রাত ১০:৩২

সামিয়া বলেছেন: আমি nikon ব্যবহার করি। model D5100 lens 55 to 200mm..

৮| ১৫ ই মে, ২০১৮ রাত ১০:৩২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ৩,৪,৫ নং ছবি তিনটা stunning !

১৫ ই মে, ২০১৮ রাত ১০:৩৪

সামিয়া বলেছেন: Thank you thank you thank you thank you thank you brother

৯| ১৬ ই মে, ২০১৮ রাত ১২:২৬

মাআইপা বলেছেন: ওয়াটার স্প্লাশ ছবি তিনটি চমৎকার !!!!!!!!!!
পোট্রেটগুলোও সুন্দর তবে “ছবির মতন এক খণ্ড পৃথিবী যেন” টাইটেলের কয়েকটি ছবি অপূর্ব !!!!!!!
দুপুরে যখন পড়েছি তখন আরো কিছু লেখা ছিল বলে মনে হচ্ছে। ঐ সাইটটা আমি আগেই দেখেছি।

শুভকামনা রইল

১৬ ই মে, ২০১৮ দুপুর ১:৪০

সামিয়া বলেছেন: এক দুই লাইন কেটে দিয়েছি বেশি না।
অনেক অনেক ধন্যবাদ ভাল থাকুন শুভকামনা রইল।।

১০| ১৬ ই মে, ২০১৮ রাত ১২:২৯

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার বর্ণনা আর বিচিত্র সব ছবি। সুন্দর।+

১৬ ই মে, ২০১৮ দুপুর ১:৪০

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাল থাকুন ভাইয়া শুভকামনা রইল

১১| ১৬ ই মে, ২০১৮ সকাল ৭:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: আপু লেখাটা ভাল। তবে ছবিগুলি যদি আপনার তোলা হয়ে থাকে তাহলে আমি আজ আপনার ফটোগ্রাফির ফ্যান হয়ে গেলাম।

১৬ ই মে, ২০১৮ দুপুর ১:৪২

সামিয়া বলেছেন: সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ছবিগুলো ভাল লেগেছে জেনে অনেক ভালো লাগলো সব ছবি আমার তোলা শুভেচ্ছা এবং শুভকামনা

১২| ১৬ ই মে, ২০১৮ সকাল ৯:৪৪

বোববুরগের বলেছেন: Didi if you get a chance visit the haors in netrokona, you will fall in love with the place

১৬ ই মে, ২০১৮ দুপুর ১:৪১

সামিয়া বলেছেন: Thank you thank you thank you thank you

১৩| ১৬ ই মে, ২০১৮ সকাল ৯:৪৪

বোববুরগের বলেছেন: Didi if you get a chance visit the haors in netrokona, you will fall in love with the place

১৪| ১৬ ই মে, ২০১৮ সকাল ৯:৪৯

শিখা রহমান বলেছেন: খুব সুন্দর সব ছবিগুলো। ইতিমিতিমনি তোমার চোখে চেনা পৃথিবী বড় সুন্দর হয়ে ধরা দেয়। সৌন্দর্য আমাদের সাথে ভাগ করে নেবার জন্য অনেক আদর আর ভালোবাসা।

ভালো থেকো পাগলী মেয়েটা।

১৬ ই মে, ২০১৮ দুপুর ১:৪৩

সামিয়া বলেছেন: থ্যাঙ্ক ইউ আপু অনেক অনেক শুভকামনা রইল

১৫| ১৬ ই মে, ২০১৮ সকাল ১০:১৪

ভুয়া মফিজ বলেছেন: আমাদের গ্রাম আসলেই সুন্দর। আপনার তোলা ছবিগুলো সেটাই আবার প্রমান করলো!
প্রতি মাসে একবার করে বেড়াবেন, আর সুন্দর সুন্দর ছবি আমাদেরকে উপহার দিবেন।
বাই দ্য ওয়ে, শাহরুখের পোজ দেয়া মেয়েটাকে কি আমরা চিনি? :)

