নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

আমার তোলা কিছু সাদাকালো চিত্র ও ২০০তম পোস্ট

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৩২


সাদাকালো ফটোগ্রাফি করা অতিরিক্ত সহজ মনে হলেও এতে এডিটিং এর ব্যাপার থাকে, লাইটের ব্যাপার থাকে, সব মিলিয়ে সাদাকালো ছবির সাবজেক্ট অথবা মডেলকে আরও বেশি আকর্ষণীয় হতে হয়, এটা প্রফেশনালদের জন্য এক ধরনের চ্যালেঞ্জিং ফটোগ্রাফি, আর আমার জন্য শখ মাত্র কাজেই আমার তোলা ছবিগুলো কাঁচা।

ফুলের কুড়ি



মনে হল মেঘ, মনে হল পাখি, মনে হল কিশলয়,. ভালো করে যেই দেখিবারে যাই মনে হল কিছু নয়।
--রবীন্দ্রনাথ ঠাকুর



যখন সূর্য ডোবে



ডোরাকাটা জেব্রা,
আফ্রিকানরা বলে জেব্রা হলো একটা কালো প্রাণী, যাদের সারা গায়ে সাদা সাদা ডোরাকাটা দাগ আছে। আর আমরা বলি জেব্রা কালো কালো ডোরাওয়ালা সাদা ঘোড়ার মতো প্রাণী।

মাকরসার জাল



ক্লান্ত দুপুর বেলা

এখানে একা একজন

চুড়ি

প্রতিচ্ছবি

নৌকায় ঘরবসতি

দৈনন্দিন তুরাগ

দ্বীপ্ত রবি অস্তমিত

জেব্রা

জীবন যাচ্ছে কেটে

সুপার ব্লু ব্লাড মুন ক্যামেরায় ধরে রাখার বৃথা চেষ্টা।

প্রদীপের আলো

কাক

গজদন্ত

পাখিটা

২০০তম পোস্ট দিতে আমার ২ বছর ৯ মাস লেগে গেছে, এটা নিশ্চয়ই ভালো ব্যাপার না।।
তবে চিরন্তন সত্য হলো আমি প্রতিটা ব্লগারের কাছে ঋণী, সবার অনুপ্রেরণা এবং ভালবাসায় আমি সিক্ত। অশেষ কৃতজ্ঞতা প্রিয় সামহোয়্যারইন ব্লগ টিমের প্রতি। সবার জন্য রইলো আমার আন্তরিক ভালোবাসা। লাভ ইউ অল।।

মন্তব্য ৭০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৫

তারেক_মাহমুদ বলেছেন: অনেক সুন্দর হয়েছে ছবি গুলো ।অনেক শুভেচ্ছা ২০০তম পোষ্টের জন্য ।এভাবেই লিখে যান ,অনেক ভাল থাকুন ময়নার মা আপু ।

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:২৮

সামিয়া বলেছেন: ধন্যবাদ তারেক ভাই, এইখানে ময়নার মা কে আনলে কিন্তু সমস্যা, ময়নার মা তো আমার মতন অত লক্ষ্মী না, জানেনই তো। :)
যাক গে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা, ভালো থাকুন, শুভকামনা।

২| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১:০৩

গরল বলেছেন: সাদাকালো ছবি দেখলে নিজেকে বর্ণান্ধ মনে হয়, তবে রিয়েল ছবিগুলো হয়ত অনেক সুন্দর।

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:৩০

সামিয়া বলেছেন: উফ বয় এত সেন্সসেটিভ হলে চলে??
হাহা ধন্যবাদ শুভকামনা।।

৩| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১:০৪

কামরুননাহার কলি বলেছেন: ছামিয়া আপি আপনার পোস্ট অনেক দিন পর পেলাম। আর ছবিগুলো অনেক সুন্দর, এক কথায় চমৎকার।

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:৩২

সামিয়া বলেছেন: কলি আপু আমি ছামিয়া না সামিয়া। :)
আমিতো গতকাল ও পোস্ট দিয়েছি, তার একদিন আগেও দিয়েছি, বহুবার দিয়েছি। কখনোই নাই হয়ে যাইনিতো!!!

