নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

একটি সমুদ্র সৈকত ফিরে পাওয়ার ঘটনা

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০




বেশ কয়জন মেয়ের সাথে গল্প করতে করতে নিজের অভিজ্ঞতার কথা বললাম যে একবার ইউনিভার্সিটি ভাইভায় এক বৃদ্ধ হই হই ধরনের এবং হুজুর হই হই ধরনের এক শিক্ষক আমায় প্রথম দর্শনে বলেছিলেন আপনার ইহ জিন্দেগীতে চাকরী হবে না। চেহারা দেখেই না করে দিবেন কারন আমার চুল খোলা রেখেছিলাম।

ওয়েল লিসেনাররা উৎসুক হয়ে টিচারের এই মন্তব্বের জবাবে আমি কি বলেছিলাম জানতে চাইলেন, আমি বেশ কমেডি ভয়েস করে বললাম আমি বলছি আমি তো চাকরী করি স্যার। ফেডএক্স এ এসিস্টেন্ট একাউন্টেন্ট হিসেবে চাকরি করি। এছাড়া একটা পত্রিকায় এডিটরের কাজ ও করি, বাড়ির পাশের কয়েকটা গরীব বাচ্চাদেরকে ও পড়াই।
টিচার ভাইভা শেষে আমার ভিজিটিং কার্ড রেখে ধন্য হলেন। অনুরোধ করলেন ইউনিভার্সিটির ব্যাপারে কোন নিউজ ছাপাতে হলে আমি যেন পত্রিকায় ব্যাবস্থা করে দেই। বলেছি করে দেবো।
সাথের আরেকজন জানালো যে তার নাকি statistics প্রাক্টিকাল পরীক্ষায় এক টিচার ঘুরে ঘুরে সব মেয়েকে এই প্রশ্ন করতে থাকলেন যে মেয়েরা রান্না করতে পারেন কিনা আর যদি রান্না করতে না পারেন তবে তাদের ভবিষ্যৎ অন্ধকার। একটায় ও চাকরী পাবে না। রান্না করতে পারার সাথে চাকরীর কি সম্পর্ক আল্লাহ্‌ মালুম।

ঘটনা হচ্ছে চাকরীর বাজার দেশে ভালো না, তার উপর আমাদের সমাজের অনেক পুরুষ মেয়েদের মেয়ে মানুষ এবং এরা অকেজো ভিন্ন প্রজাতির নিকৃষ্ট জাতি এবং এদের দিয়ে কিচ্ছু হবে না, এই রকম চিন্তাধারা থেকেই এই রকম অহরহ কমেন্ট করে থাকেন।

কথা হচ্ছে কাউকেই দুর্বল ভাবতে নেই, একটা মানুষকে এক নজর দেখেই তার সম্পর্কে ভালো মন্দ মন্তব্য ছুঁড়ে দেয়া (বেশির ভাগ খারাপ)আমাদের সমাজে সর্বজনগ্রাহ্য ব্যাপার।
তবে এইখানেই সব থেকে বোকামি এবং ভুল মানসিকতা। এতে করে তারা নিজেরা জীবনে যেমন কিছু করতে পারেনা তেমনি কাউকে করতে দিতেও চায় না।




মুম্বাইয়ের এই ছেলেটির (আফরোজ শাহ) সম্পর্কে জেনেছিলাম সনি টিভির জনপ্রিয় অনুষ্ঠান কন বানেগা ক্রোরপতি প্রোগ্রাম থেকে, সেখানে সে জানিয়েছিলেন সে দেশের বাইরে পড়াশুনা ও চাকরীর কারনে বিশ বছর কাটিয়ে দিয়ে দেশে ফিরে তার প্রিয় সমুদ্র সৈকত মুম্বাইয়ের ভার্সোভা সৈকত দেখে দুঃখ ভারাক্রান্ত হলেন, এবং কেঁদে দিলেন এই কারনে যে সেখানে ময়লা আবর্জনার স্তুপের আড়ালে তার প্রিয় সমুদ্র ঢাকা পড়েছে। যেখানে তার ছেলেবেলা কেটেছে।



এবং তিনি নিজ উদ্যোগে সমুদ্র সৈকত পরিষ্কার অভিযানে নামেন। প্রথমে তাকে কম বেশি সবাই এই বলে বাঁধা দেন যে সে যা করতে যাচ্ছে তা কোন ভাবেই সম্ভব না। এই রকম ময়লার স্তুপ সরাবে কি করে, সে কিছুতেই পারবে না, স্থানীয় লোকজন কেউ কেউ এই বলেও তাকে বাঁধা দিয়েছিলেন যে তারা শহরের ময়লা তাহলে ফেলবেন কোথায়? কাজেই এই ধরনের চিন্তা এবং উদ্যোগ বন্ধ কর।

সে সবার কথা হাসি মুখে শুনলেন এবং বোঝালেন সে সব কিছুর সমাধান করবেন এবং সে তা করতে পারবেন।
প্রথমে তিনি একা থাকলেও ধীরে ধীরে তাকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় লোকজন সাহায্য করতে এগিয়ে এলেন।


জাতিসংঘ এটিকে "বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত পরিষ্কারকরণ প্রকল্প" বলে ঘোষণা করেছেন। যেখানে স্বেচ্ছাসেবীরা 85 সপ্তাহের মধ্যে 5 মিলিয়ন কিলোগ্রাম প্লাস্টিককে সরিয়ে দেয়।

