নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

আড়াল

৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫২



আজকের রোদ
অসুবিধাজনক অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে,
তারা হয়তো আন্দাজ করেছে
কাল কি হবে!
অথবা তারপরের দিন।

রিকশাওয়ালা অলস ঘুমিয়ে রাস্তায়; গাছ তলায়,
অফিসের কাজে অফিস থেকে বের হওয়া লোকগুলো
খানিক স্বাধীনতা উপভোগ করতে করতে
কাজের তাগিদ অনুভব করে।

তুমি অনুভব করো কি?
তোমার হৃদয়ে?
চোখ দিয়ে চেয়ে দেখো কি?
কাকে? এখনো? কেন?

বেখেয়াল তুমি জানোনা রোদের খবর
তারাও এক আকাশ দৃষ্টি খুলে তাকিয়ে থাকে তোমার দিকে,
তুমি ঐ কিশোরী পুলিশ মেয়ের মতন;
কপট রাগ দেখাও ডিউটি করতে করতে;
মন চাইলে দেয়ালে হেলান দিয়ে বসে থাকো;
রাইফেল নাই তোমার?
পিস্তল নাই?

তারপর ও কিছু করতে চাওয়ার দ্বিধা দন্দে
তুমি দ্রুত এপার থেকে ওপার
স্বপ্ন দেখার নেশায় কাঁটাও দিন।
আমার জীবনের মূল্য আছে নাকি
তোমার কাছে?

মূল্য থাকলে থাকলো
না থাকলেও আফসোস নাই।
এই মূল্যহীন জীবনটাই তোমায় দিলাম
মৃত্যুর পরের জীবন সেটাও তোমার ওকে?
তারপরও কি
তুমি আমায় ভুলে যাবে একদিন?
তোমার সুবিধা মত?

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২০

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ

২| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৮

কাওসার চৌধুরী বলেছেন:



চমৎকার অভিব্যক্তি। সুন্দর প্রকাশ। +++

৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২০

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২০

সাইন বোর্ড বলেছেন: অাবেগ অাছে, প্রেম অাছে, পাশাপাশি মনে হয় একটু ক্ষোভও অাছে । দারুণ লেগেছে কবিতা ।

৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২১

সামিয়া বলেছেন: আমার কবিতার হুবহু এত শর্টকাট সামারি দেখে ইম্প্রেসড।। :)

ধন্যবাদ সাইন বোর্ড

৪| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪২

নীল আকাশ বলেছেন: চরম বিরহের কবিতা লিখেছেন......ভালোই লাগলো!
ঐ পারের জীবনের কথা বলে না আবার মোল্লাদের কোপানলে পড়েন ;)
আরো ভালো ভালো লেখা চাই.........
++++ লাইক দিয়ে গেলাম।
শুভ কামনা রইল!

৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৩

সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ অনুপ্রেরণায়, ভালো থাকুন, মোল্লাদের কপানলে পড়তে হবেনা তারা বুঝবেন আশা করি কি অর্থে বলেছি।

৫| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৮

মুক্তা নীল বলেছেন: শেষের প্যারাটা অসম্ভব সুন্দর। একদম আমার মনের কথাগুলোই যেনো তুলে ধরেছন। যে থাকার সে থাকবেই,আর যে চলে যাওয়ার সে চলে যাবেই। আপনার এই কবিতায় ভালবাসার অভাব নেই। সব মিলিয়ে আবারও বলবো অসাধারন,,,,,,,,,,

০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ

৬| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৭

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: আহবান! দারুণ!

০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.