ধন্যবাদ বোন, শুভকামনা।

৪| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১:১১

অর্ক বলেছেন: বেশ লাগলো। জেব্রার ছবিগুলো কোথায় তোলা? শুভেচ্ছা।

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৩

সামিয়া বলেছেন: জেব্রার ছবি তুলেছি সাফারি পার্ক থেকে, অনেক ধন্যবাদ , ভালো থাকুন।।

৫| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১:১৪

ভুয়া মফিজ বলেছেন: প্রথমেই ২০০তম পোস্ট-এর শুভেচ্ছা নিন।
ছবিগুলো তো দারুন হয়েছেই......ক্যাপশান গুলোও দারুন!
আপনার শিল্পীমনের প্রশংসা করতেই হয়।

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৫

সামিয়া বলেছেন: আমার ২০০ তম পোষ্টের কৃতিত্ব আপনাদের, আপনাদের পাশে পেয়েছি বলেই তো অনুপ্রেরণা পাই।। ছবিগুলো কি আর এমন, আপনিও অনেক ভালো ছবি তোলেন, ধন্যবাদ অনেক অনেক, শুভকামনা।

৬| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১:১৮

আখেনাটেন বলেছেন: অসম্ভব সুন্দর ছবিব্লগ। আমি নিজেও যেহেতু এবড়েথেবড়োভাবে অ্যামেচার হিসেবে ছবি তোলার ব্যর্থ চেষ্টা করি তাই ছবিপোস্ট দেখলে ভালো লাগে।

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৯

সামিয়া বলেছেন: আপনি ছবি তোলেন আমার আরও একটা পোষ্টে কমেন্টে জানিয়ে ছিলেন, আপনার রিসেন্ট ফটোগ্রাফির ছবি ব্লগ দেখতে চাই।।
অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন।

৭| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ২০০ তম পোস্টের জন্য শুভেচ্ছা।
সাদাকালো ছবিগুলি ভাল লেগেছে।
আচ্ছা জেব্রার ছবি সাদাকালো ছাড়া তুলতে পারবেন? :P

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:৪২

সামিয়া বলেছেন: আসছে আরেকজন ঢঙ করতে, হে মহা জ্ঞানী ভাই, অবশ্যই জেব্রার রঙিন ছবি তুলতে পারবো, কীভাবে?? জেব্রার গায়ে রং করে :) :)
ধন্যবাদ রইলো অনেক অনেক, শুভকামনা।।

৮| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ২:২৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ২০০তম পোস্টে শুভেচ্ছা! যদিও ফটোগ্রাফি কম বুঝি তারপরও ছবিগুলো ভালোই লাগল! শুভকামনা!

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:৪২

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সম্রাট ইজ বেস্ট
শুভকামনা।।

৯| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ২:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:

বাহ ! সুন্দর ছবি ব্লগ !!



২০০ তম পোষ্টের শুভেচ্ছা রইলো। :)

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৩

সামিয়া বলেছেন: ধন্যবাদ ডিয়ার শাহরিয়ার কবীর
শুভকামনা।।

১০| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:০০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৪

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

১১| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:০৬

মোস্তফা সোহেল বলেছেন: ছবি ব্লগ ভালই লাগল।

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৪

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই

১২| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:১২

রাজীব নুর বলেছেন: ছবি গুলো খুব মন দিয়ে দেখলাম।
ফ্লিকারে কি আপনার একাউন্ট আছে। আমি ফ্লিকারে

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:৫২

সামিয়া বলেছেন: হ্যাঁ ভাইয়া ফ্লিকারে আমি আছি তবে অনিয়মিত, ফ্লিকার, ন্যাশনাল জিওগ্রাফি, উয়িকিমিডিয়া, সনি , নিকন ফটোগ্রাফি এছাড়া এফ বি বিভিন্ন ফটোগ্রাফি পেইজে যুক্ত আছি,
কিছু লিঙ্ক দিলাম।।
SAMIA ETY national geographic
samia ety Flickr
Samia ety Wikimedia Commons

১৩| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:২৭

লাবণ্য ২ বলেছেন: শুভেচ্ছা! চমৎকার ছবিগুলো।

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৩

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা।।

১৪| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩০

রক বেনন বলেছেন: চমৎকার এক গুচ্ছ ছবি। পুরুস্কার পাওয়ার যোগ্য।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৩

সামিয়া বলেছেন: পুরস্কার পাওয়ার যোগ্য কথাটা পুরুস্কারের থেকেই বা কম কি?।
অসংখ্য ধন্যবাদ।।

১৫| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৯

রোকনুজ্জামান খান বলেছেন: ছামিয়া আপু আপনার ফটো গুলো সত্যিই প্রশংসার দাবীদার ।
আপনার ক্যাপশনের তীর খুব তীষ্ন।
ভাল থাকবেন ।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৪

সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাই শুভকামনা, নামের স্পেলিং সামিয়া , ওকে ভাই?

