নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

আইয়ুব বাচ্চু (R.I.P)

১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৮



সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এত অচেনা হলে তুমি
কিভাবে এত বদলে গেছি এই আমি
ও বুকের সব কষ্ট দু’হাতে সরিয়ে
চল বদলে যাই

তুমি কেন বোঝ না তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।।

এই গান কে তার মত গাইতে পারবে?
এইরকম লিরিক তার মত কে লিখতে পারবে?
এই রকম সুর তার মত কে করতে পারবে?

কেউ পারবে না।
অসম্ভব আবেগপ্রবণ এই প্রতিভাবান মানুষটির আত্মার শান্তি কামনা করছি।
R.I.P Ayub Bacchu



আইয়ুব বাচ্চু আমাদের দেশের লিজেন্ড এরকম মানুষ অকালে চলে যাওয়া মানে দেশের সম্পদ হারানো, এক কলিগ খুব তড়িঘড়ি করে তার বোন জামাই মারা গেছেন বলে সকালে যখন বেরিয়ে গেছেন তখন বুঝিনি সে আইয়ুব বাচ্চুর কথা বলছেন। কি আশ্চর্য মানুষ এত হঠাৎ করে মরে যায় কি করে।।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৯

সাইন বোর্ড বলেছেন: তার জনপ্রিয় অনেক গানের কথায় হয়ত এখন অাসবে, তার অাত্মার শান্তি কামনা করছি অামিও ।

১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪১

সামিয়া বলেছেন: হুম

২| ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪২

কাওসার চৌধুরী বলেছেন:



অসংখ্য কালজয়ী জনপ্রিয় গানে তিনি কণ্ঠ দিয়েছেন। এত অল্প বয়সে চলে যাওয়াটা মেনে নেওয়া সত্যি খুব কঠিন। আরো কয়েক বছর বেঁচে থাকার কথা ছিল অনায়াসে। আসলে মৃত্যুর কাছে আমরা সবাই অসহায়।

১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৪

সামিয়া বলেছেন: খবরটা শোনার পর থেকেই তার জন্য মন খারাপ লাগছে, মনেহচ্ছে আপনজন কেউ চলে গেছেন।

৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আমার খুব প্রিয় আরেকজন মানুষ চলে গেলেন। তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।

১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫০

সামিয়া বলেছেন: আমীন

৪| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০১

খসরু ওয়াহিদ বলেছেন: কিছু বলতে চাই না , শুধু তার বিদেহি আত্মার শান্তির জন্য দোয়া করছি

১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৪

সামিয়া বলেছেন: আমীন

৫| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: টুনং টাং গীটারের যাদুতে মোহিত করার লোকটি চলে গেল। তার আত্নার মাগফিরাত কামনা করছি।

১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৪

সামিয়া বলেছেন: আমীন

৬| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫২

সনেট কবি বলেছেন: তার জন্য সবাই শোকাহত।

২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৪

সামিয়া বলেছেন: আসলেই

৭| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৬

বে-খেয়াল বলেছেন: কিছু বলার নেই হারিয়েছি আমরা সেই গানের পাখিকে যে সু:খে দু:খে আমাদের সঙ্গি হতো তার গানের মাধ্যমে।

২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৬

সামিয়া বলেছেন: ঠিক বলেছেন

৮| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: খুব খারাপ লাগছে।

২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৭

সামিয়া বলেছেন: হ্যাঁ সবারই এক অবস্থা

৯| ১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

হাফ হাতা শার্ট বলেছেন: তার বিদেহি আত্মার শান্তির জন্য দোয়া করছি

২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৭

সামিয়া বলেছেন: আমীন

১০| ১৯ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:১৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অসাধারণ কণ্ঠের অধিকারী শিল্পী গেয়েছেন মন ছুঁয়ে যাওয়া অনেক অসাধারণ গান | কি এক সম্মোহনী শক্তি ছিল তার কণ্ঠে | R.I.P.

২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৮

সামিয়া বলেছেন: R.I.P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.