১৬ ই মে, ২০১৮ দুপুর ১:৪৬

সামিয়া বলেছেন: উহু ওকে চেনেন না, ও আমার ভাতিজি হয়, ও কে ঐ খানে দাঁড়াতে বলায় সোজা হয়ে দাঁড়িয়ে রইলো , বললাম হাত মেলে দাড়াও, বুঝলনা, দেন বললাম শাহরুখ খানের মতন দাড়াও, অবশেষে এই পোজ পেলাম, ছবি তোলার জন্য মডেলিং করানো অনেক অনেক ঝামেলার ব্যাপার জানেন। অনেক অনেক ধন্যবাদ ভাল থাকুন ভাইয়া শুভকামনা রইল

১৬| ১৬ ই মে, ২০১৮ সকাল ১১:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন:
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি..... !:#P

সত্যিই বিশেষ করে গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো মুগ্ধ করে।


আপনার ভ্রমন অভিজ্ঞতা ভালো লেগেছে++

১৬ ই মে, ২০১৮ দুপুর ১:৪৭

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাল থাকুন শুভকামনা রইল

১৭| ১৬ ই মে, ২০১৮ দুপুর ১২:১৫

করুণাধারা বলেছেন: একটি খুব ভালো ফটোগ্রাফার! প্রার্থনা করি, ফটোগ্রাফার হিসেবে আপনার খ্যাতি ছড়াক। তখন কিন্তু ব্লগকে ভুলে যাবেন না।

১৬ ই মে, ২০১৮ দুপুর ১:৪৯

সামিয়া বলেছেন: আরেহ বাহ এটা তো আমার জন্য অসম্ভব সুন্দর দোআ ।
অনেক অনেক ধন্যবাদ ভাল থাকুন শুভকামনা রইল।

১৮| ১৬ ই মে, ২০১৮ দুপুর ১২:২৩

টারজান০০০০৭ বলেছেন: বেড়ানো ও ছবি তোলার জন্য গ্রাম খুব সুন্দর , থাকার জন্য নহে !!!

১৬ ই মে, ২০১৮ দুপুর ১:৫০

সামিয়া বলেছেন: থাকার জন্য খারাপ মনে হয়নি। অনেক অনেক ধন্যবাদ ভাল থাকুন

১৯| ১৬ ই মে, ২০১৮ দুপুর ১:২৩

জাহিদ অনিক বলেছেন:

আপনার বন্ধুর একটা কথা কিন্তু ঠিক, ঢাকাতে নিজের মত করে থাকা যায়। কেউ কিছু বলে না, কেউ মানা করে না। যেখানে ইচ্ছে সেখানে ময়লা ফেলা যায়! বাহ ! এই জন্যই এই শহরটা গোল্লায় যাচ্ছে।


খেয়া নৌকা, সন্ধ্যা, কিশোরীর কানের ঝুমকা --- ছবিগুলো সত্যি সুন্দর হয়েছে।

১৬ ই মে, ২০১৮ দুপুর ১:৫৩

সামিয়া বলেছেন: আমার বন্ধু তো রাস্তা দিয়ে হাটে না, গাড়ি থেকেই নামেনা বাইরে। গুলশানের বাইরে কি আছে দেখেছে কিনা কে জানে, অনিয়মের খবর ওর জানা আছে বলেও মনে হয় না,

অনেক অনেক ধন্যবাদ শুভকামনা রইল

২০| ১৬ ই মে, ২০১৮ দুপুর ১:৪৩

কামরুননাহার কলি বলেছেন: আপি অনেক সুন্দর ছবি গুলো। লেখাটিও হেব্বি।

১৬ ই মে, ২০১৮ দুপুর ১:৫৩

সামিয়া বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ বোন শুভকামনা রইল

২১| ১৬ ই মে, ২০১৮ রাত ৮:১৭

শরীফুর রায়হান বলেছেন: চমৎকার ফটোগ্রাফি

২২ শে মে, ২০১৮ রাত ১১:৪২

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.