নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা সস্তা ভেবোনা অত

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪১




আমি তো তোমাকে বলিনি
ভুলে যাও আমাকে
অথবা চব্বিশ ঘণ্টার মধ্যে পঁচিশ ঘণ্টা
আমার নাম জপতে থাকো
সেই কথাও বলিনি।

কে বোঝাবে তোমায়!
তোমার জন্য কতখানি
মন ভর্তি ভালোবাসা।

ভালোবাসা কি জিনিস
সেই কথা তো বুঝতে পারেনা
পৃথিবীর ভাব ভালোবাসা বঞ্চিত পথশিশুরা;
আবর্জনায় প্লাস্টিক কুঁড়াতে কুঁড়াতে
ওরা প্লাস্টিকই ভালবাসে।
বিকল্প কিছু নেইও ওদের জীবনে।

তুমি কি সেই পথশিশু হয়েছো?
অথবা
মহাসড়কের সার্জেন্ট??
গাড়ির ড্রাইভারগুলাকে
থামানো আর চলতে দেয়ার পরিক্রমায়
যান্ত্রিক রোবট একেকজন।


দেখো;
আমি কিন্তু শক্ত মনের মানুষ না
উপড়ে উপড়ে ভাব ধরি ওরকম।
বাঁচাতে চাইলে
এক বিন্দু জল দিয়ে হলেও রক্ষা করো।

ভালোবাসা সস্তা ভেবোনা অত
অহরহ ও ভেবোনা।
প্রেমে মরাই জলে ডোবে কিন্তু।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫০

বিজন রয় বলেছেন: হা হা হা ................

ভালবাসার কত্ত রূপ।

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৬

সামিয়া বলেছেন: :) :)

২| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৬

ফেনা বলেছেন: খুব ভালো হয়েছে।

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৬

সামিয়া বলেছেন: ধন্যবাদ ফেনা

৩| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৪

বাকপ্রবাস বলেছেন: ব্যাতিক্রম ছিল এবং মনে ধরেছে

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১১

সামিয়া বলেছেন: তাই! ধন্যবাদ অনেক।

৪| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: কেমন আছো আপি ;)
কবিতা দারুণ হয়েছে :-B

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৮

সামিয়া বলেছেন: ভালো ভালো.। ধন্যবাদ ভাই।

৫| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আর ছবিটা.. কবিতার মতোই B-))

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৯

সামিয়া বলেছেন: আচ্ছা :) :)

৬| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: ভালোবাসা সবচেয়ে কিমতি জিনিস!!!

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৯

সামিয়া বলেছেন: হুম অনেক কিমতি

৭| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৭

নুরনবী হোসেন বলেছেন: আমি জানি না ভালোবাসা কি কিন্ত আপনার কথা শুনে আমার এবার ভালোবাসতে ইচ্ছে করছে কি আছে এই ভালোবাসার মধ্যে সেটা দেখার জন্য

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১০

সামিয়া বলেছেন: হাহা মনের আশা পুরন হোক।।
ধন্যবাদ,

৮| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৯

কাওসার চৌধুরী বলেছেন:



"আমি কিন্তু শক্ত মনের মানুষ না
উপরে উপরে ভাব ধরি ওরকম!"

চমৎকার দু'টি লাইন। কবিতায় ভাল লাগা রইলো। +++

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১১

সামিয়া বলেছেন: অনুপ্রেরনামুলক কথায় কৃতজ্ঞতা।

ধন্যবাদ , ভালো থাকবেন।।

৯| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৫

লাবণ্য ২ বলেছেন: সুন্দর কাব্য কথা।

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৭

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ডিয়ার

১০| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০২

নীল আকাশ বলেছেন: ভালোবাসা তো কোন শেখানো ছড়া নয়
ইচ্ছে হলেই তুমি শিখে নেবে,
নয় কোন দেয়াল ঝুলান হ্যাংগার
জামার মতো আমার প্রেম কে ঝুলিয়ে রাখবে।

জোড় করে ভালোবাসা হয়না
বলেছি কখনো রুটিন মেনে দেখা কর,
একবুক তোমার ভালোবাসা থেকে
এক বিন্দু জলের মতো প্রেম করুনা কর।

আপনার কবিতা ভালো লেগেছে, পড়তে যেয়ে ইচ্ছে হলো কিছু লিখে ফেলি.........।
যা মনে আসল লিখে দিলাম। অনেক দিন হলো প্রেমের কবিতা লিখি না। পরে ইচ্ছে করলে আরো লিখে পোষ্ট দিতে পারি.......
ধন্যবাদ।

১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৫

সামিয়া বলেছেন: ভালোবাসা তো কোন শেখানো ছড়া নয়
ইচ্ছে হলেই তুমি শিখে নেবে,
নয় কোন দেয়াল ঝুলান হ্যাংগার
জামার মতো আমার প্রেম কে ঝুলিয়ে রাখবে।

জোড় করে ভালোবাসা হয়না
বলেছি কখনো রুটিন মেনে দেখা কর,
একবুক তোমার ভালোবাসা থেকে
এক বিন্দু জলের মতো প্রেম করুনা কর।

অসাধারণ লিখেছেব কবি, ভালোলাগা নিরন্তর.।.।.।।।

১১| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

রাজীব নুর বলেছেন: এযুগের ভালোবাসা সস্তা'ই।
ওতই সস্তা যে স্বচ্ছতা নেই, পবিত্রতা নেই।

১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৬

সামিয়া বলেছেন: ভালো বলেছেন ভাইয়া।।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.