১৬| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: ২০০ তম পোস্টে অভিনন্দন । আরও শত শত পোস্ট করুন সেই কামনা থাকলো ।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৬

সামিয়া বলেছেন: দুইশত পোষ্টের কৃতিত্ব আপনাদের সবার। আবারো ধন্যবাদ।

১৭| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এহ বিরাট রঙ মেস্তরি !!!
তিনি আইছেন জেব্রার গায়ে রঙ করতে! :-P

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৬

সামিয়া বলেছেন: কালার ছবি তুলে দিলেই তো হল নাকি?? :) :)

১৮| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:


জেব্রার ছবি কোথায় তুললেন?

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৭

সামিয়া বলেছেন: সাফারি পার্ক গাজীপুর।

১৯| ০৪ ঠা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অসাধারন ছবি। সাদাকালো ছবি দেখলে আমার পুরানো দিনের কথা মনে পড়ে যায়।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৭

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, শুভকামনা।।

২০| ০৪ ঠা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

নাজিম সৌরভ বলেছেন: জেব্রার ছবি অসাধারণ হয়েছে !

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৮

সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাই।।

২১| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৯:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ২০০ তম পোষ্টের শুভেচ্ছা :)

পাগলারে সাঁকো নাড়াইছ নার মতো- প্রথম কমেন্টেই ময়নার মার কথা উঠাইলেন ;)
হা হা হা

ছবির সাথে ক্যপশানে ছবির নতুন মাত্রা দিয়েছে। ভাল লাগল।

+++

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৩

সামিয়া বলেছেন: হাহাহাহা আরেহ নাহ ভাইয়া, মানুষ চাইলেও সব খানে একরকম হতে পারে না, বাস্তবে অনেক ক্ষেত্রে আমার উল্টা চেহারা। লোকজন কথা বলতেও খুব একটা সাহস করে না। :)
বন্ধু বান্ধব্দের সাথে অনেক ইজি ভাবে মিশলেও ওদের ভেতর ও আমাকে নিয়ে একটা ভয় কাজ করে, আমি বুঝি। এটা অবশ্য ওদের হারানোর ভয়, অনেকেই আমাকে হারাতে চায় না।
আপনার প্লাস আমার অনুপ্রেরণা। ভালো থাকুন, অনেক ধন্যবাদ।

২২| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৯:২২

আহমেদ জী এস বলেছেন: সামিয়া ,




প্রায় তিন বছরে দুইশত পোস্ট, কম কথা নয় কিন্তু আসলে । তাছাড়া আপনার পোস্ট তো আগডুম বাগডুম পোস্ট নয় যে প্রতিদিন একটা করে ভেজে দেয়া যেত ।

"চুড়ি" ছবিটি চমৎকার । "ফুলের কুড়ি" ছবির মেয়েটিকে আর একটু ফোকাসে নিয়ে আসতে পারলে সুপার্ব একটা ছবি হতো ।
"প্রতিচ্ছবি"র আইডিয়াটা ভালো ।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৯

সামিয়া বলেছেন: দুইশ এম এম লেন্স এর পোর্ট্রেট রেজাল্ট এমনি আসবে, ইচ্ছে করলে ফুলের ফোকাস সরিয়ে মেয়েটিকে নিতে পারতাম তবে সেটা ভালো হতোনা। আর আমি তো ফুলকে ফোকাস করনা,কাজেই্‌, আমার অনেক পোস্টই আগডুম বাগডুম টাইপের, তবে যা মাথা থেকে আসে তাই লিখি, অনুকরন ব্যাপারটা আমার ভেতর নাই, এই ব্যাপারটাই শুধু ভালো, য়ার আপনাদের মতন ব্লগারদের সামনে আমি এখনো হাঁটুর কাছে পড়ে আছি।।

ধন্যবাদ ভাইয়া, শুভকামনা জানবেন।

২৩| ০৫ ই জুলাই, ২০১৮ ভোর ৬:২৭

সামু পাগলা০০৭ বলেছেন: ব্লগার আহমেদ জী এস একদম মনের কথা বলেছেন। তার মন্তব্যে লাইক।

প্রায় তিন বছরে দুইশত পোস্ট, কম কথা নয় কিন্তু আসলে । তাছাড়া আপনার পোস্ট তো আগডুম বাগডুম পোস্ট নয় যে প্রতিদিন একটা করে ভেজে দেয়া যেত ।
একদম তাই। আপু তোমার প্রতিটি পোস্টেই যত্মের ছাপ থাকে আর ইউনিক সব বিষয় নির্বাচন করো। পাঠকের একঘেয়েমিতে ভোগার বা তোমার পোস্ট পড়তে এসে হতাশ হয়ে ফেরার উপায় থাকেনা। তুমি শুধু শ্রমই নয় মেধা দিয়েও ব্লগ লেখ। তাই তোমার ২০০ তম পোস্টও অনেক বড় প্রাপ্তি শুধু তোমার জন্যেই নয়, সামুর জন্যেও। অভিনন্দন এতগুলো।

সাদাকালো ছবিকে ঠিকভাবে প্রকাশ করা আসলেই কঠিন। তুমি সুন্দরভাবে কাজটি করেছ!