কথা হচ্ছে গিয়ে মানুষকে নিরুৎসাহিত করা,ছোট করা, কাজ সম্পর্কে বিরুপ ধারণা দেয়া, কিছু হলেই দেশ খারাপ দেশের দোষ বলে দেশের বিশাল অংশের মানুষকে হতাশায় ফেলা সহজ। খারাপ একটা মন্তব্য কারো সম্পর্কে না জেনে না বুঝে করাই যায়,কিন্তু কত জন যে এই দেশেই আফরোজ শাহ আছে সেই কথা কেউ বলেনা কেন, কতজন তো আছে কত ভালো ভালো কাজ করছে, শুধু খারাপ ব্যাপার গুলোই কেন হাইলাইট করতে হবে, এতে কি দেশের মানুষ হতাশাগ্রস্থ হয়না, খারাপের সাথে দেশ সম্পর্কে দুটা ভালো কথা কি বলা যায় না? গত কতদিন ধরে ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের জন্য ট্রাফিক পুলিশের সাথে কাজ করছে, কত মানুষ চলতে ফিরতে কতজন কে সাহায্য করছে। এরকম ভালো ব্যাপার অল্প হলেও তো হচ্ছে না?একটু উৎসাহ উদ্দীপনা মানুষকে পৌঁছে দিতে পারে অনেক উর্ধে।


তথ্য সুত্রঃ টিভি প্রোগ্রাম এবং ইন্টারনেট

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৮

আতোয়ার রহমান বাংলা বলেছেন: যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে
..........
অনেক ভালো লাগলো লিখা টা পড়ে

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২২

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, শুভকামনা।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: চমৎকার একটি পোষ্ট।]
এই পোষ্ট স্টিকি করা যেতে পারে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া, ভালো থাকুন শুভকামনা।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬

সনেট কবি বলেছেন: চমৎকার একটি পোষ্ট

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সনেট কবি ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭

নজসু বলেছেন: আফরোজ শাহকে আমি মনের দিক থেকে কোটিপতির চেয়ে বেশি ভাববো।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

সামিয়া বলেছেন: ঠিক বলেছেন, অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫১

আলআমিন১২৩ বলেছেন: অনেকদিন পর ব্লগে এমন একটি পজেটিভ ভাল লেখা পড়লাম।আপনাকে প্রানভরে ধন্যবাদ। এমন আরো অনেক অনেক লেখা লিখবেন আশা করি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১১

সামিয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ, শুভেচ্ছা ও শুভকামনা।।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

শিখা রহমান বলেছেন: লেখাটা চমৎকার। অনেক ভালো লেগেছে।

ভালোবাসা নিও ইতিমিতিমনি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১২

সামিয়া বলেছেন: থ্যাংকস আপু , ভালো থেকো।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন:
শুভ ভাবনা কল্যানের পথকে প্রশস্ত করে
নেতিবাচক ভাবনা ব্যার্থতার পথকে দীর্ঘ করে।

জয় হোক শুভভাবনার :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১২

সামিয়া বলেছেন: ভালো বলেছেন, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১০

আহমেদ জী এস বলেছেন: সামিয়া ,



প্রেরণাদায়িনী লেখা । তেমন ইচ্ছে থাকলেই একটা না একটা উপায় হয়ই ।
সুন্দর বলেছেন , এ দেশেও আফরোজ শাহ'রা আছেন যাদের কথা কেউ বলেনা ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১২

সামিয়া বলেছেন: ভালো থাকুন ভাইয়া, শুভেচ্ছা শুভকামনা।

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯

অভীক অর্ণব বলেছেন: নেতিবাচক কথা অনেককেই শেষ করে দেয়। তারাই সফল হয় যারা নেতিবাচক কথায় গুরুত্ব না দিয়ে ধৈর্য্য ধরে তার লক্ষ্য পূরণে কাজ করে চলে অবিরাম।
আপনার পোস্টের মাধ্যমে এখন আফরোজ শাহ সম্পর্কে জানলাম। বিশ্বে নাম না জানা এমন অনেকেই আছেন যারা নীরবে কাজ করে যাচ্ছেন প্রকৃতিকে বাঁচাতে , নিজের প্রিয়দের আরও বেশি সুন্দর করতে ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

সামিয়া বলেছেন: খুব ভালো বলেছেন, আন্তরিক ধন্যবাদ রইলো, ভালো থাকুন।

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৬

সেলিম আনোয়ার বলেছেন: ভালো কাজে উৎসাহিত করা উচিত আর খারাপ কাজে নিরুৎসাহিত করা উচিত।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, শুভকামনা।

১১| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৬

কালো_পালকের_কলম বলেছেন: অদম্য ছিলেন বলেই সম্ভব হয়েছে... অদম্য লোকগুলো কখনো "পাছে লোকে কিছু বলে" নিয়ে ভাবে না

৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৮

সামিয়া বলেছেন: ভালো বলেছেন, মনের শক্তি এদের অনেক বেশি।

ধন্যবাদ।

১২| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৭

কালো_পালকের_কলম বলেছেন: এমন সুন্দর কথা উপহার দেয়ার জন্য ধন্যবাদ

৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫০

সামিয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.