অনেক ভালো থেকো মাই ডিয়ার সামিয়া আপু!

০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৩

সামিয়া বলেছেন: উফফ মেয়েটা!!!!!
এত প্রশংসা করে তো আমায় নষ্ট করে দিবে ব্লগ রানী।।
ডিয়ার বোন আমার অনেক ভালোবাসা রইলো।

২৪| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৭

শিখা রহমান বলেছেন: ইতিমিতি মনি ২০০তম পোষ্টের শুভেচ্ছা। পৌনে তিন বছরে ২০০ পোষ্টতো অনেক। ব্লগার আহমেদ জী এসের মন্তব্যের সাথে একমত। :)

সাদাকালো ছবি আমার ভালো লাগে। ছবিগুলো দারুণ লেগেছে।

ভালো থেকো আর ভালোবেসো। এত্তো ভালোবাসা আর আদর সাদাকালো ছবি তুলে জীবন রাঙ্গিয়ে দেয়া মিষ্টি মেয়েটাকে।

০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৪

সামিয়া বলেছেন: আপু আই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ
লাভ ইউ এ লট।।

২৫| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ! পো‌স্টে শুভ কামনা।

০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৫

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা।

২৬| ০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৫

এম ডব্লিউ এস বলেছেন: অনেক সুন্দর ছবি তোলেন আপনি

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০০

সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ ,

২৭| ০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৯

হাসান রাজু বলেছেন: কাক
ফুলের কুড়ি (ফুলের কুড়ি না অন্য কোন কিছু হবে। তবে কি হবে সেটা জানিনা। )
মনে হল মেঘ ............ মনে হল কিছু নয়।--রবীন্দ্রনাথ ঠাকুর ।

সবগুলোই ভালো লেগেছে । উপরেরগুলো একটু বেশি ।

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০১

সামিয়া বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকুন।

২৮| ০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২৮

হাসান রাজু বলেছেন: অহ ! অভিনন্দন জানবেন।

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০১

সামিয়া বলেছেন: আবারো ধন্যবাদ :)

২৯| ০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ছবিগুলো অনেক সুন্দর। সবগুলোই!

২০০ পোস্ট! বাপরে!!! মাত্র ২ বছর ৯ মাসেই! আমার কাছে এটি বিরাট অর্জন।
অভিনন্দন :)

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৩

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

ভালো থাকুন, শুভকামনা রইলো।।

৩০| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

চঞ্চল হরিণী বলেছেন: কাকের এমন বিষণ্ণ চোখ প্রথম দেখলাম। ছবিব্লগ ভালো লেগেছে।

০৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৪

সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ

৩১| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

নীলপরি বলেছেন: ছবিগুলো ভালো লাগলো । ২০০ তম পোষ্টের শুভেচ্ছা রইলো ।

০৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৪

সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ

৩২| ০৬ ই জুলাই, ২০১৮ ভোর ৪:০৯

রাকু হাসান বলেছেন: অভিনন্দন ............আমি লাড্ডু ৪ চারটা মাত্র । দুটি ছবি বেশি ভাল লাগছে । আপু

০৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৪

সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ

৩৩| ০৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর - ভাল লাগা রইল ।

০৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৫

সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ

৩৪| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২৮

জাহিদ অনিক বলেছেন:
খুব সুন্দর ছবি ব্লগ। ভালো লাগলো।

১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৪

সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাল থাকুন শুভকামনা।

৩৫| ১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৬

নীল বরফ বলেছেন: চমৎকার হয়েছে ছবিগুলো। তিন নাম্বার ছবিটা বেশ। দেখলে ভ্যান গগের "Wheatfield with Crows" মনে পরে যায়। উনার কাকগুলো ক্ষেতের উপরে ,আপনার গুলো পানির উপরে। আমি নিজেও ছবি তুলি প্রায়ই, কাউকে ভালো ছবি তুলতে দেখলে ভালো লাগে।
ভালো থাকবেন।

২০ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৮

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুভকামনা ভাল থাকুন সুস্থ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.